মানুষের সাথে তাল মিলিয়ে কথা বলবে কমপিউটার। কমপিউটারকে কথা বলাতে চাইলে উইন্ডোজ এক্সপি আর স্পিকার লাগানো থাকতে হবে। প্রথমে স্টার্ট মেনু থেকে রান এ যান, তারপর narrator লিখে Ok দিন। তারপর দেখবেন আপনি মাউস এবং কী-বোর্ড দিয়ে যা করবেন কমপিউটার তা বলবে।
কমপিউটারও আপনাকে পড়ে শোনাবে। আপনার লেখা এমএস ফাইল পড়ে শোনাবে কমপিউটার। যদি পড়া শুনতে চান তাহলে একটি সফটওয়্যার লাগবে যার নাম Textaloud এমপিথ্রি। গম্ভীর/হালকা উভয় কণ্ঠে শুনতে পারবেন। তাছাড়া নারী কণ্ঠে শুনতে চান নাকি পুরুষ কণ্ঠে শুনতে চান তাও সিলেক্ট করতে পারবেন প্রতি বাক্য না শব্দের পর কতক্ষণ থামবেন, পড়ার গতি দ্রুত হবে না ধীর হবে তাও নির্ধারণ করতে পারবেন। পড়ে শোনার জন্য mp3, WAV, WMA ফরমেটে সেভ করতে পারবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অডিও ফাইল আকারে মেইল করতে পারবেন। ৫.৫৭ মে.বা. সফটওয়্যারটি বিনামূল্যে পাবেন- www.nextup.com/textaloud সাইট থেকে।