আমাদের আইসিটি বাজারে সফটওয়্যার শিল্পের প্রবেশ ঘটেছে তুলনামূলকভাবে দেরিতে৷ সফটওয়্যার সার্ভিসে আত্ম-নিবেদিত প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি নয়৷ তবে এ শিল্প ধীর লয়ে এগিয়ে যাচ্ছে৷ বাংলাদেশে আইসিটি বর্তমান পেক্ষাপটে কিভাবে ডেভেলপ করা যায়, তার কিছু সুপারিশসহ করণীয় কাজ কী তা উপস্থাপন করে প্রচ্ছদ প্রতিবেদনটি তৈরি করেছেন গেলাপ মুনীর৷