ভাইরাস নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের অষ্টম সংখ্যায় যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা কিভাবে এন্টিভাইরাস সফটওয়্যারগুলোকে ম্যানুয়ালি আপডেট করতে পারবেন তার ওপর আলোচনা করা হয়েছে৷
বর্তমানে বেশিরভাগ এন্টিভাইরাস ইউটিলিটির স্বয়ংক্রিয় আপডেট অপশন থাকায় ব্যবহারকারী ইন্টারনেটে সংযুক্ত হলে এন্টিভাইরাস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়৷ কিন্তু যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা নিশ্চয়ই নিয়মিত এন্টিভাইরাস আপডেট করতে সক্ষম হন না অথবা এন্টিভাইরাসের ভাইরাস ডেফিনেশন, কিভাবে ম্যানুয়ালি আপডেট করবেন সেটা সম্পর্কে ভালো করে জানেন না৷ যার ফলে এন্টিভাইরাস সফটওয়্যারটি নতুন ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, স্পাইওয়্যার ইত্যাদির বিরুদ্ধে সুরক্ষার দেয়াল তৈরি করতে পারে না এবং এন্টিভাইরাস ইনস্টল থাকা সত্ত্বেও পিসিতে ভাইরাস ও ক্ষতিকর প্রোগ্রামগুলোর আনাগোনা লেগেই থাকে৷
ইন্টারনেট সংযোগ যাদের নেই তারা ইন্টারনেট সংযোগ রয়েছে এমন পিসি থেকে এন্টিভাইরাসের জন্য ভাইরাস ডেফিনেশন আপডেট ফাইল নামিয়ে নিতে পারেন৷ উল্লেখ্য, সব এন্টিভাইরাসের ম্যানুয়াল আপডেট প্রক্রিয়া একই ধরনের নয় এবং আপডেট ফাইলের ফরমেটের পার্থক্যও লক্ষণীয়৷ তাই কিভাবে বিভিন্ন এন্টিভাইরাসকে ম্যানুয়ালি আপডেট করা যায় তা জানা থাকা প্রয়োজন৷ এই সংখ্যায় ব্যাপকভাবে ব্যবহার হওয়া দুটি এন্টিভাইরাস সফটওয়্যারের ম্যানুয়াল আপডেটের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে৷
কাসপারস্কাই এন্টিভাইরাস
কাসপারস্কাই এন্টিভাইরাসের ম্যানুয়াল আপডেট প্রক্রিয়া বিটডিফেন্ডারের মতো তেমন সহজ নয়৷ কারণ এর আপডেট প্যাকেজগুলো ইন্টেলিজেন্ট আপডেটার প্যাকেজ নয় বরং জিপ তথা *.zip ফরমেটে দেয়া থাকে৷ http://www.softpedia.com/progDownload/Kaspersky-AntiVirus-Update-Download-14214.html-এই ওয়েব এড্রেস থেকে কাসপারস্কাইয়ের জন্য আপডেট প্যাকেজ ডাউনলোড করা যাবে৷ ওয়েবে তিন ধরনের আপডেট প্যাকেজ রয়েছে-ডেইলি আপডেট, প্রিভিয়াস উইকস আপডেট এবং কমপ্লিট আপডেট৷ ডেইলি আপডেট বেশ ছোট আকারের এবং প্রায় ১ মে.বা.-এর মতো, উইকস আপটেগুলো ২-৩ মে.বা. এবং কমপ্লিট আপডেট ফাইলের আকার সাধারণত প্রায় ২০ মে.বা. পর্যন্ত হয়ে থাকে৷
ব্যবহারকারীকে তার চাহিদা অনুযায়ী আপডেট ফাইল নামিয়ে নিয়ে হার্ডড্রাইভের পছন্দমতো স্থানে সেভ করে নিতে হবে৷ তারপর যেহেতু ফাইলটি জিপ ফরমেটে থাকে তাই প্রথমে ফাইলটিকে আনজিপ করে নিতে হবে৷ আনজিপ করতে হলে ফাইলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে Extract here-এ ক্লিক করুন৷ তাহলেই দেখবেন ফোল্ডারের ভেতরে আপডেট ফাইলগুলো চলে আসবে৷ সাধারণত সম্পূর্ণ আপডেট ফাইলের নাম থাকে এরকম av-i386&ids-cumul.zip এবং আনজিপ করলে av-i386&ids-cumul এই নামের ফোল্ডার তৈরি হবে৷
এখন ম্যানুয়াল আপডেট কিভাবে করবেন সে বিষয়ে আসা যাক৷ প্রথমে কাসপারস্কাই এন্টিভাইরাসটি চালু করে এর মূল ইন্টারফেস থেকে Update ট্যাবে ক্লিক করতে হবে৷ তারপর ডান পাশ থেকে জঁহ গড়ফব লেখার নিচে বাম পাশে Settings লেখাতে ক্লিক করলে (চিত্র-১) একটি নতুন উইন্ডো আসবে৷ এই উইন্ডোতে উপরের দিকে Run Mode-এর অন্তর্গত তিনটি অপশন আছে Every 1 day(s) Ges Manuall এখান থেকে Manually তে মার্ক করতে হবে৷ তারপর এর নিচে Update Settings অংশে Configure বাটনটিতে ক্লিক করলে Update Settings নামে আরেকটি উইন্ডো আসবে৷ এখন সেখান থেকে Kaspersky Labs Update Servers লেখাটি থেকে টিক চিহ্ন উঠিয়ে নিতে হবে৷ তারপর অফফ বাটনে ক্লিক করে হার্ডড্রাইভের যেখানে av-i386&ids-cumul ফোল্ডারটি আছে সেই লোকেশন দেখিয়ে দিতে হবে (চিত্র-২),যেমন- যদি av-i386&ids-cumul এই নামের ফোল্ডারটি উ ড্রাইভে থাকে, তাহলে লোকেশন হবে এরকম, D:\ av-i386&ids-cumul৷ এরপর সব উইন্ডোতে Ok করে মূল ইন্টারফেস পর্যন্ত চলে আসতে হবে৷ এখন মূল ইন্টারফেসে Update databases লেখাতে ক্লিক করলেই আপডেট প্রক্রিয়া চালু হয়ে যাবে (চিত্র-১)৷
বিটডিফেন্ডার এন্টিভাইরাস
বিটডিফেন্ডারের ম্যানুয়াল আপডেট .বীব ঘরানার ফাইল হিসেবে ইন্টারনেটে পাওয়া যায়৷ বিটডিফেন্ডারের ওয়েবসাইট থেকে weekly.exe ফাইলটি নামিয়ে নিতে পারেন৷ প্রতি সপ্তাহের শুক্রবার দিন ওয়েবসাইটিতে সর্বশেষ ভাইরাস ডেফিনেশন এবং স্ক্যান ইঞ্জিনের জন্য প্রয়োজনীয় সব ধরনের আপডেটসহ weekly.exe ফাইলটি আপলোড করা হয়৷ আপডেট ফাইলগুলো http://www.bitdefender.com/site/view/ Desktop-Products-Updates.html এই ওয়েব এড্রেস থেকে ডাউনলোড করা যাবে৷ তবে লক্ষ রাখতে হবে নির্দিষ্ট প্রোডাক্টের জন্য সংশ্লিষ্ট ফাইল নামাতে হবে৷ কারণ যদি এন্টিভাইরাসের জন্য আপডেট ফাইল নামানো হয়, তবে তা বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটিতে বা বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটিতে কাজ করবে না৷ ওয়েবে সুন্দর করে সাজানো বিভিন্ন আপডেট ফাইল থেকে নির্দিষ্টটি ডাউনলোড করতে হবে৷ ফাইলগুলোর সাইজ প্রায় ১৩ থেকে ১৪ মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে৷
ফাইলটি হার্ডডিস্কে ডাউনলোড করার পর এতে ডবল ক্লিক করলে সেটআপ উইজার্ড আসবে (চিত্র-৩)৷ তারপর Next বাটনটি চাপার সাথে সাথে আরেকটি উইন্ডো আসবে, সেখান থেকে I accept the terms in the License Agreement রেডিও বাটনটিতে মার্ক করে Next বাটনে ক্লিক করে তারপরে আসা উইন্ডো থেকে Install বাটন চাপলেই ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে৷ সর্বশেষে ইনস্টলের প্রক্রিয়া শেষ হলে আরেকটি উইন্ডো আসবে সেখান থেকে Finish বাটন চাপলেই বিটডিফেন্ডার এন্টিভাইরাসের হালনাগাদ করার কাজ সম্পন্ন হবে৷
আগামী সংখ্যায় অন্যান্য এন্টিভাইরাস সফটওয়্যারের ম্যানুয়াল আপডেট করার প্রক্রিয়া দেয়া হবে৷
ফিডব্যাক : shmt_15@yahoo.com
ভাইরাস নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের অষ্টম সংখ্যায় যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা কিভাবে এন্টিভাইরাস সফটওয়্যারগুলোকে ম্যানুয়ালি আপডেট করতে পারবেন তার ওপর আলোচনা করা হয়েছে৷
বর্তমানে বেশিরভাগ এন্টিভাইরাস ইউটিলিটির স্বয়ংক্রিয় আপডেট অপশন থাকায় ব্যবহারকারী ইন্টারনেটে সংযুক্ত হলে এন্টিভাইরাস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়৷ কিন্তু যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা নিশ্চয়ই নিয়মিত এন্টিভাইরাস আপডেট করতে সক্ষম হন না অথবা এন্টিভাইরাসের ভাইরাস ডেফিনেশন, কিভাবে ম্যানুয়ালি আপডেট করবেন সেটা সম্পর্কে ভালো করে জানেন না৷ যার ফলে এন্টিভাইরাস সফটওয়্যারটি নতুন ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, স্পাইওয়্যার ইত্যাদির বিরুদ্ধে সুরক্ষার দেয়াল তৈরি করতে পারে না এবং এন্টিভাইরাস ইনস্টল থাকা সত্ত্বেও পিসিতে ভাইরাস ও ক্ষতিকর প্রোগ্রামগুলোর আনাগোনা লেগেই থাকে৷
ইন্টারনেট সংযোগ যাদের নেই তারা ইন্টারনেট সংযোগ রয়েছে এমন পিসি থেকে এন্টিভাইরাসের জন্য ভাইরাস ডেফিনেশন আপডেট ফাইল নামিয়ে নিতে পারেন৷ উল্লেখ্য, সব এন্টিভাইরাসের ম্যানুয়াল আপডেট প্রক্রিয়া একই ধরনের নয় এবং আপডেট ফাইলের ফরমেটের পার্থক্যও লক্ষণীয়৷ তাই কিভাবে বিভিন্ন এন্টিভাইরাসকে ম্যানুয়ালি আপডেট করা যায় তা জানা থাকা প্রয়োজন৷ এই সংখ্যায় ব্যাপকভাবে ব্যবহার হওয়া দুটি এন্টিভাইরাস সফটওয়্যারের ম্যানুয়াল আপডেটের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে৷
কাসপারস্কাই এন্টিভাইরাস
কাসপারস্কাই এন্টিভাইরাসের ম্যানুয়াল আপডেট প্রক্রিয়া বিটডিফেন্ডারের মতো তেমন সহজ নয়৷ কারণ এর আপডেট প্যাকেজগুলো ইন্টেলিজেন্ট আপডেটার প্যাকেজ নয় বরং জিপ তথা *.zip ফরমেটে দেয়া থাকে৷ http://www.softpedia.com/progDownload/Kaspersky-AntiVirus-Update-Download-14214.html-এই ওয়েব এড্রেস থেকে কাসপারস্কাইয়ের জন্য আপডেট প্যাকেজ ডাউনলোড করা যাবে৷ ওয়েবে তিন ধরনের আপডেট প্যাকেজ রয়েছে-ডেইলি আপডেট, প্রিভিয়াস উইকস আপডেট এবং কমপ্লিট আপডেট৷ ডেইলি আপডেট বেশ ছোট আকারের এবং প্রায় ১ মে.বা.-এর মতো, উইকস আপটেগুলো ২-৩ মে.বা. এবং কমপ্লিট আপডেট ফাইলের আকার সাধারণত প্রায় ২০ মে.বা. পর্যন্ত হয়ে থাকে৷
ব্যবহারকারীকে তার চাহিদা অনুযায়ী আপডেট ফাইল নামিয়ে নিয়ে হার্ডড্রাইভের পছন্দমতো স্থানে সেভ করে নিতে হবে৷ তারপর যেহেতু ফাইলটি জিপ ফরমেটে থাকে তাই প্রথমে ফাইলটিকে আনজিপ করে নিতে হবে৷ আনজিপ করতে হলে ফাইলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে Extract here-এ ক্লিক করুন৷ তাহলেই দেখবেন ফোল্ডারের ভেতরে আপডেট ফাইলগুলো চলে আসবে৷ সাধারণত সম্পূর্ণ আপডেট ফাইলের নাম থাকে এরকম av-i386&ids-cumul.zip এবং আনজিপ করলে av-i386&ids-cumul এই নামের ফোল্ডার তৈরি হবে৷
এখন ম্যানুয়াল আপডেট কিভাবে করবেন সে বিষয়ে আসা যাক৷ প্রথমে কাসপারস্কাই এন্টিভাইরাসটি চালু করে এর মূল ইন্টারফেস থেকে Update ট্যাবে ক্লিক করতে হবে৷ তারপর ডান পাশ থেকে জঁহ গড়ফব লেখার নিচে বাম পাশে Settings লেখাতে ক্লিক করলে (চিত্র-১) একটি নতুন উইন্ডো আসবে৷ এই উইন্ডোতে উপরের দিকে Run Mode-এর অন্তর্গত তিনটি অপশন আছে Every 1 day(s) Ges Manuall এখান থেকে Manually তে মার্ক করতে হবে৷ তারপর এর নিচে Update Settings অংশে Configure বাটনটিতে ক্লিক করলে Update Settings নামে আরেকটি উইন্ডো আসবে৷ এখন সেখান থেকে Kaspersky Labs Update Servers লেখাটি থেকে টিক চিহ্ন উঠিয়ে নিতে হবে৷ তারপর অফফ বাটনে ক্লিক করে হার্ডড্রাইভের যেখানে av-i386&ids-cumul ফোল্ডারটি আছে সেই লোকেশন দেখিয়ে দিতে হবে (চিত্র-২),যেমন- যদি av-i386&ids-cumul এই নামের ফোল্ডারটি উ ড্রাইভে থাকে, তাহলে লোকেশন হবে এরকম, D:\ av-i386&ids-cumul৷ এরপর সব উইন্ডোতে Ok করে মূল ইন্টারফেস পর্যন্ত চলে আসতে হবে৷ এখন মূল ইন্টারফেসে Update databases লেখাতে ক্লিক করলেই আপডেট প্রক্রিয়া চালু হয়ে যাবে (চিত্র-১)৷
বিটডিফেন্ডার এন্টিভাইরাস
বিটডিফেন্ডারের ম্যানুয়াল আপডেট .বীব ঘরানার ফাইল হিসেবে ইন্টারনেটে পাওয়া যায়৷ বিটডিফেন্ডারের ওয়েবসাইট থেকে weekly.exe ফাইলটি নামিয়ে নিতে পারেন৷ প্রতি সপ্তাহের শুক্রবার দিন ওয়েবসাইটিতে সর্বশেষ ভাইরাস ডেফিনেশন এবং স্ক্যান ইঞ্জিনের জন্য প্রয়োজনীয় সব ধরনের আপডেটসহ weekly.exe ফাইলটি আপলোড করা হয়৷ আপডেট ফাইলগুলো http://www.bitdefender.com/site/view/ Desktop-Products-Updates.html এই ওয়েব এড্রেস থেকে ডাউনলোড করা যাবে৷ তবে লক্ষ রাখতে হবে নির্দিষ্ট প্রোডাক্টের জন্য সংশ্লিষ্ট ফাইল নামাতে হবে৷ কারণ যদি এন্টিভাইরাসের জন্য আপডেট ফাইল নামানো হয়, তবে তা বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটিতে বা বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটিতে কাজ করবে না৷ ওয়েবে সুন্দর করে সাজানো বিভিন্ন আপডেট ফাইল থেকে নির্দিষ্টটি ডাউনলোড করতে হবে৷ ফাইলগুলোর সাইজ প্রায় ১৩ থেকে ১৪ মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে৷
ফাইলটি হার্ডডিস্কে ডাউনলোড করার পর এতে ডবল ক্লিক করলে সেটআপ উইজার্ড আসবে (চিত্র-৩)৷ তারপর Next বাটনটি চাপার সাথে সাথে আরেকটি উইন্ডো আসবে, সেখান থেকে I accept the terms in the License Agreement রেডিও বাটনটিতে মার্ক করে Next বাটনে ক্লিক করে তারপরে আসা উইন্ডো থেকে Install বাটন চাপলেই ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে৷ সর্বশেষে ইনস্টলের প্রক্রিয়া শেষ হলে আরেকটি উইন্ডো আসবে সেখান থেকে Finish বাটন চাপলেই বিটডিফেন্ডার এন্টিভাইরাসের হালনাগাদ করার কাজ সম্পন্ন হবে৷
আগামী সংখ্যায় অন্যান্য এন্টিভাইরাস সফটওয়্যারের ম্যানুয়াল আপডেট করার প্রক্রিয়া দেয়া হবে৷
ফিডব্যাক : shmt_15@yahoo.com