• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ২০১০-এর সেরা ওপেনসোর্স নেটওয়ার্কিংটুল
লেখক পরিচিতি
লেখকের নাম: মোহাম্মদ ইশতিয়াক জাহান
ইমেইল:rony446@yahoo.com:
মোট লেখা:৮৮
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - ফেব্রুয়ারী
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ওপেন সোর্স
তথ্যসূত্র:
সফটওয়্যার
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
২০১০-এর সেরা ওপেনসোর্স নেটওয়ার্কিংটুল
প্রতিবছর বিভিন্ন ধরনের সফটওয়্যার ও টুল বাজারে আসছে। এসব টুলের ব্যবহার ও পারফরমেন্সের আলোকে এবং বিভিন্ন ব্যবহারকারীর রিভিউ ও রেটিংয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন ওয়েবসাইট সেরা টুলগুলো নির্বাচন করা হয়ে থাকে। এ ধরনের টুলের নাম ও বিবরণ বিভিন্ন কোম্পানি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করে। সেরা টুলের নামসহ সারমর্ম নিয়ে ওয়েবসাইট ইন্টারনেটে প্রচুর রয়েছে, যা দেখে সহজেই সেরা সফটওয়্যারগুলো সম্পর্কে জানা যাবে। আর সেরা টুলগুলোর মধ্যে যদি ওপেনসোর্স টুল থাকে তাহলে সবার মধ্যে এক ধরনের আকর্ষণ কাজ করে, এর ফলে অনেক ব্যবহারকারী প্রতিনিয়ত ওপেনসোর্স টুলের ওপর নির্ভর করেন। এবারের সংখ্যায় ২০১০ সালের সেরা ওপেনসোর্স নেটওয়ার্কিং টুল সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওপেনসোর্স টুলগুলোর মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক, সিস্টেম মনিটরিং ফ্রেমওয়ার্কসহ আরো বেশ কিছু টুল, যা ব্যবহার করে বিভিন্ন গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে আপনি নেটওয়ার্কের বিভিন্ন স্ট্যাটাসও দেখতে পাবেন।

হাইপেরিক এইচকিউ (Hyperic HQ) :



GPL v2 লাইন্সেস অধিকারী হাইপেরিক এইচকিউ একটি এন্টারপ্রাইজ মনিটরিং প্লাটফর্ম টুল, যা ব্যবহার করে বিভিন্ন ধরনের ওয়েব ইনফ্রাস্ট্রাকচারকে ম্যানেজ করা যায়। হাইপেরিক এইচকিউ, ভিএমওয়্যারের মতো ভার্চুয়াল ইনফ্রাস্ট্রাকচার মনিটরিংয়ের একটি সিরিজ রিলিজ করেছে। ভিএমওয়্যার সেন্টার সার্ভারের সাথে একে ইন্টিগ্রেশনের মাধ্যমে ESX/ESXi হোস্ট, অ্যাপ্লিকেশন কোম্পোনেন্ট ডিটেক্ট, পিং ও মনিটরিং কাজের সুবিধা দিতে পারবে। হাইপেরিক এইচকিউ বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশনকে ম্যানেজ করতে পারবে, তা যেকোনো ডাটা সেন্টার বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বা ক্লাউডে হোক না কেনো। বিস্তারিত জানার জন্য ভিজিট করুন : www.hyperic.com

ওপেন এনএমএস :



এই টুলটি এন্টারপ্রাইজ গ্রেডের একটি নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম। ওপেন এনএমএসের সাহায্যে RADIUS অথেন্টিকেশন, RANCID ইন্টিগ্রেশন, অটোমেটিক নেটওয়ার্ক ম্যাপ তৈরি করা, বিভিন্ন ধরনের জনপ্রিয় টিকেটিং সিস্টেমের সাথে গভীর ইন্টিগ্রেশন করা, প্র্যাকটিক্যাল রিকোয়েস্ট ট্রেকার ইত্যাদি কাজগুলোর সাপোর্ট দেয়া সম্ভব। একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সহজেই এটুল ব্যবহার করে ভালো সাপোর্ট দিতে সক্ষম হবেন। এই টুল সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন : http://www.opennms.org

ভিয়াত্তা (Vyatta) :



ভিয়াত্তা এক ধরনের ওপেনসোর্স নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, যা ভার্চুয়ালাইজেশন ও ক্লাউড প্লাটফর্মে ব্যবহার হয়ে থাকে। ভিয়াত্তা কোর ডিস্ট্রিবিউশন বেসিক নেটওয়ার্কিংয়ের সার্ভিস যোগায়, যেমন : আইপি সার্ভিস, NAT, LAN ইন্টারফেস, WAN ইন্টারফেস, অ্যানক্যাপচুলেশন, টানেলিং, রাউটিং, ফায়ারওয়্যাল, ভিপিএন, ইন্ট্রিউশন প্রিভেনশন ও ফিল্টারিং। এই একটি টুলের সাহায্য নেটওয়ার্কের বিভিন্ন ধরনের সুবিধা একসাথে পাবেন। ভিয়াত্তা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন : www.vyatta.com

ফ্রিনাস :



FreeNAS একটি নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ সার্ভার, যা ওপেনসোর্স অপারেটিং সিস্টেম ফ্রিবিএসডির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সব ধরনের ফাইল শেয়ারিংয়ের সাপোর্ট দিয়ে থাকে, যেমন : CIFS (Samba), NFS, HTTP, FTP, TFTP, AFP, iSCSI ইত্যাদি। এ টুলের সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন : freenas.org

ক্যাক্টি :



Cacti ওয়েব ওয়েবভিত্তিক গ্রাফিং টুল, যা RRDTool-এর ডাটা স্টোরেজ ও গ্রাফিং ফাংশনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। RRDTool হচ্ছে রাউন্ড রবিন ডাটাবেজ টুল, যা ব্যবহার করে নেটওয়ার্ক ব্যান্ডউইডথ, টেম্পারেচার, সিপিইউ লোড মাপা হয়। ক্যাক্টি দিয়ে যেকোনো ধরনের গ্রাফ আঁকা সম্ভব এবং এই টুলটিকে সহজে সেটআপ ও মেইনটেইন করা সম্ভব। এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন : http://www.cacti.net

RANCID :



এটি একটি কনফিগারেশন ম্যানেজমেন্ট সলিউশন যা দিয়ে রাউটার, সুইচ ও অন্যান্য নেটওয়ার্ক ডিভাইসকে ম্যানেজ করা যায়। RANCID কনফিগারেশনগুলো সিভিএস বা সাবভার্সন ও কনফিগারেশনের সব ধরনের পরিবর্তনগুলো কপি করে রাখে। যখনই এর কনফিগারেশনের ভেতর কোনো ধরনের পরিবর্তন খুঁজে পাবে তা ব্যবহারকারীর ই-মেইল অ্যাড্রেসে ই-মেইল করে জানিয়ে দেবে। এই টুল সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন : http://www.shrubbery.net/rancid

dM :



FOG একটি লিনআক্সভিত্তিক কমপিউটার ক্লোনিং টুল, যা অনেকটা নরটন ঘোস্টের মতো কাজ করে। এই টুলটি PXE ও TFTP-কে ব্যবহার করে, তাই এর জন্য আলাদা বুট সিডি বা ডিভিডির প্রয়োজন নেই। ফগ টুল ব্যবহার করে লোকাল ড্রাইভের পার্টিনশনকে ডায়নামিক্যালি রিসাইজ করা যাবে। এই টুলের সাহায্যে ইমেজ পিসিকে রিনেম করার সুবিধা পাওয়া যাবে এবং একে ব্যবহার করে প্রিন্টার ইনস্টল করা সম্ভব ও প্রয়োজনে কমপিউটারকে রিস্টার্ট করা সম্ভব। এ সম্পর্কে আরো জানার জন্য ভিজিট করুন : www.fogproject.org

ওয়েবমিন :



Webmin একটি ওয়েবভিত্তিক গ্রাফিকাল ইউজার ইন্টারফেস, যা উইনিক্স কমপিউটারের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কাজে ব্যবহার হয়। ওয়েবমিন একটি ওয়েব ইন্টারফেসের মাধ্যমে ইউজারকে ম্যানেজ, ডিস্ক ও মাউস ম্যানেজ, রিভিউ লগ ফাইল, টিসিপি/আইপি সেটিংস, ফায়ারওয়াল রুল, ওয়েব সার্ভার, ডিএনএস, ডিএইচসিপি, মেইল সার্ভারসহ নানা ধরনের সার্ভিস দিয়ে থাকে। একজন সিস্টেম অ্যাডমিনের অনেক ধরনের কাজ এই টুলের সাহায্যে মেইনটেইন করা সম্ভব। এই টুল সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন : www.webmin.com

ZABBIX :



ZABBIX একটি এন্টারপ্রাইজ ক্লাসের ওপেনসোর্স ডিস্ট্রিবিউটেড মনিটরিং সলিউশন, যা দিয়ে নেটওয়ার্ক মনিটর ও বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সার্ভার, ডিভাইস, আইটি রিসোর্সের পারফরমেন্স টাস্ক ট্র্যাক করা সম্ভব। SNMP, TCCP, ICMP, IPMI-এর মাধ্যমে ZABBIX-এর সাপোর্ট দেয়া সম্ভব। এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন : http://www.zabbix.com

OTRS ITSM :



এটি একটি সম্পূর্ণ ওপেনসোর্স আইটি সার্ভিস ম্যানেজমেনেট সলিউশন, যা ওয়েবভিত্তিক কাজ করে। এই ওয়েবভিত্তিক টুল এসএলএ ম্যানেজমেন্টকে কভার করে থাকে এবং সাথে স্বয়ংক্রিয় ওয়ার্কফ্লো, সেলফ সার্ভিস পোর্টাল, পার্সোনাল ওয়াচ লিস্ট, রিয়েলটাইম ড্যাসবোর্ডের সুবিধাও দেয়। আইটি সার্ভিসের বিভিন্ন ধরনের সুবিধা এই টুলের সাহায্যে পাওয়া সম্ভব। আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন : http://www.otrs.com/en

এই ধরনের আরো সেরা টুল ইন্টারনেটে রয়েছে। একেক সাইটের রিভিও ও রেটিং একেক রকম হতে পারে, তাই আপনি ব্যবহারের আগে একটু যাচাই করে নিয়ে ব্যবহার শুরু করুন।

কজ ওয়েব

ফিডব্যাক : rony446@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
পাঠকের মন্তব্য
২৫ মার্চ ২০১১, ১১:০৩ PM
চলতি সংখ্যার হাইলাইটস