লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
সফটওয়্যারের কারুকাজ
পিসির স্টোরেজ স্পেস অ্যানালাইজ করা
উইন্ডোজ ১০ এর আগে ব্যবহারকারীরা যদি সিস্টেমের ফাইল এবং ড্রাইভারের লেআউট যথাযথভাবে জানতে চান, তাহলে ব্যবহারকারীদেরেকে থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। উইন্ডোজ ১০ এর সাথে একটি বিল্ট-ইনটুল রয়েছে। উইন্ডোজ ১০ এ পিসির স্টোরেজ স্পেস অ্যানালাইজ করার জন্য টাস্ক বারে সার্চ বক্সে storage টাইপ করে বেছে নিন Storage সেটিং অপশন। এরফলে আপনি দেখতে পারবেন ঠিক কোন ধরনের ফাইল আপনার হার্ড ডিস্কের স্পেস ব্যবহার করছে যেমন, মিউজিক বা ভিডিও ইত্যাদী।
রিসাইকেল বিনকে স্টার্ট মেনুতে রাখা
উইন্ডোজ ১০ এ সম্ভবত বেশিরভাগ নতুন ফিচারখুব বেশি হৃদয়-গ্রাহী নয় যদিও অনেক ব্যবহারকারী এই ওএস-কে অনেক সহায়ক মনে করেন। আপনি প্রথমবারের মতো রিসাইকেল বিন শর্টকাটকে স্টার্ট মেনুতে পিন করতে পারবেন। লক্ষণীয়, উইন্ডোজ ৮ এ স্টার্ট মেনু ছিল না। টাস্ক বার থেকে রিসাইলে বিন সার্চ করুন। এ জন্য আবির্ভূত হওয়া লিঙ্কে ডান ক্লিক করুন এবং Pin to Start অপশন বেছে নিন। একই কাজ আপনি ফাইল এক্সপেস্নারার থেকেও করতে পারবেন।
একটি নতুন ভার্চুয়াল ডেস্কটপ যুক্ত করা
দীর্ঘদিন ধরে ভার্চুয়াল ডেস্কটপ উইন্ডোজে তাদের পথ তৈরি করে নিয়েছে। সুতরাং সব অভিজ্ঞ ব্যবহারকারীরামাল্টিপল স্ক্রিন জুড়ে তাদের অ্যাপকে বিসত্মৃত করতে পারে, এÿÿত্রে টাস্কবার এবং ডেস্কটপ শর্টকাট সার্বিকভাবে একই থাকে। এবার টাস্কবারে Task View বাটনে ক্লিক করুন বাউইন্ডোজ কী+ট্যাব প্রেস করুন আপনার ডেস্কটপের ওভারভিউ আনার জন্য। এবার নতুন একটি যুক্ত করুন বা বিদ্যমান একটি অপসরণ করুন।
একটি ডেডিকেটেড ট্যাবল মোডে সুইচ করা
উইন্ডোজ ৮ চেষ্টা করছে একটি সম্পূর্ণ অসফল একক ট্যাবলেট মোড এবং একটি ডেস্কটপ মোডে পরিণত হওয়ার। তবে নতুন উইন্ডোজ ১০ ইন্টাফেসে সবকিছু থাকে সুশৃঙ্খলভাবে।আগে উল্লেখ করা অ্যাকশন সেন্টার ওপেন করুন ম্যানুয়লি ট্যাবলেট মোডে সুইচ করার জন্য বা এ অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য। তবে আপনি হয়তো আরো সঙ্কুচিতট্যাবলেট মোড ব্যবহার করতে পারেন। এমন কি মাউস এবং কীবোড যুক্ত থাকলেও। সবকিছু
পাসওয়ার্ডের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা
এটি উইন্ডোজ হ্যালো বায়োমেট্রিক পস্নাটফরমের একটি অংশ। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম যুক্ত কমপিউটার তৈরির মডেলের ওপর ভিত্তি করে আপনি এ ফিচারটি ব্যবহার করতে পারেন বা নাও করতেপারেন। একইভাবে এটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সিং, ফেস রিকগনিশন এবং আইরিশ স্ক্যানিংসাপোর্ট করে। সুতরাং কমপিউটার প্রস্ত্ততকারক যদি তাদের সিস্টেমে এ ধরনের কিট তৈরির উদ্যোগ গ্রহণ করে তাহলে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম এটি সাপোর্ট করবে।
জালাল আহমেদ
ব্যংঙ্ক কলোনী, সাভার
উইন্ডোজ ১০ এ স্টার্ট মেনু কস্টোমাইজ করা
উইন্ডোজ ১০ এ স্টার্ট মেনুকে নিজের মতো করে কাস্টোমাইজ করা যায়। যদি আপনি গতানুগতিক ইন্টারফেসকে লাইভ টাইল দিয়ে বেস্নন্ড করা পছন্দ করেন, যেকোনো টাইলে ডান ক্লিক করেResizeসিলেক্ট করুন টাইল ডাইমেনশন পরিবর্তন করার জন্য উইন্ডোজ ৮ এর স্টার্ট স্ক্রিনের মতো।
বিকল্প হিসেবে, যদি আপনি লাইভ টাইল এবং মোট্র ইন্টারফেস-কে খুব অপছন্দ করেন, তাহলে স্টার্ট মেনুতে প্রতিটি ডিফল্ট লাইভ টাইলে ডান ক্লিক করে Uninstall সিলেক্ট করুনসিস্টেম থেকে মুছে ফেলার জন্য। অথবা সমূলে উৎপাটন করার পরিবর্তে যদি শুধু হাইড করতে চান তাহলে Unpin from Startসিলেক্ট করুন। আপনার পছন্দের সফটওয়্যার দিয়ে ডেস্কটপকে আবার রিপপুলেট করার জন্য যেকোনো অ্যাপ বা প্রোগ্রামে ডান ক্লিক করুন এবং Pin to Start সিলেক্ট করুন। এটি অনেকটা উইন্ডোজ ৭ এর স্টার্ট মেনুর মতো।
ফাইন্ড মাই ডিভাইস
উইন্ডোজ এখন শুধু আর ডেস্কটপের জন্য সীমাবদ্ধ নয়। উইন্ডোজ ১০ এ নতুন এক সহায়ক ফিচার Find My Deviceসম্পৃক্ত করা হয়েছে। এ ফিচারটি এমন যে আপনি যেভাবে ভাবছেন ঠিক সেভাবে কাজ করবে।দুখ:জনকভাবে হলো , এটি এখনো অফার করে না রিমোট লক বা মুছে ফেলার সক্ষমতা।
এটি সক্রিয় করার জন্য মনোনিবেশ করুন Start > Update & Security > Find My Device ফিচারে এবং বড় ধরনের Changeবাটনে ক্লিক করুন। এরপর “Save my device’s location periodically” অপশন অ্যানাবল করুন যখন প্রম্পট করবে। এ ফিচার অন হওয়র পর, আপনি লগ করতে পারবেন মাইক্রোসফট অ্যাকাউন্টে এবং মনোনিবেশ করুন account.microsoft.com/devicesসাইটে আপনার জানা উইন্ডোজ ১০ এর শেষ লোকেশন দেখার জন্য।
বিষ্ণুপদ দাশ
জিন্দাবাজার , সিলেট।
ফাইল এক্সপেস্নারারের ক্যুইক এক্সেস ভিউর বন্ধ করা
উইন্ডোজ ১০ এ যখন ফাইল এক্সপেস্নারার ওপেন করবেন, তখন নতুন ক্যুইক এক্সেস ভিউতে এটি হবে ডিফল্ট। নিয়মিতভাবে খুব বেশিএক্সেস করা আপনার ফোল্ডার এবং অতি সম্প্রতি ভিউ করা ফাইলএটি প্রদর্শন করে। এটি অনেকেই পছন্দ করেন। অন্যথায়, যদি আপনি চান ফাইল এক্সপেস্নারার ডিফল্ট হবে This PC-তে যা পাবেন উইন্ডোজ ৮ এ।
এ কাজটি করার জন্য ওপেন করুন ফাইল একসপেস্নারার । এরপর রিবন থেকে View > Options সিলেক্ট করুন। এরফলে Folder Options উইন্ডো ওপেন হবে। এবার উপরের ড্রপ-ডাউন মেনু Open File Explorer এ ক্লিক করে “This PC” অপশন সিলেক্ট করুন। এরপর OK-তে ক্লিক করলে আপনার কাজ শেষ হবে।
রিস্টার্ট শিডিউল করা
যদি আপনার আপডেট পেন্ডিং থাকে, তাহলে পিসি রিবুট করতে হবে। উইন্ডোজ ১০ আপনার জন্য একটি নির্দিষ্ট সময় অনুমোদন করবে শিডিউল করার জন্য।
এবার স্টার্ট মেনুতে Settingsঅপশন ওপেন করে মনোনিবেশ করুন Updates and Recovery > Windows Update অপশনে। যদি আপনার আপডেট পেন্ডিং থাকে তাহলে স্ক্রিনের বাম দিকে দেখতে পারবেন যা আপনাকে রিবুট করার জন্য শিডিউল করার সুযোগ দেব“Select a restart time” রেডিও বাটন সিলেক্ট করার পর। আরো ভালো হবে যদি আপনি আরো গভীরে Advanced options অপশনে ঢুকেন এবং উইন্ডোজকে জিজ্ঞেস করুন একটি রিবুট শিডিউল করার জন্য নোটিফাই করতে যখনই আপডেট প্রস্ত্তত হবে চালু হওয়ার জন্য।
মোহাম্মদপুর, ঢাকা।