• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সফটওয়্যারের কারুকাজ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - জুলাই
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ট্রিকস ‍এন্ড টিপস
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সফটওয়্যারের কারুকাজ

উইন্ডোজে ফাইলগুলোকে গ্রুপে অর্গানাইজ করা

উইন্ডোজে ফাইল ও ফোল্ডারসমূহ অর্গানাইজ করার বিভিন্ন উপায় বা অপশন রয়েছে।

উইন্ডোজ ৭ :
উইন্ডোজ ৭-এ কার্যকর ও সহজভাবে উইন্ডোজের উপাদানসমূহ অর্গানাইজ করার জন্য ব্যবহার করতে হয় লাইব্রেরির ফাইল অ্যারেঞ্জমেন্ট।

আপনি ফাইলগুলো বিন্যাস করতে পারেন অথরের মাধ্যমে ডকুমেন্ট লাইব্রেরিতে অথবা মিউজিক লাইব্রেরিকে বিন্যাস করতে পারেন শিল্পীর ওপর ভিত্তি করে, যদি আপনি নির্দিষ্ট কোনো শিল্পীর গান অনুসন্ধান করতে চান।

লাইব্রেরি বিন্যাস করা

* Taskbar-এ Windows Explorer বাটনে ক্লিক করুন।

* নেভিগেশন প্যানে একটি লাইব্রেরিতে ক্লিক করুন, যেমন মিউজিক-এ।

* লাইব্রেরি প্যানে ক্লিক করুন Arrange by মেনুতে এবং সিলেক্ট করুন একটি প্রোপার্টি। উদাহরণস্বরূপ, Artist সিলেক্ট করলেন দ্রুতগতিতে শিল্পীর নামানুসারে মিউজিকসমূহ বিন্যাস করার জন্য। এজন্য ব্যবহার করতে পারেন Arrange by মেনু।

* যখন আপনি ফাইলসমূহ বিন্যাস করবেন, তখন উইন্ডোজ ফাইলসমূহকে শুধু ভিন্ন অর্ডারে রাখবে তাই নয় বরং পুরোপুরি ভিন্ন উপায়ে বিন্যাস করবে। এই বিন্যাস প্রক্রিয়া কাজের ধরনের ওপর ভিত্তি করে ভিন্নভাবে কাজ করবে। যেমন ছবির ফাইলগুলো স্ট্যাক আকারে রাখতে পারেন।

* ফাইলগুলো গ্রুপ আকারে রাখা।

উইন্ডোজ ৭-এ চারটি ডিফল্ট লাইব্রেরি রয়েছে। প্রতিটির রয়েছে নিজস্ব বিন্যাস প্রক্রিয়া। ইচ্ছে করলে নতুন লাইব্রেরি তৈরি করতে পারেন এবং কিভাবে ফাইল বিন্যাসিত হবে তাও সিলেক্ট করতে পারেন।

উইন্ডোজ ভিসতা :

এমন এক ফোল্ডার ওপেন করুন, যেখানে বিভিন্ন ফাইল ও সাবফোল্ডার রয়েছে। এবার উইন্ডোর কনটেন্ট প্যানের যেকোনো খালি জায়গায় ডান ক্লিক করুন এবং নির্দিষ্ট করুন Group By-এ। এরপর বেছে নিন গ্রুপিংয়ের ধরন-প্রকৃতি।

উইন্ডোজ এক্সপি :

এমন এক ফোল্ডার ওপেন করুন, যেখানে বিভিন্ন ধরনের সাবফোল্ডার ও ফাইল রয়েছে। এবার উইন্ডোর কনটেন্ট প্যানের যেকোনো খালি জায়গায় ডান ক্লিক করুন এবং নির্দিষ্ট করুন Arrange Icons by এবং এরপর ক্লিক করুন Show in Groups। উইন্ডোর কনটেন্ট বিন্যাস করার জন্য আবার উইন্ডোর কনটেন্ট প্যানের যেকোনো খালি জায়গায় ডান ক্লিক করে নির্দিষ্ট করুন Arrange Icons by এবং এরপর ক্লিক করুন Name, Size, Type বা Modified-এ। এক্ষেত্রে কনটেন্টের ওপর ভিত্তি করে চয়েজ ভিন্ন ভিন্ন হতে পারে।

উইন্ডোজ ৭-এ ফেভারিটকে কাস্টোমাইজ করার বিভিন্ন প্রক্রিয়া

উইন্ডোজ ৭-এ ফেভারিটকে বিভিন্নভাবে কাস্টোমাইজ করা যায় তা নিম্নরূপ :

* ফেভারিট হিসেবে যুক্ত করতে পারবেন ফোল্ডার, সেভ করা ফাইল সার্চ করা, লাইব্রেরি অথবা ড্রাইভকে। কাঙ্ক্ষিত ফাইলকে নেভিগেশন প্যানের Favorites সেকশনে ড্র্যাগ করুন। লক্ষণীয় স্বতন্ত্র ফাইলকে ফেভারিটে যুক্ত করা যায় না। তবে সেগুলোকে ফেভারিটের যেকোনো ফোল্ডারে যুক্ত করতে পারবেন।

* ফেভারিটের অর্ডার পরিবর্তন করার জন্য লিস্টের কোনো ফেভারিটকে ড্র্যাগ করে নিয়ে যান নতুন অবস্থানে।

* নেভিগেশন প্যানে ডিফল্ট ফেভারিটকে রিস্টোর করার জন্য ফেভারিটে ডান ক্লিক করুন এবং এরপর Restore Favorite Links-এ ক্লিক করুন।

* যেখানে ফেভারিট স্টোর হয়েছে সেই ফোল্ডার দেখার জন্য নেভিগেশন প্যানের Favorites-এ ক্লিক করুন।

* ফেভারিট অপসারণ করার জন্য ফেভারিটে ডান ক্লিক করে Remove-এ ক্লিক করুন। এতে নেভিগেশন প্যান থেকে ফেভারিট অপসারণ হবে।

আবুল কালাম আজাদ
দুমকি, পটুয়াখালী

...................................................................................................................

এক্সপিতে হিডেন বা সিস্টেম ফাইল অনুসন্ধান করা

এক্সপিতে হিডেন এবং সিস্টেম ফাইলকে আগের ভার্সনগুলোর চেয়ে একটু ভিন্নভাবে সার্চ বা অনুসন্ধান করা যায়। সিস্টেমের নিরাপত্তাজনিত কারণে উইন্ডোজ এসব গুরুত্বপূর্ণ ফাইল লুকিয়ে রাখে। বাই ডিফল্ট সার্চ কমান্ডের মাধ্যমে হিডেন বা সিস্টেম ফাইল খুজে বের করা যায় না। আর এ কারণে ফাইল ড্রাইভে বিদ্যমান থাকলেও তা সার্চ করা যায় না।

নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে আপনি এক্সপিতে হিডেন বা সিস্টেম ফাইলসমূহ অনুসন্ধান করতে পারবেন।

* Start মেনুতে ক্লিক করুন।
* Search-এ ক্লিক করুন।
* All file and folders-এ ক্লিক করুন।
* এবার Search System folders and Search hidden files and folders চেকবক্সে ক্লিক করুন সিলেক্ট করার জন্য।

লক্ষণীয় :

উইন্ডোজ এক্সপ্লোরারে Folders Options ডায়ালগ বক্সে হিডেন ফাইল দেখানোর জন্য কমপিউটারকে কনফিগার করতে হয় না। তবে আপনার উচিত হবে কমপিউটারকে কনফিগার করার জন্য যাতে প্রোটেক্টেট অপারেটিং সিস্টেম ফাইলকে হাইড করতে পারে।

ফোল্ডারকে প্রাইভেট করা

আপনার ব্যবহার করার ফোল্ডারকে প্রাইভেট করতে চাইলে নিচের বর্ণিত ধাপগুলো সম্পন্ন করুন-

* Start-এ ক্লিক করুন।
* My Computer ওপেন করুন।
* যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা আছে তাতে ডবল ক্লিক করুন।
* সাধারণত C: ড্রাইভ।
* যদি System Tasks-এর অন্তর্গত ড্রাইভের কনটেন্ট লোকানো থাকে তাহলে Show the contents of the drive-এ ক্লিক করুন।
* Documents and Setting ফোল্ডারে ডবল ক্লিক করুন।
* ইউজার ফোল্ডারে ডবল ক্লিক করুন।
* আপনার ইউজার প্রোফালের যেকোনো ফোল্ডারে ডান ক্লিক করে Properties-এ ক্লিক করুন।
* Sharig ট্যাবে Make this folder private so that only I have access to it চেক বক্স সিলেক্ট করুন।

মো: মিজান
তানোর, রাজশাহী
...................................................................................................................

ফেসবুকের সিকিউরিটি

ফেসবুক ব্যবহারকারীদের প্রায় সময় তাদের তথ্য নিয়ে চিন্তায় থাকতে হয়। কিন্তু কিছু ধাপ অনুসরণ করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিকে সিকিউরিটি প্রদান করতে পারেন।

ই-মেইল অ্যাড্রেস হিডেন রাখুন

ফেসবুকে ই-মেইল অ্যাড্রেস হিডেন রাখতে AccountPrivacy SettingsContact Information অপশনের ই-মেইলের পাশে Everyone-এর লক চিহ্নে ক্লিক করে Custom সিলেক্ট করে Only Me সিলেক্ট করে দিন।

সার্চ ইঞ্জিন অপশন ডিজ্যাবল করা

ফেসবুকে দেখা যায় কারো নাম বা ই-মেইল অ্যাড্রেস দিয়ে সার্চ করলে তার সব তথ্য দেখা যায়। সেক্ষেত্রে AccountPrivacy Settings Search-এ এসে Public Search Results-এর টিকচিহ্ন তুলে দিন।

ইউজার ব্লক করা

ফেসবুকের কোনো ইউজার বা ইউজারের ই-মেইল অ্যাড্রেসকে ব্লক করতে AccountPrivacy SettingsBlock List-এ আসুন। এখানে দেয়া নির্দিষ্ট স্থানে ইউজারের নাম বা ই-মেইল অ্যাড্রেস দিয়ে Block বাটনে ক্লিক করুন।

প্রিয়ম
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস