বিল গেটস্-এর পরেই কমপিউটার রাজ্যে যাঁর নাম, তিনি হলেন ‘ডেল’ কোম্পানির প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। ‘ওর্য়াল্ড ওয়েব’ খ্যাত টেক্সাস-এর কমপিউটার ব্যবসায়ী মাইলে ডেল ক্রেতার অর্ডার মাফিক কমপিউটার তৈরি করেন। তার লক্ষ্য মূলত: কমদামে ক্রেতাসাধারণের হাতে কমপিউটার তুলে দেয়া। ডেল কোম্পানির প্রতিযোগিদের মধ্যে সবচেয়ে তীব্র প্রতিযোগী হিউলেট প্যাকার্ড। ডেল কোম্পানির ব্যবসায়ীক কলাকৌশল, উত্থান, প্রতিযোগী কোম্পানিগুলোর বাজার দখলের কৌশল নিয়ে প্রতিবেদনটি লিখেছেন আবীর হাসান।