কমপিউটার জগৎ-এর সতেরো বছর যার যার চোখে মূল নামের বর্ণক্রমে শুভেচ্ছা বাণীগুলো উপস্থাপিত হলো
......................................................................................
শেখ আব্দুল আজিজ
ব্যবস্থাপনা পরিচালক লীডস কর্পোরেশন
বাংলাদেশের প্রথম আইটিবিষয়ক ম্যাগাজিন কমপিউটার জগৎ যে সময় প্রথম প্রকাশিত হয়, তখন তা ছিল এক দুঃসাহসিক কাজ৷ আর এ কাজটি করে গেছেন অত্যন্ত দুরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী অধ্যাপক মরহুম আবদুল কাদের৷ তথ্যপ্রযুক্তি খাত যে অত্যন্ত এক সম্ভাবনাময় খাত, তা তিনিই জাতির সামনে তুলে ধরেন৷ যেমন ফাইবার অপটিক্স ক্যাবলের প্রায় বিনামূল্যে সংযোগের সুযোগ, ডাটা এন্ট্রির মতো সম্ভাবনাময় শিল্পের গুরুত্ব তুলে ধরার জন্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সভা-সেমিনার আয়োজন করে জাতিকে অবহিত করেছে তার প্রতিষ্ঠিত কমপিউটার জগৎ৷ সে সময় এসব ব্যাপারে উদ্যোগ নেয়া হলে আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধ হতে পারতাম৷ কমপিউটার জগৎ তথা অধ্যাপক আবদুল কাদের আইটি সচেতনতা সৃষ্টিতে ৯০ দশকে বাংলায় ৮টি বই প্রকাশ করেন, যা ছিল আমাদের কাছে অকল্পনীয়৷ কমপিউটার জগৎ মূলত একটি সামাজিক আন্দোলনের সূচনা করে দেশ ও জাতির জন্য উপকার করে গেছে৷ আমাদের উচিৎ অধ্যাপক কাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ রাখা ও মূল্যায়ন করা৷ আমি মনে করি, কমপিউটার জগৎ-ই এদেশে আইটিবিষয়ক ম্যাগাজিন প্রকাশনার পথপ্রদর্শক৷ আমি প্রত্যাশা করি, কমপিউটার জগৎ অধ্যাপক কাদেরের আদর্শকে সমুন্নত রেখে তার শীর্ষ অবস্থানকে ধরে রাখবে৷ ......................................................................................
মোহাম্মদ আনিসুর রহমান
প্রধান নির্বাহী কর্মকর্তা জেনুইটি সিস্টেম
আমার দৃষ্টিতে আইটিবিষয়ক পত্রিকাগুলোর মধ্যে কমপিউটার জগৎ এখনো সেরা৷ আমি ছাত্রজীবন থেকে এ পত্রিকার একজন ভক্ত৷ এ পত্রিকার মাধ্যমে আমরা নিত্যনতুন প্রযুক্তিপণ্য সম্পর্কে যেমনি অবহিত হতে পারি, তেমনি জানতে পারছি প্রযুক্তির গতিধারা সম্পর্কে৷ দুঃখের বিষয় ব্যাপক জনপ্রিয় এ পত্রিকাটি সবসময় নির্দিষ্ট এক সময়ে পাঠকদের হাতে পৌঁছে না৷ আমি এ পত্রিকার সাফল্য কামনা করি৷
......................................................................................
আফতাবুল ইসলাম
প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্টারন্যাশনাল অফিস ইক্যুইপমেন্ট
আমি মনে করি, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি আন্দোলনের পথিকৃৎ মাসিক কমপিউটার জগৎ এদেশে কমপিউটারের ব্যাপক প্রসারের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে৷ বিশেষ করে ট্যাক্স মওকুফ, ডাটা এন্ট্রি শিল্প গড়ে তোলা, সফটওয়্যার পার্ক গড়ে তোলা, প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা, ভিওআইপি উন্মুক্ত করা, ফাইবার অপটিক ক্যাবল সংযোগ প্রভৃতির জন্য জোরালো দাবি জাতির সামনে তুলে ধরেছিলেন মাসিক কমপিউটার জগৎ-এর প্রতিষ্ঠা অধ্যাপক মরহুম আবদুল কাদের৷ তিনি শুধু একজন ব্যক্তি নন, একটি ইনস্টিটিউশন৷ কমপিউটার যে দারিদ্র্য বিমোচনে হাতিয়ার হতে পারে, হতে পারে অর্থনীতির উন্নয়নের নিয়ামক সে লক্ষ্যে আবদুল কাদের কাজ করে গেছেন তার পত্রিকা কমপিউটার জগৎ-এ বিভিন্ন লেখনী প্রকাশনার মাধ্যমে৷ অধ্যাপক কাদেরের লক্ষ্য ও উদ্দেশ্য অটুট রেখে এর নিয়মিত প্রকাশনা অব্যাহত থাকুক এবং পত্রিকাটি উত্তরোত্তর সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হোক সেই প্রত্যাশা করি৷ ......................................................................................
আজিজুর রহমান
ব্যবস্থাপনা পরিচালক ইনডেক্স আইটি
বাংলাদেশে আইটি বিষয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কমপিউটার জগৎ এর সূচনালগ্ন থেকে অনন্য ভূমিকা পালন করে আসছে৷ বিশেষ করে সহজবোধ্যভাবে পাঠকদের উপযোগী করে লেখা প্রকাশ করায় সবার কাছে পত্রিকাটি অল্প সময়েই গ্রহণযোগ্যতা পেয়েছে৷ কমপিউটার জগৎ প্রতিটি সংখ্যায় নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে অবহিত করায় আমরা ব্যবসায়ীরাসহ সব স্তরের প্রযুক্তিপ্রেমী মানুষ উপকৃত হচ্ছি৷ এক্ষেত্রে তথ্যপ্রযুক্তিবিষয়ক সচেতনতামূলক যেকোনো কাজে ইনডেক্স আইটি সার্বিকভাবে সহযোগিতা দিতে প্রস্তুত৷ আমরা কমপিউটার জগৎ-এর উত্তরোত্তর সাফল্য কামনা করি৷
......................................................................................
আব্দুল্লাহ এইচ কাফী
ব্যবস্থাপনা পরিচালক জেএএন এসোসিয়েটস
কমপিউটার জগৎ-এর ১৭ বছর পূর্তি আনন্দের ব্যাপার এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য৷ আমরা যারা প্রথম থেকে কমপিউটার জগৎ-এর সাথে জড়িত ছিলাম বা আছি তাদের কাছে এটা একটা ইমোশনের ব্যাপার৷ পত্রিকাটি এর নিয়মিত প্রকাশনার ১৭ বছর পূর্তি করছে, তা নিঃসন্দেহে একটি বিরাট মাইলফলক৷ আমরা যখন ১৭ বছর আগে ব্যবসায় শুরু করি, তখন বাংলায় কমপিউটারবিষয়ক ম্যাগাজিন আসবে সেটা ওই সময় আমরা কখনো ভাবতে পারিনি৷ এর আইডিয়া যিনি সাহস করে নিয়ে এসেছিলেন, তিনি হলেন অধ্যাপক মরহুম আবদুল কাদের৷
তিনি অত্যন্ত সাদাসিধা ও লো-প্রোফাইলের মানুষ৷ তার আইডিয়া শুনে আমার কাছে মনে হয়েছিল, এটি এক অসম্ভব ব্যাপার৷ কিন্তু পরে দেখা গেল কমপিউটার জগৎ যেসব বিষয় নিয়ে লেখালেখি করেছে সেগুলো ৫-১০ বছর পরে বাস্তবে রূপ নিয়েছে৷ যে কাজগুলো আমাদের হয়নি ঠিকই, তবে অন্য দেশে হয়েছে, কিন্তু লক্ষণীয় ব্যাপার কমপিউটার জগৎ সেগুলো সুন্দরভাবে ও সূচারুভাবে করতে পারছে৷ আজ কমপিউটার জগৎ একটি ইনস্টিটিউশন৷ বাংলাদেশ আইটি সেক্টরের আইটিসংশ্লিষ্ট লেখক বা সাংবাদিক তৈরিতে অধ্যাপক কাদেরের বিরাট ভূমিকা বা অবদান ছিল৷ আইটিতে যারা লেখেন বা সিনিয়র লেখক বা মেইন স্ট্রিম লেখক ছিলেন, যাদের আইটি সম্পর্কে কোনো ধারণা ছিল না অধ্যাপক কাদের তাদেরকে দিয়ে আইটি বিষয়ক লেখালেখি করিয়েছেন৷ পরে এদের অনেকই নামকরা সাংবাদিক হয়েছেন৷ ......................................................................................
মোহাম্মদ আবু নাসের
প্রধান নির্বাহী কর্মকর্তা আলোহা আইশপ
বাংলায় প্রকাশিত আইটি ম্যাগাজিনগুলোর মধ্যে কমপিউটার জগৎ সেরা নিঃসন্দেহে বলা যায়৷ এদেশে আইটি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে এ পত্রিকাটি অনন্য ভূমিকা রেখে আসছে এর প্রকাশনার শুরু থেকেই৷ এ পত্রিকাটির বড় মাপের বৈশিষ্ট্য হলো, দেশ ও জনগণের প্রতি এর দায়বদ্ধতার মানসিকতা৷ আমি কমপিউটার জগৎ-এর কাছে প্রত্যাশা করব, এপল পণ্যের ওপর নিয়মিতভাবে লেখা প্রকাশ করার জন্য৷ আলোহা আইশপের পক্ষ থেকে কমপিউটার জগৎ-এর অগ্রযাত্রা কামনা করছি৷ ......................................................................................
শেখ কবীর আহমেদ
ব্যবস্থাপনা পরিচালক আইবিসিএস-প্রাইমেক্স
কমপিউটার জগৎ এদেশের সবচেয়ে পুরনো আইসিটিবিষয়ক পত্রিকা৷ এ ধরনের পত্রিকাগুলোর মধ্যে কমপিউটার জগৎ অগ্রদূত৷ এ পত্রিকাটির মাধ্যমে এ দেশের সাধারণ পাঠকরা কমপিউটারের সর্বশেষ প্রযুক্তিপণ্য সম্পর্কে অবহিত হতে পারছেন৷ শুধু তাই নয়, বাংলাদেশের কমপিউটার শিল্পের সম্প্রসারণের ক্ষেত্রে এ পত্রিকাটি যথেষ্ট অবদান রেখেছে৷ আমরা এ পত্রিকার অনাবিল সাফল্য কামনা করি৷
......................................................................................
জসীম উদ্দীন খন্দকার
পরিচালক গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি.
আমি মনে করি বাংলাদেশে কমপিউটারের যে পরিচিতি ঘটে বা প্রসার ঘটে, তার পেছনে কমপিউটার জগৎ-এর বিরাট ভূমিকা রয়েছে৷ এক্ষেত্রে কমপিউটার জগৎ-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মরহুম আবদুল কাদেরের নাম সবার আগে ওঠে আসে৷ আমি মনে করি বাংলাদেশে অনন্য অবদান রাখার জন্য যারা রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হন, অধ্যাপক কাদেরের নাম তাদের কাতারে থাকা উচিত৷ আমরা যে হার্ডওয়্যার পণ্য বিপণন করি, তার পরিচিতি সবার কাছে তুলে ধরার ক্ষেত্রে কমপিউটার জগৎ-ই বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে৷ আগামীতে কমপিউটার জগৎ এক্ষেত্রে আরো জোরালো ভূমিকা রাখবে৷ ......................................................................................
জহিরুল ইসলাম
ব্যবস্থাপনা পরিচালক স্মার্ট টেকনোলজি বিডি
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতকে জনপ্রিয় করার ক্ষেত্রে কমপিউটার জগৎ-এর ভূমিকা অপরিসীম৷ এ পত্রিকাটি দেশের মধ্যে সুন্দর এক আইটি পরিবেশ সৃষ্টির জন্য অব্যাহতভাবে যেভাবে লেখালেখি করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং তা অন্যান্য পত্রিকার জন্য অনুসরণীয়৷ পত্রিকাটির শিক্ষণীয় বিষয়গুলো অত্যন্ত সাবলীল ভাষায় উপস্থাপন করায় আইটি বিষয়ে আগ্রহী অনেক পাঠক ও শিক্ষার্থী সৃষ্টি হয়েছে৷ আমরা স্মার্ট টেকনোলজিস-এর পক্ষ থেকে কমপিউটার জগৎ-এর অগ্রগমন কামনা করি৷ ......................................................................................
আব্দুল ফাত্তাহ্
চেয়ারম্যান গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি.
বাংলাশে আইসিটি ম্যাগাজিনগুলোর মধ্যে পাইওনিয়ার হলো মাসিক কমপিউটার জগৎ৷ এটি এদেশে সবচেয়ে পুরনো আইসিটিবিষয়ক ম্যাগাজিন৷ বস্তুত কমপিউটার জগৎ-এর সাফল্যের সূত্র ধরেই বাংলাদেশে আইসিটিবিষয়ক পত্রিকাগুলোর জন্ম৷ এ পত্রিকাটি জন্ম থেকেই এর শীর্ষ অবস্থান ধরে রেখেছে৷ শুধু তাই নয়, জাতীয় বিভিন্ন ইস্যুতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে আজ অবধি৷ যেমন কর মওফুক, ফাইবার অপটিক ক্যাবল সংযোগের জোরালো দাবিসহ সংবাদ সম্মেলনের আয়োজন এবং ভিওআইপি উন্মুক্ত করার দাবিসহ আরো অনেক বিষয়ের প্রাথমিক দাবি তোলা হয় এই পত্রিকাটির ব্যানারেই৷ তাছাড়া কমপিউটার জগৎ কমপিউটার শিল্পে কিছু দেয়ার জন্য ক্যুইজ প্রতিযোগিতা, প্রোগ্রামিং প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করেছে৷
আমরা কমপিউটার জগৎ-এর অগ্রগতি কামনা করি এবং সেই সাথে আশা করি, কমপিউটার জগৎ আগের মতো নিত্যনতুন বিষয় পাঠকদের সামনে তুলে ধরবে৷ ......................................................................................
মোহাম্মদ মইনুল ইসলাম
ব্যবস্থাপনা পরিচালক টেকভ্যালী
কমপিউটার জগৎ এদেশে তথ্যপ্রযুক্তি আন্দোলনের পথিকৃৎ৷ তথ্যপ্রযুক্তি পণ্যের প্রসার, প্রচার, প্রযুক্তির পরিচিতি সব মহলে যেভাবে এ পত্রিকাটি তুলে ধরে আসছে এর জন্মলগ্ন থেকে, তা স্মরণীয় হয়ে থাকবে৷ প্রযুক্তিপণ্য পরিবর্তন, পরিমার্জন ও বিপণনে ইন্ডা স্ট্রিতে পরোক্ষভাবে সহায়তা দিয়ে আসছে কমপিউটার জগৎ৷ এক কথায় বলা যায়, দেশে আইটিকে ব্যাপক জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও পথিকৃতের ভূমিকা পালন করেছে কমপিউটার জগৎ৷ এক্ষেত্রে কমপিউটার জগৎ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার৷ আমরা কমপিউটার জগৎ-এর সাফল্য প্রত্যাশা করি৷ ......................................................................................
মোস্তাফা জব্বার
সভাপতি বাংলাদেশ কমপিউটার সমিতি
আমাদের প্রিয় পত্রিকা মাসিক কমপিউটার জগৎ আরো একটি বছর অতিক্রম করলো৷ আমরা যারা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি নিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য লড়াই করছি, তাদের কাছে কমপিউটার জগৎ-এর এই অগ্রযাত্রা ব্যাপক আনন্দের বিষয়৷ আমি নিজে কমপিউটার জগৎ-এর জন্মের প্রথম প্রহর থেকে শুরু করে আজ পর্যন্ত এমনভাবে সংশ্লিষ্ট যে, প্রতি মাসে এর সুন্দর অবয়বটা না দেখলে মনে হয় মাসটা শুরুই হয়নি৷ এই পত্রিকার এমন সংখ্যা খুব কমই আছে, যাতে আমি লিখিনি৷ আমি কমপিউটার জগৎ-এর কাছে আরো কিছু কারণে কৃতজ্ঞ সেটি হচ্ছে এই পত্রিকাটি আমার উদ্ভাবন ও কর্মকান্ড - উভয়ই জনগণের কাছে পৌছাঁয়৷ এই পত্রিকাটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই যে, এটি তথ্যপ্রযুক্তির যেকোন বিষয়কেই সর্বোচ্চ গুরুত্ব দেয়৷ দেশের তথ্যপ্রযুক্তি খাতের সাথে যুক্ত বলে এই পত্রিকাটিকে আমি ধন্যবাদ দিতে চাই এজন্য যে, এটি আমাদের এই শিল্পের প্রকৃত চিত্রটি উপস্থাপন করে৷ আমি কমপিউটার জগৎ পত্রিকার সর্বাঙ্গীন সাফল্য চাই৷
......................................................................................
আবদুল মজিদ মন্ডল
ব্যবস্থাপনা পরিচালক ইন্টারন্যাশনাল কমপিউটার নেটওয়ার্ক
কমপিউটার জগৎ এদেশের প্রথম, সবচেয়ে বেশি প্রচারিত ও জনপ্রিয় বাংলা আইটি ম্যাগাজিন৷ পত্রিকাটি বেশ তথ্যবহুল হওয়ায় পাঠকদের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়ছে উত্তরোত্তর৷ শুরু থেকেই আমি এ পত্রিকার প্রতিষ্ঠাতা অধ্যাপক মরহুম আবদুল কাদেরের সাথে বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত ছিলাম৷ এ পত্রিকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি পাঠকদের চাহিদার কথা স্মরণ রেখে নতুন নতুন প্রযুক্তি সবার আগে অত্যন্ত সাবলীল ভাষায় পাঠকদের কাছে উপস্থাপন করে আসছে বরাবর৷ আগামীতেও যেনো এ ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকে এবং নিজেদের শীর্ষ অবস্থান ধরে রাখতে পারে আমি কমপিউটার জগৎ-এর কাছে তা প্রত্যাশা করি৷ ......................................................................................
মাহফুজ রহমান
ব্যবস্থাপনা পরিচালক মাল্টিলিংক ইন্টা. কো. লি.
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বাংলাদেশের প্রথম কমপিউটার বিষয়ক ম্যাগাজিন হিসেবে কমপিউটার জগৎ-এর অগ্রণী ভূমিকা পালন করার কারণে কমপিউটার এদেশের সাধারণ মানুষের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি পরিচিত৷ কমপিউটার জগৎ-এর নানা উদ্যোগ আয়োজনের ফলেই তা সম্ভব হয়েছে৷ এজন্য কমপিউটার জগৎ অবশ্যই প্রশংসার দাবিদার৷ কমপিউটার জগৎ-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কমপিউটার জগৎ পরিবারের সব সদস্যকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা৷ আশা করি, ভবিষ্যতে দেশের তথ্যপ্রযুক্তি উন্নয়নে এ পত্রিকাটি আরো বড় মাপের অবদান রাখবে৷ ......................................................................................
মোস্তফা সামসুল ইসলাম
ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরা লিমিটেড
কমপিউটার জগৎ ১৯৯১ সালে যখন প্রথম প্রকাশিত হয়, তখন এদেশের মানুষ কমপিউটার সম্পর্কে তেমন অবহিত ছিল না৷ সে সময় বাংলায় আইটিবিষয়ক ম্যাগাজিনের কথা চিন্তার বাইরে ছিল৷ কমপিউটার জগৎ তার সূচনালগ্ন থেকেই আইটি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে৷ এছাড়া জাতির সামনে দিকনির্দেশনামূলক বিষয় বিশেষ করে বেকারত্ব দূর করা, আইটির মাধ্যমে আয় উপার্জনের পথ, নতুন কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি সম্পর্কে লেখা ও কর্মসংস্থানের ক্ষেত্রগুলো তুলে ধরে যে নৈতিক দায়িত্ব পালন করেছে, তা অনন্য৷ কমপিউটার জগৎ-এর মাধ্যমে ব্যবসায়ী মহল ও ছাত্রছাত্রীরা সবসময় তথ্যপ্রযুক্তি খাতের হালনাগাদ সংবাদ পেয়ে আসছে৷ অবহিত হতে পারছে নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে৷ এ কথা অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের যে জাগরণ, তার পেছনে রয়েছে অধ্যাপক মরহুম আবদুল কাদেরের অবদান৷ আমরা তার অভাব প্রচন্ড ভাবে অনুভব করছি৷ কেননা, তিনি ছিলেন একজন ভিশনারি৷ অধ্যাপক কাদেরের স্বপ্নকে অক্ষুণ্ন রেখে কমপিউটার জগৎ আগের মতোই তার সুচিন্তিত সময়োপযোগী লেখা প্রকাশ অব্যাহত রাখবে, আমরা ফ্লোরার পক্ষ থেকে সে প্রত্যাশাই করি৷ ......................................................................................
রফিকুল আনোয়ার
ব্যবস্থাপনা পরিচালক গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি.
সম্ভবত কমপিউটার জগৎ-ই বাংলাদেশের প্রথম আইসিটিবিষয়ক ম্যাগাজিন৷ এ পত্রিকাটি প্রথম থেকে এখন পর্যন্ত তার শীর্ষ স্থানটি ধরে রাখতে পেরেছে৷ দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের প্রেক্ষাপটে কমপিউটার জগৎ-এর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার৷ পত্রিকাটি পাঠকদের চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে যেসব লেখা প্রকাশ করে আসছে, তা অন্যান্য আইটি পত্রিকার তুলনায় অনেক সমৃদ্ধ ও সময়োপযোগী৷ এ পত্রিকাটি মাসের শুরুতে পাঠকদের হাতে পৌঁছে দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য৷ কমপিউটার জগৎ-এর ১৭ বছর পূর্তি ও ১৮ বছরে পদার্পনের এই সময়ে গ্লোবালের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি৷ পরিশেষে বলতে চাই, তথ্যপ্রযুক্তি খাতকে বেগবান করার জন্য কমপিউটার জগৎ পরিবারের সাথে যৌথভাবে কিছু করতে পারলে আমরা আন্তরিকভাবে তা করার চেষ্টা করবো৷ ......................................................................................
এ.টি. শফিক উদ্দিন
সহ-সভাপতি বাংলাদেশ কমপিউটার সমিতি
আমি মনে করি কমপিউটার জগৎ বাংলাদেশে প্রথম আইটি বিষয়ক পত্রিকা৷ এ পত্রিকাটি শুরু থেকে আজ অবধি জনসচেতনা সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করে আসছে৷ দিকনির্দেশনামূলক লেখা ও পাঠকদের চাহিদামাফিক লেখা নিয়মিতভাবে প্রকাশ করে অনন্য ভূমিকা পালন করে আসছে এ পত্রিকাটি৷ পত্রিকার অস্তিত্বের জন্য বিজ্ঞাপন দরকার৷ তবে পাঠকদের উপযোগী লেখা আরো বেশি বেশি করে প্রকাশ করলে ছাত্রছাত্রীসহ আইটিপ্রেমীরা আরো বেশি উপকৃত হতো৷ আমি আশা করি কমপিউটার জগৎ এ বিষয়টিকে মনে রাখবে৷ আমি এ পত্রিকার অব্যাহত সাফল্য কামনা করি৷ ......................................................................................
স্বদেশ রঞ্জন সাহা
ব্যবস্থাপনা পরিচালক স্যাটকম কমপিউটার
নিঃসন্দেহে কমপিউটার জগৎ এদেশে সেরা আইটি ম্যাগাজিন৷ কমপিউটার জগৎ-এ প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদনসহ অন্যান্য লেখা সময়োপযোগী হওয়ায় এর ব্যাপক পাঠক রয়েছে৷ আমি কমপিউটার জগৎ-এর মঙ্গল কামনা করি৷ সেই সাথে প্রত্যাশা করি আরো তথ্যপ্রযুক্তি-বান্ধব লেখা, যা ছাত্রছাত্রীসহ সব মহলে কাজে লাগে এমন লেখা এ পত্রিকাটি যেনো নিয়মিতভাবে প্রকাশ করে৷ কমপিউটার জগৎ-এর উত্তোরত্তর সাফল্য কামনা করি৷