• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সফটওয়্যারের কারুকাজ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৭ - অক্টোবর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
টিপসট্রিকস ‍এন্ড টিপস, 
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সফটওয়্যারের কারুকাজ

নোটপ্যাডে এক্সটেনশন ছাড়া ফাইল ওপেন করা

এক্সটেনশন ছাড়া ফাইলে ডবল ক্লিক করলে উইন্ডোজ Open With ডায়ালগ বক্স সহযোগে প্রোগ্রাম সিলেক্ট করতে বলবে৷ ডকুমেন্টের কনটেন্ট চেক করার জন্য আমরা সবসময় নোটপ্যাড ব্যবহার করে থাকি৷ কিন্তু নোটপ্যাডকে ডিফল্ট সেটিংয়ের জন্য অপশন নেই৷ তাই এক্সটেনশনবিহীন ফাইলকে নোটপ্যাডে ওপেন করার জন্য নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করুন-

* রেজিস্ট্রি এডিটর স্টার্ট করুন৷

নেভিগেট করুন HKEY_CLASSES_ROOT -এ৷

* Edit->New->Key ওপেন করে প্রেস করুন ডট এবং এরপর এন্টার প্রেস করুন৷

* ডানদিকের উইন্ডোতে ক্লিক করে আবার ওপেন করুন Edit->New->Key.

* Shell টাইপ করে এন্টার চাপুন৷

* একইভাবে আরো গভীরে ওপেন সাব কী তৈরি করুন৷

* এই প্রসেস পুনরাবৃত্তি করে Command সাব কী তৈরি করুন৷

* এবার Default -এ বর্তমান কী HKEY_CLASSES_ROOT\.\shell\open\command -এ ডবল ক্লিক করুন৷

নোটপ্যাডে ভ্যালু Notepad.exe %1 পরিবর্তন করে ওকে ক্লিক করুন৷ এর ফলে এক্সটেনশন ছাড়া ফাইল নোটপ্যাডে ওপেন হবে৷
........................................................................................................

দ্রুতগতিতে টেবল সারি স্থানান্তর করা

ওয়ার্ডে টেবল সারিকে স্থানান্তরের জন্য আমরা অনেকেই কাট করে কাঙিক্ষত জায়গায় তা পেস্ট করে কাজ চালিয়ে নেই৷ তবে টেবল ফাংশন ব্যবহার করে আমরা এ কাজটি আরো সহজভাবে সম্পন্ন করতে পারি৷

প্রথমে যেখানে সারি-কে স্থানান্তর করতে চান, সেখানে কার্সারকে সেট করুন৷ এবার কী-বোর্ড শর্টকাট হিসেবে Alt+Shift চেপে ধরুন৷ এবার আপ এবং ডাউন অ্যারো কী ব্যবহার করে টেবলের সম্পূর্ণ সারিকে সরাতে পারবেন৷ কাঙিক্ষত জায়গায় সারিকে সরানোর পর সাথে সাথে Alt+Shift কী কম্বিনেশন ছেড়ে দিন৷

মো: মুনিয়া হক

পুরানা পল্টন, ঢাকা ........................................................................................................

অপরিবর্তিত মেসেজ পাঠানো

একটি মেসেজকে একাধিকবার ফরওয়ার্ড করলে সর্বশেষ মেসেজ গ্রহীতার পক্ষে মূল মেসেজ প্রেরককে শনাক্ত করা কষ্টকর হয়৷ যখন কোনো মেইল ফরওয়ার্ড করা হয়, আউটলুক মেইলগুলোর সাবজেক্ট লাইনে WG বা FW হিসেবে চিহ্নিত করে৷ উপরন্তু এটি মেসেজ প্রেরণকারীকে প্রতিস্থাপন করে সর্বশেষ ফরওয়ার্ডিং চেইনে৷ নিচে বর্ণিত কৌশল অবলম্বন করে আপনি তা এড়িয়ে যেতে পারেন৷

মেইল ওপেন করুন এবং রান করুন Actions->Resend this Message.

আউটলুক নির্দিষ্ট করবে যে আপনি প্রকৃত মেসেজ প্রেরণকারী নন৷

Yes -এ ক্লিক করে এটি নিশ্চিত করুন৷

এবার প্রকৃত মেসেজ প্রেরণকারীকে নির্দিষ্ট করে ই-মেইল সেন্ড পাঠান৷

এভাবেই মেসেজ গ্রহীতা এমএস আউটলুকে মেসেজগুলোকে ভালোভাবে রাখতে পারবেন৷
........................................................................................................

সার্চের সময় পিডিএফ ফিল্টার করা

সার্চ প্যারামিটার ব্যবহার করে অথবা গুগল ওয়েবসাইটে এডভান্সড সার্চের সময় আপনি কিছু নির্দিষ্ট ফাইল টাইপে সার্চিংকে সীমিত করতে পারেন৷ এছাড়া সার্চিংয়ের ফলাফল থেকে স্বতন্ত্র ফাইলকে বাদ দিতে পারেন৷ এজন্য www.google.co.in ওপেন করুন এবং Advanced search -এ ক্লিক করুন৷ উপরের ফিল্ডে সার্চ টার্ম এন্টার করুন৷ এরপর File format ম্বিনেশন ফিল্ডে dont অপশন সিলেক্ট করুন এবং কম্বিশেন ফিল্ডের শেষ লাইনে সিলেক্ট করুন Adobe Acrobat PDF সেটিং৷ এবার Google Search -এ ক্লিক করলে সার্চ ইঞ্জিন ফিল্টার করা ফলাফল দেবে৷

এটি আরো দ্রুততর করা সম্ভব, যদি আপনি ইনপুট ফিল্ডে সরাসরি সার্চ প্যারামিটার ব্যবহার করেন৷ এজন্য নিচে বর্ণিত কমান্ড টাইপ করুন সার্চ টার্মে৷

-filetype : pdf

এখানে কীওয়ার্ড filetype এবং প্রিসেট মাইনাস চিহ্ন দিয়ে নিশ্চিত করা হয়েছে যে, সার্চের সময় পিডিএফ ডকুমেন্টকে বাদ দেয়া হয়েছে৷

মো: সাফায়েত

সবুজবাগ, পটুয়াখালী ........................................................................................................ জি-মেইলে প্রয়োজনীয় কন্ট্যাক্ট আপলোড

সম্ভবত : সবচেয়ে বিরক্তিকর কাজ হলো নতুন কোনো ই-মেইল ঠিকানা/একাউন্ট তৈরির পর প্রয়োজনীয় সব ই-মেইল ঠিকানাগুলোকে এড্রেস বুক সংযুক্ত করা৷ কিন্তু নিচের ধাপ দুটি অবলম্বন করে কোনো ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার না করেই আপনার জি-মেইল ঠিকানায় খুব সহজেই কনট্যাক্টগুলো যুক্ত করতে পারবেন৷

০১. সিএসভি ফাইল তৈরি

জি-মেইল একটি মাত্র ফরমেট সমর্থন করে, আর তা হলো কমা-সেপারেটেডভেল্যু বা সিএসভি৷ সিএসভি ফাইল বিভিন্নভা েjেখা যায়৷ সবচেয়ে সহজ পদ্ধতিটি নিম্নরূপ :

নোটপ্যাড খুলুন৷

প্রথম সারিতে লিখুন name, email

এর নিচে প্রতিটি সারিতে নাম এবং কমা দিয়ে তার ই-মেইল লিখুন৷

অর্থাত্ আপনার ফাইলটি হবে নিম্নরূপ : name, email John, john@gmail.com Jamal,jamal@abc.com Mashiur, mashiur@example.com
নোটপ্যাডের ফাইল মেনু থেকে সেভ অ্যাজ অপশনে ক্লিক করুন৷ ফাইল সেভ অ্যাজ ইউজার্ড আসবে৷ ফাইল নেম টেক্সটবক্সে একটি নাম টাইপ করুন৷ নামের শেষে অবশ্যই .csv দিবেন৷ মনে করা যাক, আপনি ফাইলটির নাম দিলেন mycontacts.csv ৷ সেভ অ্যাজ টাইপ কম্বোবক্সে All file(*.*)অপশনটি সিলেক্ট করুন৷

০২. সিএসভি থেকে জি-মেইল

আপনার জি-মেইল একাউন্ট লগইন করুন৷ বাম দিকের মেনুর কন্ট্যাক্ট লিঙ্কে ক্লিক করুন৷ একটি কন্ট্যাক্ট পেজ আসবে যেখানে আগের সংরক্ষিত সব ঠিকানা থাকবে৷ ইম্পোর্ট কন্ট্যাক্ট লিঙ্কে ক্লিক করুন৷ এরপর ব্রাউজ বাটনে ক্লিক করে সংরক্ষিত সিএসভি ফাইল খুঁ জে দিন এবং ইম্পোর্ট বাটনে ক্লিক করুন৷ সফলভাবে ঠিকানাগুলো সংযুক্ত হলে বার্তা পাবেন৷

জি-মেইল সার্চ করুন খুব সহজেই

মনে করা যাক, আপনার মেইল ইন/আউট বক্সে হাজার হাজার মেইল আছে৷ আপনি নির্দিষ্ট একটি মেইল চাচ্ছেন৷ কিন্তু কিভাবে খুজবেন? খুব সহজ৷ জি-মেইল মেইল সার্চ করার সুবিধা দেয়৷ সার্চ টেক্সটবক্সে নির্দিষ্ট কমান্ড লিখে মেইল সার্চ বাটনে ক্লিক করে মুহূর্তেই পেতে পারেন কাঙ্খিত মেইল৷ কিছু কমান্ড নিচে দেয়া হলো :

কোন নির্দিষ্ট ঠিকানা থেকে আসা সব মেইল দেখার জন্য from:email_address উদাহরণ :

from:john@example.com

কোনো নির্দিষ্ট ঠিকানায় পাঠানো সব মেইল দেখতে to:email_address

কোনো নির্দিষ্ট সাবজেক্ট দিয়ে মেইল খুজুন নিম্নরূপে

subject:subject title উদাহরণ: subject: "Call for papers"

যেসব মেইলে এটাচমেন্ট আছে শুধু সেগুলো দেখতে টাইপ করুন has:attachment

সর্বত্র বা ইনবক্স, ট্রাশ, স্পাম বা অন্য যেকোনো ফোল্ডারে খুজতে in:place_name উদাহরণ: in:inbox,in:trash, in: anywhere ইত্যাদি৷

কোনো নির্দিষ্ট তারিখের আগের বা পরের মেইল দেখতে before: yyy/mm/dd,after:yyyy/mm/ dd উদাহরণ : before: 2007/3/23

এক সাথে একাধিক কমান্ড যুক্ত করতে পারেন AND এবং OR ব্যবহার করে৷ উদাহরণ : : from : john@example:comAND has: attachment to: myheart@love.com subject: ("without u" OR "tonight") from: heart23@hotlove.com AND is: read

মো: নাজমুল হক সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৭ - অক্টোবর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস