বহনযোগ্য পিসির জগতে নোটবুক পিসির পরে এসেছে হাতের তালুতে রেখে কাজ করার উপযোগী পামটপ পিসি। সস্তা ও ক্ষুদ্র আকারের একটি HP- পামটপ পিসিতে রমের ভেতর ভরে দেয়া লোটাস ১-২-৩ ভার্সন ২.২, এমএসডস, ডাটাবেজ ইত্যাদি সফটওয়্যার পাওয়া যাচ্ছে। এর সাথে তারবিহীন অবস্থায়ই যোগাযোগ করা যাচ্ছে অন্য কোনো পামটপ বা অন্য কোনো পিসির সাথে। এইচপি’র পামটপ পিসি সম্পর্কে মুল্যায়ন করেছেন মঈন উদ্দিন স্বপন।