একসাথে অনেকগুলো কাজ বা টাস্ক পরিচালনা করার প্রক্রিয়াই হল মাল্টিটাস্কিং৷ এক্ষেত্রে সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সর্বোচ্চ কর্মক্ষমতাকে কাজে লাগানো হয় অপারেটিং সিস্টেমের সহায়তায়৷ উইণ্ডোজ অপারেটিং সিস্টেম মাল্টিটাস্কিং মোডে কাজ করে থাকে৷ উইণ্ডোজের এ মাল্টিটাস্কিং প্রক্রিয়া এবং উইণ্ডোজ ৩০.x ও উইণ্ডোজ ৯৫-এর মাল্টিটাস্কিং পদ্ধতির পার্থক্যমূলক আলোচনা করেছেন এ নিবন্ধে সাদেকুল আজিজ৷