আজকাল নামী-দামী কমপিউটার নির্মাতাদের অনেকেই আগের চাইতে অনেক কম দামের পিসি বাজারে ছাড়ছেন। অনেক ক্রেতাই এই নতুন কমদামী পিসি’র দিকে ঝুকছেন।কিন্তু কতোটুকু কর্মক্ষম এই পিসিগুলো? ক্রেতারা কী এগুলোর প্রসেসর স্পীড, গ্রাফিক্স চিপ বা আপগ্রেডিং সংক্রান্ত জটিলতার ব্যাপারে ওয়াকিবহাল? আর ব্যবহৃত পিসি বা রিকন্ডিশনড পিসি কেনার পক্ষে যুক্তিগুলোই বা কী? নিজের পছন্দ মাফিক পিসি এসেম্বলিং করলেই বা ক্ষতি কী? প্রাসঙ্গিক এ প্রশ্নগুলোর জবাব নিয়েই এবারের অত্যন্ত প্রয়োজনীয় প্রচ্ছদ প্রতিবেদনটি লিখেছেন মইন উদ্দীন মাহমুদ স্বপন ও আবদুল হক অনু।
27: Writer- Main Uddin Mahmud Swapan and Abdul Haque Anu
Keywords: