দেশে কমপিউটারে বাংলা কী-বোর্ড লে-আউট প্রমিতকরণের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে। দীর্ঘ ৬ বছর কাজ করার পর কমিটি যখন একটি কী বোর্ড প্রণয়নে প্রায় ঐকমতে পৌঁছেছেন, ঠিক তখন বাংলা একাডেমী একটি বিপণন প্রতিষ্ঠানের সাথে যোগসাজসে ঐ ব্যবসায়ীর কী বোর্ড বিন্যাস আদর্শ হিসাবে গ্রহণ করে। এতে সচেতন নাগরিকসহ কমিটির সংশ্লিষ্ট সকলেই দারুণ বিক্ষুদ্ধ হন। ৬ বছরে একটা কী বোর্ড উপহার দিতে না পারার জন্য কে দায়ী, এ ব্যাপারে অভিযোগ পাল্টা অভিযোগ এবং আনুষঙ্গিক সব তথ্য ও ঘটনা, প্রযুক্তিগত দিক এবং বাংলার প্রতি অবমাননা প্রদর্শনকারী বাংলা একাডেমীর হাতে কীভাবে বাংলা বিপন্ন, তার বিস্তারিত বিবরণ পাবেন এ প্রতিবেদন।