আমি সেই ২০০৭ খৃঃ হইতে আমার প্রিয় আইটি বিষয়ক ম্যাগাজিন মাসিক কম্পিউটার জগতের সদস্য। যদিও সে সময় আমার ব্যক্তিগত কোন কম্পিউটার ছিল না, তবুও আমি নিয়মিত পড়তাম এবং পুরানো সংখ্যাগুলো চট্টগ্রাম শহরের পুরাতন লাইব্রেরী হইতে সংগ্রহও করতাম। সে সময় কম্পিউটার এন্ড ইলেক্টনিক্স নামে একটি মাসিক কম্পিউটার ম্যাগাজিন ছিল বর্তমানে তা বিলুপ্ত। হাজারো বাধা প্রতিকূলতা মাড়িয়ে মাসিক কম্পিউটার জগত দেশের সব চাইতে জনপ্রিয় মাসিক ম্যাগাজিন। আজকে অভিভূত হয়েছি আমি মন প্রাণ খুলে আমার নিজের মতামতা প্রকাশ করার স্বাধীনতা দিল মাসিক কম্পিউটার জগত। আমি নিজেও আউট সোর্সিং ডাটা এন্টি কিছু প্রজেক্টে নিজে সম্পৃক্ত আছি। আমি দূর্গম এলাকা বাংলাদেশের বৃহত্তম উপজেলা ফটিকছড়ি হইতে আউর্টসোপিং সমসাময়িক বিভিন্ন সমস্যা ও সম্ভবনা এবং নিজেকে গড়ে তোলার হাজারো চেষ্টা ও সমাধান ঘরে বসেই সমাধান পেতে বড় ধরণের উল্লেখযোগ্য অবদান রাখছে আমার প্রিয় ম্যাগাজিন মাসিক কম্পিউটার জগত। আমি আশা করি মাসিক কম্পিউটার জগত দেশের বেকার ও সম্ভবনাময় জেনারেশনদের দক্ষ জন শক্তি সৃষ্টিতে আরো ভুমিকা রাখবে।