কৃষিযুগ, যন্ত্রযুগের পর বিশ্ব এখন এমন এক নতুন অর্থনৈতিক যুগে পদার্পণ করেছে যার চালিকাশক্তি হচ্ছে উন্নত টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি। উন্নত দেশগুলো এ যুগে প্রবেশ করেছে গত এক দশক আগে। প্রযুক্তির পুরনো স্তর থেকে ‘Leap frog’ করে অর্থাৎ লাফ দিয়ে পার হয়ে সরাসরি নতুন এই তথ্যপ্রযুক্তির যুগে প্রবেশ করতে উন্নয়নে প্রত্যয়ী এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনুন্নত দেশসমূহ জরুরী ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে অর্থনৈতিক ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে তত্পর হয়ে উঠেছে। এই লীফ ফ্রগিংয়ে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের অবস্থাসহ সেল্যুলার ফোনের মতো প্রযুক্তি বাংলাদেশে কেনো প্রয়োজন তা নিয়ে তথ্যবহুল প্রচ্ছদ প্রতিবেদনটি লিখেছেন অধ্যাপক মো: আবদুল কাদের এবং নাজীম উদ্দিন মোস্তান।