বাংলাদেশে শেয়ার বাজারের প্রতিষ্ঠা নতুন না হলেও ব্যাপক আকারে এর তৎপরতা একেবারেই সাম্প্রতিক। শেয়ার বাজারে বিনিয়োগকারীর সংখ্যা এবং বিনিয়োগকৃত অর্থের পরিমাণ যেমন বেড়েছে, সেই সাথে তাল মিলিয়ে বেড়েছে নির্ভুল কেনাবেচা ও হিসাব-নিকাশের প্রয়োজন। এই প্রয়োজন মেটাতে ও শেয়ার বাজারের অবকাঠামো উন্নয়নে তাই অবশ্যম্ভাবীভাবেই উচ্চারিত হয়েছে কমপিউটারায়নের প্রয়োজন। কী করে পাবলিক শেয়ার অফারিং কোম্পানি, স্টক এক্সচেঞ্জ মেম্বার, ডিএসই এবং সাধারণ ব্যবহারকারীদের কাজে লাগতে পারে কমপিউটার।