সিঙ্গাপুরে কম্প্যাকের দাম কমানোর আগ্রাসনের ওপর একটি প্রতিবেদন কম্পিউটার জগৎ-এ প্রকাশিত হবার সাথে সাথে কোম্পানিটির ডিলারশিপের জন্য এদেশের ১৪টি কোম্পানি প্রচেষ্টা চালায়। যে দুটি কোম্পানি তাতে সফল হয় তাদের সাক্ষাৎকার এবং কম্প্যাকের বিস্ময়কর উত্থান ও বিশ্বজুড়ে সাম্প্রতিক লড়াইয়ে তার আক্রমণকারীর ভূমিকা ও বিপনন কৌশলসহ বিপুল তথ্যসমৃদ্ধ একটি প্রতিবেদন। লিখেছেন আজম মাহমুদ।