একশত বছরেরও বেশি সময় ধরে টেলিযোগাযোগ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে। বর্তমানে ফাইবার অপটিক ক্যাবল ও উপগ্রহের মাধ্যমে এই যোগাযোগ ব্যবস্থা, ইন্ট্রিগ্রেটেড সার্কিট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল প্রযুক্তি প্রয়োগে বিস্ময়কর পরিবর্তন এসেছে এই টেলিযোগাযোগ ব্যবস্থায়। কিন্তু বাংলাদেশ টেলিযোগাযোগ ব্যবস্থা মান্ধাতার আমলের একটি বোর্ডের হাতে ন্যাস্ত। টিঅ্যান্ডটি বোর্ডের পিছুটানের কারণে দেশীয় অর্থনীতি ও নিরাপত্তায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতপ্রায় বাংলাদেশের অর্থনীতিতে প্রাণসঞ্চার করা সম্ভব টেলিযোগাযোগ দিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে টেলিযোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে লিখেছেন নাজীম উদ্দিন মোস্তান।