• ভাষা:
  • English
  • বাংলা
হোম > পিএইচপিতে ভেরিয়েবলের কার্যক্রম
লেখক পরিচিতি
লেখকের নাম: মর্তুজা আশীষ আহমেদ
মোট লেখা:৭৭
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - এপ্রিল
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
পিএইচপি
তথ্যসূত্র:
পাঠশালা
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
পিএইচপিতে ভেরিয়েবলের কার্যক্রম



গত সংখ্যায় ভেরিয়েবল এবং ডাটা টাইপ সম্পর্কে প্রাথমিক আলোচনা করা হয়েছিল৷ বিভিন্ন প্রজেক্টে ডাটা নিয়ে কাজ করার সময় এসব ভেরিয়েবল এবং ডাটা টাইপ ব্যবহার করা হবে৷ ভেরিয়েবল এবং ডাটা টাইপের ব্যবহার প্রজেক্টে বিভিন্ন সময়ে কাজে লাগানো যায়৷


কোড বিশ্লেষণ

এই কোডে ভেরিয়েবলের বিভিন্ন রকম ব্যবহার দেখানো হয়েছে৷ কোডের প্রথম সেগমেন্টে (দ্বিতীয়থেকে চতুর্থ) লাইনে একই ভেরিয়েবলে একাধিক ভ্যালু রেখে দেখানো হয়েছে৷ চতুর্থ লাইনে একই ভেরিয়েবল দুইবার প্রিন্ট করে দেখানো হয়েছে কখন কোন ভ্যালু কাজ করবে৷ পরের সেগমেন্টে অর্থাত্ পঞ্চম লাইন থেকে সপ্তম লাইনে দেখানো হয়েছে কিভাবে ভেরিয়েবলের নাম রাখতে হয়৷ পঞ্চম লাইনের ভেরিয়েবল হিসেবে কাজ করবে না৷ কারণ ভেরিয়েবল কখনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না৷ তবে নম্বর ছাড়া অন্য কোনো আসকি কোডের ক্যারেক্টার কাজ করবে৷ ষষ্ঠ এবং সপ্তম লাইনে আন্ডারস্কোর এবং a থাকার পরেও তা ভেরিয়েবল হিসেবে কাজ করবে৷ পরের সেগমেন্টে অষ্টম থেকে বারোতম লাইনে একটি ভেরিয়েবলকে অন্য ভেরিয়েবলে কীভাবে অ্যাসাইন করা যায় তা দেখানো হয়েছে৷ এক্ষেত্রে মনে রাখতে হবে যে এক ভেরিয়েবলে অন্য ভেরিয়েবল অ্যাসাইন করার পর ভেরিয়েবলের ভ্যালু পরিবর্তন করলে অ্যাসাইন করা ভেরিয়েবলের ভ্যালুও পরিবর্তিত হয়ে যাবে৷ ভেরিয়েবল বড়জোড় ভ্যালু রাখতে পারে৷ কিন্তু কোনো অপারেশন বা ভ্যালু নিয়ে কোনো কাজ ভেরিয়েবল নিজে নিজে করতে পারে না৷ এটি দেখানো হয়েছে পরের সেগমেন্টে তেরোতম থেকে পনেরোতম লাইনে৷ কোনো ফাংশনকে ভেরিয়েবলে অ্যাসাইন করা যায় না৷ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজ ভেরিয়েবলের মাধ্যমে করা যায়৷

এখানে মনে রাখতে হবে যে ডাটা টাইপ বিভিন্ন ধরনের ডাটা রাখে এবং ডাটা নিয়ে কাজ করতে পারে৷ ভেরিয়েবল ডাটা নিয়ে কাজ করে এবং কিছুসংখ্যক অপারেশন করতে পারে৷ তবে ডাটা টাইপ এবং ভেরিয়েবল দুটোর কাজই কাছাকাছি৷


ফিডব্যাক : murtaza_ahmad@yahoo.com

OK

জাঙ্ক ফাইল রিমুভ করুন আশরাফুল ইসলাম চৌধুরী আপনার কমপিউটারে যে কত অপ্রয়োজনীয় ফাইল রয়েছে যা আপনার পিসির পারফরমেন্সকে ব্যাহত করে তা কল্পনাও করতে পারবেন না৷ যা প্রতিনিয়ত আপনার পিসির হার্ডডিস্ককে করে তুলছে জঞ্জালময়৷ যাকে আমরা কমপিউটারের ভাষায় জাঙ্ক ফাইল বলে থাকি৷ এগুলোর কিছু কিছু আমাদের কমপিউটারের অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময়ই থেকে যায়৷ আর বাকি যেসব জাঙ্ক ফাইল তৈরি হয় তা আমাদের দৈন িন্দন কার্যক্রমের কারণে সৃষ্টি হয়৷ এটি সময়ের সাথে সাথে তৈরি হতে থাকে আর আমাদের পিসিকে করে তোলে ভারাক্রান্ত৷ আমরা যত প্রোগ্রাম ইনস্টল এবং আনইনস্টল করি তার কিছু অংশ কমপিউটারে অকেজো ফাইল হিসেবে থেকে যায়৷ অথবা ইন্টারনেট সার্ফিং করতে গিয়ে আমাদের কমপিউটারের কিছু টেম্পোরারি ফাইল রেখে যায় যা পরে ওয়েব ব্রাউজিংয়ে সহায়তা করে এবং একটি ফাইল তৈরি করতে এবং তা সংরক্ষণ করতে কিছু টেম্পোরারি ফাইলের সৃষ্টি হয়৷ এসব অবাঞ্ছিত ফাইলকে জাঙ্ক ফাইল বলে৷ এই অকেজো ফাইলগুলোকে কমপিউটার থেকে হটানোর জন্য কিছু ডাউনলোডেবল সফটওয়্যারের বর্ণনা দিচ্ছি৷ হার্ডডিস্ক ক্লিনআপ একটি কাপড় বোঝাই আলমারির মতো আপনার পিসিতেও এমন অনেক ফাইল থেকে যায় যেসব আপনার কোনো প্রয়োজন নেই৷ নিচের সফটওয়্যারগুলো এগুলো খুঁজতে সহায়ক হবে৷ ডুপ্লিকেট মিউজিক ফাইলস্‌ ফাইন্ডার আপনার পিসিতে নিশ্চয়ই প্রচুর এমপিথ্রি ও অন্যান্য মিউজিক ফাইল রয়েছে? এর মাঝে একই মিউজিক অনেকবার থাকা অসম্ভব কিছু নয়, যা আপনার হার্ডড্রাইভের বেশকিছু স্পেস দখল করে আছে৷ এটি খুঁ জে বের করা কষ্টসাধ্য কারণ বিভিন্ন নামে এটি বিভিন্ন স্থানে থাকতে পারে৷ তাই প্রতিটি ট্র্যাক বাজিয়ে যাচাই করা কষ্টসাধ্য৷ আর এই কাজটি সহজে করতে প্রয়োজন ঊলযফধডর্টণ ুল্রধড এধফণ্র এধভঢণর৷ এটি শুধু মিউজিকের নাম খুঁ জে বের করে না এর সাইজ, উৗউ, অঊ৩ (ু৩ে ুর্ণটঢর্টট) ট্যাগ খুঁ জে ডুপ্লিকেট ফাইল চিহ্নিত করে আপনাকে তা মুছবার সুযোগ দেয়৷ ীধভপ : ষষষ.ফডধঠরম্র্রমফর্লধমভ্র.ডমব/ঢবতত ইজি ডুপ্লিকেট ফাইন্ডার আপনার পিসিতে যদি একই ফাইল বিভিন্ন স্থানে থেকে থাকে তাহলে তা খুঁ জে বের করা প্রায় অসম্ভব৷ সময় স্বল্পতার যুগে এতো সময় খুঁ জে বের করা যায় না৷ তাই হার্ডড্রাইভটি ভরে থাকে জজ্ঞালে৷ এর থেকে রেহাই পেতে ঋট্রহ ঊলযফধডর্টণ এধভঢণর ব্যবহার করুন৷ এটি .ঢমড ফাইল, .ঢফফ ফাইল, গ্রাফিক্স ফাইলসহ অনেক ধরনের ফাইল ডুপ্লিকেট কপি খুঁ জে বের করতে ওস্তাদ৷ এটি ফাইল খুঁ জে বের করে তা ডিলিট করার সুযোগ করে দেবে৷ এর নিজস্ব কিছু বু িদ্ধমত্তার কারণে আপনাকে এটা জানিয়ে দেবে ফাইল ডিলিট করলে কতখানি ফ্রি স্পেস পাবেন এবং এটি আপনার পিসির সিস্টেম ফাইল মুছে দেয়া থেকে বিরত রাখতে সাহায্য করে, যেন দুর্ঘটনাবশত কোনো গুরুত্বপূর্ণ ফাইল মুছে না যায়৷ ীধভপ : ষষষ.ণট্রহঢলযফধডর্টণ তধভঢণর.ডমব/ঊমষভফমটঢ.র্দবফ আপনারা এই দুটি সফটওয়্যার ব্যবহার করে আপনাদের পিসিকে রাখতে পারেন জাঙ্ক ফাইল, টেম্পোরারি ফাইল এবং ডুপ্লিকেট ফাইলমুক্ত৷ আশা করি আপনারা এই সফটওয়্যারগুলো ব্যবহার করে উপকৃত হবেন৷
পত্রিকায় লেখাটির পাতাগুলো
২০০৮ - এপ্রিল সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস