কমপিউটারের সার্কিট বোর্ডে থাকে অসংখ্য ছিদ্র । মাইক্রোপ্রসেসর চিপস, বিভিন্ন আইসি বসানো এবং তারের সাহায্যে এদের সংযোগের জন্য এই ছিদ্র কিভাবে দ্রুত এবং সংক্ষিপ্ততম পথে করা যায় তার সমাধান মিলে 'ভ্রাম্যমান ব্যবসায়ীর সমস্যা' -র সমাধান থেকে। এ জটিল সমস্যাটি এবং এর সমাধান সম্বন্ধে বোধগম্য ভাষায় সাবলিল বর্ণনা করেছেন বিশিষ্ট বিজ্ঞান লেখক আবদুল হালিম।