উন্নত বিশ্বের দেশগুলো তাদের ডাটা-এন্ট্রির কাজগুলো তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে করিয়ে নিচ্ছে। আমাদের দেশ যদি ডাটা-এন্ট্রির বিশ্ব বাজারে প্রবেশ করে তবে স্বল্প প্রশিক্ষণে প্রচুর কর্মসংস্থান হবে এবং আয় করা যাবে প্রচুর বৈদেশিক মুদ্রা। এর জন্য প্রয়োজনীয় মেধা, শিক্ষা, প্রযুক্তি ও জনবল আমাদের দেশে আছে। যদি এ মুহুর্তে কাজ নেয়া যায় তবে, কিভাবে তা সম্পন্ন করা যেতে পারে একটি জরিপ ভিত্তিক প্রতিবেদন লিখেছেন জাভেদ ইকবাল।