লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৪ - সেপ্টেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগৎ ও বাংলাদেশ কমপিউটার সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশের আইসিটি সেক্টরের উন্নয়নের জন্য বাংলাদেশ কমপিউটার সোসাইটি (বিসিএস) ও মাসিক কমপিউটার জগৎ একত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠান দুটি গত ২২ আগস্ট ২০১৪ বাংলাদেশ কমপিউটার সোসাইটি কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ কমপিউটার সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং মাসিক কমপিউটার জগৎ-এর সিইও মো: আবদুল ওয়াহেদ তমাল। বাংলাদেশের আইসিটি সেক্টরের অগ্রগতিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠান দুটি কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ হাতে নেয়ার কথা ঘোষণা করেছে।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার স্বপ্ন রয়েছে সরকারের এবং তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের সব প্রতিষ্ঠানকেই সেই লক্ষ্য নিয়ে কাজ করে যেতে হবে। মূলত সেই স্বপ্ন নিয়েই এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং এর মাধ্যমে কমপিউটার জগৎ ও বাংলাদেশ কমপিউটার সোসাইটি বাংলাদেশের আইসিটি সেক্টরে এমন কিছু কার্যক্রম হাতে নিতে যাচ্ছে, যেগুলো এর আগে খুব একটা হয়নি। দুটি প্রতিষ্ঠান গবেষণা, ই-কমার্সের প্রচারণা, ই-এডুকেশনের বিস্তার ঘটানো, জাতীয় পর্যায়ে ব্লগ প্রতিযোগিতা ও আইসিটি পুরস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিতে যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই কর্মসূচিগুলোর ফল সবাই দেখতে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই দুটি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিরা।
বাংলাদেশের আইসিটি সেক্টরের সম্ভাবনা অনেক, কিন্তু সেই তুলনায় এখনও সেই মাপের কাজ হয়নি এবং আইসিটি সেক্টর বলতে শুধু কমপিউটার প্রোগ্রামিং বা আউটসোর্সিংকেই বুঝায় না, বরং অন্যান্য খাতে আইসিটির আরও বিকাশ ঘটানো প্রয়োজন। শিক্ষার মতো বিষয়ে আইসিটি এখনও অবহেলিত।
এছাড়া ব্যবসায়-বাণিজ্যে আইসিটির ব্যবহার বা ই-কমার্স নিয়েও আমরা খুব বেশি উদ্যোগ দেখতে পাই না। মূলত এসব চিমত্মা-ভাবনা থেকেই এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ কমপিউটার সোসাইটির (বিসিএস) প্রেসিডেন্ট প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ কমপিউটার সোসাইটি কমপিউটার পেশাজীবীদের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। আমাদের আইসিটি সেক্টরে কাজ করার অনেক সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। কমপিউটার জগৎ ই-কমার্সসহ বিভিন্ন বিষয়ে অনেক উদ্যোগ নিয়েছে এবং মূলত সে কারণেই আমরা কমপিউটার জগৎ-এর সাথে মিলে এ সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আশা করি এ সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশ কমপিউটার সোসাইটি ও কমপিউটার জগৎ-এর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। শুধু তাই নয়, এর সুফল দেশবাসী অচিরেই দেখতে পাবে।’
এ উপলক্ষে মাসিক কমপিউটার জগৎ-এর কারিগরি সম্পাদক মো: আবদুল ওয়াহেদ তমাল বলেন, ‘কমপিউটার জগৎ বাংলাদেশের অনেক কিছুতেই নেতৃত্ব দিয়েছে এবং অগ্রগামী ভূমিকা পালন করেছে। আমরা আইসিটি সেক্টরের অনেক কিছুতেই প্রথম। যেমন- প্রোগ্রামিং কন্টেস্ট, ই-কমার্স মেলা ইত্যাদি এবং আমরা আশা করছি, বাংলাদেশ কমপিউটার সোসাইটির সাথে মিলে আমরা বাংলাদেশের আইসিটি সেক্টরের জন্য নতুন নতুন কর্মসূচি উপহার দিতে সক্ষম হব। এ ব্যাপারে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, গবেষণার ব্যাপারে আমরা অনেক আগ্রহী এবং আইসিটি গবেষণার ক্ষেত্রে এ সমঝোতা স্মারকের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমপিউটার সোসাইটির সেক্রেটারি জেনারেল কাজী জাহিদুর রহমান ও যুগ্ম সম্পাদক (অ্যাডমিন) খান মোহাম্মদ কায়সার। কমজগৎ টেকনোলজিসের টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কন্সালট্যান্ট রেদওয়ান জাকারিয়া ও আইসিটি বিজনেস অ্যানালিস্ট মো: আতিকুর রহমান
ফফেব্রুয়ারিতে ডিজিটাল ওয়ার্ল্ড
তথ্যপ্রযুক্তি নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪-এর রেশ থাকতেই ডিজিটাল ওয়ার্ল্ডের চতুর্থ আয়োজনের প্রস্ত্ততি শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫। তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি। তথ্যপ্রযুক্তি সেক্টরে প্রথমবারের মতো সরকারি-বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয়েছিল ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪। যেখানে বিভিন্ন প্রযুক্তির প্রদর্শনী, তথ্যপ্রযুক্তিবিষয়ক জ্ঞানীগুণীদের সেমিনার ও আলোচনা সভাসহ নানা আয়োজন ছিল, যা তরুণ থেকে প্রবীণ সব প্রযুক্তিপ্রেমীর মধ্যে বেশ সাড়া ফেলেছে। তাই এবারও সেই সফলতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ (আইসিটি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দ্বিতীয়বারের মতো যৌথভাবে আয়োজন করছে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫। ইতোমধ্যে আইসিটি বিভাগ ও বেসিস একাধিক সভাও করেছে এর পরিকল্পনা ও প্রস্ত্ততি নিয়ে। সম্প্রতি এক সভায় চতুর্থ ডিজিটাল ওয়ার্ল্ডের সময় নির্ধারণ করা হয়
বিাজারে বিজয়ের ছড়া ও গল্পের ডিভিডি
শিশুদের বিনোদনের মাধ্যমে শিক্ষা দেয়ার জন্য দুটি ডিভিডি প্রকাশ করেছে বিজয় ডিজিটাল। রাজধানীর কয়েকটি স্থানে এ দুটি ডিভিডি পাওয়া যাচ্ছে। বিজয় ছড়া ও গল্প ১ এবং বিজয় ছড়া ও গল্প ২ নামে প্রতিটি ডিভিডিতে রয়েছে ২১টি করে ৪২টি ভিডিও সংবলিত ছড়া ও গল্প। মূলত বাংলা গল্পগুলোকে সঙ্কলিত করে ডিভিডি ফরম্যাটে প্রস্ত্তত করা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জববারের মালিকানাধীন বিজয় ডিজিটাল জানায়, শিশুদের শিক্ষামূলক বিনোদন দেয়ার লক্ষ্যে নতুন এ ডিভিডিগুলো আনা হয়েছে। এতে থাকবে জনপ্রিয় বিজয় শিশুশিক্ষা ১ ও ২ এবং বিজয় প্রাথমিক শিক্ষার বাছাই করা বাংলা ও ইংরেজি ছড়া। কমপিউটারের পাশাপাশি ডিভিডিগুলো টেলিভিশনে ডিভিডি প্লেয়ার দিয়েও চালানো যাবে। প্রতিটি ডিভিডির দাম ২০০ টাকা
কিণিকা মিনোলটা থেকে বিশেষ সম্মাননা পেল কমপিউটার সোর্স
বাংলাদেশে ডিজিটাল প্রিন্টিং সলিউশন সেবা সম্প্রসারণে অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছে কমপিউটার সোর্স। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম মাহফুজুল আরিফের হাতে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক তুলে দেন জাপনি প্রযুক্তি কোম্পানি কণিকা মিনোলটার ব্যবস্থাপনা পরিচালক রিও মারুহাসি। কণিকা মিনোলটার এশিয়া শোরুমে অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার জোনাথান ইয়ো ও কান্ট্রি সেলস ম্যানেজার ফ্রান্সিস চুয়া
এিএসপি ডটনেট ইউজিন সি কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সফটওয়্যার ডেভেলপমেন্টে এএসপি ডটনেট ইউজিন সি ও এসকিউএল সার্ভার কোর্সে ভর্তি চলছে। কোর্সটিতে অ্যাজাক্স, জেকুয়ারি, এনটিটি ফার্মওয়ার্ক, ক্রিস্টাল রিপোর্ট ও এসকিউএল সার্ভার প্রজেক্টসহ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সফটওয়্যার তৈরির জন্য সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ দেয়া এবং বাস্তবমুখী প্রজেক্ট করা হবে। সেপ্টেম্বর মাসে ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
কিমপিউটার সোর্সের মাধ্যমে বাংলাদেশে পরিবেশবান্ধব মাদারবোর্ড আনবে এমএসআই
বাস্তবতার সাথে সঙ্গতি রেখে প্রতিনিয়ত বিশ্ববাজারে রিলিজ হচ্ছে নতুন নতুন কমপিউটার গেম। ভিজ্যুয়াল, সাউন্ড ও মোশন- এই তিনের সমন্বয়ে তৈরি হচ্ছে দুর্দান্ত এই রিয়েলিস্টক গেমগুলো। ইন্টারনেট সংযোগে রিলিজ হওয়ার সাথে সাথে এসব গেমে পরিচিত হচ্ছে বাংলাদেশের তরুণেরা। রাজধানী ঢাকাকেন্দ্রিক না থেকে প্রযুক্তির ছোঁয়ায় এই গেমিং কমিউনিটি এখন বিসত্মৃত হয়েছে বিভাগীয় শহর এবং জেলা পর্যায়েও। কমপিউটার সোর্সের মাধ্যমে খুব শিগগিরই বাংলাদেশের জলবায়ু ও পরিবেশের সাথে মানানসই ইকো সিরিজের মাদারবোর্ড বাজারে আনতে যাচ্ছে। সম্প্রতি খুলনা ও কুষ্টিয়ায় অনুষ্ঠিত ‘ডিলার মিট’ ব্যবসায় সম্মেলনে এই তথ্য জানিয়েছে এমএসআইয়ের সেকশন ম্যানেজার মাইকেল লিয়াং। দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য ও বিপণন প্রতিষ্ঠান কমপিউটার সোর্স আয়োজিত এই সম্মেলনে এমএসআই বাংলাদেশের অ্যাকাউন্ট ম্যানেজার ভিক্টর ইয়েহ, কমপিউটার সোর্সের খুলনা ব্র্যাঞ্চ ইনচার্জ এসএম নূরুল ইসলাম, কুষ্টিয়ার ব্র্যাঞ্চ ইনচার্জ তৌহিদুর রহমান, পণ্য ব্যবস্থাপক মিজানুর রহমার পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন
ওিয়ান বাংলাদেশ বাস্তবায়নে একসাথে বেসিস ও অ্যাকসেন্সার
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস তথা বেসিসের ওয়ান বাংলাদেশ ভিশন বাস্তবায়নে যৌথভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিষয়ক কনসাল্টিং ও আউটসোর্সিং ফার্ম অ্যাকসেন্সার। গত ১১ আগস্ট বেসিস কার্যনির্বাহী পরিষদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান অ্যাকসেন্সার প্রতিনিধিরা। বেসিস সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকসেন্সারের ব্যবস্থাপনা পরিচালক ও স্ট্র্যাটেজি লিড অভিনিশ সাভারওয়াল, ইডব্লিউএফ ডিনেশ আগারওয়াল ও মুরালিধরন চন্দ্রশেখর। এ ছাড়া সৌজন্য সাক্ষাতে বেসিসের পক্ষে ছিলেন বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, ভাইস প্রেসিডেন্ট এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, নির্বাহী পরিচালক সামি আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে অ্যাকসেন্সারের পক্ষে হয়, গত বছর জিপিআইটির বেশিরভাগ শেয়ার কিনে নেয়ার পর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে অ্যাকসেন্সার। বাজার গবেষণা শেষে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে আউটসোর্সিং ভিত্তিতে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। তারা বেসিসের ওয়ান বাংলাদেশ ভিশন বাস্তবায়নে বিভিন্ন ক্ষেত্রে বেসিসের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে
ওিরাকল ১০জিডিবিএ ও ডেভেলপার কোর্সে ভর্তি চলছে
বিশ্বে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ডাটাবেজ সফটওয়্যার ওরাকল। সফটওয়্যারটির প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশের একমাত্র ওরাকল বিশ্ববিদ্যালয়ের (আমেরিকা) অনুমোদিত প্রতিষ্ঠান আইবিসিএস-প্রাইমেক্স। সেপ্টেম্বর মাসে ওরাকল ১০জিডিবিএ ও ডেভেলপার ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। কোর্সটির প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ, ওসিপি সার্টিফায়েডধারী এবং ওরাকল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষক। কোর্স সমাপ্তির পর ছাত্রছাত্রীরা বিভিন্ন ব্যাংক, বীমা ও বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ পাবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
এশিয়ায় বিটকয়েনের প্রথম সহযোগী বাংলাদেশ
এশিয়ার প্রথম দেশ হিসেবে বিটকয়েন ফাউন্ডেশনের সহযোগী হলো বাংলাদেশ। অনলাইন পেমেন্টে ক্রমশ জনপ্রিয় হতে থাকা ভার্চুয়াল কারেন্সি বিটকয়েন গত ১৫ আগস্ট বাংলাদেশকে এশিয়ার প্রথম সহযোগী হিসেবে ঘোষণা দেয়। সেই সাথে এর কার্যক্রম পরিচালনায় চার সদস্যের বোর্ড ঘোষণা করে। বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এসএম মনির-উজ-জামান সজীব। এ ছাড়া বোর্ড মেম্বার মনোনীত হয়েছেন মিজানুর রহমান, সাদিয়া সুলতানা মৌ ও জামিল আক্তার। উপদেষ্টা থাকছেন রজার ভার। বিটকয়েন ফাউন্ডেশনের শাখা পরিচালক মার্ক উড ফাউন্ডেশনেরে ওয়েবসাইটে জানান, বিশ্বজুড়ে যোগাযোগ সম্প্রসারণ কার্যক্রমে এশিয়া অঞ্চলে প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশকে ফাউন্ডেশন সহযোগী হিসেবে অনুমোদন দেয়। উল্লেখ্য, ২০০৯ সালের জানুয়ারি মাসে বিশ্ব মুদ্রাবাজারে বিটকয়েনের আবির্ভাব ঘটে ডিজিটাল মুদ্রা হিসেবে। লেনদেন পুরোটাই ইলেকট্রনিক পদ্ধতিতে বা অনলাইনে। যদিও এটা কোনো দেশের বৈধ বা আনুষ্ঠানিক মুদ্রা নয়, তারপরও দিন দিন বেড়ে চলেছে এর জনপ্রিয়তা
বিাংলাদেশে আইফোন সেবা দিচ্ছে কমপিউটার সোর্স
ম্যাকবুক ও আইপডের পর এবার বাংলাদেশের জন্য আইফোনের সার্ভিস প্রোভাইডার মনোনীত হয়েছে দেশের শীর্ষ তথ্য-যোগাযোগ প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কমপিউটার সোর্স। বাংলাদেশ থেকে অ্যাপল অনুমোদিত যেকোনো বিক্রয় সেন্টার থেকে কেনা হালনাগাদ সংস্করণের আইফোনের জন্য বিক্রয়পরবর্তী এই সেবা দিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। কমপিউটার সোর্সের দেশজুড়ে বিসত্মৃত ৪৩ শাখা থেকেও এই সেবা পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে কমপিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ জানান, গত বছরের ৬ মে কমপিউটার সোর্স অ্যাপল সার্ভিস প্রোভাইডার (এএসপি) মনোনীত হয়। তবে এতদিন আমরা শুধু ম্যাকবুক ও আইপডের ক্ষেত্রে এ সেবা দিতাম। চলতি মাস থেকে আমরা আইফোনের সেবা দেয়ার জন্য মনোনীত হয়েছি। অ্যাপল অনুমোদিত চ্যানেলে বাংলাদেশ বিক্রি হয় এমন আইফোনের ক্ষেত্রে আমরা এই সেবা দিতে যাচ্ছি। এজন্য রাজধানীর লালমাটিয়ায় (বাড়ি-৮/১৪, ব্লক-সি, মিনার মসজিদ সংলগ্ন) স্থাপিত কমপিউটার সোর্সের প্রধান সার্ভিস সেন্টারে ১০০ বর্গমিটারের প্রশস্ত একটি অ্যাপল কেয়ার জোন স্থাপন করা হয়েছে। তিনি আরও জানান, এখান থেকেই অ্যাপল সার্টিফায়েড প্রকৌশলীদের মাধ্যমে আইফোন কিংবা আইওএস সংক্রান্ত যাবতীয় সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনভিত্তিক হার্ডওয়্যার সংক্রান্ত সেবা পাওয়া যাবে। মেয়াদোত্তীর্ণ ডিভাইসও এখান থেকে সারিয়ে নেয়া যাবে
৯৯২ শতাংশ জি-মেইল অ্যাপ ঝুঁকিপূর্ণ
যেকোনো জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক করা খুব সহজ। এটা কোনো হ্যাকারের কথা নয়। এ দাবি যুক্তরাষ্ট্রের গবেষকদের। স্মার্টফোনে জি-মেইল অ্যাপের দুর্বলতার কারণে ৯২ শতাংশ ক্ষেত্রে সফলতার সাথে যেকারোরই জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক করতে পেরেছেন বলে দাবি তাদের। স্মার্টফোনের মেমরি ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব বলে দেখিয়েছেন তারা। গবেষকেরা জানিয়েছেন, একটি ডাউনলোড করা অ্যাপের আড়ালে ম্যালওয়্যার সফটওয়ারের মাধ্যমে জি-মেইলসহ আরও অনেক অ্যাপস (অ্যাপ্লিকেশন) যেমন- এইচ অ্যান্ড আর ব্লক, নিউইগ, ওয়েবএমডি, চেজ ব্যাংক, হোটেলস ডটকম এবং অ্যামাজনের অ্যকাউন্টে প্রবেশ করা সম্ভব। এগুলোর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে জি-মেইল অ্যাপস হ্যাক করা। যুক্তরাষ্ট্রের সানদিয়াগোতে মিশিগান ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক সাইবার নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এ কথা জানান তারা
পিএইচপি ও মাইএসকিউএল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লি:-এ ওয়েব ডেভেলপমেন্টে কাজের ব্যাপক চাহিদার ভিত্তিতে প্রফেশনাল পিএইচপি কোর্সে এপ্রিল সেশনে ভর্তি চলছে। কোর্সের সময়সীমা ৯০ ঘণ্টা, যার মধ্যে দুটি রিয়েল লাইফ প্রজেক্ট অন্তর্ভুক্ত। পিএইচপির নিজস্ব সিলেবাসের পাশাপাশি রয়েছে অ্যাজাক্স, জেকুয়েরি, জুমলা ও অ্যাডভান্স অবজেক্ট অরিয়েন্টেড টেকনিক। যোগাযোগ : ০১৭১৩৩-৯৭৫৬৭-৮
ডডেল লাইফস্টাইল ল্যাপটপ
সব ধরনের কমপিউটিং কাজ ও বিনোদনে সবার ব্যবহারোপযোগী একটি ল্যাপটপ দেশের বাজারে এনেছে কমপিউটার সোর্স। চতুর্থ প্রজন্মের কোরআই৫ প্রসেসরনির্ভর ডেল ব্র্যান্ডের এই লাইফস্টাইল ল্যাপটপটির মডেল নম্বর ডেল ইন্সপায়রন এন৩৪৪২। ১ টেরাবাইট তথ্য ধারণক্ষমতার এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর৩ র্যা ম। এর ক্লকস্পিড ডাটা প্রসেসিং গতি ১.৭ গিগাহার্টজ। ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার এই ল্যাপটপে ব্যবহার করা হয়ে ইন্টেল ৪৪০০ এইচডি গ্রাফিক্স। প্রাণবন্ত ভিডিও কলিংয়ের জন্য আছে নেটিভ এইচডি ১ মেগাপিক্সেল ওয়েবক্যাম ও ডিজিটাল মাইক্রোফোন। ক্যারিকেস ও এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৪৬ হাজার টাকা
সিার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ) কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্স ইসি কাউন্সিলের অথরাইজড ট্রেনিং পার্টনার হিসেবে সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ) সার্টিফিকেশন কোর্সে শুক্রবারের ব্যাচে ভর্তি চলছে। ৪০ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ ও সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ব্রিাদার ব্র্যান্ডের পণ্যসামগ্রী নিয়ে কারিগরি কর্মশালা অনুষ্ঠিত
গত ১৯ ও ২০ আগস্ট গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের ঢাকার কল্যাণপুরের সার্ভিস সেন্টারে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় ব্রাদার ব্র্যান্ডের পণ্যসামগ্রীর ওপর একটি কারিগরি কর্মশালা। এতে গ্লোবাল ব্র্যান্ডের দেশব্যাপী সব শাখা অফিসের সার্ভিস ইঞ্জিনিয়ার অংশ নেন। কর্মশালায় ব্রাদার ব্র্যান্ডের বিভিন্ন মডেলের প্রিন্টার ও ফ্যাক্স মেশিন পণ্যের নতুন প্রযুক্তি, কারিগরি দিক, কার্যকারিতা, ইনস্টলেশন এবং ট্রাবলশুটিং সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয়া হয় এবং পাশাপাশি হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয়। কারিগরি প্রশিক্ষণ পরিচালনা করেন ব্রাদার প্রিন্টারের ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও জাহেদুল আলম চৌধুরী। ওয়ারেন্টি পলিসি ও ওয়ারেন্টি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন গ্লোবাল ব্র্যান্ডের গ্রাহক পরিসেবা কেন্দ্রের ব্যবস্থাপক আক্তার উন-নবী শাহীন। প্রশিক্ষণ শেষে ব্রাদার ইন্টারন্যাশনালের (গালফ) মহাব্যবস্থাপক অমিত আলী, সহকারী ব্যবস্থাপক ভাভিক মাতানী ও বাংলাদেশে ব্রাদারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার উপস্থিত থেকে অংশ নেয়া সবাইকে সার্টিফিকেট দেন। অতি দ্রুত ও দক্ষতার সাথে গ্রাহকসেবা দিতে এবং গ্রাহকসেবার মানোন্নয়নই ছিল এ কর্মশালার উদ্দেশ্য
ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের আয় ৫০ লাখ টাকা
শুধু সেবা নয়, দেশের প্রামিত্মক ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগুলো (ইউআইএসসি) থেকে বেশ ভালো অঙ্কের আয়ও হচ্ছে। চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে ২০০ কেন্দ্রের মধ্যে ১১৩টিতে আয় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশে কমপিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘গ্রামীণ সম্প্রদায়ের ক্ষমতায়ন ও প্রত্যন্ত অঞ্চলে সেবা এবং ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র’ প্রকল্প আয়োজিত ‘ইউআইএসসির সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য জানায় সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন তথা এটুআই। ইউআইএসসির উদ্যোক্তা পরিচালকদের প্রণোদনা দেয়া বিষয়ে এটুআই প্রকল্পের ডোমেইন স্পেশালিস্ট উম্মে সালমা তানজিয়া জানান, প্রকল্পটি সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ ও নেপালে একযোগে বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের ৩১টি জেলার ১০১টি উপজেলার ২০০ দুর্গম ইউনিয়নে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র স্থাপন করে গ্রামীণ জনগণকে সেবা দেয়া হচ্ছে
সেপ্টেম্বরে আইটি উৎসব
সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ভিত্তিক তথ্যপ্রযুক্তি উৎসবের তৃতীয় আসর ক্যাম্পাস আইটি ফেস্ট ২০১৪। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি উৎসবটির লোগো উন্মোচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি (ডিইউআইটিএস) এবং আইসিটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে এ অনুষ্ঠানটি শুরু হবে। উৎসবের মূল পর্বগুলো অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি)। অনুষ্ঠানসূচিতে থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শনী, অ্যাপস ডেভেলপমেন্ট, গেমিং ও ক্যুইজ প্রতিযোগিতা, ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক কর্মশালা, আউটসোর্সিং ও উদ্যোক্তা সম্মেলন, তথ্যপ্রযুক্তিনির্ভর বিতর্ক ও বিজনেস আইডিয়া প্রতিযোগিতাসহ নানা অয়োজন। উৎসবটিতে দেশের শীর্ষস্থানীয় ৬০ বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের ১৫শ’ শিক্ষার্থী এবং দেশের প্রযুক্তিবিদেরা অংশ নেবেন
ফেসবুকে স্মার্ট সেলফি কনটেস্ট
টারগাস বাংলাদেশ ফেসবুক ফ্যানপেজে শুরু হয়েছে স্মার্ট সেলফি কনটেস্ট। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত এই সেলফি প্রতিযোগিতায় যেকোনো ফেসবুক ইউজার তার স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরা দিয়ে নিজের সেলফি তুলে টারগাস বাংলাদেশ পেজে মেসেজের মাধ্যমে পাঠাবেন। প্রত্যেক প্রতিযোগীর ছবিই পেজে বিশেষ ফ্রেমের মাধ্যমে আপলোড করা হবে এবং তাকে ছবির লিঙ্ক ফিরতি মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। ছবিতে সবচেয়ে বেশি লাইকের ভিত্তিতে ১০ জন প্রতিযোগীকে বিশ্বখ্যাত টারগাস ব্র্যান্ডের ব্যাকপ্যাক উপহার দেয়া হবে। যোগাযোগ : www.facebook.com/targusbangladesh
ফেসবুকে জানা যাচ্ছে সরকারি কার্যক্রম
সরকারি কার্যক্রমের অনেকটাই ফেসবুকে নিয়ে যেতে চাইছে সরকার। এ জন্য সরকারি কর্মকর্তাদেরকে শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমটির একটি গ্রুপের মাধ্যমে একই প্লাটফর্মে নিয়ে আসার কাজ চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি চিঠি দেয়া হয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগকে। এতে কর্মকর্তাদের ফেসবুক গ্রুপটির সাথে যুক্ত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। এটুআইয়ের দাবি, সরকারি পর্যায়ে কর্মকর্তাদেরকে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের প্লাটফর্মে নিয়ে আসার এ কার্যক্রম বিশ্বে প্রথম। ফেসবুক গ্রুপটির ঠিকানা facebook.com/groups/ publicserviceinnovationblog
এটুআই জানিয়েছে, এ প্রক্রিয়ার মাধ্যমে তারা লক্ষাধিক সরকারি কর্মকর্তাকে একটি প্লাটফর্মে আনতে চায়। যেখানে মূলত উন্নয়ন, উদ্ভাবন, নীতিমালা ও সরকারি সেবা সংক্রান্ত আলোচনা হবে
মাল্টিলিংক আমদানি ও বাজারজাত করছে বিশ্বমানের MTECH টোনার
বিশ্বব্যাপী কম্প্যাটিবল টোনারের চাহিদা দিন দিন বাড়ছে। আমেরিকা, কানাডা তথা বিশ্বের উন্নত দেশগুলোতেও এই টোনারের চাহিদা দিন দিন ব্যাপক আকার ধারণ করছে। বাংলাদেশেও এই টোনারের চাহিদা বর্তমানে ব্যাপক। কারণ এক-তৃতীয়াংশ খরচে একটি টোনার ব্যবহারে কাস্টমার বিপুল পরিমাণে তার কোম্পানির খরচ কমিয়ে আনতে পারবেন। মাল্টিলিংক বর্তমানে এমটেক (MTECH) ব্র্যান্ড নামে চীন থেকে কম্প্যাটিবল টোনার আমদানি করে বাজারজাত করছে এবং ইতোমধ্যে অনেক কর্পোরেট ডিলার এর সুবিধা ভোগ করছে। মাল্টিলিংক সম্প্রতি প্রায় ৫০ জন ডিলারদেরকে নিয়ে একটি পার্টির আয়োজন করে। এতে কোম্পানির জেনারেল ম্যানেজার এস কে বিশ্বাস এমটেক টোনারের গুণগত মান ও অন্যান্য দিক তুলে ধরেন
চলছে গিগাবাইট ক্যুইজ ও গেমিং কনটেস্ট রেজিস্ট্রেশন
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কমপিউটার জগৎ-এর আয়োজনে শুরু হতে যাচ্ছে ঢাকায় তিন দিনব্যাপী ই-বাণিজ্য মেলা। মেলায় আকর্ষণীয় ইভেন্ট হিসেবে থাকবে গিগাবাইট গেমিং প্রতিযোগিতা। যেকেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। গেমে অংশ নেয়ার জন্য কমপিউটার জগৎ-এর নিজস্ব পোর্টাল comjagat.com-এ রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন ফি গেমারপ্রতি ৩৫০ টাকা। বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে যেকেউ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া গ্রুপ গেম খেলারও সুবিধা রয়েছে। রেজিস্ট্রেশন শেষে একটি করে আইডি প্রত্যেক গেমারের ই-মেইল ঠিকানায় পাঠানো হবে।
এছাড়া কমজগৎ পোর্টালে চলছে সবার জন্য গিগাবাইট গেমিং ক্যুইজ প্রতিযোগিতা। প্রতি সপ্তাহে একটি করে নতুন ক্যুইজ থাকবে। প্রতি সপ্তাহে পাঁচজন করে বিজয়ী লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। বিজয়ীদেরকে যথাক্রমে ১,০০০, ৫০০, ৩০০, ২০০ ও ১০০ টাকা মোবাইলে রিচার্জ করে দেয়া হবে।
গিগাবাইট গেমিং ও ক্যুইজ প্রতিযোগিতা আয়োজন করছে অর্পণ কমিউকেশন লি: ও অ্যাম্বেলা ম্যানেজমেন্ট এবং হোস্ট করছে কমপিউটার জগৎ
এডেটা ফেসবুক ক্যাম্পেইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গত ২৬ আগস্ট গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এডেটা ফেসবুক ক্যাম্পেইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফেসবুকভিত্তিক এই প্রতিযোগিতা ২০১৪ ফিফা বিশ্বকাপ চলাকালীন সময়ে অনুষ্ঠিত হয়। এতে প্রথম ম্যাচের বিজয়ী দল অনুমান করে নির্বাচিত করতে বলা হয়। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে দুইজনকে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার হিসেবে এডেটার ১ টেরাবাইট এক্সটারনাল হার্ডডিস্ক ও দ্বিতীয় পুরস্কার হিসেবে এডেটার ১৬ জিবি ইউএসবি পেনড্রাইভ দেয়া হয়। এডেটা বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক নাজিম উদ্দিন ইমন, গ্লোবাল ব্র্যান্ডের জনসংযোগ ও বিজ্ঞাপন ব্যবস্থাপক মাহবুবুল আলম, ব্র্যান্ড উন্নয়ন ব্যবস্থাপক সেলিম আহমেদ বাদলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এডেটা বাংলাদেশের ফেসবুক ফ্যানপেজটি হলো : facebook.com/ADATA.Bangladesh
আইটিআইএল ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সামে শতভাগ সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে গত ২০-২৩ মার্চ সার্টিফায়েড আইটিআইএল এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষক মহেশ পান্ডের অধীনে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সাম অনুষ্ঠিত হয়েছে। ২৪ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে দুটি ব্যাচ সফলভাবে শেষ করে অনলাইন পরীক্ষায় অংশ নেয় এবং প্রত্যেকে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন সার্টিফিকেট অর্জন করে। আগামী অক্টোবর মাসে আইটিআইএল ৯ম ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
কমপিউটার সোর্সে স্যামসাং এইচডি টিভি
মধ্যবিত্ত পরিবারের জন্য ফুল এইচডি ছবি উপভোগ করার সুযোগ করে দিতে নতুন একটি টিভি নিয়ে এসেছে কমপিউটার সোর্স। স্যামসাং ব্র্যান্ডের ৩২ ইঞ্চি প্রশস্ত পর্দার এই টিভিতে ইউএসবি মেমরি কার্ডের সাথে সংযুক্ত করেও পছন্দের মুভি দেখা যায়। এর ক্লিয়ার মোশন রেট ৫০ হার্টজ। ফলে চলমান দৃশ্যপট উপভোগ করা যায়। টিভিটির ছবির ঘনত্ব ১৩৬৬ বাই ১৬৮। এতে আছে ডলবি ডিজিটাল প্লাস প্রযুক্তি, যা নিশ্চিত করে জোরালো শব্দ। হাই গ্লোসি বস্ন্যাক কালারের স্যামসাং ৩২ইএইচ৪০০৩ মডেলের এইচডি টিভির দাম ৩৯ হাজার ৯০০ টাকা
আসুসের ফোনপ্যাড সিরিজের বাজেটসাশ্রয়ী নতুন ট্যাবলেট পিসি
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের ফোনপ্যাড সিরিজের এফই১৭০সিজি মডেলের নতুন ট্যাবলেট পিসি। ট্যাবলেট পিসিটিতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা, যার মাধ্যমে ফোনকলসহ থ্রিজি ডাটা বা ইন্টারনেট ব্যবহার করা যায়। বাজেটসাশ্রয়ী ৭ ইঞ্চির মাল্টিটাচ আইপিএস প্যানেলের এই ট্যাবলেট পিসিটি অ্যান্ড্রয়িড ৪.৩ জেলিবিন অপারেটিং সিস্টেম ও ১.২ গিগাহার্টজ গতির ইন্টেল ডুয়াল কোর প্রসেসরে চালিত। ট্যাবলেট পিসিটিতে আরও রয়েছে ১ জিবি র্যাসম, ৮ জিবি ডাটা স্টোরেজ, ডুয়াল ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, সনিকমাস্টার অডিও ফিচার প্রভৃতি। এতে সর্বোচ্চ ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। দাম ১৪ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪২২, ৯১৮৩২৯১
আসুসের আরওজি গেমিং সিরিজের মাদারবোর্ড বাজারে
বিশ্বখ্যাত আসুসের ম্যাক্সিমাস-৭ হিরো মডেলের নতুন মাদারবোর্ড বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। আরওজি (ROG) সিরিজের এই মাদারবোর্ডটি মূলত হাই-এন্ড গেমপ্রেমী এবং উচ্চমাত্রার গ্রাফিক্স ও ইফেক্টনির্ভর অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর জন্য আদর্শ। ইন্টেল জেড৯৭ চিপসেটের এই মাদারবোর্ডটিতে ইন্টেল এলজিএ১১৫০ সকেটের আসন্ন পঞ্চম ও চতুর্থ প্রজন্মের কোরআই৭, কোরআই৫ বা কোরআই৩ প্রভৃতি প্রসেসর ব্যবহার করা যায়। এতে এম-২ স্লট থাকায় ডাটা ট্রান্সফার রেট প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১০ গিগাবাইট পাওয়া যায়। নেটওয়ার্কিং গেম খেলার স্বাচ্ছন্দ্যে এতে রয়েছে ইন্টেল ইথারনেট, ল্যানগার্ড ও গেমফার্স্ট-৩ ফিচার। সুপ্রিমএফএক্স২০১৪ ও সনিকমাস্টার অডিও ফিচার বিল্ট-ইন থাকায় এতে পিসি গেমাররা ৮ চ্যানেলের এইচডি অডিও উপভোগ করতে পারেন। গ্রাফিক্সের অতুলনীয় পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে বিল্ট-ইন গ্রাফিক্স প্রসেসর, এনভিডিয়া কোয়াড-জিপিইউ এসএলআই ও এএমডি কোয়াড-জিপিইউ ক্রসফায়ারএক্স প্রযুক্তি সমর্থন এবং পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এইচডিএমই পোর্ট, একটি ডিভিআই পোর্ট, একটি ভিজিএ পোর্ট, ছয়টি সাটা পোর্ট, ছয়টি ইউএসবি ৩.০ পোর্ট প্রভৃতি। দাম ২২ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১
টুইনমসের নতুন ট্যাবলেট বাজারে
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাজারে এনেছে টি৭৮৩জিকিউ১ মডেলের নতুন ট্যাবলেট। অ্যান্ড্রয়িড ৪.২ অপারেটিংসম্পন্ন এই ট্যাবলেটে রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৭.৮৫ ইঞ্চি আইপিএস প্যানেল, ১০২৪ বাই ৭৬৮ পিক্সেল রেজ্যুলেশন, ১ জিবি ডিডিআর৩ র্যা ম, ৮ জিবি মেমরি, থ্রিজি কানেকশন, ওয়াইফাই, সিঙ্গেল সিম স্লট, এফএম রেডিও, বিল্ট ইন জিপিএস, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৪৭০০ মিনিএমপ্লিফায়ার ব্যাটারি। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১৪ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৮৭
ফান্ড পেল ফুডপান্ডা
ভোজন রসিকদের প্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা ৬০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসায় সম্প্রসারণ এবং সেবার মান বাড়ানোর জন্য ফ্যালকন এজ ক্যাপিটাল নামে একটি প্রতিষ্ঠান ফুডপান্ডাকে এই সহায়তা দিয়েছে। বর্তমানে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও রাশিয়াসহ পৃথিবীর ৪০টি দেশে ফুডপান্ডার সেবা অব্যাহত রয়েছে। আর এসব দেশের প্রায় ২৫ হাজার রেস্টুরেন্টের সাথে সহযোগী হিসেবে কাজ করছে ফুডপান্ডা
তোশিবার নতুন মডেলের ল্যাপটপ বাজারে
বিশ্বখ্যাত তোশিবা ব্র্যান্ডের নতুন ৮টি মডেলের ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। সম্প্রতি রাজধানীর একটি রেসেত্মারাঁয় আনুষ্ঠানিকভাবে ল্যাপটপগুলো উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ। প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক এবং ল্যাপটপ ও ব্র্যান্ড পিসি বিভাগের প্রধান মুজাহিদ আল বেরুনী সুজনের পরিচালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তোশিবার পণ্য ব্যবস্থাপক রেজাউল করিম তুহিন।
মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, তোশিবা বিশ্বে সর্বপ্রথম কমার্শিয়াল ল্যাপটপ ব্র্যান্ড। জাপানি ব্র্যান্ড হওয়ায় বাজার দখলের তুলনায় পণ্যের গুণগত মান ও ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করার বিষয়েই বেশি গুরুত্ব দেয় তোশিবা। তাই অন্যান্য ব্র্যান্ডের তুলনায় তোশিবা ল্যাপটপ বেশি টেকসই। এর ওয়ারেন্টির ব্যাপারে অভিযোগও অনেক কম। এ কারণেই তোশিবা একটি ব্র্যান্ড হিসেবে বিশ্বে একটি আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।
জাফর আহমেদ বলেন, তোশিবা ল্যাপটপের কর্পোরেট ডায়ালগই হচ্ছে ‘লিডিং ইনোভেশন’। প্রথম কমার্শিয়াল ল্যাপটপ প্রস্ত্তত করা ছাড়াও তোশিবাই প্রথম ল্যাপটপে ডিভিডি রাইটার, স্মার্টকার্ড, ওয়াইফাই ও কালার ডিসপ্লে ব্যবহার শুরু করে। এভাবেই তোশিবা উন্নত পণ্য প্রস্ত্ততের ক্ষেত্রে তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে।
মুজাহিদ আল বেরুনী জানান, এবার আমরা সব ধরনের ব্যবহারকারীর কথা মাথায় রেখে বিভিন্ন মূল্যের মধ্যে বৈচিত্র্যময় মডেলের তোশিবা ল্যাপটপ বাজারে ছাড়ছি। এগুলো ২৮ হাজার ৭০০ থেকে ১ লাখ ৮১ হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
সবচেয়ে সাশ্রয়ী দামে পাওয়া যাবে স্যাটেলাইট সি৫০ মডেলের ল্যাপটপটি। ইন্টেল চতুর্থ প্রজন্মের টার্বো বুস্ট টেকনোলজির এই সেলেরন ডুয়ালকোর ল্যাপটপে রয়েছে ২ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৫.৬ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ৫ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ, সিস্নম ডিভিডি রাইটার ও ইন্টেল গ্রাফিক্স কার্ড। ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে থাকা সত্ত্বেও ল্যাপটপটির ওজন মাত্র ২.২ কেজি। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২৮ হাজার ৭০০ টাকা। অন্যদিকে হেভি ডিউটি, হাই পাওয়ার ব্যাকআপ, আল্ট্রা সিস্নম ও লাইট ওয়েটের প্রতি যাদের দুর্বলতা, তাদের জন্য টেকরা ও পোর্টিজি সিরিজের বেশ কয়েকটি মডেলের ল্যাপটপ উন্মোচন করা হয়। এ ছাড়া গেমারদের জন্য স্যাটেলাইট পি৫০ মডেলের ল্যাপটপটি বিশেষ কার্যকর হবে বলে জানান তোশিবার পণ্য ব্যবস্থাপক রেজাউল করিম তুহিন।
অনুষ্ঠানে স্যাটেলাইট সিরিজের এনভি১০টি, সি৫০, এল৪০, এল৫০, পি৫০, টেকরা সিরিজের জেড৪০, পোর্টিজি আর৩০ ও জেড৩০ মডেলের ল্যাপটপ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়
প্রিয়শপ ডটকমে ছাড়ের ছড়াছড়ি
দেশে অনলাইনে কেনাকাটার শীর্ষস্থানীয় ই-কমার্স ওয়েবসাইট প্রিয়শপ ডটকমের (priyoshop.com) ফেসবুক পেজ সম্প্রতি ৩ লাখ ফ্যানের (ভক্ত) মাইলফলক অর্জন করেছে। আর এই অর্জনকে ক্রেতাদের মাঝে ছড়িয়ে দিতে সাইটটি ‘মাথা নষ্ট অফার’ ঘোষণা করেছে। বাজারের সবচেয়ে কম দামে পণ্য কেনা, ৬০ শতাংশ পর্যন্ত ছাড়, একটি কিনলে একটি ফ্রিসহ নানা অফার পাচ্ছেন ক্রেতারা। অফারের আওতায় গ্রাহকেরা বাজারের সবচেয়ে কম দামে টি-শার্ট, পোলো শার্ট, থ্রিপিসসহ নানা পোশাক, ঘড়ি, জুয়েলারি, বিউটি ও ফ্যাশন পণ্য, গৃহস্থালি ও অ্যাক্সেসরিজ কিনতে পারবেন। কম্বো অফারে একই ধরনের একাধিক পণ্য যেমন ঘড়ি, কলম, ও কলম কিনলে ১০ থেকে ৫৩ শতাংশ ছাড় পাচ্ছেন ক্রেতারা। হরেক রকমের এলইডি মাশরুম লাইড ও ব্যাটারিচালিত টুথব্রাশ কিনলে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়সহ একটি কিনলে আরেকটি উপহার হিসেবে পাওয়া যাচ্ছে। এ ছাড়া ম্যাডনেস অফারে আইপড শাফল রেপ্লিকা, ২১টি পরিবর্তনযোগ্য ডায়াল ও ফিতার ডাবল ঘড়ি, ও একের ভেতর পাঁচ বিউটি কেয়ার মেসেজার ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। মেগা অফারের আওতায় টাইনানিক নেকলেস, অটোমেটিক টুথপেস্ট ডিসপেন্সার, ইলেকট্রিক ফুট মেসেজার, ম্যাজিন পেন, সিকিউরিটি অ্যালার্ম ক্লকসহ নানা পণ্য ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। এ ছাড়া হাতে অাঁকা ডিজাইনে এক্সক্লুসিভ বেডশিট পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ ছাড়ে। অনলাইন পেমেন্ট, বিকাশসহ পণ্য হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ (পে অন ডেলিভারি) সুবিধাও পাবেন গ্রাহকেরা
২৫ শতাংশ ছাড়ে স্যামসাং ট্যাব
স্যামসাংয়ের অ্যাটিভ এক্স৩০০টিজেডসি-কে০১বিডি ও অ্যাটিভ এক্সই৫০০টি১সি-এ০১বিডি মডেলের ট্যাবলেটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। এই দুই মডেলের ট্যাবলেট পিসিতে রয়েছে ইন্টেল অ্যাটম প্রসেসর, ২ জিবি র্যাাম, ৬৪ জিবি হার্ডড্রাইভ, ইন্টেল গ্রাফিক্স কার্ড, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মাল্টিটাচ ও ব্লুটুথ ৪.০। ট্যাবলেট দুটির ডিসপ্লে যথাক্রমে ১০.১ ইঞ্চি ও ১১.৬ ইঞ্চি। এক বছরের ওয়ারেন্টি ছাড়াও ট্যাবলেটগুলোর সাথে থাকছে ডক, কিবোর্ড ও আইপিএম সম্পূর্ণ ফ্রি। ট্যাবলেটগুলোর বর্তমান হ্রাসকৃত দাম যথাক্রমে ৫৪ হাজার ৭৫০ ও ৫৩ হাজার ২৫০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০১৯১৪
পান্ডা সিকিউরিটি পণ্যের শীর্ষস্থানীয় অ্যান্টিভাইরাস টেস্টে সাফল্য অর্জন
পান্ডা সিকিউরিটির ক্লাউড অ্যান্টিভাইরাস পণ্য পান্ডা ক্লাউড অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি দুটি শীর্ষস্থানীয় অ্যান্টিভাইরাস টেস্ট প্রতিষ্ঠান এভি কম্পারেটিভস ও এভি টেস্টের সমীক্ষানুযায়ী ভাইরাসের আক্রমণ এবং সাইবার হুমকি থেকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রদান করে। এ বছরের মার্চ থেকে জুন পর্যন্ত এভি কম্পারেটিভস দিয়ে পরিচালিত ১ লাখ ৫০ হাজারেরও বেশি সক্রিয় শনাক্তকরণ টেস্টের মাধ্যমে পান্ডা সিকিউরিটির এই অ্যান্টিম্যালওয়্যার সফটওয়্যারটি শতকরা ৯৯.৯ ভাগ ভাইরাস আক্রমণ ও সাইবার হুমকি শনাক্ত এবং অবরুদ্ধ করতে সক্ষম হয়। এতে ২০টিরও বেশি অ্যান্টিভাইরাস পণ্যের ওপর সমীক্ষা চালানো হয় এবং এভাস্ট, এভিজি, মাইক্রোসফট অ্যান্টিভাইরাস, ক্যাসপারস্কি, ম্যাকাফি ও সোপহোসের মতো অ্যান্টিভাইরাস পণ্যগুলোকে পরাজিত করে পান্ডা সিকিউরিটি তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। উল্লেখ্য, বাংলাদেশে পান্ডা সিকিউরিটি পণ্যের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪০৫
বাজারে ট্রান্সসেন্ডের জেএফ ৩৪০ ফ্ল্যাশড্রাইভ
ট্রান্সসেন্ড ব্র্যান্ডের জেএফ ৩৪০ মডেলের নতুন ফ্ল্যাশড্রাইভ বাজারে এনেছে ইউসিসি। এটি অ্যান্ড্রয়িড মোবাইল ও পিসিতে ব্যবহার করা যায়। রয়েছে ইজি টু গ্রিপ প্রযুক্তি। ফ্ল্যাশড্রাইভটি গতানুগতিক ব্লুটুথ এবং ওয়াইফাই থেকেও দ্রুতগতিতে ট্রান্সফার সুবিধা দেয়। ৪ জিবি, ১৬ জিবি, ৩২ জিবি ও ৬৪ জিবি আকারে বাজারে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-২৪
গুিলশানে গ্লোবাল ব্র্যান্ডের নতুন শাখা অফিস ও লেনোভোর ব্যবস্থাপনা পরিচালকের ঢাকায় আগমন
গত ১৮ আগস্ট ঢাকার গুলশান ২ নম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আইটি পণ্য আমদানিকারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের নতুন শাখা অফিস। নামফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন লেনোভোর দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অমর বাবু, গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার। এ সময় গ্লোবাল ব্র্যান্ড ও লেনোভোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন
তিনি গ্লোবাল ব্র্যান্ডের পরিচালকদের নিয়ে বিসিএস কমপিউটার সিটি মার্কেট, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের আইটি মার্কেট পরিদর্শন করেন। বাংলাদেশের বর্তমান আইটি মার্কেট সম্পর্কে সম্যক ধারণা, বাংলাদেশে লেনোভোর বর্তমান অবস্থা অবগত হওয়া ও ব্যবসায়িক মতবিনিময় করাই তার এ সফরের উদ্দেশ্য। উল্লেখ্য, এখন থেকে গুলশানবাসী ওই শাখা অফিস থেকে সরাসরি গ্লোবাল ব্র্যান্ডের পণ্য ও সেবা পাবেন। যোগাযোগ : পল্লাডিয়াম মার্কেট, তৃতীয় তলা, ফ্ল্যাট নং-২/ডি, রোড নং-৯৫, মাদানী অ্যাভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২
স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে
স্মার্ট টেকনোলজিস এবার বাজারে নিয়ে এসেছে নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত স্মার্ট ল্যাপটপ। প্রাথমিকভাবে একই স্পেসিফিকেশনে ডব্লিউ৩১০সিজেড ও ডব্লিউ৩১১সিজেড দুটি মডেলের ল্যাপটপ বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। ইন্টেল সেলেরন ১০৩৭ইউ মডেলের প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপগুলোতে রয়েছে ১১.৬ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ২ জিবি ডিডিআর৩ র্যা ম, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, মাল্টি জেসচার ও স্ক্রলিং ফাংশনসমৃদ্ধ টাচপ্যাড এবং অন্যান্য ফিচার। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২৩ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৯
আিসুসের ডুয়াল-ব্যান্ড ওয়্যারলেস রাউটার বাজারে
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের আরটি-এসি৬৮ইউ মডেলের ওয়্যারলেস রাউটার। এতে রয়েছে পঞ্চম প্রজন্মের ৮০২.১১এসি ওয়াই-ফাই প্রযুক্তির ডুয়াল-ব্যান্ড গিগাবাইট ওয়্যারলেস, যা ৫জি নামে পরিচিত। এটি ১৯০০ মেগাবাইট পার সেকেন্ডে ওয়্যারলেস ডাটা দেয়া- নেয়া করতে পারে এবং ৫ গিগাহার্টজ অপারেটিং সিস্টেমে কাজ করে। ব্রডকম টার্বোক্যাম প্রযুক্তির এই রাউটারটিতে তিনটি এক্সটারনাল অ্যান্টেনা থাকায় এটি শক্তিশালী ওয়্যারলেস সিগন্যাল দিতে সক্ষম, নেটওয়ার্কের সীমা বাড়ায় ও পরিবেশের প্রতিবন্ধকতা দূর করে দ্রুত ডাটা রেট বজায় রাখে। রাউটারটিতে আরও রয়েছে একটি গিগাবাইট ওয়্যান পোর্ট এবং চারটি গিগাবাইট ল্যান পোর্ট, একটি করে ইউএসবি ৩.০ ও ইউএসবি ২.০ পোর্ট। দাম ১৮ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৩, ৯১৮৩২৯১
বিাজারে ভিউসনিকের নতুন মনিটর
ভিউসনিক ব্র্যান্ডের ভিএ১৬২০এ মডেলের ১৬ ইঞ্চির মনিটর এনেছে ইউসিসি। মনিটরটির রেজ্যুলেশন ১৩৬৫ বাই ৭৬৮। ১৫.৬ ইঞ্চি আয়তাকার এবং ১৬:৯ অনুপাতের মনিটরটি এনার্জি স্টার সার্টিফায়েড। কিংস্টোন নিরাপত্তা লক এবং দেয়াল মাউন্ট রয়েছে। মনিটরটির রেসপন্স সময় ১১ সেকেন্ড এবং ৯০/৬৫ ডিগ্রি কোণ থেকেও স্পষ্টভাবে দৃশ্য উপভোগ করা যায়। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭
ততোশিবার ১ টেরাবাইট পোর্টেবল হার্ডডিস্ক বাজারে
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাজারে এনেছে তোশিবা ব্র্যান্ডের ক্যানভিও বেসিক ৩.০ মডেলের ১ টেরাবাইট হার্ডডিস্ক। ইউএসবি ৩.০ ও ইউএসবি ২.০ উভয় প্রযুক্তি সমর্থনকারী এই পোর্টেবল হার্ডডিস্কের ডাটা ট্রান্সফার স্পিড সেকেন্ডে ৫ গিগাবাইট, ক্যাশ বাফার ৮ মেগাবাইট ও আরপিএম ৫৪০০। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৬ হাজার টাকা। কালো ও সাদা রংয়ে পাওয়া যাচ্ছে হার্ডডিস্কটি। যোগাযোগ : ০১৭৩০৩৫৪৮০১
বিাজারে এমএসআই ব্র্যান্ডের গেমিং মাদারবোর্ড
ইউসিসি বাজারে এনেছে এমএসআই ব্র্যান্ডের জেড৯৭ গেমিং ৫ মাদারবোর্ড। এতে ইন্টেলের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রসেসর ব্যবহার করা যাবে। মাদারবোর্ডটির র্যা ম সমর্থন ক্ষমতা ডিডিআর৩-৩৩০০ পর্যন্ত। রয়েছে সাটা ৬, গেমিং অ্যাপ্লিকেশন, ক্লিক বায়োস ৪ প্রযুক্তি ও সাউন্ড বস্নাস্টার সিনেমা ২। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
আসুসের চতুর্থ প্রজন্ম প্রসেসরের অলরাউন্ডার নোটবুক
বিশ্বখ্যাত আসুসের বাংলাদেশের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড নিয়ে এলো এক্স৪৫০এলসি মডেলের নতুন নোটবুক পিসি। নোটবুকটি ১.৬ গিগাহার্টজ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসরে চালিত। নোটবুকটিকে বলা হয়েছে অলরাউন্ডার। কারণ এটি পেশাদার কাজের পাশাপাশি বিনোদনের জন্য আদর্শ নোটবুক। এতে রয়েছে এনভিডিয়া চিপসেটের ২ জিবি ভিডিও মেমরির ডেডিকেটেড গ্রাফিক্স, ৮ জিবি র্যাসম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, সনিকমাস্টার অডিও, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট প্রভৃতি। নোটবুকটিতে রয়েছে দুই বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা। দাম ৫৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৪২
এইচপির নতুন ব্র্যান্ড পিসি বাজারে
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাজারে এনেছে এইচপি প্রো ডেস্ক ৪০০ জি১ এমটি মডেলের ব্র্যান্ড পিসি। ইন্টেল কোরআই৩ ৪১৩০ মডেলের প্রসেসর, এইচ৮১ চিপসেট, ৪ জিবি র্যািম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ৪৪০০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, ১৮.৫ ইঞ্চি এইচপি এলইডি মনিটর, ইউএসবি অপটিক্যাল মাউস, কিবোর্ড ও ইন্টারনাল স্পিকার। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৪২ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩
লেনোভোর বিল্ট-ইন টিভি কার্ডসহ অল-ইন-ওয়ান পিসি
বিশ্বখ্যাত লেনোভো ব্র্যান্ডের সি৩৪০ মডেলের অল-ইন-ওয়ান ফ্যামিলি পিসি বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। ২০ ইঞ্চির এলইডি প্যানেলের এই পিসিটিতে টিভি কার্ড বিল্ট-ইন থাকায় এটি কাজের পাশাপাশি বিনোদনে নতুন মাত্রা যোগ করবে। হালকা-পাতলা গড়নের এই অল-ইন-ওয়ান পিসিটিতে সব যন্ত্রাংশ পিসির এলইডি প্যানেলে সংযুক্ত থাকায় আলাদা কেসিংয়ের প্রয়োজন হয় না। তাই স্বল্প পরিসরের জায়গায় রেখে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। পিসিটিতে রয়েছে ৩.৪০ গিগাহার্টজ গতির তৃতীয় প্রজন্মের ইন্টেল কোরআই৩ প্রসেসর, ৮ জিবি র্যাটম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, বিল্ট-ইন ইন্টেল গ্রাফিক্স, ইউএসবি ৩.০ পোর্ট, মেমরি কার্ড রিডার, ওয়্যারলেস কিবোর্ড, মাউস প্রভৃতি। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৫৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
গিগাবাইটের নতুন গেমিং মাদারবোর্ড বাজারে
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাজারে এনেছে গিগাবাইট ব্র্যান্ডের জিএ-এইচ৯৭এম গেমিং ৩ মডেলের অত্যাধুনিক মাদারবোর্ড। গেমিংয়ের জন্য বিশেষভাবে প্রস্ত্তত এই মাদারবোর্ডটি ইন্টেল কোরআই৭, কোরআই৫, কোরআই৩, পেন্টিয়াম ও সেলেরন প্রসেসর সমর্থন করে। মাদারবোর্ডটিতে ইন্টেলের ৯৭ চিপসেট ব্যবহার হয়েছে। এতে চারটি ডিডিআর৩ স্লট ব্যবহার করে সর্বমোট ৩২ জিবি র্যাটম ব্যবহার করার সুবিধা রয়েছে। ফলে গেমারেরা এই মাদারবোর্ড ব্যবহারের মাধ্যমে কমপিউটার অনেক বেশি গতিশীল করে তুলতে পারেন। উন্নত গ্রাফিক্স নিশ্চিত করতে এতে রয়েছে ৬০ হার্টজের ১৯২০ বাই ১২০০ পিক্সেলের একটি ডি-সাব পোর্ট ও একটি ডিভিআই-ডি পোর্ট। এ ছাড়া মাদারবোর্ডটির মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ইজি টিউন, ইজেড সেটআপ, ফাস্ট বুট, গেম কন্ট্রোলার, অন/অফ চার্জ, স্মার্ট টাইম লক, স্মার্ট রিকভারি, সিস্টেম ইনফরমেশন ভিউয়ার ও ইউএসবি ব্লকার। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১৩ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮
নিতুন এফএন্ডডি স্পিকার এফ১২০০ইউ
গান যাই হোক না কেন, এফএন্ডডি মাল্টিমিডিয়া স্পিকারে শুনুন আপনার পছন্দেরটি। এফএন্ডডি লাইভ সারাউন্ড সাউন্ড আপনার সাউন্ড এক্সপেরিয়েন্সকে নাড়া দেবে। ৪ ইঞ্চি ফুল স্যাটেলাইট ও বেজ, প্লাগ এন্ড প্লে ইউএসবি/এসডি, এফএম, হাই ইফিসিয়েন্ট এনার্জি সেভিংস, স্মার্ট ও বোল্ড লুক আপনার পরিবেশকে দেবে দ্বিগুণ ভাবগাম্ভীর্য আর রিমোট কন্ট্রোল হবে রুমে আপনার পছন্দমতো স্থান থেকে। এটি রেস্টুরেন্ট, জিম, সাইবার ক্যাফে কিংবা গেমিং জোনেও ব্যবহার করতে পারবেন। যোগাযোগ : ০১৮৪১২৯৯০৬৫
ডডেলের ল্যাটিচিউড ই৭৪৪০ মডেলের ল্যাপটপ বাজারে
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাজারে নিয়ে এসেছে ডেল ল্যাটিচিউড ই৭৪৪০ মডেলের প্রফেশনাল ল্যাপটপ। ইন্টেল কোরআই৫ ৪২ ০০ইউ প্রসেসরসম্পন্ন এ ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআরথ্রি র্যা ম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে (১৩৬৬ বাই ৭৬৮ রেজ্যুলেশন), ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, এইচডি ১.০ মেগাপিক্সেল ওয়েবক্যাম ও ফিঙ্গারপ্রিন্ট রিডার। ওজন ১.৭ কেজি। তিন বছরের বিক্রয়োত্তর সেবা ও একটি অরিজিনাল ডেল ব্যাকপ্যাকসহ দাম ৯৮ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭২৫
এএমডি ব্র্যান্ডের এফএক্স-৮৩৫০ প্রসেসর বাজারে
ইউসিসি বাজারে এনেছে এএমডি ব্র্যান্ডের এফএক্স-৮৩৫০ মডেলের প্রসেসর। পাইল ড্রাইভার প্রযুক্তিতে তৈরি ৮ কোর সিরিজের ১৬ এমবি ক্যাশ এবং ১২৫ ওয়াটের প্রসেসরটি এএমথ্রি+ সকেটের বস্ন্যাক এডিশন নামে পরিচিত। এর প্রসেসর গতি ৪.০ গিগাহার্টজ, টার্বো মোডে যার গতি ৪.২ গিগাহার্টজ পর্যন্ত বাড়ানো যায়। এতে এল২ ও এল৩ নামে দুই ধরনের ক্যাশ মেমরি রয়েছে। রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ভিভিটেকের আল্ট্রা মোবাইল প্রজেক্টর
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লি: বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত ভিভিটেক ব্র্যান্ডের ডি৫৫২ মডেলের আল্ট্রা মোবাইল প্রজেক্টর। এটি ডিএলপি ব্রিলিয়েন্ট কালার প্রযুক্তির ও ডিএলপি লিঙ্কের মাধ্যমে থ্রিডি সমর্থিত। এর কন্ট্রাস্ট রেশিও ১৫০০০:১, ব্রাইটনেস ৩০০০ এএনএসআই লুমেন্স, সর্বোচ্চ রেজ্যুলেশন ১৬০০ বাই ১২০০ পিক্সেল। এতে পরিষ্কার, গাঢ়, প্রাণবন্ত ছবি, প্রেজেন্টেশন বা মুভি উপভোগ করা যায়। এতে ইনপুট/আউটপুট পোর্ট হিসেবে রয়েছে ভিজিএ-ইন, এস-ভিডিও, কম্পোজিট ভিডিও ও আরএস-২৩২সি। এ ছাড়া মাত্র ২.৩ কেজি ওজনের হালকা-পাতলা গড়নের এই প্রজেক্টরটিতে রয়েছে বিল্ট-ইন স্পিকার, রিমোট কন্ট্রোল প্রভৃতি। দাম ৩৫ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৫৯
এইচপি ব্র্যান্ডের অ্যান্ড্রয়িড অল ইন ওয়ান পিসি
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাজারে এনেছে এইচপি ব্র্যান্ডের সেস্নট ২১-কে১০০ মডেলের অল ইন ওয়ান পিসি। এনভিডিয়া টেগরা কোয়ার্ড কোর প্রসেসরসম্পন্ন এই পিসিতে রয়েছে অ্যান্ড্রয়িড ৪.২.২ জেলিবিন অপারেটিং সিস্টেম, ১ জিবি ডিডিআর৩ র্যা ম, ৮ জিবি ফ্ল্যাশ মেমরি ও ২১.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩২ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩
একিউএন মনিটর বাজারে
একিউএন মনিটর বাজারজাত করছে নিউরাল ব্র্যান্ড আইটি লি:। ১৫.১ ইঞ্চি টিএফটি এলসিডি মনিটরটিতে রয়েছে ৩০০সিডি/এমটু ব্রাইটনেস, ১০২৪ বাই ৭৬৮ রেজ্যুলেশন, ৮০০০:১ কন্ট্রাস্ট রেশিও, ১৭০/১৬৫ ভিউ অ্যাঙ্গেল, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড। পরিবেশবান্ধব স্কোয়ার এই মনিটরটি ১৫.১ ও ১৭ ইঞ্চিতে পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ারেন্টিসহ। যোগাযোগ : ০১৮৪১২৯৯০৬১
স্যামসাংয়ের ২৪ ইঞ্চি এলইডি টিভি ২২ হাজার টাকায়
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাজারে এনেছে স্যামসাং ব্র্যান্ডের এলটি২৪ডি৩১০এআর মডেলের এলইডি টিভি। ২৪ ইঞ্চি আকৃতির এই টিভি মনিটরটির আসপেক্ট রেশিও ১৬:০৯, রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮, রেসপন্স টাইম ৮ মিলিসেকেন্ড, ভিউ অ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রি/১৭৮ ডিগ্রি ও স্পিকার ৫ডব্লিউ বাই ২। টিভিটি ০.৫ ওয়াটের চেয়েও স্বল্প পাওয়ার কনজ্যুম করে। এই টিভি মনিটরটি সরাসরি টেলিভিশন হিসেবে ও পিসি মনিটর হিসেবে ব্যবহার করা যাবে। এ ছাড়া ইউএসবি ডিভাইস থেকে সরাসরি মুভি কিংবা ফটো দেখা যাবে। রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৯২
সাফায়ারব্র্যান্ডের আর৭ ২৪০ গ্রাফিক্স কার্ড বাজারে
ইউসিসি বাজারে এনেছে সাফায়ার ব্র্যান্ডের আর৭ ২৪০ মডেলের নতুন গ্রাফিক্সকার্ড। এতে রয়েছে জিডিআর৩ মেমরি, যার ক্লকিং গতি ৪৬০০ মেগাহার্টজ। ১ জিবি আকারের এই কার্ডটির মাধ্যমে দুটি মনিটর একসাথে চালানো যায়। কার্ডটি ২৪ ন্যানোমিটার চিপের ওপর তৈরি এবং ৩২০ স্টিম প্রসেসরযুক্ত রয়েছে। আউটপুটের জন্য রয়েছে ভিজিএ, এইচডিএমআই, ডিভিআই-ডি পোর্ট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
আসুসের ৪ জিবি ভিডিও মেমরির গেমিং গ্রাফিক্স কার্ড
বিশ্বখ্যাত আসুসের আর৯ ২৯০এক্স-৪জিডি৫ মডেলের হাই-এন্ড গ্রাফিক্স কার্ড বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। সর্বোচ্চ রেজ্যুলেশনের সাথে সেরা গেমিং অভিজ্ঞতার জন্য গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে এএমডি রেডিয়ন আর৯ ২৯০এক্স চিপসেটের গ্রাফিক্স ইঞ্জিন, ৪ জিবি ভিডিও মেমরি ও আউটপুট রেজ্যুলেশন ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল। এতে এএমডি আইফিনিটি টেকনোলজি থাকায় একই সাথে ছয়টি ডিসপ্লে মনিটর ব্যবহার করে গেম খেলা ও বিনোদন উপভোগ করা যায়। পাশাপাশি গ্রাফিক্স কার্ডটি ৪কে অর্থাৎ আল্ট্রা হাই ডেফিনিশন রেজ্যুলেশন গেমিংয়ের জন্য আদর্শ। পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের এই গ্রাফিক্স কার্ডটির মেমরি ইন্টারফেস ৫১২ বিট, মেমরি ক্লক ১২৫০ মেগাহার্টজ। এতে দুটি ডিভিআই আউটপুট পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট ও ডিসপ্লে পোর্ট রয়েছে। দাম ৫৫ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩৮
ব্রাদারের মনো লেজার মাল্টিফাংশনাল প্রিন্টার
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্রাদার কোম্পানির এমএফসি-১৮১০ মডেলের মনো লেজার মাল্টিফাংশনাল প্রিন্টার। এই প্রিন্টারটি একাধারে প্রিন্টার, কপিয়ার, স্ক্যানার, ফ্যাক্স ও পিসি ফ্যাক্স হিসেবে কাজ করে। এর সর্বোচ্চ প্রিন্টের গতি ২১ পিপিএম, প্রিন্ট রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই। এতে রয়েছে ১৫০ পৃষ্ঠা ধারণক্ষম পেপার ট্রে, ১৬ মেগাবাইট মেমরি, ১০ পৃষ্ঠা অটো ডকুমেন্ট ফিডার। এ ছাড়া ইউএসবি ২.০ ইন্টারফেসের এই ডিভাইসটির স্ক্যানারের অপটিক্যাল স্ক্যান রেজ্যুলেশন ৬০০ বাই ১২০০ ডিপিআই, কপিয়ারের রেজ্যুলেশন ৬০০ বাই ৬০০ ডিপিআই ও ফ্যাক্সের গতি ১৪.৪ কিলো বাইট পার সেকেন্ড। দাম ১৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩০
প্রোডেস্ক সিরিজের নতুন ব্র্যান্ড পিসি
এইচপি প্রোডেস্ক ৬০০ জি১ এমটি মডেলের নতুন ব্র্যান্ড পিসি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। ইন্টেল চতুর্থ প্রজন্মের কোরআই৩ প্রসেসরসম্পন্ন এই ব্র্যান্ড পিসিতে রয়েছে ইন্টেল কিউ৮৫ এক্সপ্রেস চিপসেট, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ইন্টারনাল অডিও স্পিকার, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর, এইচপি ইউএসবি মাউস, কিবোর্ড ও তিন বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ৪৮ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩
নিউরাল সার্ভিস ডেস্ক দিচ্ছে ২৫ শতাংশ ছাড়!
নিউরাল সার্ভিস ডেস্ক পিসি/ল্যাপটপ ফ্রি হেলথ চেকআপ ও যেকোনো সার্ভিসে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এ উপলক্ষে সার্ভিস ক্যাম্পেইন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সার্ভিস ক্যাম্পেইনে মূলত পিসি, ল্যাপটপ, স্পিকার, মনিটর ইত্যাদি সার্ভিস, রিপিয়ার ও এক্সেসরিস সেবা পাওয়া যাবে। যোগাযোগ : ০১৮৪১২৯৯০৬৫
বিাজারে জেটফ্ল্যাশ ৭১০ পেনড্রাইভ
ইউসিসি বাজারে এনেছে জেটফ্ল্যাশ ৭১০ মডেলের পেনড্রাইভ। ইউএসবি ৩.০-এর রিড স্পিড ৯০ মেগাবাইট পার সেকেন্ড। গাড়ির স্টেরিও সিস্টেমে প্লাগইন করেও এটি ব্যবহার করা যায়। মেটার বডির ড্রাইভটি ধুলা, শক ও পানিরোধক। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
বাজারে এমএসআই নাইটব্লেড জেড৯৭জি মাদারবোর্ড
ইউসিসি বাজারে ছেড়েছে এমএসআই ব্র্যান্ডের নাইটব্লেড জেড৯৭জি মডেলের গেমিং মাদারবোর্ড। এতে রয়েছে অডিও বুস্ট ২, যা হাই কোয়ালিটির অডিও আউটপুট দেয়। ফ্রন্ট ইনপুট ও আউটপুট প্যানেলের সাহায্যে সহজে গেমিং হেডফোন, মাউস, কিবোর্ড ব্যবহার করা যায়। ওভারক্লকিংয়ের জন্য ওসি জিনি বাটনও রয়েছে। বড় আকারের গ্রাফিক্স কার্ড সমর্থনসহ রয়েছে ৬০০ আরপিএম ফ্যান। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ডেলের ইন্সপাইরন সিরিজের নতুন ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত ডেল ব্র্যান্ডের ইন্সপাইরন ৩৪৪২ মডেলের নতুন ল্যাপটপ। বাজেটসাশ্রয়ী, কিন্তু উন্নত ফিচার সংবলিত এই ল্যাপটপটিতে রয়েছে ১.৭ গিগাহার্টজ গতির চতুর্থ প্রজন্মের কোরআই৩ প্রসেসর। ল্যাপটপটিতে আরও রয়েছে ৪ জিবি র্যা্ম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি ডিসপ্লে, বিল্ট-ইন ইন্টেল এইচডি গ্রাফিক্স, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, বিল্ট-ইন অডিও, স্টেরিও স্পিকার, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট প্রভৃতি। ল্যাপটপটির সাথে রয়েছে সুদৃশ্য ব্যাগ। দাম ৩৮ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৪৬
লেনোভোর ইয়োগা ১০ ভয়েজ কল ফিচারের থ্রিজি ট্যাবলেট পিসি
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড নিয়ে এলো বিশ্বখ্যাত লেনোভোর ইয়োগা ১০ মডেলের থ্রিজি ট্যাবলেট পিসি। এই ট্যাবলেট পিসিটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো- তিনটি অনন্য মোডে পরিবর্তন করে সুবিধা মতো হাতে ধরে ব্যবহার করার পাশাপাশি স্ট্যান্ডের মাধ্যমে কাত করে রেখে অথবা দাঁড়ানো অবস্থায় রেখে ব্যবহার করা যায় এবং এতে সর্বোচ্চ ১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এটি অ্যান্ড্রয়িড জেলিবিন ৪.২.২ মোবাইল অপারেটিং সিস্টেম প্লাটফর্মের ও ১.২ গিগাহার্টজ এমটি৮১২৫ কোয়াড-কোর প্রসেসরে চালিত। অত্যাধুনিক এই ট্যাবলেটতে রয়েছে ভয়েজ কলের পাশাপাশি ৩জি মোবাইল ডাটা বা ইন্টারনেট ব্যবহারের সুবিধা। এতে রয়েছে ১০.১ ইঞ্চির ১২৮০ বাই ৮০০ পিক্সেল রেজ্যুলেশনের মাল্টি-টাচ আইপিএস ডিসপ্লে, জিপিএস, জি-সেন্সর ফাংশন, ডুয়াল স্টেরিও স্পিকার, মাইক্রো-এইচডিএমআই ও মাইক্রো-ইউএসবি ইন্টারফেস, মাইক্রো-এসডি কার্ড রিডার প্রভৃতি। দাম ২৮ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৩২৫৭৯২৫