লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
লেখার ধরণ:
অলিম্পিকে কমপিউটার
অলিম্পিকে কমপিউটার
ক্রীড়া মানুষের নির্মল আনন্দের মাধ্যম। অলিম্পিক ক্রীড়া বিশ্বের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আকর্ষণ। ক্রীড়াক্ষেত্রে কমপিউটার প্রয়োগ নতুন নয়। ১৯৮৮ সিউল অলিম্পিকে কমপিউটার তার সূক্ষ্মতা দিয়ে বিমোহিত করেছে বিশ্ববাসীকে। সদ্য সমাপ্ত সাফ গেমসে শ্রীলংঙ্কা, সর্বশেষ ওমেগা ক্রীড়া এবারের ফ্রান্সের শীতকালীন অলিম্পিকে কমপিউটারের ব্যবহার ক্রীড়াক্ষেত্রকে করেছে মহিমান্বিত। ৫০ হাজার ক্রীড়াবিদ, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, নিরাপত্তারক্ষী, সাংবাদিক, অতিথির মধ্যে প্রাঞ্জল সেতুবদ্ধ ছিল কমপিউটার।