পৃথবীতে মানুষ তার নিজের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কত কী না করে৷ মানুষ তার কর্মের মাঝেই বেঁচে থাকে৷ আর এই কর্মের প্রতি সম্মানপূর্বক সেই মানুষটির ভালোবাসানুগ্রাহীরা স্থাপন করে তার আদলে স্থাপত্য অথবা স্ট্যাচু৷ ভাস্কর পাথর কেটে কেটে তৈরি করে ভাস্কর্য৷ এটি বাস্তবে যদিও কষ্টসাধ্য এবং অর্থবহুল তবে এই কাজটি যদি আপনার ব্যক্তিগত কমপিউটারে করা হয়, তবে কেমন হয়? ভাবছেন কোথায় বাস্তবের পাথরের মূর্তি আর কোথায় কমপিউটার৷ একজন ভাস্কর যা তার সাধনায় গড়ে তোলেন তা এক মুহূর্তেই কি কমপিউটাররে গ্রাফিক্সে করা সম্ভব? উত্তরে বলছি হ্যা সম্ভব৷ অ্যাডোবি ফটোশপ গ্রাফিক্সের এতোটাই কারুকাজ করার সুযোগ আছে যা দিয়ে আপনি একটি পোর্ট্রেট ছবিকে স্ট্যাচু বানিয়ে দিতে পারবেন অনায়াসেই৷
নিজের অথবা আপনার কোনো প্রিয়জনের ছবিটি গ্রাফিক্স কারুকাজের বদৌলতে একটি সুন্দর মার্বেল পাথরের তৈরি মূর্তিতে রূপান্তর করে দিতে পারবেন নিমিষেই৷ চমকে দিতে পারেন সেই ছবিটিতে বাস্তবতার ছোঁয়া দেখিয়ে৷ গ্রাফিক্স বিভাগে এ সংখ্যায় এই কাজটি কী করে, কত সহজে করা যায় তা দেখানো হয়েছে৷ যার প্রক্রিয়া নিচে দেয়া হলো৷
এই কাজটি করতে হলে যে ছবিটিকে স্ট্যাচু করতে চান, সেই ছবিটি নির্বাচন করতে হবে৷ ছবিটি নির্বাচন করতে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, ছবিটি যেন ক্লোজআপ হয় অর্থাত্ ছবিটি যেন পোর্ট্রেট অবস্থায় থাকে৷ তাহলে ছবিটিকে স্ট্যাচু করতে সুবিধা হবে এবং এর সাথে একটি ভালো মার্বেল বা পাথরের টেক্সচার৷ এটি আপনার ডিজিটাল ক্যামেরা দিয়ে তুলে নিতে পারেন৷ খেয়াল রাখবেন ছবিটি যেন স্পষ্ট থাকে৷ তাহলে স্ট্যাচুর টেক্সচারটি স্পষ্ট আসবে৷
কাজের সুবিধার জন্য এখানে কেট মোস-এর ছবি ব্যবহার করা হলো যা এই কাজের জন্য যথার্থ এবং একটি মার্বেল পাথরের টেক্সচার সংগ্রহ করা হয়েছে৷ যাদের কাছে ভালো মার্বেল বা পাথরের টেক্সচার নেই তারা ইন্টারনেট থেকে সহজেই ভালো রেজ্যুলেশনের ছবি সংগ্রহ করে নিতে পারেন৷ আগেই বলে রাখছি, ফটোশপ এমন একটি প্রোগ্রাম যেখানে একটি কাজ বিভিন্নভাবে উপস্থাপন করা সম্ভব৷ তাই কেউ কেউ কাজটি অন্য পদ্ধতি অনুসরণ করে করলেও একই ফলাফল পাবেন৷ এখানে সবচেয়ে সহজ উপায়ে কাজগুলো করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে৷ এবার চলুন মূল কথায় আসা যাক৷
মূলত প্রতিটি কাজ করার সময় লেয়ার তৈরি করে কাজ করা ভালো৷ কিন্তু সবার কাজ করার অভ্যাস বা ধরন এক নয়৷ তাই এখানে লেয়ার সেট বাদ রেখেই চেষ্টা করা হয়েছে কাজটিকে পরিপূর্ণতা দিতে৷ কেট মোস-এর ছবিতে কাজ করার সময় একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিন৷ যাতে যেকোনো সময় আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব৷ হয় ডুপ্লিকেট লেয়ারকে প্রথমে Desaturate করুন৷ এটি করতে Image->Adjustments-->Desaturate-এ ক্লিক করুন৷ দেখবেন ছবি থেকে সব কালার টোন সরিয়ে ফেলা হয়েছে৷ অর্থাত্ ছবিতে এখন শুধু সাদা ও কালো রং রয়েছে৷ মার্বেলটি ছবিতে সংযোজন করার জন্য প্রথমে কেট মোস-এর ছবি সিলেক্ট করে নিতে হবে৷ পেন টুল দিয়ে এ কাজটি সহজে করা সম্ভব, আপনার কাছে যদি ট্যাবলেট পিসি থাকে তাহলে এই কাজটি করা অনেক সহজ হবে৷ পাথ (Path) সূক্ষ্মভাবে সিলেক্ট করুন৷ যখন সিলেকশন শেষ হবে, তখন এটি লেয়ার প্যালেটে এই পাথের একটি অবয়ব তৈরি হবে৷ এই পাথটি প্যালেটে সেভ করে নিন৷ যখন মূল পাথটুকু সিলেক্ট হবে তখন চিত্র-১-এর মতো সিলেকশনের বাইরে পাথটুকু দেখা যাবে৷ এখন আরো কিছু পাথ সংযোজন করতে হবে, যেমন কাঁ ধের উপরে এবং হাতের আঙ্গুলের ভেতরের ফাঁকা জায়গাগুলোতে, যাতে পোর্ট্রেট ছবিটির সম্পূর্ণ পাথ আউটলাইন বুঝা যায়৷
মাস্ক করা
পাথটি সম্পন্ন হবার পর মার্বেল পাথরের ছবিটি ওপেন করুন৷ অথবা ছবিটি ড্র্যাগ করে পোর্ট্রেট ছবির উপরে নিয়ে আসুন৷ এই লেয়ারটিকে কেট মোস-এর Desaturated লেয়ারের উপর প্রতিস্থাপন করুন৷ মার্বেল পাথরের ওপরে একটি লেয়ার মাস্ক তৈরি করুন৷ এটি করতে Layer-->Layer Mask-->Reveal all-এ ক্লিক করুন৷ এবার পাথকে সিলেকশনে বদলে নিতে path pallete-এর নিচের দিকে Load path as Selection-এ ক্লিক করুন৷ অথবা alt চেপে ক্লিক করলে সিলেকশনে চলে যাবে৷ এবার এটিকে Inverse করুন৷ এটি করতে Select-> Inverse-এ ক্লিক করুন, দেখবেন সিলেকটেড এরিয়ার বাইরের অংশটুকু শুধু সিলেক্ট হয়েছে৷ এটিকে কালো রং দিয়ে ভরিয়ে দিন৷ এরপর ছবিটি হয়তো চিত্র-২-এর মতো দেখাবে৷
এবার মার্বেল লেয়ারটিকে Multiply মোডে নিয়ে যান৷ এটি করতে লেয়ার প্যালেটে একটি ড্রপডাউন মেনু দেখতে পাবেন যেখানে Normal মোড সিলেক্ট করা আছে৷ সেখান থেকে Multiply সিলেক্ট করুন৷ এবার দেখুন মার্বেল পাথরের মাঝখানে কেট মোস-এর মুখের আদল ফুটে উঠছে৷ লেয়ারটির Opacity বা স্পষ্টতা নির্ধারণ করুন৷ এটি লেয়ার প্যালেটের মাঝেই পাবেন৷ যেখানে ১০০% দেয়া আছে৷ এটিকে কমিয়ে আপনার পছন্দসই অবস্থানে আনুন৷ এই ছবির জন্য ৮৭% Opacity ব্যবহার করা হয়েছে৷
এবার অনেকটা স্ট্যাচুর মতো লাগছে কেট মোসকে৷ কিন্তু চোখ দুটো এখনো আসল রয়ে গেছে৷ পাথরের মূর্তিতে চোখের কোটরে মণি আঁকা থাকে না৷ অর্থাত্ এতে প্রকৃত চোখ থাকতে পারে না৷ এর জন্য আরেকটি পাথ আঁকতে হবে৷ প্রথমে তার বাম চোখটির ভেতরের অংশটিকে Pen tool দিয়ে পাথ তৈরি করতে হবে৷ খেয়াল রাখতে হবে চোখের পাপড়ি বাদ দিয়ে পাথটি সিলেক্ট করতে হবে৷ এবার পাথটি সেভ করে নিন৷ এটি পরবর্তী সময়ে কাজে লাগবে৷ এবার একটি নতুন লেয়ার হিসেবে চোখটিকে সেভ করুন৷ এখন ক্লোন টুল দিয়ে চোখের আশপাশের মার্বেলের অংশ সিলেক্ট করে চোখের ভেতরে ক্লোন করুন, যা চিত্র-৩-এর মতো দেখাবে৷ সিলেকশনের সময় লক্ষ রাখবেন চোখের চারপাশের মার্বেলের মতো টেক্সচার যেন সিলেক্ট করা হয়৷ নয়তো ঠিকমতো মিলবে না৷ চোখের পাপড়িগুলোও একইভাবে মিলিয়ে দিন যেন আলাদা করে না বুঝা যায়৷
এরপর চোখের এরিয়া সিলেক্টেড অবস্থায় রেখে একটি এডজাস্টমেন্ট লেয়ার তৈরি করুন৷ এটি করতে Layer-->New Adjustment Layer-->Hue/Saturation-এ ক্লিক করুন৷ লেয়ারটির নতুন নাম দিয়ে Ok করলে ঐঁব, Saturation Ges Lightness-এর একটি বক্স আসবে (চিত্র-৪)৷ এটির লেভেল বারগুলো বাড়িয়ে-কমিয়ে সমন্বয় করুন৷ এই ছবির ক্ষেত্রে hue 27, Saturation 12 এবং Lightness হবে 21৷ লাইটনেস কমানোর কারণ হচ্ছে চোখের কোটরের ভেতরটুকু একটু গাঢ় রঙের আধিক্য রাখা যাতে মূর্তির চোখের মতো নিষ্প্রাণ চোখ হয়৷ চোখটির কোটরটিতে একটু ত্রিমাত্রিকতা আনতে নিচের কাজগুলো অনুসরণ করতে পারেন৷ চোখের কোটরটি সিলেক্টেড রেখে একটি নতুন লেয়ার খুলুন৷ এবার লেয়ার প্যালেটের ওপরের অংশে দেখুন opacity রয়েছে৷ এটি সাধারণত ১০০-তে দেয়া থাকে৷ এটি কমিয়ে আপনার চাহিদামাফিক নিয়ে আসুন৷ এই ছবির জন্য opacity 65%- এ নামিয়ে আনা হয়েছে৷ এবার gradient tool ব্যবহার করতে হবে৷ শেডটা Black থেকে transparent সিলেক্ট করুন৷ এবার gradient tool টিকে উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করুন৷ এটি চোখের কোটরের জায়গার এক-তৃতীয়াংশ জুড়ে করুন৷ এটি পুরো চোখের কোটরজুড়ে টানার প্রয়োজন নেই৷ এটি মূর্তিটির চোখের ভেতরের অংশে একটু ত্রিমাত্রিকতা এনে দেবে৷ এটি একটু একটু করে চোখের অংশের ভেতরে Shadow তৈরি করবে৷
চোখটি সিলেক্টেড অবস্থায় রেখে চোখের চারদিকে গ্র্যাডিয়েন্ট টুলটি ব্যবহার করুন৷ যাতে করে কোটরের ভেতরের দিকে ছায়াটা স্পষ্ট হয়৷ এবার ডান চোখের কাজ করার জন্য ইচ্ছে করলে বাম চোখের লেয়ারগুলোকে ডুপ্লিকেট করে নিতে পারেন এবং লেয়ারগুলোকে লিঙ্ক করে ও সামান্তরালভাবে ফ্লিপ করে ডান চোখের উপর স্থাপন করলেই বাম চোখের মতো ডান চোখও পাথরের মতো নিষ্প্রাণ হয়ে যাবে৷ চোখের কাজের finishing-এর জন্য আরো কিছু কাজ করতে পারেন৷ চোখের চারপাশে কালো রঙের স্প্রে ব্যবহার করতে পারেন এবং এর layer opacity কমিয়ে একটু নিখুঁতভাব আনতে পারেন৷ এই ছবির ক্ষেত্রে চোখের চারপাশে একটু Gaussian blur ব্যবহার করা হয়েছে৷ যাতে Edgeগুলো ধরা না পড়ে এবং চোখের অংশ অন্যান্য ত্বকের চেয়ে আলাদা প্রমাণ করার জন্য burn tool ব্যবহার করা হয়েছে৷ বাম চোখের কিছু অংশ ক্লোন করে কাজ করতে পারেন৷ আরো কিছু টুলস ব্যবহার করে দেখতে পারেন, যা আপনার ছবিটিকে আরো সমৃদ্ধ করে তুলবে৷ গ্রাফিক্সের কাজে ধৈর্যের খুব প্রয়োজন৷ আর দ্রুততা বেশি আনতে গেলে পুরো ব্যাপারটাই হয়ে যাবে গোলমেলে৷ তাই ধীরে ধীরে সময় নিয়ে পুরো কাজটি করুন৷
কাজটির শেষ পর্যায়ে পুরো ছবিটির জন্য একটি নতুন খবাব adjustment Layer তৈরি করুন৷ এটি করতে Layer-->New adjustment Layer-->Levels-এ ক্লিক করুন, যা চিত্র-৬-এর মতো একটি লেভেল কারেকশন বক্সে আসবে৷ কেট মোস-এর Desaturated layer টি সিলেক্ট করুন৷ এটি ব্যাকগ্রাউন্ড ছবিতে প্রভাব ফেলবে না৷ ছবিটির গভীরতা আনার জন্য লেয়ার বারগুলো নেড়েচেড়ে দেখতে পারেন৷ আপনার মনের পূর্ণতা পাবার জন্য যেটুকু দরকার তা করতে পারেন৷ ব্যাকগ্রাউন্ডে ছবির প্রাকৃতিকতা বুঝাতে একটি Acropolis Theater-এর ছবি ব্যবহার করা হয়েছে৷
এটিকে কেট মোস ছবিটির উপর ড্র্যাগ করে নিয়ে এসে Desaturated Layer-এর পেছনে স্থাপন করা হয়েছে৷ এখানে ছবিটি ঘোলা করার জন্য কালো feathered brush ব্যবহার করা হয়েছে৷ যাতে করে প্রান্তগুলো ঘোলা করা সম্ভব হয়েছে এবং মূর্তির কোনাগুলো হালকাভাবে ব্যাকগ্রাউন্ডে মিশেছে৷ আশা করছি কাজটি করতে আপনাদের সমস্যা পোহাতে হয়নি৷
আগামী সংখ্যায় একটি মানুষের মুখে কী করে বয়সের ছাপ এনে দেয়া যায় তা নিয়ে আলোচনা করা হবে৷ আপনার প্রিয় মানুষটি ভবিষ্যতে কি রকম দেখতে হবে তার একটি খসড়া আপনার ব্যক্তিগত কমপিউটারে করে ফেলতে পারেন এবং চমকে দিতে পারেন সহজেই এই গ্রাফিক্সের কারুকাজ দিয়ে৷
গত সংখ্যায় গ্রাফিক্স বিভাগে গ্রাফিক্স সমস্যা নিয়ে প্রশ্নোত্তর পর্বে জানানো হয়েছিলো কারো সমস্যা থাকলে তা জানাতে৷ অসংখ্য মেইল প্রমাণ করে গ্রাফিক্স বিভাগের জনপ্রিয়তা৷ এই সংখ্যায় একজন পাঠকের সমস্যা নিয়ে আলোচনা করা হলো৷ পর্যায়ক্রমে বাকিদের সমস্যার সমাধান দেয়া হবে৷
একটি ছবি থেকে কিভাবে দাগ ছোপ দূর করা যায়
ছবিটি অ্যাডোবি ফটোশপে ওপেন করুন৷ ছবিটি বড় করে নিন৷ তারপর যে জায়গায় দাগ ছোপ রয়েছে তার আশপাশের অংশ থেকে ক্লোন স্ট্যাম্প পিকার দিয়ে সিলেক্ট করুন৷ এটি করতে ক্লোন স্ট্যাম্প সিলেক্ট করে ধষঃত্ চেপে যে জায়গায় টেক্সচার চান সেখানে ক্লিক করুন এবং যে জায়গায় দাগ রয়েছে সেখানে সফট ব্রাশ দিয়ে বুলান তাহলে দাগটি চলে যাবে৷ ক্লোনটি হালকাভাবে উপস্থাপন করতে চাইলে ক্লোন-এর opacity কমিয়ে নিতে পারেন৷ কোনো অংশ যদি একেবারে মুছে গিয়ে থাকে তবে Healing tool ব্যবহার করতে পারেন৷ এক্ষেত্রেও Source টি কপি করে নিতে হয়৷ আশা করছি আপনার সমস্যার সমাধান পেয়েছেন৷
ফিডব্যাক: ashraf.icab@gmail.com