বাংলাদেশের বিভিন্ন খাতে সম্প্রতি কমপিউটারায়নে জোর দেয়া হচ্ছে৷ অপরিকল্পিতভাবে হলেও সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে কমপিউটারের সংখ্যা বাড়ছে৷ কিন্তু সে তুলনায় কমপিউটারের যথার্থ ব্যবহার বাড়ছে না৷ না বাড়ার কারণ হিসেবে বলা হচ্ছে যথোপযুক্ত প্রশিক্ষণের অভাব৷ এর আড়ালে লুকিয়ে আছে অন্য আরো অনেক কারণ৷ সেসব কারণগুলো চিহ্নিত করার পাশাপাশি দেশের সুষ্ঠু কমপিউটারায়নে প্রশিক্ষণ বিষয়ে কি করা যেতে পারে সে প্রসঙ্গে সংশ্লিষ্টদের মতামতসহ বিস্তারিত লেখা হয়েছে এবারের প্রচ্ছদ প্রতিবেদনে৷ লিখেছেন গোলাম নবী জুয়েল৷