লেখক পরিচিতি
লেখকের নাম:
মো: আব্দুল কাদের
মোট লেখা:৬০
লেখা সম্পর্কিত
লেখার ধরণ:
কমপিউটার পাঠশালা
কমপিউটার পাঠশালা
ছোট একটি সিলিকন চিপ আমাদের প্রতিদিনের জীবনের ব্যবহারের অনেক অনেক জিনিসকে আকারে ছোট এবং দামে কম করে দিয়েছে। সাধারণ বালি থেকে গড়া এ মাইক্রোচিপের জন্যই তৈরি করা সম্ভব হয়েছে আজকের দিনের সব ধরনের শক্তিশালী কমপিউটার, রান্না ঘর থেকে মহাকাশ যান পর্যন্ত সব ইলেকট্রনিক্স সামগ্রী। এই মাইক্রোচিপ তৈরি এবং এর ব্যবহার সর্ম্পকে লিখেছেন বাংলায় ছোটদের জন্য প্রথম বিজ্ঞানবিষয়ক মাসিক পত্রিকা টরেটক্কার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ আবদুল কাদের।