লেখক পরিচিতি
লেখকের নাম:
মো: আতিকুজ্জামান লিমন
মোট লেখা:১৮
লেখা সম্পর্কিত
টেকনিক্যাল প্রফেশনালদের জন্য রেজ্যুমি তৈরি
রেজ্যুমি একটি কাগজ অথবা একটি ইলেকট্রনিক ডকুমেন্ট, যা চাকরি-প্রত্যাশী নিজেকে পরিচিত করার জন্য নিয়োগ কর্তার কাছে জমা দিয়ে থাকেন। এমন একটি রেজ্যুমি জমা দিতে হবে, যার মাধ্যমে চাকরি-প্রত্যাশীতার ব্যক্তিত্ব, শিক্ষা-দীক্ষাএবং দক্ষতারবিষয়গুলোপুঙ্খানুপুঙ্খভাবেফুটিয়েতুলতেপারেন। যে প্রতিষ্ঠানবা ব্যক্তির কাছে রেজ্যুমিটিজমা দেবেন, সেই ব্যক্তিবাপ্রতিষ্ঠানসম্পর্কে আগেভালোভাবেঅনুসন্ধানকরেনিতেহবে। কীতারাখুঁজছেনএবংকীভাবেআপনিতাদেরচাহিদাপূরণকরতেপারেন? এ লেখায়একজনব্যক্তির সব তথ্য কীভাবেসংক্ষেপ্তএবংভালোমানের লেখার সাথে সার-সঙ্কলন করে ব্যক্তির ব্যক্তিগত এবংকারিগরি দক্ষতাকে দ্রুতসময়েএকজনসম্পূর্ণ অপরিচিতমানুষেরকাছে উপস্থাপনকরাযায়,তাইনিয়েআলোচনাকরাহয়েছে।
রেজ্যুমি লেখাটাচাকরির ক্ষেত্রেপ্রথমধাপ,যাআপনাকেএকটিনতুনঅবস্থানেনিয়ে যেতেসাহায্যকরবে। আপনিএকজন মেধাবী, সম্ভাবনাময়ীঅথচতাযদি আপনার রেজ্যুমিতেপ্রতিফলিতনাহয়,তাহলেকোনোকাজেআসবেনা। একটি দুর্বল রেজ্যুমিআপনাকেভিন্নভাবে উপস্থাপনকরতেপারে,যাকিনাআপনারইন্টারভিউ বোর্ড পর্যন্তআপনাকে যেতেনাওদিতেপারে। একটিভালো রেজ্যুমিনিয়োগকর্তাদেরকাজকেসহজকরে দেবে, যেমন-আপনার কোনদিকটিরপ্রতি বেশি দক্ষতাআছেতা যেনসঠিকভাবেহাইলাইটকরা থাকে। অনেকসময়একজনসামান্য অভিজ্ঞতানিয়েভালোএকটিকাজখুঁজে পাচ্ছেনশুধুএকটিসাজানো-গোছানো রেজ্যুমিরমাধ্যমে। অনেকআগেমুদ্রাক্ষরিত রেজ্যুমিব্যবহারহতো,কিন্তু বর্তমানেনিয়োগকর্তাদের সেইপরিমাণসময় নেই। তারাসংক্ষেপ্ত, সহজবোধ্য, কর্মভিত্তিক রেজ্যুমিপছন্দ করেন। যদিওএকটি এক পৃষ্ঠার রেজ্যুমিআদর্শ হিসেবেধরাহয়,তবে দুইপৃষ্ঠার রেজ্যুমিওহতেপারে, যদি কারওব্যাপককাজেরঅভিজ্ঞতা থাকে। অনেক তথ্যসংবলিতজনাকীর্ণ রেজ্যুমি যেমনপড়তেকঠিন,ঠিক তেমনিবুঝতেওসময়লাগে।
ছোটএকটিজায়গায়কারওকাজেরঅভিজ্ঞতা, শিক্ষাএবংপছন্দ-অপছন্দ ফুটিয়ে তোলা খুব কঠিন,তাইএটি তৈরিকরতেপ্রস্ত্ততিএবংচিন্তারপ্রয়োজন। ধারাবাহিকআর্টিকলেপ্রতিটিবিষয়ধাপেধাপেএকটিকার্যকর টেকনিক্যাল রেজ্যুমিকীভাবে তৈরিকরাযায়,তা দেখানোর চেষ্টাকরাহয়েছে,যাকিনাআজকেরপ্রতিযোগিতামূলকবাজারে খুব প্রয়োজন। অনলাইনেঅনেকধরনের রেজ্যুমিরনমুনাআপনিপাবেন, সেগুলো থেকে কোনটিআপনার পেশার সাথে যায়,তানিজেইবুঝেনিতেপারবেন। অনেকভাবে রেজ্যুমিকেভিন্নভিন্ন তথ্য দিয়েসাজানোযায়।আপনার স্বপ্নেরচাকরিরজন্য উপযুক্ত রেজ্যুমিটি তৈরিকরাযাকএবার।
টেকনিক্যালপ্রফেশনালদেরজন্যপ্রতিটিআলাদাবিষয়েরজন্য রেজ্যুমিভিন্নহয়ে থাকে। আলাদাবলতেফ্রন্ট ইন্ড ডেভেলপার, ডাটাওয়্যারহাউসআর্কিটেক্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপার, অ্যাপ্লিকেশনসাপোর্ট অ্যানালিস্ট, সফটওয়্যারইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশনসইঞ্জিনিয়ার, ডাটাবেজঅ্যাডমিনিস্ট্রেটর, আইটিসিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ডেভেলপার, ডাটা কোয়ালিটিম্যানেজার, ওয়ানঅ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি স্পেসালিস্ট, ওয়েবঅ্যাডমিনিস্ট্রেটর, টেকনোলজিডিরেক্টর, ওয়েবডিজাইনার, ওয়েবমাস্টারইত্যাদি পেশারজন্য ভিন্নভিন্ন রেজ্যুমি তৈরিকরতেহয়। উপরে লেখা পেশারমধ্যে আপনারপছন্দের পেশাটিনা থাকলেও কোনোসমস্যা নেই। কেননা, এ লেখার মেটেরিয়ালগুলো যেকোনো পেশারজন্য কাজেলাগবে। আশাকরি,আপনার রেজ্যুমি ডেভেলপকরতে এই লেখা খুব সহায়কহবে।
সফলভাবে টেকনিক্যালরেজ্যুমি তৈরির মৌলিকবিষয়
* আপনারপাঠককেবুঝতেহবে।
* তাদের দৃষ্টিকোণকী?
* কীভাবেমানবসম্পদ/নিয়োগম্যানেজারআপনার রেজ্যুমি দেখবেন?
আপনারকৌশল
* আপনারঅবসরসময়কেব্যবহারকরুন।
* এই লেখায় দেখানোহয়েছেকীভাবেভিন্নভিন্ননিয়মাবলীব্যবহারকরতেহয়। সেগুলোভালোভাবে শেখার চেষ্টাকরুন।
* সময়ের সাথে সাথে রেজ্যুমিপরিবর্তনহতে থাকবেতাইনিয়মিত রেজ্যুমিআপডেটকরুন।
টিপস
* শুধু এই লেখারওপরনির্ভরনাকরেআপনার ক্রিয়েটিভিটিব্যবহারকরেবিভিন্নওয়েবসাইট দেখে নিজেরজন্য সঠিকসিদ্ধান্তনিন।
* এই লেখায়অনেকগুলো রেজ্যুমিরকালেকশন নেই। আপনিচাইলেওয়েবেবাএক্সপার্ট কারোসাহায্য নিতেপারেন।
রেজ্যুমি তৈরিরনিয়মগুলোঅনুসরণকরুন
* যেউপাদানগুলোব্যবহারকরবেনএবং যেগুলোকরবেননাতানির্ধারণকরুন।
* এই লেখায়দেখানোহয়েছে মৌলিক অংশগুলো। মৌলিকঅংশেসবাই যে বিষয়টিনিয়েসবসময়চিমিত্মত থাকেনতাহলোকনটেন্টবাবিষয়বস্ত্ত।
একটিকার্যকর টেকনিক্যাল রেজ্যুমিরউপাদান
একটিকার্যকর রেজ্যুমিতেচাকরি-প্রত্যাশীর সব তথ্যনির্দিষ্টভাবে দেয়া থাকবে,যা দেখে নিয়োগকর্তা খুব সহজেএবং দ্রুতসময়ে ব্যক্তি ও কাজসম্পর্কে আগ্রহীহয়েউঠবেন। এসব তথ্য কয়েকটিঅপরিহার্য উপাদানদিয়ে তৈরিহয়। সেরকমঅপরিহার্য উপাদানেরতালিকানিচে দেয়া হলো:
* শিরোনাম।
* অবজেক্টটিভএবং/অথবাকিওয়ার্ডগুলো।
* কাজেরঅভিজ্ঞতা।
* শিক্ষা।
* শিক্ষাবা কর্মক্ষেত্রেরবিশেষপুরস্কারগুলো।
* কার্যক্রম।
* সার্টিফিকেট ও ভেন্ডরসার্টিফিকেট
* প্রকাশনা।
* প্রফেশনাল মেম্বারশিপ।
* বিশেষ দক্ষতা।
* ব্যক্তিগত তথ্য।
* রেফারেন্সবা তথ্যসূত্র রেজ্যুমি তৈরিরপ্রথমধাপহিসেবেচাকরি-প্রত্যাশীর সব তথ্য যেমন-শিক্ষাগত, অভিজ্ঞতা, ব্যক্তিগত তথ্যএকটিজায়গায়একত্রিতকরা।এরপরপ্রতিটিআলাদাউপাদানকে গুরুত্ব অনুযায়ীসাজানো।
(বাকি অংশ আগামীপর্বে)
ফিডব্যাক :infolimon@gmail.com