সস্তা শ্রমের জন্য আজকাল মার্কিন ও ইউরোপীয় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের সফটওয়্যার উন্নয়নের বেশকিছু কাজ অনুন্নত দেশ থেকে করিয়ে নিচ্ছে।এদেশে যেখানে প্রোগ্রাম বা প্রোগ্রামার তৈরির সুযোগ সীমিত, সেখানে এদেশে বসেই বিদেশী কোম্পানির সফটওয়্যারের টেস্টিং ও পোর্টিং- এর মতো আনুষাঙ্গিক কাজ করা সম্ভব। এভাবে অভিজ্ঞতা লাভ করেই বাংলাদেশ ডাটা এন্ট্রির পাশাপাশি প্রোগ্রামের রাজ্যের দিকেও পদবিক্ষেপ করতে পারে। দেশ হতে পারে সমৃদ্ধশালী। হতে পারে হাজার হাজার শিক্ষিত বেকারের কর্মসংস্থান। এক্ষেত্রে বিভিন্ন দেশের সাফল্যের ইতিহাস এবং বাংলাদেশের নিরিখে এর সম্ভাবনা এবং সমস্যা নিয়ে এ প্রতিবেদন।