লেখক পরিচিতি
লেখকের নাম:
শামীম আখতার তুষার
মোট লেখা:২৮
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
প্রচ্ছদ প্রতিবেদন
ই-গভার্নেন্স
কমপিউটার, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি- নির্ভর এক ধরনের স্বচ্ছ জনঘনিষ্ট, জবাবদিহিমূলক প্রশাসনের উম্মেষ ঘটতে যাচ্ছে ভারতে। বিভিন্ন রাজ্যে চলছে এই নতুন বা ই-গভার্নেন্সকে বাস্তবায়িত করার জোর প্রচেষ্টা। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর থেকে এই নতুন প্রশানের যাত্রা শুরু। সেটি এখন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়েছে অন্ধ্র, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, কেরালা, গুজরাট হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত। ভূমি রেজিস্ট্রেশন, শিক্ষা বোর্ডের কার্যক্রম, সচিবালয় কার্যক্রমের আধুনিকায়নের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ই-গভার্নেন্সের সুদৃঢ় বুনিয়াদ। ভারতের প্রশাসনের এই নীরব রূপান্তরকেই পাঠকদের জন্য তুলে ধরেছেন ডা: শামীম আখতার তুষার।