যদি নির্দিষ্ট কোনো গন্তব্যে নিয়মিতভাবে আপনার বিশেষ কোনো ফাইল, ফোল্ডার সেন্ড বা মুভ করান, তাহলে সেক্ষেত্রে ভিসতায় সেন্ড টু অপশনকে কাস্টোমাইজ করতে পারেন। আপনি ইচ্ছে করলে অনাকাঙ্ক্ষিত অপশনকে ডিলিট করতে পারেন যেগুলো সেন্ড টু কনটেক্সচুয়াল মেনুতে আবির্ভূত হয়। কাজটি করতে নিচের ধাপ অনুসরণ করুন-
* এক্সপ্লোরার রান করে অ্যাড্রেস বারে টাইপ করুন C:\Users\Accountname\AppData\ Roaming\Microsoft\Windows\SendTo
লক্ষণীয় বিষয়, এখানে অ্যাকাউন্ট নেম হলো ইউজার অ্যাকাউন্ট নেম। আপনি ইচ্ছে করলে একটি ফোল্ডার বা নেটওয়ার্ক পাথ যুক্ত করতে পারবেন অথবা অনাকাঙ্ক্ষিত যেকোনো এন্ট্রি ডিলিট করতে পারবেন।