• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ম্যানুয়ালি এন্টিভাইরাস সফটওয়্যারকে যেভাবে আপডেট করবেন
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:৫৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - মে
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
সিকিউরিটি
তথ্যসূত্র:
সিস্টিম সিকিউরিটি
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ম্যানুয়ালি এন্টিভাইরাস সফটওয়্যারকে যেভাবে আপডেট করবেন
ভাইরাস নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের অষ্টম সংখ্যায় যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা কিভাবে এন্টিভাইরাস সফটওয়্যারগুলোকে ম্যানুয়ালি আপডেট করতে পারবেন তার ওপর আলোচনা করা হয়েছে৷

বর্তমানে বেশিরভাগ এন্টিভাইরাস ইউটিলিটির স্বয়ংক্রিয় আপডেট অপশন থাকায় ব্যবহারকারী ইন্টারনেটে সংযুক্ত হলে এন্টিভাইরাস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়৷ কিন্তু যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা নিশ্চয়ই নিয়মিত এন্টিভাইরাস আপডেট করতে সক্ষম হন না অথবা এন্টিভাইরাসের ভাইরাস ডেফিনেশন, কিভাবে ম্যানুয়ালি আপডেট করবেন সেটা সম্পর্কে ভালো করে জানেন না৷ যার ফলে এন্টিভাইরাস সফটওয়্যারটি নতুন ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, স্পাইওয়্যার ইত্যাদির বিরুদ্ধে সুরক্ষার দেয়াল তৈরি করতে পারে না এবং এন্টিভাইরাস ইনস্টল থাকা সত্ত্বেও পিসিতে ভাইরাস ও ক্ষতিকর প্রোগ্রামগুলোর আনাগোনা লেগেই থাকে৷

ইন্টারনেট সংযোগ যাদের নেই তারা ইন্টারনেট সংযোগ রয়েছে এমন পিসি থেকে এন্টিভাইরাসের জন্য ভাইরাস ডেফিনেশন আপডেট ফাইল নামিয়ে নিতে পারেন৷ উল্লেখ্য, সব এন্টিভাইরাসের ম্যানুয়াল আপডেট প্রক্রিয়া একই ধরনের নয় এবং আপডেট ফাইলের ফরমেটের পার্থক্যও লক্ষণীয়৷ তাই কিভাবে বিভিন্ন এন্টিভাইরাসকে ম্যানুয়ালি আপডেট করা যায় তা জানা থাকা প্রয়োজন৷ এই সংখ্যায় ব্যাপকভাবে ব্যবহার হওয়া দুটি এন্টিভাইরাস সফটওয়্যারের ম্যানুয়াল আপডেটের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে৷

কাসপারস্কাই এন্টিভাইরাস



কাসপারস্কাই এন্টিভাইরাসের ম্যানুয়াল আপডেট প্রক্রিয়া বিটডিফেন্ডারের মতো তেমন সহজ নয়৷ কারণ এর আপডেট প্যাকেজগুলো ইন্টেলিজেন্ট আপডেটার প্যাকেজ নয় বরং জিপ তথা *.zip ফরমেটে দেয়া থাকে৷ http://www.softpedia.com/progDownload/Kaspersky-AntiVirus-Update-Download-14214.html-এই ওয়েব এড্রেস থেকে কাসপারস্কাইয়ের জন্য আপডেট প্যাকেজ ডাউনলোড করা যাবে৷ ওয়েবে তিন ধরনের আপডেট প্যাকেজ রয়েছে-ডেইলি আপডেট, প্রিভিয়াস উইকস আপডেট এবং কমপ্লিট আপডেট৷ ডেইলি আপডেট বেশ ছোট আকারের এবং প্রায় ১ মে.বা.-এর মতো, উইকস আপটেগুলো ২-৩ মে.বা. এবং কমপ্লিট আপডেট ফাইলের আকার সাধারণত প্রায় ২০ মে.বা. পর্যন্ত হয়ে থাকে৷



ব্যবহারকারীকে তার চাহিদা অনুযায়ী আপডেট ফাইল নামিয়ে নিয়ে হার্ডড্রাইভের পছন্দমতো স্থানে সেভ করে নিতে হবে৷ তারপর যেহেতু ফাইলটি জিপ ফরমেটে থাকে তাই প্রথমে ফাইলটিকে আনজিপ করে নিতে হবে৷ আনজিপ করতে হলে ফাইলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে Extract here-এ ক্লিক করুন৷ তাহলেই দেখবেন ফোল্ডারের ভেতরে আপডেট ফাইলগুলো চলে আসবে৷ সাধারণত সম্পূর্ণ আপডেট ফাইলের নাম থাকে এরকম av-i386&ids-cumul.zip এবং আনজিপ করলে av-i386&ids-cumul এই নামের ফোল্ডার তৈরি হবে৷



এখন ম্যানুয়াল আপডেট কিভাবে করবেন সে বিষয়ে আসা যাক৷ প্রথমে কাসপারস্কাই এন্টিভাইরাসটি চালু করে এর মূল ইন্টারফেস থেকে Update ট্যাবে ক্লিক করতে হবে৷ তারপর ডান পাশ থেকে জঁহ গড়ফব লেখার নিচে বাম পাশে Settings লেখাতে ক্লিক করলে (চিত্র-১) একটি নতুন উইন্ডো আসবে৷ এই উইন্ডোতে উপরের দিকে Run Mode-এর অন্তর্গত তিনটি অপশন আছে Every 1 day(s) Ges Manuall এখান থেকে Manually তে মার্ক করতে হবে৷ তারপর এর নিচে Update Settings অংশে Configure বাটনটিতে ক্লিক করলে Update Settings নামে আরেকটি উইন্ডো আসবে৷ এখন সেখান থেকে Kaspersky Labs Update Servers লেখাটি থেকে টিক চিহ্ন উঠিয়ে নিতে হবে৷ তারপর অফফ বাটনে ক্লিক করে হার্ডড্রাইভের যেখানে av-i386&ids-cumul ফোল্ডারটি আছে সেই লোকেশন দেখিয়ে দিতে হবে (চিত্র-২),যেমন- যদি av-i386&ids-cumul এই নামের ফোল্ডারটি উ ড্রাইভে থাকে, তাহলে লোকেশন হবে এরকম, D:\ av-i386&ids-cumul৷ এরপর সব উইন্ডোতে Ok করে মূল ইন্টারফেস পর্যন্ত চলে আসতে হবে৷ এখন মূল ইন্টারফেসে Update databases লেখাতে ক্লিক করলেই আপডেট প্রক্রিয়া চালু হয়ে যাবে (চিত্র-১)৷

বিটডিফেন্ডার এন্টিভাইরাস



বিটডিফেন্ডারের ম্যানুয়াল আপডেট .বীব ঘরানার ফাইল হিসেবে ইন্টারনেটে পাওয়া যায়৷ বিটডিফেন্ডারের ওয়েবসাইট থেকে weekly.exe ফাইলটি নামিয়ে নিতে পারেন৷ প্রতি সপ্তাহের শুক্রবার দিন ওয়েবসাইটিতে সর্বশেষ ভাইরাস ডেফিনেশন এবং স্ক্যান ইঞ্জিনের জন্য প্রয়োজনীয় সব ধরনের আপডেটসহ weekly.exe ফাইলটি আপলোড করা হয়৷ আপডেট ফাইলগুলো http://www.bitdefender.com/site/view/ Desktop-Products-Updates.html এই ওয়েব এড্রেস থেকে ডাউনলোড করা যাবে৷ তবে লক্ষ রাখতে হবে নির্দিষ্ট প্রোডাক্টের জন্য সংশ্লিষ্ট ফাইল নামাতে হবে৷ কারণ যদি এন্টিভাইরাসের জন্য আপডেট ফাইল নামানো হয়, তবে তা বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটিতে বা বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটিতে কাজ করবে না৷ ওয়েবে সুন্দর করে সাজানো বিভিন্ন আপডেট ফাইল থেকে নির্দিষ্টটি ডাউনলোড করতে হবে৷ ফাইলগুলোর সাইজ প্রায় ১৩ থেকে ১৪ মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে৷



ফাইলটি হার্ডডিস্কে ডাউনলোড করার পর এতে ডবল ক্লিক করলে সেটআপ উইজার্ড আসবে (চিত্র-৩)৷ তারপর Next বাটনটি চাপার সাথে সাথে আরেকটি উইন্ডো আসবে, সেখান থেকে I accept the terms in the License Agreement রেডিও বাটনটিতে মার্ক করে Next বাটনে ক্লিক করে তারপরে আসা উইন্ডো থেকে Install বাটন চাপলেই ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে৷ সর্বশেষে ইনস্টলের প্রক্রিয়া শেষ হলে আরেকটি উইন্ডো আসবে সেখান থেকে Finish বাটন চাপলেই বিটডিফেন্ডার এন্টিভাইরাসের হালনাগাদ করার কাজ সম্পন্ন হবে৷

আগামী সংখ্যায় অন্যান্য এন্টিভাইরাস সফটওয়্যারের ম্যানুয়াল আপডেট করার প্রক্রিয়া দেয়া হবে৷


ফিডব্যাক : shmt_15@yahoo.com
ভাইরাস নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের অষ্টম সংখ্যায় যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা কিভাবে এন্টিভাইরাস সফটওয়্যারগুলোকে ম্যানুয়ালি আপডেট করতে পারবেন তার ওপর আলোচনা করা হয়েছে৷

বর্তমানে বেশিরভাগ এন্টিভাইরাস ইউটিলিটির স্বয়ংক্রিয় আপডেট অপশন থাকায় ব্যবহারকারী ইন্টারনেটে সংযুক্ত হলে এন্টিভাইরাস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়৷ কিন্তু যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা নিশ্চয়ই নিয়মিত এন্টিভাইরাস আপডেট করতে সক্ষম হন না অথবা এন্টিভাইরাসের ভাইরাস ডেফিনেশন, কিভাবে ম্যানুয়ালি আপডেট করবেন সেটা সম্পর্কে ভালো করে জানেন না৷ যার ফলে এন্টিভাইরাস সফটওয়্যারটি নতুন ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, স্পাইওয়্যার ইত্যাদির বিরুদ্ধে সুরক্ষার দেয়াল তৈরি করতে পারে না এবং এন্টিভাইরাস ইনস্টল থাকা সত্ত্বেও পিসিতে ভাইরাস ও ক্ষতিকর প্রোগ্রামগুলোর আনাগোনা লেগেই থাকে৷

ইন্টারনেট সংযোগ যাদের নেই তারা ইন্টারনেট সংযোগ রয়েছে এমন পিসি থেকে এন্টিভাইরাসের জন্য ভাইরাস ডেফিনেশন আপডেট ফাইল নামিয়ে নিতে পারেন৷ উল্লেখ্য, সব এন্টিভাইরাসের ম্যানুয়াল আপডেট প্রক্রিয়া একই ধরনের নয় এবং আপডেট ফাইলের ফরমেটের পার্থক্যও লক্ষণীয়৷ তাই কিভাবে বিভিন্ন এন্টিভাইরাসকে ম্যানুয়ালি আপডেট করা যায় তা জানা থাকা প্রয়োজন৷ এই সংখ্যায় ব্যাপকভাবে ব্যবহার হওয়া দুটি এন্টিভাইরাস সফটওয়্যারের ম্যানুয়াল আপডেটের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে৷

কাসপারস্কাই এন্টিভাইরাস



কাসপারস্কাই এন্টিভাইরাসের ম্যানুয়াল আপডেট প্রক্রিয়া বিটডিফেন্ডারের মতো তেমন সহজ নয়৷ কারণ এর আপডেট প্যাকেজগুলো ইন্টেলিজেন্ট আপডেটার প্যাকেজ নয় বরং জিপ তথা *.zip ফরমেটে দেয়া থাকে৷ http://www.softpedia.com/progDownload/Kaspersky-AntiVirus-Update-Download-14214.html-এই ওয়েব এড্রেস থেকে কাসপারস্কাইয়ের জন্য আপডেট প্যাকেজ ডাউনলোড করা যাবে৷ ওয়েবে তিন ধরনের আপডেট প্যাকেজ রয়েছে-ডেইলি আপডেট, প্রিভিয়াস উইকস আপডেট এবং কমপ্লিট আপডেট৷ ডেইলি আপডেট বেশ ছোট আকারের এবং প্রায় ১ মে.বা.-এর মতো, উইকস আপটেগুলো ২-৩ মে.বা. এবং কমপ্লিট আপডেট ফাইলের আকার সাধারণত প্রায় ২০ মে.বা. পর্যন্ত হয়ে থাকে৷



ব্যবহারকারীকে তার চাহিদা অনুযায়ী আপডেট ফাইল নামিয়ে নিয়ে হার্ডড্রাইভের পছন্দমতো স্থানে সেভ করে নিতে হবে৷ তারপর যেহেতু ফাইলটি জিপ ফরমেটে থাকে তাই প্রথমে ফাইলটিকে আনজিপ করে নিতে হবে৷ আনজিপ করতে হলে ফাইলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে Extract here-এ ক্লিক করুন৷ তাহলেই দেখবেন ফোল্ডারের ভেতরে আপডেট ফাইলগুলো চলে আসবে৷ সাধারণত সম্পূর্ণ আপডেট ফাইলের নাম থাকে এরকম av-i386&ids-cumul.zip এবং আনজিপ করলে av-i386&ids-cumul এই নামের ফোল্ডার তৈরি হবে৷



এখন ম্যানুয়াল আপডেট কিভাবে করবেন সে বিষয়ে আসা যাক৷ প্রথমে কাসপারস্কাই এন্টিভাইরাসটি চালু করে এর মূল ইন্টারফেস থেকে Update ট্যাবে ক্লিক করতে হবে৷ তারপর ডান পাশ থেকে জঁহ গড়ফব লেখার নিচে বাম পাশে Settings লেখাতে ক্লিক করলে (চিত্র-১) একটি নতুন উইন্ডো আসবে৷ এই উইন্ডোতে উপরের দিকে Run Mode-এর অন্তর্গত তিনটি অপশন আছে Every 1 day(s) Ges Manuall এখান থেকে Manually তে মার্ক করতে হবে৷ তারপর এর নিচে Update Settings অংশে Configure বাটনটিতে ক্লিক করলে Update Settings নামে আরেকটি উইন্ডো আসবে৷ এখন সেখান থেকে Kaspersky Labs Update Servers লেখাটি থেকে টিক চিহ্ন উঠিয়ে নিতে হবে৷ তারপর অফফ বাটনে ক্লিক করে হার্ডড্রাইভের যেখানে av-i386&ids-cumul ফোল্ডারটি আছে সেই লোকেশন দেখিয়ে দিতে হবে (চিত্র-২),যেমন- যদি av-i386&ids-cumul এই নামের ফোল্ডারটি উ ড্রাইভে থাকে, তাহলে লোকেশন হবে এরকম, D:\ av-i386&ids-cumul৷ এরপর সব উইন্ডোতে Ok করে মূল ইন্টারফেস পর্যন্ত চলে আসতে হবে৷ এখন মূল ইন্টারফেসে Update databases লেখাতে ক্লিক করলেই আপডেট প্রক্রিয়া চালু হয়ে যাবে (চিত্র-১)৷

বিটডিফেন্ডার এন্টিভাইরাস



বিটডিফেন্ডারের ম্যানুয়াল আপডেট .বীব ঘরানার ফাইল হিসেবে ইন্টারনেটে পাওয়া যায়৷ বিটডিফেন্ডারের ওয়েবসাইট থেকে weekly.exe ফাইলটি নামিয়ে নিতে পারেন৷ প্রতি সপ্তাহের শুক্রবার দিন ওয়েবসাইটিতে সর্বশেষ ভাইরাস ডেফিনেশন এবং স্ক্যান ইঞ্জিনের জন্য প্রয়োজনীয় সব ধরনের আপডেটসহ weekly.exe ফাইলটি আপলোড করা হয়৷ আপডেট ফাইলগুলো http://www.bitdefender.com/site/view/ Desktop-Products-Updates.html এই ওয়েব এড্রেস থেকে ডাউনলোড করা যাবে৷ তবে লক্ষ রাখতে হবে নির্দিষ্ট প্রোডাক্টের জন্য সংশ্লিষ্ট ফাইল নামাতে হবে৷ কারণ যদি এন্টিভাইরাসের জন্য আপডেট ফাইল নামানো হয়, তবে তা বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটিতে বা বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটিতে কাজ করবে না৷ ওয়েবে সুন্দর করে সাজানো বিভিন্ন আপডেট ফাইল থেকে নির্দিষ্টটি ডাউনলোড করতে হবে৷ ফাইলগুলোর সাইজ প্রায় ১৩ থেকে ১৪ মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে৷



ফাইলটি হার্ডডিস্কে ডাউনলোড করার পর এতে ডবল ক্লিক করলে সেটআপ উইজার্ড আসবে (চিত্র-৩)৷ তারপর Next বাটনটি চাপার সাথে সাথে আরেকটি উইন্ডো আসবে, সেখান থেকে I accept the terms in the License Agreement রেডিও বাটনটিতে মার্ক করে Next বাটনে ক্লিক করে তারপরে আসা উইন্ডো থেকে Install বাটন চাপলেই ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে৷ সর্বশেষে ইনস্টলের প্রক্রিয়া শেষ হলে আরেকটি উইন্ডো আসবে সেখান থেকে Finish বাটন চাপলেই বিটডিফেন্ডার এন্টিভাইরাসের হালনাগাদ করার কাজ সম্পন্ন হবে৷

আগামী সংখ্যায় অন্যান্য এন্টিভাইরাস সফটওয়্যারের ম্যানুয়াল আপডেট করার প্রক্রিয়া দেয়া হবে৷


ফিডব্যাক : shmt_15@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
২০০৮ - মে সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস