• ভাষা:
  • English
  • বাংলা
হোম > মোবাইল ফোনে আনলিমিটেড ভিডিও ও নতুন কিছু গেম
লেখক পরিচিতি
লেখকের নাম: মাইনূর হোসেন নিহাদ
মোট লেখা:২১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - মে
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
মোবাইল
তথ্যসূত্র:
মোবাইলপ্রযুক্তি
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
মোবাইল ফোনে আনলিমিটেড ভিডিও ও নতুন কিছু গেম

মোবাইল ফোন এখন আর শুধু কথা বলার মাঝেই সীমাবদ্ধ নয়৷ প্রযুক্তির উন্নয়নের ফলে এখন স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের মোবাইল সেট৷ বিভিন্ন মডেলের নতুন নতুন সেটে আপনারা অল্প খরচেই পাচ্ছেন গান শোনা, ক্যামেরা, ভিডিও ও গেম খেলার সুবিধা৷ এ সংখ্যায় কিছু গেম ও আনলিমিটেড ভিডিও করা যায় এ ধরনের একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে৷

অবসর সময় কাটানো খুব কষ্টকর৷ এ অবসর সময় হেসে খেলে আনন্দে কাটানোর জন্য বিভিন্ন মোবাইল কোম্পানি তাদের সেটের জন্য ডেভেলপ করে আসছে নিত্যনতুন মোবাইল গেম৷ এসব নতুন নতুন গেম হবে তখন আপনার অবসর সঙ্গী৷

ডেমেজ-সান



অনেক গেমারই মোটামুটি প্রিন্স অব পারসিয়া খেলেছেন৷ এখানে আলোচ্য গেমটি প্রায় প্রিন্স অব পারসিয়ার মতো৷ গেমের সাউন্ড মোবাইল সেটের ওপর নির্ভরশীল৷ পিকচার কোয়ালিটি এবং কালার খুবই সুন্দর৷ গেমটি নিচের সাইট থেকে ডাউনলোড করার পর অটোমেটিক আপনার মোবাইল সেটে ইনস্টল হবে অথবা ইনস্টল করার জন্য মোবাইল স্ক্রিনে লেখা আসবে Are you install now, তখন Yes চেপে ইনস্টল করে নেবেন৷ আপনার মোবাইল মেনু থেকে গেমের লোগো সিলেক্ট করুন এবং New game খেলা শুরু করুন৷ 2 হলো লাফ দেয়ার জন্য৷ 6 এবং 4 সামনে এবং পেছনে| 8 চাপলে কেউ যদি আপনাকে মারতে আসে তা ঠেকাবে৷ 7 চাপলে দৌড়ে গিয়ে লাথি মারবে৷ 9 চাপলে দৌড়ে তলোয়ার দিয়ে মারবে৷

কোথায় পাবেন : http://nehadaiubeee. gprs.Lt

সফটওয়্যারটির সাইজ ৬৫ কেবি৷ ১ কিলোবাইট হিসেবে ডাউনলোড করতে খরচ হবে ২-৩ টাকা৷

প্লাটফর্ম

Jar ফাইল সাপোর্ট করে সবধরনের মোবাইলে এবং ফাইল ইনস্টল করা যায় সবধরনের মোবাইলে৷

স্কাই ফোর্স



আকাশ যুদ্ধভিত্তিক এ গেমটি মনে হয় অনেকেই মোটামুটি কমপিউটারে খেলেছেন৷ এখন চলুন মোবাইলে খেলা যাক৷ গেমটির প্রথম ভার্সনটি হয়তো অনেক মোবাইল ব্যবহারকারীই খেলেছেন৷ কিন্তু নতুন এই ১.২২ ভার্সনটি আরো অত্যাধুনিকভাবে তুলে ধরা হয়েছে৷ যেমনি যুক্ত করা হয়েছে নতুন নতুন শত্রু জাহাজ, হেলিকপ্টার, প্লেন তেমনি আপনার প্লেনেও যুক্ত করা হয়েছে মিসাইল৷ গুলি ও ইলেকট্রিক মিসাইল৷ এর সাউন্ড কোয়ালিটি এমনভাবে ডেভেলপ করা হয়েছে যে মনে হবে আপনি সত্যি সত্যি আকাশ যুদ্ধে লিপ্ত হয়েছেন৷ অসাধারণভাবে নতুন এই গেমটি তৈরি করেছে INFINITE DREAMS নামের কোম্পানি৷ গেমটির ঝঃধমব সংখ্যাও বাড়ানো হয়েছে তিনটি৷ প্রতিটি ধাপে আপনাকে দেয়া হবে লাইফ গুলির পাওয়ার মিসাইল৷ এতে আরো রয়েছে ইলেকট্রিক পাওয়ার৷ ইলেকট্রিক পাওয়ার ব্যবহার করার জন্য ৫ প্রেস করতে হবে৷



গেমটি ডাউনলোড করার পর আপনার ইচ্ছেমতো কী প্যাড ঠিক করে নিন৷ আপনি অপশন থেকে সাউন্ড বাড়িয়ে-কমিয়ে এডজাস্ট করতে পারবেন এবং ওপরে, নিচে, ডানে, বামে, প্রথম গুলি ও দ্বিতীয় গুলি ইত্যাদি কোনটি মোবাইলে প্রেস করে ব্যবহার করতে চান তা সিলেক্ট করে দিন৷ সিলেক্ট করে Accept প্রেস করে Main Option–এগিয়ে Start New Game প্রেস করে খেলা শুরু করুন৷

কোথায় পাবেন : http://nehadaiubeee.gprs.Lt

গেমটির সাইজ প্রায় ১৩৭৮ কিলোবাইট৷ গেমটি ডাউনলোড করতে এবং লাইসেন্স কোডসহ খরচ হবে ৭০-৮০ টাকার মতো৷

প্লাটফর্ম

৫১৫ ফাইল ব্যবহার করা যায় সবধরনের মোবাইলে৷

নোকিয়া : ৬২৬০, ৭৬১০, ৩২৩০, ৬৬০০, ৬৬৮০, ৬৬২০, ৬৬৮১, ঘ৭০, ঘ৭১, ঘ৭২, ঘ৭৩, ঘ৮১, ঘ৯০, ঘ৯১, ঘ৯৫ ৷
ক্যামকডার

আনলিমিটেড ভিডিও রেকর্ড করা যায় যে সফটওয়্যারটি দিয়ে তার নাম হলো CamCoder.pro৷

আমাদের মোবাইলে শুধু ভিডিও করা যায় কিন্তু কমপিউটার ছাড়া কি এডিটিং করা যায়? না৷ কিন্তু এখন সম্ভব৷ আপনি ইচ্ছেমতো ভিডিও করবেন এবং নিজে সেই ভিডিও সাউন্ড এডিট করে গান সংযুক্ত করতে পারবেন৷ সফটওয়্যারটিতে আরো নতুন কিছু অপশন আছে তা হলো Daylight এবং Black & White. যার মাধ্যমে আপনি ভিডিও করার সময় অতিরিক্ত আলো নিয়ন্ত্রণ করতে পারবেন৷ তাছাড়া সাদা-কালো ভিডিও করা যাবে এতে৷ ভিডিও করার পর আপনার পছন্দের গানটি মোবাইল ফোনের সামনে বাজিয়ে ভিডিওর সাথে গানটি শুনতে পাবেন৷ এডিটের জন্য অপশন>ভিডিও অ্যালবাম>এডিট সাউন্ড প্রেস করার পর সাথে সাথে গান ভিডিওর সাথে রেকর্ড হবে৷

কোথায় পাবেন : http://nehadaiubeee.gprs.Lt

সটওয়্যারটির সাইজ ১৮৭ কেবি৷ ডাউনলোড করতে ৫-৭ টাকা খরচ হবে৷

প্লাটফর্ম

515 ফাইল ইনস্টল করা যায় সব ধরনের মোবাইলে৷

নোকিয়া : 6230, 6620, N70, N73, N76, N81, N90, N91৷


ফিডব্যাক : nehad-auid@.yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - মে সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস