লেখক পরিচিতি
লেখকের নাম:
খন্দকার নজরুল ইসলাম
মোট লেখা:১৫
লেখা সম্পর্কিত
পাবলিশ:
১৯৯১ - সেপ্টেম্বর
ডস- এর পূনর্জাগরণ
এমএসডস (MS-DOS)- এ প্রথম উদ্ভাবনের পর থেকে আজ পর্যন্ত বেশ কয়েকটি ভার্সন বেরিয়েছে। তার মধ্যে সর্বশেষ ভার্সনটি হলো ডস ৫.০০। এটি বাজারে ছাড়া হয়েছে এ বছরেরই জুন মাসে। এই ভার্সনটির সুবিধাও যেমন অনেক, এর ব্যবহারও তেমনি বেশ সহজসাধ্য। এটি ডস-এর আগের ভার্সনগুলোর চাইতে দ্রুত কাজ করতে সক্ষম। এর সাথে যোগ হয়েছে বেশ কিছু নতুন ফাংশন। আগের ভার্সনগুলোতে (৪.০১ পর্যন্ত) ব্যবহারকারীরা হতাশা ব্যক্ত করেছেন। আর এ সময়ই ডস ৫.০০ আশার আলোর সঞ্চার করেছে। বিভিন্ন বৈশিষ্টে সমৃদ্ধ এই ভার্সনটিকে স্বাগত জানাবে সকলেই, বিশেষ করে ডস প্রেমীরা। ডস-এর পূর্নজাগরণ এবং এর উল্লেখযোগ্য ফাংশনগুলোর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন খোন্দকার নজরুল ইসলাম।