সম্প্রতি আইবিএম কর্পো. বিশ্ববাজারে পিসির দাম বেশ কমিয়ে দেয়ায় অন্যান্য পিসি কোম্পানিগুলো বাধ্য হয়েছে সে পরিস্থিততে টিকে থাকার জন্য নিজেদের ব্যবসায়িক কৌশলসহ বিতরণ-বিপণন ব্যবস্থাপনাতে পরিবর্তন আনতে। পরিবর্তিত এসব ব্যবসায়িক কৌশল আগামী দিনের পিসি ব্যবসায়কে কিভাবে এবং কতোটা প্রভাবিত করবে, সে বিষয়ে এবারের প্রচ্ছদ প্রবন্ধ লিখেছেন শামীম আখতার তুষার।