গোটা বিশ্বের কমপিউটার নির্মাতাদের ভেতর এখন একটি নীরব মূল্য-যুদ্ধ চলছে৷ যুদ্ধটি কল্যাণকর, কমপিউটার তথা তথ্য প্রযুক্তিকে আরও সহজ ও সুলভ করার যুদ্ধ৷ বিশ্বের প্রায় ২ কোটি মানুষ এখন পার্সোনাল কমপিউটার ব্যবহার করছে ঠিকই, কিন্তু বিশেষজ্ঞদের মতে এর ব্যবহার কৌশল আর মূল্য এখনো কেবল উচ্চশিক্ষিত আর স্বচ্ছল মানুষদের উপযোগী৷ কমপিউটার ও তথ্যপ্রযুক্তিকে এই উচ্চমূল্যের নাগপাশ থেকে মুক্ত করতে পিসির বিকল্প খুঁজছেন নির্মাতারা৷ কি হতে পারে সেই সম্ভাব্য বিকল্প? নেটওয়ার্ক কমপিউটার, কমিউনিকেটর, ইন্টারকাস্ট, পার্সোনাল কমিউনিকেশন সিস্টেম, ওমনি গো, ওয়েব ক্রুইজার, সেটটপ বক্স নাকি পিপিন? ভবিষ্যতের এই যন্ত্রগুলো আর পিসির ভবিষ্যত নিয়ে তথ্যবহুল এই নিবন্ধটি লিখেছেন জননন্দিত লেখক আবীর হাসান৷