আমরা একটা নতুন জগতে বাস করছি যার নাম তথ্যজগৎ। এই তথ্যপৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে দ্রুত থেকে দ্রুততর গতিতে। শিল্পবিপ্লবের পর পৃথিবীতে বর্তমানে চলছে তথ্যবিপ্লব। এক সময়ে যে কাজে ব্যবহার হত মানুষের শ্রম, তথ্যবিপ্লবে সেখানে ব্যবহার হচ্ছে কমপিউটার। যে দেশ এই তথ্যবিপ্লবে অংশ নেবে পরের শতাব্দীতে তারাই পৃথিবীকে রাখবে হাতের মুঠোয়। বাংলাদেশের একটা বিরাট জনশক্তি পাশ্চাত্য দেশে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বড় ধরণের অবদান রেখে চলেছেন। তাদের সহায়তায় শুধু সদিচ্ছার বলেই আমরা এই তথ্যবিপ্লবে অংশ নিতে পারি। তথ্যবিপ্লব এবং কমপিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের পারস্পরিক নির্ভরশীলতা এবং তথ্যজগৎ, বাংলাদেশের অবস্থান এবং করণীয় সম্পর্কে চমৎকার প্রবন্ধটি আমেরিকা থেকে লিখে পাঠিয়েছেন-মুহম্মদ জাফর ইকবাল।