বিশ্বের ছোট বড়সহ বৃহৎ কোম্পানিসমূহ এখন তাদের ব্যবসায়ের জন্য নেটওয়ার্ক নির্ভর হয়ে পড়েছে। সেই সাথে হ্যাকারদের নেটওয়ার্ক ব্রেক-ইনের ব্যাপারটিও বেড়ে চলেছে অবিশ্বাস্য দ্রুত গতিতে। তাই অন্যান্যদের মতো আমাদেরও সচেতন হবার সময় এসেছে। যেভাবে নেটওয়ার্কের মায়াজালে আধুনিক বিশ্বের প্রতিটি কর্মকান্ড ছড়িয়ে পড়ছে তাতে ভবিষ্যতে সামাজিক বা রাজনৈতিক পট পরিবর্তনে ইন্টারনেট হ্যাকিং একটি কার্যকর হাতিয়ার হয়ে উঠতে পারে। অত্যাধুনিক মিসাইল হাইড্রোজেন বোমা কিংবা গোলা-বারুদ কামানের চাইতে কয়েকটি বুদ্ধিদীপ্ত কী-স্ট্রোক বিশ্বশান্তির জন্য অনেক বেশি হুমকি বয়ে আনতে পারে, যদি না এই নেটওয়ার্ক সন্ত্রাসকে যথার্থভাবে প্রতিরোধ করা হয়। এ নিয়ে সাবলীল ভাষায় প্রতিবেদন।