লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগতের খবর
শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ
সরকার দেশের শিক্ষার্থীদের হাতে ৩৩ কোটি বই বিনামূল্যে বিতরণ করেছে। এছাড়া সরকার ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ শুরু করেছে। গত ৩ মে বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ৫০০ ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের হাতে ডেল ব্র্যান্ডের ৫০০ ল্যাপটপ তুলে দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। ল্যাপটপের সাথে বিনামূল্যে টেলিটকের থ্রিজি মডেম ও পেনড্রাইভ পায় শিক্ষার্থীরা।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ল্যাপটপ হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বুয়েট উপাচার্য অধ্যাপক খালেদা একরাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: ইলিয়াস উদ্দিন বিশ্বাস, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফাইজুর রহমান প্রমুখ
ভারতে রফতানি হচ্ছে ব্যান্ডউইডথ
সাবমেরিন ক্যাবলের অব্যবহৃত ব্যান্ডউইডথ ভারতে রফতানির একটি চুক্তিতে অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে বাংলাদেশে কোনো সঙ্কট হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এ প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান।
ব্যান্ডউইডথ রফতানিতে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) মধ্যে চুক্তি স্বাক্ষর হবে। সাবমেরিন ক্যাবলের অব্যবহৃত ব্যান্ডউইডথ বিক্রি করে বার্ষিক কয়েক কোটি টাকা আয় হবে বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এ চুক্তি অনুযায়ী ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইডথ বাণিজ্যিক ভিত্তিতে লিজে সরবরাহ করা হবে। এতে বাংলাদেশ বছরে বৈদেশিক মুদ্রায় ৯ কোটি ৪২ লাখ টাকা পাবে (১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার)। এ চুক্তির মেয়াদ হবে তিন বছর। চুক্তি অনুসারে ভারতের চাহিদা অনুযায়ী ব্যান্ডউইডথ রফতানির পরিমাণ ৪০ জিপিবিএস পর্যন্ত করা যাবে।
বাংলাদেশের একমাত্র সাবমেরিন ক্যাবল সিমিইউ৪-এর কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে আগরতলা দিয়ে এ ব্যান্ডউইডথ রফতানি করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব
অনলাইনে চালু হচ্ছে জমির নকশা দেখা, খাজনা ও নামজারির সুবিধা
অনলাইনে জমির খাজনা ও নামজারি ফি প্রদান প্রক্রিয়া চালু করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। শিগগির ঢাকার একটি এলাকায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম চালু হলে মানুষ হয়রানি ও দুর্নীতির হাত থেকে রেহাই পাবে। একই সাথে এ খাত থেকে সরকারের রাজস্ব আয় বেড়ে যাবে। ভূমি রেজিস্ট্রেশনের কাজ আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এ কাজটি ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেয়া হলে রেজিস্ট্রেশন ফি প্রদানও অনলাইনের আওতায় আনা হবে। এতে ভূমি মালিকরা একটি জায়গা থেকেই সব সেবা পাবেন।
ডিজিটালাইজেশনের আওতায় এরই মধ্যে ২ লাখ ৪ হাজার মৌজা ম্যাপের মধ্যে সিএস এবং এসএ জরিপের ১ লাখ ১৫ হাজার ম্যাপ কমপিউটারাইজড করা হয়েছে। এখন যেকেউ ৩১০ টাকা ফি জমা দিয়ে ১৫ মিনিটেই নিতে পারবেন ম্যাপ। একইভাবে খাজনা ও নামজারি ফি প্রদানও ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে
হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করতে ৮ মে থেকে শুরু হয় জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৫। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে দেশব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মে মাসের ৮ থেকে ২০ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্বগুলো অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২৯ মে জাতীয় প্রতিযোগিতা হবে। সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এখন থেকে প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। জাতীয় প্রতিযোগিতায় সারাদেশ থেকে ১৫০ জন প্রতিযোগীকে সুযোগ দেয়া হবে। এই ঠিকানায় (www.nhpc.org) গিয়ে বিস্তারিত জানা যাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, রবির প্রধান বিপণন কর্মকর্তা তোফায়েল রশিদ, কোডমার্শালের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান, বিসিসির নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম এবং ধানসিঁড়ি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার
ডিজিটাল ডিজাইন প্রতিযোগিতা শুরু ১ আগস্ট থেকে
এতদিন ডিজিটাল ডিজাইনারেরা নিজেদের সৃজনী কাজ করে গেলেও সেভাবে স্বীকৃতি পাননি। এবার তাদের সেই সুযোগ নিয়ে আসছে ডিজিটাল অ্যাডভারটাইজিং ও এফ-কমার্স ফার্ম র’দিয়া মিডিয়া আইএনসি। ডিজিটাল অ্যাডভারটাইজিংয়ে বিপ্লব ঘটাতে ১ আগস্ট থেকে দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ‘ডিজিটাল ডিজাইনিং প্রতিযোগিতা ২০১৫’ ও বছর জুড়ে এই সংশ্লিষ্ট নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিযোগিতা সম্পর্কে র’দিয়া মিডিয়া আইএনসির প্রধান নির্বাহী রবিউস সামস বলেন, মূলত ডিজিটাল সৃষ্টিশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতিযোগিতাটি আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে
বেসিসের তথ্যপ্রযুক্তি খাতের বাজেট প্রস্তাব পেশ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পক্ষ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সফটওয়্যার ও আইটি সার্ভিস খাতের উন্নয়নে বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সাথে আইসিটি ডিভিশন ও বেসিসের এক যৌথসভা শেষে বেসিস সভাপতি শামীম আহসান অর্থমন্ত্রীর কাছে এই বাজেট প্রস্তাব পেশ করেন।
অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার। এ সময় বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ বিসিএসের পক্ষ থেকেও অর্থমন্ত্রীর কাছে বাজেট প্রস্তাব পেশ করেন
বিআইজেএফের সভাপতি মুহম্মদ খান, সম্পাদক শাহীন
বিভিন্ন গণমাধ্যমের তথ্যপ্রযুক্তিবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) দুই বছর মেয়াদি (২০১৫-১৭) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মুহম্মদ খান (৩৪ ভোট) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের ওয়াশিকুর রহমান শাহীন (৩৩ ভোট)। এ দুটি পদের মধ্যে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ২ মে অনুষ্ঠিত ভোট কার্যক্রম শেষে বিকেলে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তাফা জববার। তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। এ সময় নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য আবীর হাসান ও মেহেদী হাসান পলাশ উপস্থিত ছিলেন।
জাতীয় প্রেসক্লাবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত টানা ভোট নেয়া হয়। নয় সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের তরিক রহমান (৩৮ ভোট), কোষাধ্যক্ষ দৈনিক সমকালের হাসান জাকির (৩৫ ভোট) ও গবেষণা সম্পাদক দৈনিক ভোরের পাতার মোস্তাফিজুর রহমান সোহাগ (২৯ ভোট)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চারজন হলেন- যুগ্ম সচিব মাসুদ রুমি (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান খান (সকালের খবর), নির্বাহী সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন (সংবাদ) ও হাসান বিপুল (বিডিনিউজ২৪ ডটকম)। নির্বাচনে ৬৬ জন ভোটারের মধ্যে ৬২ জন ভোট দেন
ই-ক্যাব নিউজ চালু করল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) চালু করল ই-ক্যাব নিউজ (news.e-cab.net)। দেশ ও বিদেশের ই-কমার্স ই-াস্ট্রির নানা রকম খবর, ই-কমার্স ই-াস্ট্রি নিয়ে আইসিটি ব্যক্তিত্বদের চিন্তা-ভাবনা এবং বিভিন্ন সফল ব্যক্তিত্বের সাক্ষাতকার থাকবে এ নিউজ সাইটে।
৫ মে ই-ক্যাবের ধানম-- কার্যালয়ে ই-ক্যাব নিউজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাব উপদেষ্টা কাউন্সিলের দুজন সদস্য- এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গ্যানাইজেশন (অ্যাসোসিও)-এর প্রাক্তন চেয়ারম্যান আব্দুলস্নাহ এইচ. কাফি এবং বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর প্রাক্তন সভাপতি মোস্তাফা জববার। তাঁ^রা কেক কেটে ই-ক্যাব নিউজ-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে তাঁরা ই-ক্যাব-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং অন্যান্য সদস্যদের সাথে কিভাবে ই-ক্যাব নিউজকে একটি নির্ভরযোগ্য খবরের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা যায় সে ব্যাপারে মত বিনিময় করেন এবং দিক-নির্দেশনা প্রদান করেন।
মোস্তাফা জববার বলেন, ‘ই-ক্যাব ইতিমধ্যেই বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ হাতে নিয়েছে। এ জন্যে অনেক তরুণ ও নতুন উদ্যোক্তা উপকৃত হচ্ছে এবং ই-ক্যাবে যোগ দিচ্ছে। অনলাইনে এ সংগঠনটির কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। তাদের কার্যক্রম আমি নিজে প্রায়ই লক্ষ্য করি। এছাড়া ই-ক্যাবের ব্লগ একটি প্রশংসনীয় উদ্যোগ। ঠিক এভাবে ই-ক্যাব নিউজও একটি ভাল কাজ। তবে আমি আশা করব যে এখানে গুণগত মান রক্ষা করে চলা হবে। ই-কমার্সের বিদেশী খবরের পাশাপাশি দেশি ই-কমার্সের খবরও দিতে হবে। এছাড়া সফল উদ্যোক্তাদের সাক্ষাৎকারও নিয়মিত প্রকাশ করতে হবে।’
আব্দুলস্নাহ এইচ. কাফি বলেন, ‘বাংলাদেশে ই-কমার্সের বিস্তারে ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এতে কোন সন্দেহ নেই। তাদের বেশিরভাগই বয়সে তরুণ। এজন্যে তাদের বিভিন্ন বিষয়ে জানতে হবে এবং শিখতে হবে। আশা করা যায়, ই-ক্যাব নিউজ এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ই-কমার্স নিয়ে যারা কাজ করছেন তাদের এখন থেকেই চিন্তা করা উচিত দেশের বাইরে যে একটি বিশাল বাজার রয়েছে সে বাজারটাকে কিভাবে কাজে লাগান যায়। আর উদ্যোক্তাদের জন্যে কিভাবে বিশ্বমানের প্রশিক্ষণের আয়োজন করা যায় সে বিষয়টি নিয়েও আমাদের ভাবতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ তমাল, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক, পরিচালক (গভর্ণমেন্ট অ্যাফেয়ার্স) রেজওয়ানুল হক জামী, পরিচালক (কমিউনিকেশনস) আসিফ আহনাফ ও নির্বাহী পরিচালক ফেরদৌস হাসান সোহাগ এবং বাংলাদেশের প্রথম ই-কমার্স সাইট মুন্সিজি ডট কম-এর প্রতিষ্ঠাতা মোঃ গিয়াস উদ্দীন। এছাড়াও ই-ক্যাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
মাইক্রোসফট-গ্রামীণফোন সমঝোতা চুক্তি
গ্রাহকদের টেলিযোগাযোগ সেবা দিতে মাইক্রোসফট মোবাইল ডিভাইসেস অ্যান্ড সার্ভিসেস (এমএমডিএস) বাংলাদেশ ও গ্রামীণফোন লিমিটেড এক সমঝোতা চুক্তিতে সই করেছে। প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হওয়াতে একক ও ব্যবসায়িক গ্রাহকেরা পূর্ণাঙ্গ টেলিযোগাযোগ সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
চুক্তি মতে, গ্রাহকদের পরিপূর্ণ বিজনেস সলিউশন্স বা ব্যবসায়িক সেবা দেয়া হবে। এর মধ্যে মাইক্রোসফটের মোবাইল হ্যান্ডসেট, এমএস অফিস এবং অন্যান্য পণ্য-সেবা থাকবে। চুক্তির আওতায় গ্রামীণফোন বার্ষিক ভিত্তিতে বিশেষ সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসবে। এর মধ্যে ইন্টারনেট সেবা ও মাইক্রোসফট হ্যান্ডসেটসহ বান্ডেল অফার থাকবে। দেশব্যাপী গ্রামীণফোনের ওপেন ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং খুচরা বিক্রেতাদের কাছ থেকে এসব পণ্য-সেবা পাওয়া যাবে। গ্রামীণফোনের গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তাও থাকবে
অনলাইনে কেনা যাবে স্টিমার ও জাহাজের টিকেট
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডবিস্নউটিসি) যাত্রীবাহী স্টিমার ও জাহাজের টিকেট ১ মে থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনে সহজ ডটকমে (www.shohoz.com) টিকেট পাওয়া যাচ্ছে। এছাড়া কলসেন্টার ১৬৩৭৪ নম্বরে ফোন করে টিকেট কেনা যাবে।
গত ২৬ এপ্রিল সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডবিস্নউটিসি ও অনলাইন প্রতিষ্ঠান সহজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বিআইডবিস্নউটিসির সচিব ফজলুল করিম ও সহজ ডটকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী ও বিআইডবিস্নউটিসির চেয়ারম্যান মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন। নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘অনলাইনে বিক্রির কারণে টিকেট নিয়ে হয়রানি দূর হবে। যাত্রীরা টিকেট কালোবাজারি থেকে রক্ষা পাবে। পরবর্তী সময়েও প্রাইভেট সেক্টরের লঞ্চের টিকেট অনলাইনে বিক্রি করা হবে’
সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ ওগো
পয়লা বৈশাখ বাংলা নববর্ষে দেশের তৈরি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ ‘ওগো’ যাত্রা শুরু করেছে। এই অ্যাপটি দেশের মানুষের ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি। প্রতিশ্রম্নতিশীল তরুণদের দেশি প্রতিষ্ঠান ইন্টারক্লাউড এই অ্যাপটির নির্মাতা। যাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের জন্য একটি সামাজিক যোগাযোগের মাধ্যম প্রতিষ্ঠিত করা, যাতে ইন্টারনেটের মাধ্যমে সহজে যোগাযোগ করা সম্ভব হয়। এই অ্যাপটির নির্মাণে ব্যবহার হয়েছে এমন প্রযুক্তি, যাতে একই সাথে অনেকের সাথে কথা বলা ও চ্যাট করা সম্ভব। শহর ও পলস্নী অঞ্চলের জনসাধারণের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এই অ্যাপের যাত্রা। এই অ্যাপ সম্পর্কে কর্তৃপক্ষ জানান, ওগো অ্যাপটি প্রাথমিক ফিচারগুলো নিয়ে যাত্রা শুরু করেছে, পরবর্তীতে আরও অনেক দারুণ ফিচার যোগ হতে যাচ্ছে। বর্তমানে ওগো অ্যাপটির মাধ্যমে চ্যাটিং, গ্রুপ চ্যাটিং ও ভয়েস কলও করা যাবে। এই অসাধারণ অ্যাপটি সম্পর্কে আরও জানতে চাইলে ভিজিট করুন ogo.com.bd অ্যাড্রেসে
বিজয় সরণিতে গিগাবাইট ডিলার মিট
গত ৭ এপ্রিল রাজধানীর বিজয় সরণিতে পার্ক টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় গিগাবাইট আইডিবি ডিলার মিট ২০১৫। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে রাজধানীর আইডিবির বিসিএস কমপিউটার সিটির ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত উক্ত ডিলার মিট অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার জাফর আহমেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার মুজাহিদ আলবেরুনী সুজন ও গিগাবাইট পণ্য ব্যবস্থাপক ইমতিয়াজ রুবেল। অন্যদিকে গিগাবাইটের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান ও মার্কেট কমিউনিকেশন্স ম্যানেজার শাইখ মো: ফারাবী। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাজা মো: আনাস খান
আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও পরীক্ষায় শতভাগ সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড আইটিআইএল এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষক মহেশ পান্ডের অধীনে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সাম অনুষ্ঠিত হয়েছে। ৭ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করে অনলাইন পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন সার্টিফিকেট অর্জন করেন। চলতি মাসে আইটিআইএল ব্যাচ অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
স্যামসাংয়ের ৩০০বি মনিটর
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে স্যামসাং ব্র্যান্ডের ৩০০বি মডেলের এলইডি মনিটর। ১৮.৫ ইঞ্চির এই মনিটরের মূল ফিচারগুলো হল ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল রেজ্যুলেশন, ১৭০ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল, ডিভিআই পোর্ট, ২০ ওয়াট পাওয়ার কনজাম্পশন, হাই গ্লোসি ব্ল্যাক কালার, ডি-সাব ক্যাবল ও ৫ মিলি সেকেন্ড রেসপন্স টাইম। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৮ হাজার ৪০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৯২
সিসা সার্টিফায়েড হলেন আইবিসিএসের ৫ প্রশিক্ষণার্থী
সম্প্রতি আইবিসিএস-প্রাইমেক্সের ৫ প্রশিক্ষণার্থী সৈয়দ মো: ইমতিয়াজ মোরসেদ, মো: রিফাত হাসান, সাবাব এম. জামান, মোহাম্মদ খাইয়ুল আলম ও মো: মইনুল কাদির জামান পরীক্ষায় অংশ নেন এবং প্রত্যেকে সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (সিসা) সার্টিফায়েড টাইটেল অর্জন করেন। এরই ধারাবাহিকতায় সিসা কোর্সে ভর্তি চলবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
এসইও কোর্সে ভর্তি
বর্তমানে আইটিতে ফ্রিল্যান্সিং, ইন্টারনেটে আয় এবং আউটসোর্সিং কাজের চাহিদার ভিত্তিতে আইবিসিএস-প্রাইমেক্সে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি পেল ১৬ প্রতিবন্ধী
দেশে প্রথমবারের মতো প্রতিবন্ধীর প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করল ক্রিয়েটিভ আইটি লিমিটেড। সম্প্রতি ১৬ জন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। ক্রিয়েটিভ আইটি শুরু থেকেই এই বিশেষ জনগোষ্ঠীকে নিয়ে কাজ করতে সচেষ্ট থেকেছে। যার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি তার নিজম্ব অর্থায়নে এ বছরেও ২০ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধীকে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণ সমাপ্তির পর তাদের মধ্য থেকে ১৬ জন সফল অংশগ্রহণকারীকে আন্তর্জাতিক বাজারে পেশাদার আউটসোর্সিং কাজের জন্য মনোনীত করে। তাদেরকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক স্বপন কুমার রায়, হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এএনএম সফিকুল ইসলাম, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান ও সিইও মো: মনির হোসেন
দেশের বাজারে আসছে এসারের নতুন পণ্য
বিশ্বের শীর্ষস্থানীয় কমপিউটার নির্মাতা এসার বিশ্ববাজারে তাদের নতুন পণ্য অবমুক্ত করেছে। এই উপলক্ষে ২৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নতুন পণ্য সম্পর্কে দেশের ক্রেতাদের জন্য বিস্তারিত জানান এসার কর্মকর্তারা। এই সময় জানানো হয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশে সফল ব্যবসায় পরিচালনাকারী এসারের এসব নতুন পণ্য খুব শিগগির এ দেশে পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে এসার ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার এস রাজেন্দ্রান, বাংলাদেশে এসারের বিজনেস হেড পিনাকী ব্যানার্জী, এসার ব্র্যান্ডের বাংলাদেশ পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের জেনারেল ম্যানেজার সালমান আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজেন্দ্রান বলেন, ‘আমরা বিশ্বাস করি প্রশ্ন করার মাধ্যমে আরও উন্নত পণ্য তৈরি করা সম্ভব। ক্রেতাদেরকে বুঝতে আমরা এই কাজটিই করে আসছি, যার ফলে আমরা ক্রেতা-উপযোগী পণ্য ও সমাধান তৈরি করতে পারছি, যা সত্যিকারেই তাদেও প্রয়োজন মেটাতে পারছে।’
পিনাকী ব্যানার্জী বলেন, আমার অনেক দিনের স্বপ্ন বাংলাদেশে আসার। এ সুযোগ পেয়ে আমি আনন্দিত। তিনি আরও বলেন, প্রযুক্তির প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ ও ভালোলাগা খুবই বেশি। আমরা এসারের সর্বশেষ ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্যগুলো এ দেশের ক্রেতাদের কাছে সর্বদাই সহজলভ্য করতে কাজ করে যাব।
সালমান আলী খান বলেন, এসারের এসব নতুন পণ্য খুব শিগগির অবমুক্ত হওয়ার বিষয়টি দেশের এসার ক্রেতাদের জন্য দারুণ এক মুহূর্ত হবে। সংবাদ সম্মেলনে ১ থেকে ১০০ ইঞ্চির সম্পূর্ণ পরিসরের নকশা করা বিভিন্ন পণ্য উপস্থাপন করা হয়। নতুন এসব পণ্যের মধ্যে রয়েছে নোটবুক, কনভার্টিবলস, প্রজেক্টর, ডেস্কটপ মনিটর, ট্যাবলেট ও টু-ইন-ওয়ান
গ্লোবাল ব্র্যান্ড ফেসবুক ক্যাম্পেইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
গ্লোবাল ব্র্যান্ডের প্রধান কার্যালয়ে গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল ব্র্যান্ড ফেসবুক ক্যাম্পেইন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফেসবুকভিত্তিক এই প্রতিযোগিতা ‘নিউ ইয়ার সেলিব্রেশন কনটেস্ট’ নামে গত ২৭ ডিসেম্বর থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হয়। দীর্ঘ দুই মাস সময় গ্লোবাল ব্র্যান্ড ফ্যানপেজের সাথে অবস্থান করা লক্ষাধিক ফ্যানের মধ্যে লাইক, শেয়ার ও কমেন্টের ওপর ভিত্তি করে ৯১ জনকে নির্বাচিত করা হয়। তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার বিজয়ী পান আসুসের ল্যাপটপ। অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার ও পরিচালক জসিমউদ্দিন খন্দকারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন
চট্টগ্রামে গিগাবাইট ডিলার মিট
সম্প্রতি বন্দরনগরী চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত হয় গিগাবাইট ডিলার মিট ২০১৫। স্মার্ট টেকনোলজিস আয়োজিত উক্ত ডিলার মিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার জাফর আহমেদ ও গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান। চট্টগ্রামের কমপিউটার ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, ‘বাংলাদেশের বাজারে স্মার্ট টেকনোলজিস গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড, গ্রাফিক্সকার্ডসহ বেশ কিছু অপশন এক্সেসরিজের একমাত্র পরিবেশক। বাজারের অন্যান্য পরিবেশকের তুলনায় আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের বিক্রয়োত্তর সেবা। শুধু গিগাবাইট পণ্য নয়, স্মার্ট টেকনোলজিস কর্তৃক পরিবেশিত যেকোনো পণ্যের ক্ষেত্রেই আমরা বিক্রোয়ত্তর সেবায় সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি।’ অনুষ্ঠানে গিগাবাইটের নিত্যনতুন পণ্য ও প্রযুক্তি সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাজা মো: আনাস খান
সার্টিফায়েড লিড অডিটর কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড আইএসও আইএসএমএস-২৭০০১ লিড অডিটর সার্টিফিকেশন কোর্সে ভর্তি চলছে। ৪০ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন সার্টিফায়েডধারী অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। মে মাসে ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
এইচপি প্রোবুক ৪৫০ জি১ ল্যাপটপ বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি প্রোবুক ৪৫০ জি১ মডেলের নতুন ল্যাপটপ। ইন্টেল ফোর্থ জেনারেশন কোরআই৫ প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৭৫০ জিবি হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডায়াগোনাল এলইডি ডিসপ্লে, লাইট স্ক্রাইভ সুপার মাল্টি ডিভিডি রাইটার ও এইচপি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৫৩ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭২১
ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিংয়ে ভর্তি
দেশে আইবিসিএস-প্রাইমেক্স ও ইন্ডিয়ার জিটি এন্টারপ্রাইজ যৌথ উদ্যোগে ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিং চলতি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪০ ঘণ্টার এই কোর্সটির সার্বিক দায়িত্বে থাকবেন ভিএমওয়্যার কর্তৃক সার্টিফায়েডধারী অভিজ্ঞ প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
এএমডি পণ্যে বৈশাখী অফার
বাংলা নববর্ষ উপলক্ষে এএমডি পণ্যের বিপণন প্রতিষ্ঠান ইউসিসি দিচ্ছে মাত্র ১২ হাজার ৯৯৯ টাকায় এএমডি ডুয়াল কোর ও ১৪ হাজার ৪৯৯ টাকায় এএমডি কোয়ার্ড কোর কমপিউটার। এই প্যাকেজের সাথে থাকছে এমএসআই এএস১এম মাদারবোর্ড, ৫০০ জিবি হার্ডড্রাইভ, টিম ২ জিবি ডিডিআর৩ র্যা ম, স্ট্যাডার্ড কেসিং, স্ট্যাডাড কিবোর্ড ও মাউস। যেকোনো প্যাকেজ কিনলেই পাবেন একটি ফতুয়া ফ্রি। এছাড়া রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭
এইচপি প্রোবুক ৪৫০ জি১ ল্যাপটপ বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি প্রোবুক ৪৫০ জি১ মডেলের নতুন ল্যাপটপ। ইন্টেল ফোর্থ জেনারেশন কোরআই৫ প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৭৫০ জিবি হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডায়াগোনাল এলইডি ডিসপ্লে, লাইট স্ক্রাইভ সুপার মাল্টি ডিভিডি রাইটার ও এইচপি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৫৩ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭২১
সাফায়ার আর৭ ২৫০এক্স গ্রাফিক্স কার্ড
সাফায়ার ব্র্যান্ডের পরিবেশক ইউসিসি বাজারজাত করছে আর৭ ২৫০ গ্রাফিক্স কার্ড। এই কার্ডটিতে জিডিডিআর৫ মেমরি রয়েছে, যা ৪৬০০ মেগাহার্টজ পর্যন্ত ক্লকিং করা সম্ভব এবং ডায়নামিক বুস্টের কারণে সাধারণ কোর ক্লকস্পিড ১০০০ থেকে ১০৫০ মেগাহার্টজ পর্যন্ত ব্যবহারোপযোগী করা যায়। ১ জিবি আকারের এই কার্ডটির মাধ্যমে দুটি মনিটর একসাথে চালানো সম্ভব। কার্ডটি ২৮এনএম চিপের ওপর তৈরি ও ৬৪০ স্ট্রিম প্রসেসরযুক্ত। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি চলছে। ৮০ ঘণ্টার এই কোর্সটির সার্বিক পরিচালনায় থাকবেন অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
রেডহ্যাট ওপেনস্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্সের ওপেনস্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
রেডহ্যাট এন্টারপ্রাইজ পারফরম্যান্স টিউনিং কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট এন্টারপ্রাইজ পারফরম্যান্স টিউনিং কোর্সে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন রেডহ্যাট ইন্ডিয়া কর্তৃক অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
গিগাবাইট ডিলার মিট অনুষ্ঠিত
গত ২ এপ্রিল ধানম--র রয়েল বাফেট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে গিগাবাইট এলিফ্যান্ট রোড ডিলার মিট ২০১৫। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে রাজধানীর এলিফ্যান্ট রোড ও মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেটের কমপিউটার ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত উক্ত ডিলার মিট অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মুজাহিদ আলবেরুনী সুজন, গিগাবাইট পণ্য ব্যবস্থাপক ইমতিয়াজ রুবেল। অন্যদিকে গিগাবাইটের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান ও মার্কেট কমিউনিকেশন্স ম্যানেজার শাইখ মো: ফারাবী
পান্ডা সিকিউরিটির ভাইরাস বুলেটিন সনদ পুরস্কার অর্জন
স্পেনের বিশ্বখ্যাত ব্র্যান্ড পান্ডা ইন্টারনেট সিকিউরিটি সম্প্রতি ‘ভাইরাস বুলেটিন সনদ পুরস্কার-২০১৫’ অর্জন করে। ইন্টারনেট সিকিউরিটি বাজারে পান্ডার ধারাবাহিক সফলতাই এই সনদ অর্জনে সহায়তা করেছে। পান্ডা ইন্টারনেট সিকিউরিটি-২০১৫ অত্যাধুনিক এক্সএমটি প্রযুক্তি ব্যবহার করে কমপিউটারে ব্যবহৃত উইন্ডোজ ও লিনআক্স অপারেটিং সিস্টেমের সর্বোচ্চ ভাইরাস নির্মূলের নিশ্চয়তা দেয়। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পান্ডা সিকিউরিটি তথ্যপ্রযুক্তি ডিভাইসগুলোর সর্বোচ্চ সুরক্ষাকারী হিসেবে স্বীকৃতি পেল। গ্লোবাল ব্র্যান্ড পান্ডা সিকিউরিটির বাংলাদেশের একমাত্র পরিবেশক
সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে ডিসেম্বরে সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (সিসা) কোর্সটি অনুষ্ঠিত হবে। সিসা রিভিউ ম্যানুয়াল ২০১৪ সালের নতুন সিলেবাস অনুযায়ী সিসা পরীক্ষার প্রস্ত্ততিসহ কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ ও সার্টিফায়েড অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
বাংলাদেশে ডেলের নতুন কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান
বাংলাদেশে ডেলের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান। তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে এ পদে ভূমিকা রাখবেন ও বাংলাদেশে ব্যবসায় বাড়ানোর আগামী ধাপগুলোতে নেতৃত্ব দেবেন।
ডেলের সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটস গ্রুপের জেনারেল ম্যানেজার শেহজাদ আসলাম খান বলেন, ‘এই ব্যবসায় নিজের ব্যাপক জ্ঞান, টিম ওয়ার্কে পারদর্শিতা এবং লক্ষ্য অর্জনে দৃঢ়তার সমন্বয়ে আতিক ডেল বাংলাদেশ ও এর পণ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’
চ্যানেল ম্যানেজমেন্ট ও মার্কেটিং, সেলস এনাবেলমেন্ট, রিটেইল সেলস ও প্রোডাক্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে আইটি মার্কেটে আতিকুর রহমান একজন দক্ষ ব্যক্তিত্ব। বিজনেস ডেভেলপমেন্ট ও নতুন ক্রেতা তৈরিসহ কাস্টমার, ডিস্ট্রিবিউটর, চ্যানেল ও ভেন্ডর রিলেশনশিপে এই ইন্ডাস্ট্রিতে তার ব্যাপক সুনাম রয়েছে। আতিকুর রহমান সিমেন্স থেকে তার ক্যারিয়ার শুরু করে সেখানে ৬ বছর কাজ করেন। ডেলে যোগদানের আগে তিনি মাইক্রোসফট বাংলাদেশে হেড অব বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে ৬ বছর কর্মরত ছিলেন। তিনি প্রায় তিন বছর ধরে ডেলের সাথে রয়েছেন
এএমডি এফএক্স ৮৩২০ই প্রসেসর
ইউসিসি বাজারে এনেছে এএমডি এফএক্স সিরিজের ৮৩২০ই মডেলের প্রসেসর। এটি এএমথ্রি+ সকেটের ৮ কোরের প্রসেসর। এতে সর্বোচ্চ ৪.০ গিগাহার্টজ প্রসেসিং স্পিড ও ১৬ এমবি ক্যাশ মেমরির সুবিধা আছে। ৯৫ ওয়াটের এই প্রসেসরটি ব্ল্যাক এডিশন নামে পরিচিত। এফএক্স-৮১২০-এর পরিবর্তে আসা এই প্রসেসরে ইন্টেল কোরআই৫ ৪৪৬০এসের চেয়ে বেশি পারফরম্যান্স পাওয়া যায়। এতে এল২ ও এল৩ নামে দুই ধরনের ক্যাশ মেমরি রয়েছে, যার একটি ৮ এমবি এল২ ক্যাশ ও অন্যটি ৮ এমবি এল৩ ক্যাশ। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
জেন্ড পিএইচপি-৫.৫ কোর্সে ভর্তি
পিএইচপি-৫.৫ জেন্ড সার্টিফিকেশন কোর্সের প্রশিক্ষণ দিচ্ছে আইবিসিএস-প্রাইমেক্স। মে মাসে জেন্ড কোর্সে ভর্তি চলছে। এই কোর্স সমাপ্তির পর জেন্ড সার্টিফায়েড ইঞ্জিনিয়ার সনদের জন্য অনলাইন পরীক্ষায় অংশ নিতে হয়। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ট্রান্সসেন্ডের অ্যাপল সলিউশন
দেশে ট্রান্সসেন্ডের পরিবেশক ইউসিসি বাজারজাত করছে অ্যাপল সলিউশন সিরিজ, যাতে আছে এক্সপাংশন কার্ড, এসএসডি ও পোর্টেবল এইচডিডি। অ্যাপল সিরিজের এক্সপানশন কার্ড বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ম্যাক বুক এয়ার ও ম্যাক বুক প্রো উইথ রেটিনা ডিসপ্লের জন্য। চারটি ভিন্ন সাইজের সাথে ভিন্ন ভিন্ন সিরিজ মিল রেখে বাজারে পাওয়া যাবে এই এক্সপাংশন কার্ড। বর্তমানে ১২৮ জিবি ক্ষমতার চারটি মডেলের পণ্য পাওয়া যাবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
তোশিবা ল্যাপটপে বৈশাখী অফার
বৈশাখ উপলক্ষে তোশিবা ল্যাপটপে বৈশাখী অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস। এই অফারের আওতায় বৈশাখ জুড়ে তোশিবার যেকোনো মডেলের ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাচ্ছেন একটি ৫০০ টাকার গিফট ভাউচার। এই মুহূর্তে তোশিবা ব্র্যান্ডের মধ্যে সর্বনিমণ ২৯ হাজার ১০০ টাকায় পাওয়া যাচ্ছে স্যাটেলাইট সি৫০ মডেলের সেলেরন ডুয়াল কোর ল্যাপটপ ও সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে পোর্টিজি জেড৯৩০ মডেলের কোরআই৭ আল্ট্রাবুক। যোগাযোগ : ০১৭৫৫৬০৬৩১৯
এক্সট্রিম ব্র্যান্ডের নতুন স্পিকার বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে আনছে এক্সট্রিম ব্র্যান্ডের ই৮৩১ইউ ও ই৮৩২ইউ মডেলের দুটি এক্সক্লুসিভ স্পিকার। ৩০ আরএমএস ওয়াটের এই স্পিকারগুলোতে অত্যন্ত গুণগত সাউন্ড ছাড়াও রয়েছে ইউএসবি, এসডি কার্ডস্লট। স্পিকারগুলোতে রয়েছে এফএম রেডিও এবং ডিজিটাল ডিসপ্লে, যার ফলে অডিও লেভেল, মুড ও এফএম চ্যানেলের তথ্যগুলো পরিষ্কারভাবে দেখা যাবে। এছাড়া স্পিকারগুলোতে রয়েছে রিমোট কন্ট্রোল সুবিধা। এক বছরের ওয়ারেন্টিসহ স্পিকারগুলোর দাম ৩ হাজার টাকা। প্রিবুকিংয়ের জন্য যোগাযোগ : ০১৭৩০৩১৭৭২৩
গ্লোবাল ব্র্যান্ডের লোগো পরিবর্তন
দেশে প্রযুক্তির পণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি নতুন কর্পোরেট পরিচয় উন্মোচন করেছে। এক্সিলেন্স ধারণার ওপর ভিত্তি করে এই পরিবর্তন আনা হয়। সম্পূর্ণ নতুন এই কর্পোরেট পরিচয় ১৯৯৬ সাল থেকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন শাখায় গ্লোবাল ব্র্যান্ডের উৎকৃষ্ট কার্যকারিতার স্বাক্ষর বহন করে। দীর্ঘ ১৯ বছর তথ্যপ্রযুক্তি শিল্পে অবদানের পাশাপাশি নতুন এই পরিচয়ের মাধ্যমে গ্লোবাল ব্র্যান্ড সবার কাছে নিজেদেরকে উৎকৃষ্ট ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রসারিত করল। উল্লেখ্য, গ্লোবাল ব্র্যান্ড আসুস, লেনোভো, ব্রাদার, পান্ডা, এডেটা, এলজিসহ ৩৬টি বিশ্বখ্যাত আইটি ব্র্যান্ডের বাংলাদেশের পরিবেশক
স্যামসাং প্রিন্টারের কর্মশালা অনুষ্ঠিত
গত ৪ এপ্রিল রাজধানীর একটি রেস্তরাঁয় অনুষ্ঠিত হয়ে গেল স্যামসাং প্রিন্টারের বিশেষ কর্মশালা। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশে স্যামসাং প্রিন্টারের প্রোডাক্ট ম্যানেজার প্রদীপ কইরি ও স্মার্ট টেকনোলজিসের স্যামসাং পণ্য বিভাগের প্রধান মাহফুজুর রহমান পাটোয়ারি। কর্মশালায় স্যামসাং প্রিন্টারের বিভিন্ন কারিগরি সুবিধা ও বিক্রির কর্মকৌশল সম্পর্কে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে সারাদেশের স্যামসাং প্রিন্টারের বিশেষায়িত বিক্রয় কর্মীরা অংশ নেন
এইচপি প্রোবুক ৪৪০ বাজারে
কমপিউটার সোর্স দেশের বাজারে এনেছে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর ও এইচডি গ্রাফিক্স সমন্বিত ১৪ ইঞ্চি পর্দার নোটবুক। এইচপি প্রোবুক সিরিজের ল্যাপটপটির মডেল নম্বর ৪৪০ জি২। ১.৭ গিগাহার্টজ গতির ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি র্যারম ও ৭৫০ জিবি হার্ডডিস্ক। বিশেষ নিরাপত্তায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। ৬৪ বিট আর্কিটেকচারের যেকোনো অপারেটিং সিস্টেমে এটি সঞ্চালন করা যায়। ল্যাপটপটির কিবোর্ডে রয়েছে পানি প্রতিরোধক সুবিধা এবং টাচপ্যাডে রয়েছে স্ক্রল জোন ও অতিরিক্ত ১০টি টাচস্ক্রিন পয়েন্ট। আর ওয়েবক্যাম, ডিভিডি, বস্নুটুথ, ইউএসবি, এইচডিএমআই পোর্ট ইত্যাদি তো রয়েছেই। ব্যাকআপ সময় তিন ঘণ্টার বেশি। এক বছরের ওয়ারেন্টিযুক্ত এ নোটবুকের সাথে থাকাছে একটি ব্যাকপ্যাক। দাম ৫১ হাজার টাকা
পিএইচপি-মাইএসকিউএল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে প্রফেশনাল পিএইচপি কোর্সে মে সেশনে ভর্তি চলছে। কোর্সের সময়সীমা ৯০ ঘণ্টা, যাতে দুটি রিয়েল লাইফ প্রজেক্ট অন্তর্ভুক্ত। পিএইচপির নিজস্ব সিলেবাসের সাথে রয়েছে অ্যাজাক্স, জেকুয়েরি, জুমলা ও অ্যাডভান্স অবজেক্ট অরিয়েন্টেড টেকনিক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
হুয়াওয়ে মিডিয়া প্যাড টি১
ইউসিসি বাজারে আনছে হুয়াওয়ে ব্র্যান্ডের ৮ ইঞ্চি ট্যাব মিডিয়া প্যাড টি১। এতে কোয়ালকম এমএসএম ৮২১২ চিপ অন্তর্ভুক্ত। এটি কোয়ার্ড-কোর ১.২ গিগাহার্টজ প্রসেসরযুক্ত ট্যাব, যা ওয়াই-ফাই ডাটা কানেকশন ও উচ্চ গতিসম্পন্ন থ্রিজি ইন্টারনেট পরিচালনা করা যাবে। ট্যাবটি ৭.৯ মিমি ও ওজন ৩৬০ গ্রাম। এতে ৫ মেগাপিক্সেল রেয়ার ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। আছে ১ জিবি র্যানম ও ৮ জিবি রম ও অ্যান্ড্রয়িড ৪.৩ (জেলিবিন) অপারেটিং সিস্টেম। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে মে মাসে ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে কোর্স সমাপ্তির পর ছাত্রছাত্রীরা বিভিন্ন ব্যাংক, বীমা ও বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
টুইনমস বৈশাখী অফার
টুইনমস ট্যাবলেটে চলছে বৈশাখী অফার। এই অফারের আওতায় টি৭২৪ মডেলের সাথে ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন একটি আকর্ষণীয় টি-শার্ট ও টি১০৩জিকিউ২, টি৮৩জিকিউ১, টি৭৩জিকিউ২ এবং টি৭২৮৩জিডি৩ মডেলের সাথে পাচ্ছেন ব্যাকপ্যাক। ট্যাবলেটগুলোর দাম যথাক্রমে ৫৮০০, ২০৫০০, ১৫০০০, ১৪০০০ ও ১০৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৮৭
প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড পিএমপি এক্সপার্ট ইন্ডিয়ার প্রশিক্ষকের অধীনে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। চার দিনের কোর্সটির দায়িত্বে থাকবেন ভারতের অজয় ভট্টাচার্য। মে মাসে পিএমপি ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
আসুসের থ্রি-ইন-ওয়ান ওয়্যারলেস রাউটার
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের আরটি-এন-১২এইচপি মডেলের ওয়্যারলেস রাউটার। এটি একই সাথে অ্যাক্সেস পয়েন্ট ও রেঞ্জ এক্সটেনডার মোডে ব্যবহার করা যায়। ডাটা ট্রান্সমিশন ও রিসিভের জন্য এতে রয়েছে মাল্টিপুল ইনপুট ও আউটপুট প্রযুক্তির শক্তিশালী অ্যান্টিনা। এটি নির্দিষ্ট অবস্থানের ৩০০ শতাংশ বিস্তৃত জায়গায় ৯-ডিবিআই উঁচু স্তরের দুটি অ্যান্টিনার মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকে। দাম ৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৩
চট্টগ্রামে ওরাকল ১০জি ডিবিএ ও সিসিএনএ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সের তত্ত্বাবধানে চট্টগ্রামে দি কমপিউটার্সে ওরাকল ১০জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার ও সিসিএনএ কোর্সে ভর্তি চলছে। এ ছাড়া রেডহ্যাট লিনআক্স, জেন্ড সার্টিফিকেশন ও সিসিএনএ কোর্সের ট্রেনিং অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭৬০৪৮৬৭৯৫ (চট্টগ্রাম), ০১৭১৩৩৯৭৫৬৭-৮ (ঢাকা)
ম্যাক মিনি বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে অ্যাপল ম্যাক মিনি। ইন্টেল কোরআই৫ প্রসেসরসম্পন্ন এই ম্যাকে রয়েছে ৩ মেগাবাইট ক্যাশ মেমরি, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ইন্টেল এইচডি গ্রাফিক্স (৫০০০), চারটি ইউএসবি ৩.০ পোর্ট, অডিও ইনপুট ও হেডফোন পোর্ট। আইম্যাক মিনির আকৃতি ৭.৭ ইঞ্চি দৈর্ঘ্য ও ৭.৭ ইঞ্চি প্রস্থ। ওজন মাত্র ১.১৯ কেজি। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৪৯ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৫৫৬০৬৩১৯
আসুসের থ্রি-ইন-ওয়ান ওয়্যারলেস রাউটার
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের আরটি-এন-১২এইচপি মডেলের ওয়্যারলেস রাউটার। এটি একই সাথে অ্যাক্সেস পয়েন্ট ও রেঞ্জ এক্সটেনডার মোডে ব্যবহার করা যায়। ডাটা ট্রান্সমিশন ও রিসিভের জন্য এতে রয়েছে মাল্টিপুল ইনপুট ও আউটপুট প্রযুক্তির শক্তিশালী অ্যান্টিনা। এটি নির্দিষ্ট অবস্থানের ৩০০ শতাংশ বিস্তৃত জায়গায় ৯-ডিবিআই উঁচু স্তরের দুটি অ্যান্টিনার মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকে। দাম ৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৩
মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি চলছে। সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। মে মাসে শুক্র ও শনিবারের ব্যাচে এসকিউএল ও উইন্ডোজ সার্ভার কোর্সের ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
লজিটেক এমকে৩৪৫ কম্বো কিবোর্ড-মাউস
লজিটেক এমকে৩৪৫ কম্বো কিবোর্ড-মাউস দেশের বাজারে এনেছে কমপিউটার সোর্স। এই কিবোর্ড ও মাউস তারহীন প্রযুক্তির হওয়ায় পিসি বা ল্যাপটপে সংযুক্ত করা একেবারেই ঝামেলামুক্ত। কিবোর্ডের প্রতিটি কি বেশ মসৃণ ও জড়তাহীন। এর ১২টি ফাংশন কি’র মাধ্যমে ওয়েব ভিজিট ও মেইল চেক ছাড়াও পিসি নিয়ন্ত্রণ এবং মাল্টিমিডিয়ার কাজ করা যায়। আর মাউসটি সহজেই হাতের তালুতে পুরে ১০ মিটার জায়গার মধ্যে ইচ্ছেমতো ব্যবহার করা যায়। মাত্র এক ইঞ্চির মধ্যে ১ হাজার ডট শনাক্ত করতে সক্ষম। কিবোর্ডে তিন বছর ও মাউসে ১৮ মাস পর্যন্ত সেবা রয়েছে। দাম ৩ হাজার ৩০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩৩৪১৬৫
ইন্টেল সিকিউরিটি অনলাইন ক্যুইজ প্রতিযোগিতা
দেশে ইন্টেল সিকিউরিটি ম্যাকাফির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর কমপিউটার ভিলেজের উদ্যোগে আয়োজন করা হয়েছে অনলাইন ক্যুইজ প্রতিযোগিতা। আগ্রহীরা www.village-bd. com/quiz অথবা www.facebook.com/ computer.village.bd লগইন করে এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন। ১০টি ক্যুইজের মধ্যে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী পাবেন একটি আসুস ট্যাব। ক্যুইজ প্রতিযোগিতা ৫ মে ১২টা ১ মিনিট শুরু হয়ে ৬ জুন ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। একটি ই-মেইল আইডি থেকে একবার এই প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে।
ইন্টেল কর্পোরেশন বাংলাদেশের বাজারে তাদের সিকিউরিটি পণ্য ইন্টেল সিকিউরিটি ম্যাকাফি বাজারজাত করার জন্য কমপিউটার ভিলেজকে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ দিয়েছে। প্রথমাবস্থায় এমআইএস-১ নামে এক বছর ও এমআইএস-৩ নামে তিন বছর সময়সীমার মেয়াদে দুটি পণ্য বর্তমানে ২৬ শতাংশ মূল্যছাড়ে যথাক্রমে ৭৪০ ও ১৪৮০ টাকায় পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৬২৫৯৯৯৬৬৬
এডেটা পিটি১০০ মডেলের পাওয়ার ব্যাংক
দেশে এডেটা ব্র্যান্ডের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড এনেছে পিটি১০০ মডেলের নতুন পাওয়ার ব্যাংক ডিভাইস। এটির রয়েছে দুটি ইউএসবি পোর্ট, যা একই সাথে স্মার্টফোন ও ট্যাবলেটের দ্রুততার সাথে পাওয়ার রিচার্জ করতে পারে। মাত্র ২৮৫ গ্রাম ওজনের ডিভাইসটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশলাইট ও ২০ সেকেন্ডের স্মার্ট এনার্জি সঞ্চয়ের ক্ষমতা। ১০ হাজার এমএএইচ ধারণক্ষমতার এই পাওয়ার ব্যাংকের দাম ১ হাজার ৬০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯০৪
রেডহ্যাট লিনআক্স-৭ কোর্সে ভর্তি
রেডহ্যাট লিনআক্সের বেস্ট ট্রেনিং ও এক্সাম পার্টনার আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্স-৭ কোর্সে ভর্তি চলছে। ১০৪ ঘণ্টার এই কোর্সে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক ও সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং সার্ভার কনফিগারেশন প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
আসুসের ইটি২০৩০আইইউটি পিসি
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে মাল্টিটাচ ক্ষমতাসম্পন্ন ১৯.৫ ইঞ্চি পর্দার আসুস অল-ইন-ওয়ান গ্রুপের ইটি২০৩০আইইউটি মডেলের নতুন পিসি। এটি ফ্রি-ডস অপারেটিং সিস্টেমের মাধ্যমে জি-৩২৪০টি প্রসেসরে পরিচালিত ২.৭০ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন। এতে ব্যবহার হয়েছে ৪ জিবি র্যা ম, ৫০০ জিবি সাটা স্টোরেজ, বিল্ট-ইন-সাউন্ড কার্ড ও দুই পোর্টে সংযুক্ত দুটি করে ইউএসবি পোর্ট। দুই কেজি ওজনের এই পিসিতে রয়েছে ৯০ ওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার অ্যাডাপ্টার, ইউএসবি কিবোর্ড, মাউস, পাওয়ার কার্ড, ক্যুইক স্টার্ট গাইডসহ বিভিন্ন ফিচার। দাম ৪৮ হাজার টাকা। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫৩৫
জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে মে সেশনে ভর্তি চলছে। এই কোর্স শুক্র ও শনিবার ৫৫ ঘণ্টার। প্রশিক্ষণে ওরাকল কর্তৃক অরিজিনাল স্টাডি মেটেরিয়াল, অনলাইন পরীক্ষার ডিসকাউন্ট ভাউচার ও কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ট্রান্সসেন্ডের ফ্ল্যাশ কার্ড বাজারে
দেশে ট্রান্সসেন্ডের পরিবেশক ইউসিসি বাজারজাত করছে উচ্চ ক্ষমতার মেমরি কার্ড। বর্তমানে চার ধরনের এসডি কার্ড সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে ক্লাস৪ দেবে সর্বোচ্চ ২০ এমবি/সে. রিড স্পিড ও ৫ এমবি/সে. রাইট স্পিড। যেকোনো ক্যামেরায় এটি ব্যবহার করা যাবে। যেসব ব্যবহারকারী এরচেয়ে বেশি স্পিড চান, তাদের জন্য রয়েছে ক্লাস ১০-এর এসডি কার্ড। এই কার্ডগুলো হাই স্পিড ও স্টোরেজের পাশাপাশি ৪কে আল্ট্রা এইচডি কোয়ালিটি ভিডিও সাপোর্টের নিশ্চয়তা দেবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭
এমএসআই জিটিএক্স ৯ গ্রাফিক্স কার্ড
দেশে এমএসআইয়ের পরিবেশক ইউসিসি বাজারজাত করছে এমএসআইয়ের জিটিএক্স ৯ সিরিজের গ্রাফিক্সকার্ড জিটিএক্স ৯৬০, জিটিএক্স ৯৭০, জিটিএক্স ৯৮০। এই সিরিজের নতুন ফোরজি সংস্করণ, যা জিডিডিআরএস মেমরিতে তৈরি। এই সিরিজের টুইন ফ্রোজ ভি সিস্টেমের ফ্যান আকারে ছোট অথচ মজবুত ও শব্দহীন, সাথে কম গরম হওয়ার নিশ্চয়তা। গ্রাহকের চাহিদামতো ২ জিবি ডিডিআর৫ ও ৪ জিবি ডিডিআর৫ মেমরির গ্রাফিক্স কার্ড পাওয়া যাবে। এই কার্ডগুলোর বেস ক্লক ১১২৭ থেকে ১৩০৪ মেগাহার্টজ পর্যন্ত বুস্ট করা যায়। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
আসুসের ইটি১৬২০আইইউটিটি পিসি
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে মাল্টিটাচ ক্ষমতাসম্পন্ন ১৫.৬ ইঞ্চি পর্দার আসুস অল-ইন-ওয়ান গ্রুপের ইটি১৬২০আইইউটিটি মডেলের পিসি। এটি ফ্রি-ডস অপারেটিং সিস্টেমের মাধ্যমে ১১৯০০ প্রসেসরে পরিচালিত ২ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন। এতে ব্যবহার হয়েছে ৪ জিবি র্যা ম, ৩ জিবি স্টোরেজ, বিল্ট-ইন-সাউন্ড কার্ড ও দুই পোর্টে সংযুক্ত দুটি করে ইউএসবি পোর্ট। দুই কেজি ওজনের এই পিসিতে রয়েছে ৪০ ওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার অ্যাডাপ্টার, ইউএসবি কিবোর্ড, মাউস, পাওয়ার কার্ড, ক্যুইক স্টার্ট গাইডসহ বিভিন্ন ফিচার। দাম ৩৪ হাজার ৫০০ টাকা। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫৩৫
ট্রান্সসেন্ডের ফ্ল্যাশ কার্ড বাজারে
দেশে ট্রান্সসেন্ডের পরিবেশক ইউসিসি বাজারজাত করছে উচ্চ ক্ষমতার মেমরি কার্ড। বর্তমানে চার ধরনের এসডি কার্ড সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে ক্লাস৪ দেবে সর্বোচ্চ ২০ এমবি/সে. রিড স্পিড ও ৫ এমবি/সে. রাইট স্পিড। যেকোনো ক্যামেরায় এটি ব্যবহার করা যাবে। যেসব ব্যবহারকারী এরচেয়ে বেশি স্পিড চান, তাদের জন্য রয়েছে ক্লাস ১০-এর এসডি কার্ড। এই কার্ডগুলো হাই স্পিড ও স্টোরেজের পাশাপাশি ৪কে আল্ট্রা এইচডি কোয়ালিটি ভিডিও সাপোর্টের নিশ্চয়তা দেবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭
লেনোভোর ইয়োগো ২-১৩ কনভার্টেবল ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ‘লেনোভো’ ব্র্যান্ডের ইয়োগো ২-১৩ মডেলের নতুন কনভার্টেবল ল্যাপটপ। এটি ৮.১ অপারেটিং সিস্টেম প্লাটফর্মের কোরআই৭-৪৫১০ইউ প্রসেসরে পরিচালিত সর্বোচ্চ ৩.১০ গিগাহার্টজসম্পন্ন ট্যাবলেট পিসি। ৮ জিবি র্যা্ম ও ব্যাকলিট কিবোর্ড মাল্টিটাচ ক্ষমতাসম্পন্ন ১৩.৩ ইঞ্চির এই ট্যাবলেট পিসি চারটি বিশেষ মোডে ব্যবহার করা যায়। এটি ৩৬০ ডিগ্রি কোণে ঘুরিয়ে ব্যবহারকারীরা ইচ্ছেমতো ব্যবহার করতে পারেন। দাম ৯৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
আসুস কে৫৫৫এলএ-৪২১০ইউ ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর সমৃদ্ধ ও ১.৭০ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন আসুসের কে৫৫৫এলএ-৪২১০ইউ মডেলের নতুন ল্যাপটপ। এতে রয়েছে ৪ জিবি র্যািম, ১০০০ জিবি স্টোরেজ, ১৫.৬ ইঞ্চি পর্দা, ওয়েব ক্যামেরা ও সুপার মাল্টিডিভিডি অপটিক্যাল ড্রাইভ। রয়েছে থ্রি-ইন-ওয়ান কার্ড রিডার সিস্টেম ও দুটি ইউএসবি পোর্ট। এতে ব্যবহার হয়েছে পলিমার ব্যাটারি, চিকলেট কিবোর্ড ও এইচডি ৪৪০০ ভিডিও গ্রাফিক্স। দাম ৪৮ হাজার ৮০০ টাকা । যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
আসুস কে৫৫৫এলএ-৪২১০ইউ ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর সমৃদ্ধ ও ১.৭০ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন আসুসের কে৫৫৫এলএ-৪২১০ইউ মডেলের নতুন ল্যাপটপ। এতে রয়েছে ৪ জিবি র্যািম, ১০০০ জিবি স্টোরেজ, ১৫.৬ ইঞ্চি পর্দা, ওয়েব ক্যামেরা ও সুপার মাল্টিডিভিডি অপটিক্যাল ড্রাইভ। রয়েছে থ্রি-ইন-ওয়ান কার্ড রিডার সিস্টেম ও দুটি ইউএসবি পোর্ট। এতে ব্যবহার হয়েছে পলিমার ব্যাটারি, চিকলেট কিবোর্ড ও এইচডি ৪৪০০ ভিডিও গ্রাফিক্স। দাম ৪৮ হাজার ৮০০ টাকা । যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
ইয়ালিংক আইপি ফোনসেট বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে ইয়ালিংক ব্র্যান্ডের টি২১পিই২ মডেলের আইপি ফোনসেট। এতে রয়েছে এইচডি ভয়েস, ১৩২ বাই ৬৪ পিক্সেল গ্রাফিক্যাল এলসিডি ডিসপ্লে, পিওই সাপোর্ট, হেডসেট সাপোর্ট ও ওয়াল মাউন্ট করার সুবিধা। এই মডেলের আইপি ফোনসেটে একই সাথে দুটি আইপি নাম্বার সেট করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৫ হাজার ২০০ টাকা। যোগাযোগ : ০১৭৭৭৭৩৪২২৯
ভিউসনিক ভিএক্স২২০৯ মনিটর বাজারে
ভিউসনিকের নতুন মডেল ভিএক্স২২০৯ ২২ ইঞ্চি এলইডি মনিটর বাজারজাত করছে ইউসিসি। এলইডি ব্যাক লাইট সংবলিত ওয়াইড স্কিন এই মনিটরে পাবেন ফুল এইচডি ১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশনের পরিষ্কার ছবি। এই মনিটরের কন্ট্রাস্ট রেশিও ২০০০০০০০:১ ও রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড। এর হরাইজন্টাল ও ভার্টিকল ভিউ যথাক্রমে ১৭০ ডিগ্রি ও ১৬০ ডিগ্রি অ্যাঙ্গেল। এটি ইসিও মোড সংবলিত মনিটর, যা বিদ্যুতের অপচয় রোধ করবে এবং আছে ডিভিআই ও ভিজিএ ইনপুট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
স্যামসাং এসএল-এম২০২০/ডবিস্নউ প্রিন্টার বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে স্যামসাং এসএল-এম২০২০/ডবিস্নউ মডেলের ওয়াইফাই প্রিন্টার। ২০ পিপিএম স্পিডসম্পন্ন এই প্রিন্টারে রয়েছে ১২০০ বাই ১২০০ ডিপিআই, ৬৪ মেগাবাইট র্যাাম, ৪০০ মেগাহার্টজ প্রসেসর ও ওয়ান টাচস্ক্রিন প্রিন্ট বাটন অপশন। প্রিন্টারটি দিয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৯ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৭৭৭৩৪২৩২
বাজারে লজিটেকের নতুন মাউস
লজিটেক অ্যাডভান্সড অপটিক্যাল ট্র্যাকিং প্রযুক্তির তারহীন মাউস দেশের বাজারে এনেছে কমপিউটার সোর্স। এম২৩৫ মডেলের মাউসটিতে রয়েছে ২.৪ গিগাহার্টজ ওয়্যারলেস কানেক্টিভিটি এবং এর প্রতি ইঞ্চির ডট-ঘনত্ব ১০০ ডিপিআই। পিসি বা ল্যাপটপের সাথে সংযুক্তির জন্য রয়েছে ন্যানো রিসিভার। রিসিভারটি যেন হারিয়ে না যায়, সেজন্য এটি রাখার জন্য মাউসটির পেছনে রয়েছে বিশেষ ব্যবস্থা এবং অলস সময়ে ব্যাটারির শক্তি অপচয় রোধে আছে অন-অফ সুইচ ও সিস্নপিং মুড। মাউসটির ব্যাটারি লাইফ এক বছর। ১২ মাসের রিপ্লেসমেন্ট সুবিধার মাউসটির দাম ১ হাজার ৭০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০২২৪১৬৫
এএসপি ডটনেট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সফটওয়্যার ডেভেলপমেন্টে এএসপি ডটনেট ইউজিং সি# কোর্সে ভর্তি চলছে। কোর্সটিতে এজেএএক্স, জেকুয়েরি, এনটিটি ফ্রেমওয়ার্ক, ক্রিস্টাল রিপোর্ট ও এসকিউএল সার্ভার প্রজেক্টসহ প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
স্যামসাং এসএল-এম২০২০/ডবিস্নউ প্রিন্টার বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে স্যামসাং এসএল-এম২০২০/ডবিস্নউ মডেলের ওয়াইফাই প্রিন্টার। ২০ পিপিএম স্পিডসম্পন্ন এই প্রিন্টারে রয়েছে ১২০০ বাই ১২০০ ডিপিআই, ৬৪ মেগাবাইট র্যাএম, ৪০০ মেগাহার্টজ প্রসেসর ও ওয়ান টাচস্ক্রিন প্রিন্ট বাটন অপশন। প্রিন্টারটি দিয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৯ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৭৭৭৩৪২৩২
বাজারে লজিটেকের নতুন মাউস
লজিটেক অ্যাডভান্সড অপটিক্যাল ট্র্যাকিং প্রযুক্তির তারহীন মাউস দেশের বাজারে এনেছে কমপিউটার সোর্স। এম২৩৫ মডেলের মাউসটিতে রয়েছে ২.৪ গিগাহার্টজ ওয়্যারলেস কানেক্টিভিটি এবং এর প্রতি ইঞ্চির ডট-ঘনত্ব ১০০ ডিপিআই। পিসি বা ল্যাপটপের সাথে সংযুক্তির জন্য রয়েছে ন্যানো রিসিভার। রিসিভারটি যেন হারিয়ে না যায়, সেজন্য এটি রাখার জন্য মাউসটির পেছনে রয়েছে বিশেষ ব্যবস্থা এবং অলস সময়ে ব্যাটারির শক্তি অপচয় রোধে আছে অন-অফ সুইচ ও সিস্নপিং মুড। মাউসটির ব্যাটারি লাইফ এক বছর। ১২ মাসের রিপ্লেসমেন্ট সুবিধার মাউসটির দাম ১ হাজার ৭০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০২২৪১৬৫
রেডহ্যাট এন্টারপ্রাইজ ক্লাস্টারিং ট্রেনিং
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট এন্টারপ্রাইজ ক্লাস্টারিং অ্যান্ড স্টোরেজ ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। মে মাসে চারটি ব্যাচ অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
সাবেরটুথ জেড৯৭ মার্ক এস মাদারবোর্ড
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের সাবেরটুথ জেড৯৭ মার্ক এস নতুন মাদারবোর্ড। এতে রয়েছে ইন্টেল জেড৯৭ চিপসেট, যা ইন্টেল ১১৫০ সকেটের আসন্ন পঞ্চম প্রজন্ম ও বর্তমানে বিদ্যমান চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৭/৫/৩, পেন্টিয়াম, সেলেরন প্রভৃতি প্রসেসর সমর্থন করে। এই মাদারবোর্ডটিতে মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ডের কম্পোনেন্ট ব্যবহার হয়েছে। এটি থার্মাল ও স্ট্যাবিলিটি টেস্ট দিয়ে পরীক্ষিত। দাম ২৯ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩৮
সুদমুক্ত ছয় মাসের কিসিত্মতে ফুজিৎসু ল্যাপটপ
দেশে সুদমুক্ত ছয় মাসের কিসিত্মতে জাপানি অরিজিন ফুজিৎসু ল্যাপটপ কেনার সুবিধা চালু করল কমপিউটার সোর্স। মোট ১২টি নির্দিষ্ট মডেলের লাইফবুক থেকে পছন্দের লাইফবুকটি বেছে নিতে পারবেন ক্রেতা। এসসিবি, অ্যামেক্স, ব্র্যাক, ইবিএল, ডাচ-বাংলা ও ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ডের মাধ্যমে এই কিসিত্ম সুবিধায় দাম পরিশোধ করা যাবে। এর মধ্যে সর্বনিমণ ৭ হাজার ৬৬৭ টাকা মাসিক কিসিত্মতে কেনা যাবে ফুজিৎসু এএইচ৫৪৪ লাইফবুক। আগামী ১৫ মে পর্যন্ত এই বিশেষ কিসিত্ম সুবিধা উপভোগ করা যাবে। কমপিউটার সোর্সের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক ফ্যানপেজ ছাড়াও অফিস চলাকালে ০১৭৩০৩৪১৫১৫ নম্বরে ফোন করে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আগ্রহীরা
এমএসআই ৯৭০ গেমিং মাদারবোর্ড
ইউসিসি বাজারে এনেছে এএমডি চিপসেটের গেমিং মাদারবোর্ড এমএসআই ৯৭০। এই মাদারবোর্ডটি ২১৩০ বিইউএস (ওসি) পর্যন্ত সাপোর্ট দেবে। সাথে আছে ইউএসবি ৩.০ ও সাটা ৬ জিবি/সে. পোর্ট। অডিও বুস্ট২ টেকনোলজি দেবে ট্রু কোয়ালিটি সাউন্ড। এই মাদারবোর্ডটি কিলার ই২২০০ ভার্সন অনলাইন গেমারদেও দেবে ইন্টিলিজেন্ট নেটওয়ার্কিং প্লাটফর্ম। এর আছে মিলিটারি ক্লাস ৪ কম্পোনেন্ট। এছাড়া আছে ক্লিক বায়োস ৪, ২ ওয়ে এসএলআই, ক্রসফায়ার সাপোর্টেড ও গোল্ড প্লেটেড গেমিং ডিভাইস পোর্ট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭
সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে ইসি কাউন্সিল সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ) সার্টিফিকেশন কোর্সে শুক্রবারের ব্যাচে ভর্তি চলছে। ৪০ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ ও সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে ইসি কাউন্সিল কর্তৃক কোর্স সমাপ্তি সার্টিফিকেট দেয়া হবে। এ ছাড়া সার্টিফিকেশন পরীক্ষার জন্য শতকরা ১০০ ভাগ ফ্রি ভাউচার দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ওরাকল ১১জি : ডিবিএ পারফরম্যান্স টিউনিং প্রশিক্ষণ
ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত পার্টনার আইবিসিএস-প্রাইমেক্সে ওরাকল ১১জি : ডিবিএ পারফরম্যান্স টিউনিং কোর্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রশিক্ষক থাকবেন ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত শিক্ষক। মে মাসে ওরাকল ১১জি : ডিবিএ, আরএসি ট্রেনিং অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭