• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সময়সাশ্রয়ী কিছু ডাউনলোড ইউটিলিটি
লেখক পরিচিতি
লেখকের নাম: লুৎফুন্নেছা রহমান
মোট লেখা:১৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৫ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
সফটওয়্যার
তথ্যসূত্র:
সফটওয়্যার
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সময়সাশ্রয়ী কিছু ডাউনলোড ইউটিলিটি
আমাদের প্রতিদিনের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রতিদিনই ইন্টারনেটে যুক্ত হচ্ছে নিত্য-নতুন সফটওয়্যার, অ্যাপ- যা আমাদেরকে ডাউনলোড করে ইনস্টল করতে হয় ব্যবহার করার জন্য। দ্রুতগতির ইন্টারনেট সংযোগের এ যুগে সঠিক অ্যাপ ডাউনলোড প্রসেসের সময় ক্রমান্বয়ে কমে আসছে। আগে আমরা ডাউনলোড ম্যানেজারের সুবিধা নিতে করতাম, যা ধীরগতির সমস্যার সমাধান হিসেবে গণ্য করা হতো। কেননা, এখন তেমন কোনো সময় ব্যয় না করেই খুব সহজেই করতে পারবেন আপনার কমপিউটারে মাল্টিপল ডাউনলোড। যেহেতু এখন গতি নিয়ে তেমন কোনো সমস্যা নেই, তাই অনেকেই মনে করেন, ডাউনলোড ইউটিলিটির আদৌও দরকার আছে কি না? অবশ্য ডাউনলোডের ভলিউমের কথা বিবেচনা করে আমাদেরকে ডাউনলোড ইউটিলিটি ব্যবহার করতে হয়। কিছু কিছু অ্যাপ তৈরি হয়েছে, যা আমাদেরকে সহায়তা করতে পারে দ্রুতগতিতে ব্যাপক ভলিউমের সফটওয়্যার, অ্যাপ ডাউনলোড করতে, যাতে ডাটা হারিয়ে না যায় বা করাপ্ট না করে অথবা হাতের নাগালের বাইরে চলে না যায়।
তবে ইদানীং খুবই দ্রুতগতির নেটওয়ার্ক এবং মাল্টিপল প্লাটফরম ম্যানেজ করতে কোন টুলটি সেরা তা অনেক ব্যবহারকারীই সঠিকভাবে নির্ধারণ করতে পারেন না। সঠিক ডাউনলোড ইউটিলিটি বেছে নেয়ার ক্ষেত্রে সহায়তা করতে ব্যবহারকরীদের উদ্দেশে কয়েকটি সেরা ডাউনলোড ইউটিলিটি তুলে ধরা হয়েছে, যা আমাদের প্রতিদিনের ডাউনলোডের কাজ ঝামেলামুক্তভাবে সম্পন্ন করতে পারে। এবার দেখে নেয়া যাক, এসব টুলের মধ্যে কোনটি আপনার বর্তমান লাইনআপ নেটওয়ার্কিং টুলে যুক্ত করতে হবে।
০১. ইউগেট
ইউগেট (uGet) নামের ডাউনলোড ইউটিলিটিটি হলো একটি ওপেনসোর্স মাল্টি-প্লাটফরম (উইন্ডোজ, লিনআক্স, বিএস, অ্যান্ড্রয়িড) ডাউনলোড ম্যানেজার। ইউগেট ডাউনলোড ম্যানেজারের রয়েছে সারিবদ্ধ ডাউনলোডের ক্ষমতা, হ্যান্ডেল করতে পারে মাল্টি-কানেকশন। এছাড়া রয়েছে আরও কিছু উল্লেখযোগ্য ফিচার। এগুলোর মধ্যে কয়েকটি হলো- ব্যাচ ডাউনলোড, গতিসীমা সীমিত করা, পজ/রিজিউম, মাল্টি-মিরর এবং নির্দিষ্ট করে গ্লোবাল ডিফল্টসহ প্রচুর ফিচার। যেহেতু ব্যবহারকারীরা মাল্টিপল স্ট্রিম ডাউনলোড করতে পারেন, আপনার চাহিদার সব আইএসও ইমেজ খুব সহজে অপ্রত্যাশিত বাধার মুখে পড়ে, যেখানে মাল্টিপল ব্রাউজার ট্যাব এক সাথে ওপেন করে কাজ করতে হয় না।
ইউগেটের অন্যতম এক পছন্দনীয় ফিচার হলো ডাউনলোড ক্যাটাগরি তৈরি করার সক্ষমতা। একটি ক্যাটাগরির মাধ্যমে আপনি কিছু কনফিগারেশন অপশন সেট করতে পারবেন। সুতরাং, আপনাকে সবসময় আইএসও ইমেজ, মিউজিক, ভিডিও বা ডকুমেন্টের জন্য একটি নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করতে হবে না। ক্যাটাগরির জন্য ইউজার নেম, পাসওয়ার্ড সেট করতে হয়। অফচান্সে রেগুলার ডাউনলোডের জন্য অথেন্টিকেশনের দরকার হয়।
০২. ক্রনো ডাউনলোড ম্যানেজার
ক্রনো ডাউনলোড ম্যানেজার ক্রোম ব্রাউজারের জন্য এক সহায়ক এবং সহজ ব্যবহারযোগ্য এক্সটেনশন। এটি ক্রোম কনটেক্সট মেনু এবং টুলবারে দারুণভাবে ইন্টিগ্রেটেড। কনটেক্সট মেনু ইন্টিগ্রেশনের মাধমে আপনি দ্রুতগতিতে ডাউনলোডকে ক্রনোতে যুক্ত করতে পারবেন, যেখানে ডাউনলোডের নাম দিতে পারবেন, কিউয়ের শীর্ষে পাঠাতে পারবেন, যুক্ত করতে পারবেন রিমার্ক এবং এমনকি পজ অবস্থায় ডাউনলোড স্টার্ট করতে পারবেন। ক্রনো ডাউনলোডে আরও যুক্ত করা হয়েছে হাইড করা যোগ্য একটি সাইডবার, যা আপনার ডাউনলোডের জন্য নিশ্চল বা স্ট্যাটিক।
ক্রনো ডাউনলোড ইনস্টল করার পর এটি ক্রোমের জন্য হয়ে ওঠে এক ডিফল্ট ডাউনলোড ম্যানেজার। অন্য যেকোনো ভালো ক্রোম এক্সটেনশনের মতো ক্রনো ডাউনলোড ম্যানেজার সব প্লাটফরমে কাজ করতে পারে, যা ক্রোম সাপোর্ট করে।
০৩. অ্যাডভান্সড ডাউনলোড ম্যানেজার
বর্তমানে অন্যতম জনপ্রিয় ও সেরা ডাউনলোড ম্যানেজার হলো ‘অ্যাডভান্সড ডাউনলোড ম্যানেজার’ নামের এক টুল, যা অ্যান্ড্রয়িড মোবাইল প্লাটফরমের উপযোগী। এ ধরনের বিশেষ অ্যাপ দিয়ে আপনি একসাথে ডাউনলোড করতে পারবেন মাল্টিপল ফাইল। ফাইল ডাউনলোড হয় ব্যাকগ্রাউন্ডে। কোনো কারণে ডাউনলোড ফেইল্যুর হলেও তা আবার শুরু হয় স্বয়ংক্রিয়ভাবে। স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের ফাইল, একটি টেক্সট ফাইল থেকে গুরুত্বপূর্ণ লিঙ্কসহ অনেক কিছু বিভিন্ন ফোল্ডারে সেভ হয়। টেক্সট ফাইল থেকে ডাউনলোডের লিস্ট ইম্পোর্ট করা ছাড়াও ফাইল ডাউনলোড করার জন্য এন্টার করতে পারেন একটি সিঙ্গেল ইউআরএল। আপনার ফাইল কোথায় ডাউনলোড হবে তাও নির্দিষ্ট করে দিতে পারেন। বাই ডিফল্ট এগুলো অবস্থান করে /storage/emulated/0/ADM লোকেশনে। Settings Downloads সেকশনে আপনি থ্রেড সংখ্যা উল্লেখ করে দিতে পারেন, যা এএমডি প্রসেসর ব্যবহার করতে পারে। একইভাবে উল্লেখ করে দিতে পারেন ডাউনলোড স্পিড এবং একটি থ্রেডের ন্যূনতম সাইজ।
০৪. ডাউন দেম অল
ডাউন দেম অল (DownThemAll) নামের টুলটি হলো ফায়ারফক্সের একটি এক্সটেনশন, যা আপনাকে একটি সিঙ্গেল ফাইল অথবা ওয়েবপেজের মধ্যে বিদ্যমান সব লিঙ্ক এবং ইমেজ ডাউনলোড করতে সহায়তা করে। ওয়েবপেজে সাধারণত ডান ক্লিক করে আপনি ওপেন করতে পারবেন dTa উইন্ডো ওই পেজের জন্য এবং যা ডাউনলোড করতে চান তা সিলেক্ট করতে পারবেন। এই সহায়ক ফিচার দিয়ে আপনি একটি সাইট ভিজিট করতে পারবেন, যেখানে আপনার দরকার ব্যাচ ডাউনলোড করা। এজন্য পেজে ডান ক্লিক করে dTa ম্যানেজার ওপেন করুন। এরপর সবগুলো আইটেম সিলেক্ট করুন, যেগুলো আপনি ডাউনলোড করতে চাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি সেগুলো আপনার লোকাল স্টোরেজে পাবেন। এখানে আপনি পাবেন dTa 1-Click অপশন। একটি পেজে ডান ক্লিক করুন এবং dTa OneClick অপশন সিলেক্ট করুন। এর ফলে পেজের সবকিছু ডাউনলোড হবে।
‘ডাউন দেম অল’ টুলের একটি বিষয়ে সতর্ক থাকতে হবে যে, আপনি dTa Preferences উইন্ডো থেকে বা মধ্যে ডিফল্ট ডাউনলোড ডিরেক্টরি সেট করতে পারবেন না। এটি ফায়ারফক্স সেটিংয়ে ডিফল্ট। তবে যাই হোক, dTa সিলেকশন উইন্ডো থেকে বা মধ্যে ডান ক্লিক করে DownThemAll সিলেক্ট করুন। আপনি একটি ডিরেক্টরি সেট করতে পারেন, যা কাজ করে 1-Click ডিফল্ট হিসেবে dTa এবং 1-Click উভয়ের জন্য। প্রি-ডাউনলোডের ভিত্তিতে আপনি লোকেশন পরিবর্তন করতে পারবেন, তবে শুধু dTa সিলেকশন উইন্ডোর মাধ্যমে। বিশেষজ্ঞেরা পরামর্শ দিয়ে থাকেন এভাবে কাজ করতে, যাতে ডিফল্ট ডাউনলোড ডিরেক্টরিতে প্রচুর পরিমাণে অনাকাঙিক্ষত ক্লাটার না থাকে। সব প্লাটফরমে কাজ করে এবং সাপোর্ট করে ফায়ারফক্স।
০৫. ফ্ল্যাশগেট
ফ্ল্যাশগেট নামের টুলটি উইন্ডোজের একমাত্র ডাউনলোড ম্যানেজার টুল। ডাউনলোড ম্যানেজার ধরনের টুলগুলোর যেসব জনপ্রিয় ফিচার অফার করে, তার প্রায় সবই অফার করে ফ্ল্যাশগেট নামের টুলটি। ফ্ল্যাশগেট ডাউনলোড ম্যানেজার দিয়ে আপনি স্প্রিট করতে পারবেন। এই টুলটি ডাউনলোডের জন্য যতটুকু সম্ভব কম সিস্টেম রিসোর্স ব্যবহার করে ডাউনলোডের গতি বাড়িয়ে দেয়, হ্যান্ডেল করে স্ট্যান্ডাড ডাউনলোড এবং টরেন্ট ডাউনলোড, সেটআপ করে ক্যাটাগরি এবং স্বয়ংক্রিয়ভাবে ভাইরাস প্রটেকশনকে ডেকে আনে ডাউনলোড শুরু করার আগে চেক করার জন্য।
অন্যতম এক জনপ্রিয় ফ্ল্যাশগেট ফিচার হলো উইন্ডোজ ক্লিপবোর্ডের সাথে এর ইন্টিগ্রেশন। যখনই আপনি ব্রাউজার থেকে একটি লিঙ্ক কপি করবেন, তখনই ফ্ল্যাশগেট ওপেন হবে, যাতে আপনি ডাউনলোড শুরু করতে পারেন ওই নির্দিষ্ট ফাইলটি। বিস্ময়করভাবে কিছুটা সেকেলে ধরনের হলেও ব্যবহারকারীরা এটি বেছে নেন অনেক সময়। যদি আপনি সহজ ব্যবহারযোগ্য টুল খোঁজ করেন, যা আপনার ডাউনলোড ম্যানেজমেন্টকে আরও অনেক বেশি দক্ষ করে তোলে, যদি আপনি ডাউনলোড স্পিডকে বাড়াতে চান, তাহলে ব্যাচ ডাউনলোড এ কাজটি সহজতর করে দেবে অথবা ব্রাউজারে ডাউনেলোড ইন্টিগ্রেশন আরও বেশি ভালো হবে।
উপরে উল্লিখিত পাঁচটি ডাউনলোড ম্যানেজারের মধ্যে যেকোনো একটি ব্যবহার করতে পারেন আপনার ডাউনলোডিং কার্যক্রমকে অধিকতর দ্রুততর ও দক্ষ করতে
ফিডব্যাক : mahmood_sw@yahoo.com

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৫ - ডিসেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস