কর্মক্ষেত্রে কমপিউটার নিত্যনতুন দিগন্ত সৃষ্টি করে চলেছে। পিডিএ বা পারসোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এতে একটি নতুন সংযোজন। এটি এমন একটি প্রযুক্তি, যা যন্ত্রের অবস্থান ছাড়িয়ে একজন সহকারীর অবস্থান দখলে সক্ষম হয়েছে। সূচনা হচ্ছে কর্মও তথ্যপ্রযুক্তির বিনিময়ের নব বিপ্লবের, যার প্রভাব হবে রেডিও-টেলিভিশনের চেয়েও শক্তিশালী। পিডিএ, প্রযুক্তির উদ্ভাবন, বিকাশ ও উন্নয়নসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে তথ্যনির্ভর এ প্রতিবেদনটি তৈরি করেছেন গোলাম নবী জুয়েল।