প্রযুক্তি উন্নয়নের গতি এতাটাই লাগামহীন যে, আজ যে পিসিটি কীনছেন কালই তা গতায়ু বলে বিবেচিত হচ্ছে। তাহলে কী ব্যবহারকারীদের পক্ষে ফি বছর পিসি বদলানো সম্ভব? নিশ্চয়ই নয়। তবে খুব সহজে আর যুক্তিসঙ্গত ব্যয়ে আপনার পিসিকে কেমন করে আরো উন্নত ও দ্রুত গতিসম্পন্ন করে নেবেন।