প্রচ্ছদ প্রতিবেদন
ফ্রন্টিয়ার টেকনোলজির বিশ্বপরিস্থিতি এবং আমাদের পিছিয়ে থাকা
কী বলছে আঙ্কটাডের ‘টেকনোলজি অ্যান্ড ইনোভেশন রিপোর্ট ২০২১’
গোলাপ মুনীর
অতি সম্প্রতি জাতিসঙ্ঘের বিশেষায়িত সংস্থা আঙ্কটাড প্রকাশ করেছে এর ‘টেকনোলজি অ্যান্ড ইনোভেশন রিপোর্ট ২০২১’। এতে বিশেষত ১১টি ফ্রন্টিয়ার প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে পর্যালোচনা তুলে ধরা হয়েছে। তারই আলোকে ফ্রন্টিয়ার টেকনোলজিরবর্তমান ও ভবিষ্যৎ বিশ্বপরিস্থিতি ও এক্ষেত্রে বাংলাদেশের পিছিয়ে থাকার বিষয়টি তুলে ধরেই তৈরি করা হয়েছে এই প্রতিবেদন।
ফ্রন্টিয়ার টেকনোলজির একক কোনো সংজ্ঞা নেই। তবে সাধারণভাবে তা বুঝতে কোনো অসুবিধা হয় না। এগুলো হচ্ছে নতুন ও দ্রুত বিকাশমান প্রযুক্তি, যা ডিজিটাইজেশন ও কানেকটিভিটিকে সুকৌশলে কাজে লাগায়। ফ্রন্টিয়ার টেকনোলজি হচ্ছে আধুনিক প্রযুক্তির উদ্ভবের পরবর্তী পর্যায়। আমরা অনেকেই হয়তো এরই সমার্থক ‘ইমার্জিং টেকনোলজি’ শব্দবাচ্যটি শুনেছি, যা আমাদের ভাষায় ‘বিকাশমান প্রযুক্তি’। ফ্রন্টিয়ার টেকনোলজি…
হাইলাইটস