লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগতের খবর
৬ মাস পর কমপিউটার পণ্যে ভ্যাট প্রত্যাহার
দেশে ১৮ বছর ধরে কমপিউটার পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক নেয়া বন্ধ রেখেছে সরকার। তবে গত বছর সেপ্টেম্বর মাস থেকে খুচরা পর্যায়ে কমপিউটার বিক্রির ওপর ৪ শতাংশ ভ্যাট দেয়ার জন্য ব্যবসায়ীদের চিঠি পাঠায় এনবিআর। এই প্রজ্ঞাপন দেয়ার পর থেকেই খাত-সংশ্লিষ্টরা এর তীব্র প্রতিবাদ জানায়। অবশেষে ৬ মাস পর গত ১৫ ফেব্রুয়ারি নতুন এক প্রজ্ঞাপনে কমপিউটার পণ্যের ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) প্রত্যাহার করে নেয় জাতীয় রাজস্ব বোর্ড। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো: নজিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। এর ফলে কমপিউটার পণ্যে এখন আমদানি শুল্ক ও মূসক কোনোটাই আর থাকছে না।
এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী যেসব পণ্যে ভ্যাট আরোপ হবে না সেগুলো হলো- কমপিউটার প্রিন্টার, কমপিউটার প্রিন্টারের টোনার/ইঙ্কজেট কার্ট্রিজ ও প্রিন্টারের অন্যান্য যন্ত্রাংশ; কমপিউটার এবং কমপিউটারের আনুষঙ্গিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ; মডেম, ইথারনেট কার্ড, নেটওয়ার্ক সুইচ, হাব ও রাউটার; ডাটাবেজ, অপারেটিং সিস্টেম, ডেভেলপমেন্ট টুলস, অন্যান্য ম্যাগনেটিক মিডিয়া, আনরেকর্ডেড অপটিক্যাল মিডিয়া, অ্যান্টিভাইরাস ও নিরাপত্তা সফটওয়্যার, ফ্ল্যাশ মেমরি কার্ড অথবা একই ধরনের কার্ড, প্রক্সিমিটি কার্ড ও ট্যাগ; ডাটা প্রসেসিং সিস্টেমে ব্যবহৃত কমপিউটার মনিটর, ২২ ইঞ্চি পর্যন্ত কমপিউটার মনিটর এবং কমপিউটার প্রিন্টারের রিবন
শেষ হল রবি-এয়ারটেল একীভূত হওয়ার গণশুনানি
দেশের দুটি মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের একীভূতকরণ প্রস্তাবের ওপর এক গণশুনানি সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রধান সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর সংশ্লিষ্ট ধারা ৮৭ মোতাবেক গঠিত তিন সদস্যবিশিষ্ট গণশুনানি কমিটির সভাপতি ও বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এতে সভাপতিত্ব করেন। গণশুনানির অন্য সদস্য কমিশনার (এসএম) এটিএম মনিরুল ইসলাম ও কমিশনার (এলএল) মো: জহিরুল ইসলামসহ কমিশনের কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
গণশুনানিতে সাধারণ মোবাইল গ্রাহক/ভোক্তা, বিভিন্ন সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, শিক্ষক-ছাত্র, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, উন্নয়নকর্মী, আইনজীবী, পেশাজীবী এবং রবি ও এয়াটেলসহ মোবাইল অপারেটর/সংগঠনের প্রতিনিধিত্বকারী শতাধিক নিবন্ধনকৃত ব্যক্তি অংশ নেন
মার্কেন্টাইল ব্যাংকের ইউটিলিটি বিল পেমেন্ট সেবা চালু
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস (সফটওয়্যার শপ লিমিটেড) গ্রাহকদের আরও উন্নত সেবা দেয়ার লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘মাল্টি চ্যানেল ইউটিলিটি বিল পেমেন্ট সার্ভিস’ শীর্ষক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনিন্দ্র কুমার নাথ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ইনফরমেশন টেকনোলজি একেএম আতিকুর রহমান। অনুষ্ঠানে এসএসএল ওয়্যারলেসের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক আশীষ চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
বাংলাদেশের বাজারে হুয়াওয়ের অত্যাধুনিক স্মার্টফোন
গ্রাহকদের জন্য দেশের বাজারে জিআর ৫ ও মেইট ৮ মডেলের দুটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়িড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ফোন দুটি উদ্বোধন করা হয়। হুয়াওয়ে জিআর ৫ স্মার্টফোনটি জি সিরিজের সর্বাধুনিক স্মার্টফোন। স্মার্টফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট আইডি প্রযুক্তি, অত্যাধুনিক ক্যামেরা, ৫.৫ ইঞ্চির উজ্জ্বল ডিসপ্লে এবং আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনসংবলিত স্মার্টফোনটি সহজেই তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করবে। ফোনটিতে রয়েছে ৫.১ অ্যান্ড্রয়িড ললিপপ সিস্টেম, ২ জিবি র্যা ম ও ইন্টারনাল স্পেস রয়েছে ১৬ জিবি। ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সাথে রয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আকর্ষণীয় এ ফোনটির দাম ২২,৯৯০ টাকা। অন্যদিকে উচ্চপ্রযুক্তির স্মার্টফোন বাজারে হুয়াওয়ের নতুন সংযোজন মেইট ৮। অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে নতুন প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি। আকর্ষণীয় ও অভিজাত ডিজাইনের এ ফোনটিতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দেবে সর্বোচ্চ সক্ষমতা। এ সময়ের ব্যস্ত ও পেশাদারদের জন্য বিশেষভাবে তৈরি এ ফোনটিতে রয়েছে শক্তিশালী চিপসেট, মেটাল ইউনিবডি এবং আকর্ষণীয় ক্যামেরাসহ অভিনব সব ফিচার। ফোনটির পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ও সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়িড ৬.০ মার্শমেলো। ফোনটির আকর্ষণীয় ফিচারের মধ্যে আরও আছে ৪ জিবি র্যা ম ও ৬৪ জিবি রম সুবিধা। দাম ৫৯,৯৯০ টাকা
৬ মাসে বিটিআরসির আয় দেড় হাজার কোটি টাকা
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০১৫-১৬ অর্থবছরের (জুলাই-ডিসেম্বর) প্রথম ৬ মাসে আয় করেছে ১ হাজার ৬০৯ কোটি টাকা। এছাড়া গত দেড় মাসে আরও যে পরিমাণ টাকা জমা পড়েছে, তার পরিমাণ ২ হাজার কোটি টাকা। শুরুর বছরে বিটিআরসির আয় হয়েছিল ৩ কোটি ৪৫ লাখ টাকা। আর ১৪ বছর শেষে এ সময় বিটিআরসির মাধ্যমে সরকারের আয় প্রায় ৪০ হাজার কোটি টাকা।
চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে কলচার্জ থেকে আয়ের ভাগাভাগির অংশ ও সিম বিক্রির ওপর প্রযোজ্য করবাবদ শুধু ৬ মোবাইল ফোন অপারেটরের কাছ থেকেই ১ হাজার ২৫৩ কোটি টাকার রাজস্ব আহরণ করেছে বিটিআরসি। এর মধ্যে কলচার্জের বিপরীতে আহরণ হয়েছে ১ হাজার ২৫৩ কোটি টাকা। আর সিম বিক্রির ওপর আরোপিত কর থেকে ২৯১ কোটি ৫৯ লাখ টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৬ মাসে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন থেকে সবচেয়ে বেশি রাজস্ব আহরণ হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে জমা দিয়েছে ৯৮১ কোটি ৯১ লাখ টাকা। এরপরের অবস্থানে রয়েছে রবি আজিয়াটা। তাদের দেয়া রাজস্বের পরিমাণ ৪২৪ কোটি ৩১ লাখ টাকা। ৪১৬ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব দিয়ে তৃতীয় স্থানে আছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স। এছাড়া এয়ারটেল বাংলাদেশ ১০৮ কোটি ৪৪ লাখ টাকা, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক ৭০ কোটি ৯০ লাখ ও প্যাসিফিক টেলিকম বাংলাদেশ (সিটিসেল) ১ লাখ টাকা দিয়েছে। ৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদে এ তথ্য উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘উই’ মোবাইল
মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য স্মার্ট সলিউশন সার্ভিস ‘উই’ আনল দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আমরা’ কোম্পানিজ। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘উই’য়ের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। উই স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ডিজিটাল প্যাকেজ নিয়ে এসেছে ‘আমরা’ কোম্পানিজ। প্যাকেজের মধ্যে আছে ১০০ গিগাবাইট পর্যন্ত ক্লাউড স্টোরেজ এবং দেশব্যাপী ৫শ’র বেশি জায়গায় বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা। উল্লেখ্য, চলতি বছরের মধ্যে দেশব্যাপী দেড় হাজারেরও বেশি জায়গায় বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। দেশে প্রতিনিয়ত স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা যে হারে বাড়ছে, তার সাথে মিল রেখে ক্লাউড স্টোরেজ ও বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা সংবলিত ‘উই’ স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে বাজারে পাওয়া যাবে। এ বিষয়টি মাথায় রেখেই নিজেদের সেস্নাগান ‘মোর দ্যান আ ফোন’ নিয়ে পথচলা শুরু করল ‘উই’। ‘উই’য়ের সার্ভিস প্যাকেজ আপাতত ঢাকার পাঁচটি ব্র্যান্ড আউটলেটসহ সারাদেশের ১০০০টি রিটেইল আউটলেট থেকে কিনতে পারবেন ক্রেতারা
স্যামসাং বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন
স্যাংওয়ান ইউন সম্প্রতি স্যামসাং বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে যোগদান করেছেন। তিনি স্যামসাংয়ের সাথে বিগত ২০ বছর ধরে কাজ করছেন এবং এখন তিনি স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের প্রধান হিসেবে নিয়োজিত হলেন। ইউন বলেন, ‘স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের প্রধান হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের এমন অগ্রগতি হচ্ছে যেখানে পেছনে ফিরে তাকানোর কোনো অবকাশ নেই এবং আমরা দেশের ডিজিটাল বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে আগ্রহী।’
সিম নিবন্ধনে হয়রানি বন্ধে মাঠে নেমেছেন তারানা হালিম
দেশজুড়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে গ্রাহক হয়রানি বন্ধে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ‘মোবাইল টিম’ মাঠে থাকবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে সিম নিবন্ধনের কাজ দেখার পর মিরপুর এক নম্বর সেকশনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, মোবাইল টিম দেখবে গ্রাহকেরা কোনো হয়রানির শিকার হচ্ছেন কি না। অভিযোগ প্রমাণ হলে অপারেটরদের চিহ্নিত করে হয়রানির মূল্য দিতে হবে। একটি মোবাইল টিম এ কাজে মাঠে থাকবে জানাতে চাইলে তারানা বলেন, অবৈধ হ্যান্ডসেট উদ্ধারসহ অন্যান্য কাজে কয়েকটি দল মাঠে আছে। তারাই এ কাজ করবে। এর আগে গত ২৮ জানুয়ারি সচিবালয়ে মোবাইল ফোন অপারেটদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিদের সাথে এক বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, সিম নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে বলে তিনি ফেসবুকে অনেক অভিযোগ পাচ্ছেন। অথচ এ কাজে গ্রাহকদের কাছ থেকে কোনো টাকা নেয়ার সুযোগ নেই
পিবাজার ডটকমের নতুন অ্যাপ উন্মোচন
সম্প্রতি দেশের সবচেয়ে বড় প্রপার্টির মার্কেটপ্লেস পিবাজার ডটকম তাদের নতুন অ্যাপ বাজারে ছেড়েছে। এটি এখন গুগল প্লে-স্টোরে বিনামূলে পাওয়া যাচ্ছে। এই অ্যাপটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার পচ্ছন্দমতো বাড়ি, জমি কিংবা অফিস স্পেস কেনাবেচার অথবা ভাড়ার খোঁজ-খবর জানতে পারবেন। পিবাজার ডটকমের নির্বাহী প্রধান মোহাম্মদ শাহীন জানান, দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আর এর শতকরা ৯৫ ভাগই হচ্ছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। তাদের কথা চিন্তা করেই পিবাজার ডটকম এর নতুন অ্যাপ নিয়ে এসেছে। এখানে একজন প্রপার্টি বিক্রেতা খুব সহজে শুধু ড্রপডাউন মেনু সিলেক্ট করেই ছবিসহ প্রপার্টির বিস্তারিত তুলে ধরে বিক্রি করে দিতে পারেন অথবা ভাড়াও দিতে পারেন। অন্যদিকে একজন ক্রেতা কিংবা ভাড়াটিয়া তার পছন্দমতো বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে খুঁজে নিতে পারেন পছন্দের বাসা কিংবা অফিসটি। মাত্র ২.২ মেগাবাইটের এই অ্যাপটি ডাউনলোড করতে ভিজিট করুন https://goo.gl/7vohC2 A_ev
এক বছরে গ্রামীণফোনের আয় ১০৪৮০ কোটি টাকা
দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ২০১৫ সালে ১০,৪৮০ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ২ শতাংশ বেশি। নতুন গ্রাহক এবং সেবা থেকে অর্জিত রাজস্ব (আমত্মঃসংযোগ আয় ব্যতীত) বেড়েছে ২.৪ শতাংশ (আগের বছরের তুলনায়)। সেই সাথে গ্রাহকদের ব্যবহার্য ডিভাইস এবং অন্যান্য রাজস্ব বেড়েছে ৩.৫ শতাংশ (আগের বছরের তুলনায়)। ডাটা রাজস্বের ৬৬ শতাংশ ও মূল্য সংযোজিত সেবার রাজস্ব ৩১ শতাংশ বাড়ায় এই প্রবৃদ্ধি এসেছে। চতুর্থ প্রামিত্মকে নতুন গ্রাহক ও ট্রাফিক রাজস্ব ২০১৪ সালের তুলনায় ৫.২ শতাংশ বৃদ্ধি পায়। গত বছর গ্রামীণফোনে নতুন গ্রাহক যোগ হয়েছে ৫২ লাখ, যার ফলে বছর শেষে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৭ লাখে। এই ১০ শতাংশ গ্রাহক প্রবৃদ্ধির ফলে সিম মার্কেট শেয়ার দাঁড়িয়েছে ৪২.৪ শতাংশে। ডাটা গ্রাহকের সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১ কোটি ৫৭ লাখ হয়েছে এবং ডাটা ব্যবহারের পরিমাণ গত বছরের তুলনায় প্রায় তিনগুণ বেড়েছে। গ্রামীণফোনের সিইও রাজিব শেঠি বলেন, ‘বছরের শুরুটা কঠিন হলেও গ্রামীণফোন ব্যবসায়িক সাফল্য অব্যাহত রাখতে সক্ষম হয়েছে’
বাংলাদেশে মোবাইল ও চিপ তৈরির কারখানা করবে এরিকসন
সুইডেনের প্রতিষ্ঠান এরিকসন বাংলাদেশে স্বল্পমূল্যে মোবাইল হ্যান্ডসেট সরবরাহ করার জন্য মোবাইল ও চিপ তৈরির কারখানা খুলতে আগ্রহী। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। কম মূল্যে দেশের সব জনগণের হাতে আধুনিক প্রযুক্তির মানসম্পন্ন স্মার্টফোন ও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে চান তারানা হালিম। বাংলাদেশে একটি মোবাইল কারখানা স্থাপন করে স্বল্পমূল্যের স্মার্টফোন তৈরির জন্য দেশি-বিদেশি বিভিন্ন হ্যান্ডসেট প্রস্ত্ততকারক কোম্পানির সাথে কথাও বলেছেন প্রতিমন্ত্রী। একটি প্রকল্পের আওতায় গরিব মানুষের হাতে হাতে কিসিত্মতে দ্রুত স্মার্টফোন পৌঁছে দেয়ারও পরিকল্পনা রয়েছে তার। তারানা হালিম লিখেছেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সর্বদা গ্রাহক সেবা ও সন্তুষ্টির জন্য কাজ করছে। এজন্য আমরা এখন দেশের সব জনগণের হাতে কম মূল্যে আধুনিক প্রযুক্তির মানসম্পন্ন স্মার্টফোন ও উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেয়ার কাজ করে চলেছি। সে লক্ষ্যে আমি এরিকসন কোম্পানির সাথে কথা বলেছি। তারা আমাদের দেশে একটি মোবাইল ও চিপ তৈরির কারখানা খুলতে আগ্রহী, যেখান থেকে আমাদের দেশের চাহিদা অনুযায়ী মোবাইল ফোন উৎপাদন করতে পারবে এবং দেশের ছেলেমেয়েদের কর্মসংস্থানও সৃষ্টি হবে
বিদেশি বিনিয়োগ পেল বিডিক্যাবস
এশিয়ান ইনফরমেশন টেকনোলজি লিমিটেড (এআইটিএল) ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় ‘বিডিক্যাবস’ অ্যাপ ও ওয়েবভিত্তিক ট্যাক্সিসেবা উদ্বোধন করে, যা যাত্রী ও ক্যাবচালকের মধ্যে দ্রুত সংযোগ স্থাপন করে দেয়। ‘বিডিক্যাবস’ বাংলাদেশে তমা ট্যাক্সি ছাড়া আরও কিছু ক্যাব সার্ভিস পরিচালনাকারী প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছে। গত বছর বিডিক্যাবস ‘স্টার্টআপ ইস্তাম্বুল ২০১৫’ প্রতিযোগিতায় অংশ নেয় এবং এশিয়া ও ইউরোপের বাছাইকৃত ১০০ স্টার্টআপ প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়ে পুরস্কৃত হয় এবং বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসে। গত তিন মাস ধরে ‘এতোহাম’ নামে তুর্কির বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিডিক্যাবসের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং বিডিক্যাবসের বর্তমান বাজারমূল্য ৫০.৭০ কোটি (৬.৫ মিলিয়ন ডলার) নির্ধারণ করে বিডিক্যাবসে বিনিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় এবং এআইটিএলের সাথে এ সংক্রান্ত একটি চুক্তি সই করে। বিনিয়োগের অর্থ পর্যায়ক্রমে পঞ্চাশ হাজার গাড়ি বিডিক্যাবসের আওতায় আনার লক্ষ্যে ব্যয় করা হবে
বাংলাদেশে আসছে আলিবাবা
বাংলাদেশে ই-কমার্স ব্যবসায়ের পরিধি বৃদ্ধি এবং ইন্টারনেট সেবার দ্রুত বিসত্মৃতির কারণে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান এ দেশে কার্যক্রম চালু করার আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি চীনা জায়ান্ট বাংলাদেশে প্রথমবারের মতো বাংলায় ‘ইউসি ব্রাউজার’ উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান ইউসি ওয়েবের আন্তর্জাতিক ব্যবসায় উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনা পরিচালক কেনি ইয়ে। তিনি বলেন, বিশ্বের স্বনামধন্য ই-কমার্স সাইট আলিবাবার বাংলাদেশে কার্যক্রম শুরু হবে শিগগিরই। চীনসহ পৃথিবীজুড়ে আছে আলিবাবার গ্রহণযোগ্যতা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আমরা শিগগির কাজ করার চিন্তা করছি। এ সময় আলিবাবা গ্রুপের মার্কেটিং ম্যানেজার শিইং ডং, ইউসি ওয়েবের ইমার্জিং মার্কেটের মার্কেটিং ডিরেক্টর ক্যাথরিন হংসহ আলিবাবার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে ইউসি ওয়েবের ইমার্জিং মার্কেট বিষয়ক বিপণন ব্যবস্থাপক ক্যাথরিন হং বলেন, বাংলাদেশের বাজারে ইউসি ব্রাউজারকে সূচনা হিসেবে দেখছে। বাংলাদেশে বাজার সম্ভাবনা যাচাইয়ের পর শিগগিরই আলিবাবা গ্রুপের বিভিন্ন সেবা চালু করা হতে পারে। ক্যাথরিন আরও বলেন, আমরা ২০১৫ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথমবারের মতো বাংলায় পরীক্ষামূলকভাবে মোবাইল ব্রাউজার চালু করি। পরীক্ষামূলক সংস্করণ চালুর দুই মাস পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপহার হিসেবে বাংলাদেশিদের জন্য আমরা ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করলাম
দেশে প্রথমবারের মতো চালু হলো ভার্চুয়াল ক্রেডিট কার্ড
বাংলাদেশে প্রথমবারের মতো ব্যক্তি পর্যায়ের অ্যাপস ডেভেলপার বা প্রোগ্রামারদের অনলাইন পেমেন্টের সুবিধার্থে ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ক্রেডিট কার্ড চালু করল ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল)। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বেসিস ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ড সেবা চালু করা হয়। বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সায়েম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কেএস তাবরেজসহ বেসিসের কার্যনির্বাহী কমিটি নেতৃবৃন্দ ও ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, এই কার্ড চালুর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কাছে বেসিসের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) অনলাইন বাজারে ছাড়ার জন্য বিশ্বখ্যাত অ্যাপস স্টোরে নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিবন্ধিত হতে হয়। এছাড়া অ্যাপস ডেভেলপমেন্ট সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কোর্স, বুটক্যাম্প কিংবা ডোমেইন কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের প্রয়োজন হয়। এ অর্থ দেয়ার সুবিধা না থাকায় বাংলাদেশের ব্যক্তি পর্যায়ের অ্যাপস নির্মাতা বা প্রোগ্রামারেরা অনেকেই নানা সমস্যার মধ্যে ছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সব ব্যাংককে ভার্চুয়াল কার্ড চালুর নির্দেশনা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ক্রেডিট কার্ড চালু করেছে ডাচ-বাংলা ব্যাংক। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সায়েম আহমেদ বলেন, দেশের ৮০ শতাংশ এটিএম কার্ডধারী ডিবিবিএল বুথ ব্যবহার করে। ভার্চুয়াল কার্ডের মাধ্যমেও আমরা গ্রাহকের সে আস্থা ধরে রাখতে চাই। বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে (উইন্ডোজ, অ্যান্ড্রয়িড, আইওএস, বস্ন্যাকবেরি, ফায়ারফক্স ইত্যাদি) গেমস, সফটওয়্যার লাইসেন্স, মোবাইল বা গেমস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষার ফি, ডোমেইন নিবন্ধন, হোস্টিং বা ক্লাউড সেবা, হ্যাকাথন, ভিসা প্রসেসিংসহ এ ধরনের যেকোনো কাজে এই কার্ড ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে একটি ভার্চুয়াল কার্ডের মেয়াদ পাঁচ বছর দেয়া হবে
ইন্টেল সিকিউরিটিতে ব্যাকপ্যাক ফ্রি
বিশ্বের বৃহত্তম অ্যান্টিভাইরাস ব্র্যান্ড ইন্টেল সিকিউরিটি তাদের তিন বছর মেয়াদের পণ্যের সাথে বিশেষ প্রমোশন ঘোষণা করেছে। ২০ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত চলমান এ প্রমোশনে গ্রাহকেরা ম্যাকাফি ইন্টারনেট সিকিউরিটি তিন বছর ও ম্যাকাফি টোটাল প্রটেকশন তিন বছর এই দুটি পণ্যের সাথে ইন্টেল সিকিউরিটি ব্যাকপ্যাক ফ্রি পাবেন। বাংলাদেশে ইন্টেল সিকিউরিটির পরিবেশক কমপিউটার ভিলেজের শোরুমগুলো ছাড়াও দেশের সব আইটি মার্কেটে এই পণ্য পাওয়া যাবে। উল্লেখ্য, ইন্টেল কর্পোরেশন ২০১১ সালে বিশ্বের বৃহত্তম সিকিউরিটি সফটওয়্যার ব্র্যান্ড ম্যাকাফিকে কিনে নেয় এবং ব্যাপক গুণগত উৎকর্ষ সাধনের পর ২০১৪ সাল থেকে ইন্টেল সিকিউরিটি নামে বাজারজাত করছে। যোগাযোগ : ০১৭১৩২৪০৭১৩
মহেশখালী দ্বীপকে ডিজিটাল করার উদ্যোগ
বঙ্গোপসাগরের উপকূলে পর্যটন শহর কক্সবাজার জেলার বিচ্ছিন্ন দ্বীপ মহেশখালীকে ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ওই দ্বীপের বাসিন্দাদের জীবন ও জীবিকার উন্নয়নের লক্ষ্যে ‘কনভার্টিং মহেশখালী ইনটু ডিজিটাল আইল্যান্ড’ শীর্ষক এক ব্যতিক্রমী প্রকল্প গ্রহণ করেছে আইসিটি বিভাগ। প্রত্যন্ত এলাকায় এমন একটি প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে তা বাস্তবায়নে ইতোমধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কোরিয়ার টেলিকম জায়ান্ট কোরিয়ান টেলিকম (কেটি) ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম)। সম্প্রতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে স্পেনের বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস-২০১৬-এ আইসিটি বিভাগ, কোরিয়ান টেলিকম ও আইওএমের মধ্যে কনভার্টিং মহেশখালী ইনটু ডিজিটাল আইল্যান্ড প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো: হারুনুর রশীদ, কোরিয়ান টেলিকমের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জন জিন উন ও আইওএমের চিফ অব মিশন শরৎ দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্পের আইটি/আইটিইএস টিম লিডার সামি আহমেদ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। কোরিয়ান টেলিকম, আইওএম এবং আইসিটি বিভাগ একসাথে কাজ করে দেশের একটি প্রত্যন্ত ও বিচ্ছিন্ন দ্বীপকে ডিজিটালে পরিণত করতে যাচ্ছে। এ প্রকল্পের লক্ষ্য তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে মহেশখালী দ্বীপের প্রামিত্মক মানুষের জীবন-মানের উন্নয়ন ঘটানো। মহেশখালী দ্বীপের প্রতিটি প্রতিষ্ঠানকে যেমন ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় নিয়ে আসা হবে, তেমনি তথ্যপ্রযুক্তির ব্যবহার করে এ এলাকার মানুষকে দেয়া হবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ জীবন ও জীবিকার নানা সেবা
এনসিসি ব্যাংকের থ্রিডি সিকিউর সলিউশনে এসএসএল ওয়্যারলেস
বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক এনসিসি ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদেরকে এসএসএল ওয়্যারলেসের সহায়তায় থ্রিডি সিকিউর সলিউশন সেবা চালু করেছে। সম্প্রতি সেবাটি চালু করা হয়েছে। এই সেবা চালুর ফলে এখন থেকে এনসিসি ব্যাংকের কার্ড গ্রহীতারা তাদের অনুপস্থিতিতে বা ই-কমার্স লেনদেনের ক্ষেত্রে এসএমএস আকারে একটি সংখ্যাভিত্তিক পাসওয়ার্ড পাবেন এবং সেই সংখ্যা যথাযথ স্থানে সাবমিট করলেই ওই লেনদেন সম্পন্ন হবে। এর ফলে অনলাইনে কার্ডের তথ্য চুরি করে প্রতারণার হার বহুলাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এই সেবা চালুর ফলে শুধু কার্ড গ্রহীতাই নন, ই-কমার্স ব্যবসায়ীরাও উপকৃত হবেন। কারণ এর ফলে কোনো সন্দেহ ছাড়াই তারা তাদের ক্রেতাদের নিশ্চিন্তে সেবা ও পণ্য দিতে পারবেন। এছাড়া ব্যাংক তার গ্রহীতার অনুমতি সাপেক্ষে খুব সহজেই লেনদেনের যথার্থতা যাচাই-বাছাইপূর্বক অনুমতি দিতে পারবে। কারণ কার্ড গ্রহীতা পাসওয়ার্ড সাবমিট করে ইতোমধ্যেই এই লেনদেনকে সফল করার অনুরোধ করেছেন। ওই সেবা চালুকরণ অনুষ্ঠানে এনসিসি ব্যাংক লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও গোলাম হাফিজ আহমেদ, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর মো: সালেহ ও ফজলুর রহমান এবং এসএসএল ওয়্যারলেসের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম, জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন
ডিজিটাল হচ্ছে বাংলালিংক
দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল হচ্ছে। ‘বাংলালিংক- গোয়িং ডিজিটাল’ শিরোনামে নতুন এই পদক্ষেপের ঘোষণা দিলেন বাংলালিংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস। সম্প্রতি গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ হবে ডিজিটাল। প্রতিদিন বিপুলসংখ্যক বাংলাদেশি তাদের স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হচ্ছেন, যার ফলে সম্ভাবনার নতুন সব দরজা উন্মোচিত হচ্ছে। বর্তমানে মানুষ তাদের মোবাইলের মাধ্যমে অনলাইনে প্রচুর সময় কাটান, ফেসবুকে তাদের জীবন শেয়ার করেন, তথ্যের জন্য খোঁজ করেন, অথবা তাদের পরিবার এবং প্রিয়জনের সাথে চ্যাটিং করেন। আগামীর ডিজিটাল দুনিয়ায় তারা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করবেন, খবর পড়বেন, মিউজিক স্ট্রিম করবেন, নতুন নতুন বিষয় সম্পর্কে জানবেন, মুভি দেখবেন, ইলেকট্রনিক উপায়ে টাকা পাঠাবেন এবং তাদের মোবাইল অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করবেন। বাংলালিংক তার গ্রাহকদের ডিজিটাল জগতে যুক্ত করতে চায় এবং এর অফুরন্ত সম্ভাবনা উন্মুক্ত করতে চায়। এজন্য বাংলালিংক নিজেকে ডিজিটাল যুগের জন্য প্রস্ত্তত করছে। এরিক অস বলেন, আমরা বিশ্বাস করি ডিজিটাল সেবাদানই ভবিষ্যতের পথ, স্মার্টফোনের ব্যবহার প্রচুরভাবে বাড়বে এবং আক্ষরিকভাবেই গ্রাহকদের ডিজিটাল জীবন তাদের হাতের মুঠোয় চলে আসবে- ই-কমার্স থেকে বিনোদন, অর্থনৈতিক সেবা থেকে সেলফ সার্ভিস। এটি আমাদের গ্রাহকদের জন্য বাস্তব করতে বাংলালিংকে আমরা থ্রিজিতে বিপুল পরিমাণে বিনিয়োগ করছি। একই সাথে আমাদের পণ্য এবং সেবাতেও বিনিয়োগ অব্যাহত আছে। ডিজিটালের পথের আরেকটি অর্থ হলো প্রযুক্তিগত উন্নতি থেকে লাভবান হতে সমাজকে সক্ষম করা। এটি বাস্তবায়ন করতে বাংলালিংক সরকারের ডিজিটাল বাংলাদেশ ২০২১-কে সাহায্য করার জন্য বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে
স্যামসাং গ্যালাক্সি এস৭ উন্মোচন অনুষ্ঠানে মার্ক জুকারবার্গ
বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি এস৭ লঞ্চিং অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘গ্যালাক্সি এস৭ উন্মোচন অনুষ্ঠানে এসেছি ভবিষ্যৎ ভার্চুয়াল রিয়ালিটির বিষয়ে কিছু বলার জন্য। সীমিত সময়ের জন্য স্যামসাং তাদের নতুন ফোন গ্যালাক্সি এস৭-এর সাথে গিয়ার ভিআর হেডসেট বিনামূল্যে দেবে। জুকারবার্গ নিশ্চিত করেন প্রতিটি গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ প্রি অর্ডারের সাথে একটি করে ভিআর হেডসেট বিনামূল্যে দেয়া হবে। বর্তমানে ভিআর হেডসেটের দাম ৯৯ মার্কিন ডলার
বাংলাদেশে আসছে গ্যালাক্সি এস৭ এজ
গত ২২ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মুক্ত করা হয়েছে স্যামসাংয়ের বহুল প্রতীক্ষিত ফ্লাগশিপ ফোন গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ। বিশ্বের মুঠোফোনপ্রেমীদের মতো বাংলাদেশিরাও উন্মুখ হয়ে চেয়েছিল ফোনটি দেখতে। এজন্য বাংলাদেশি গ্রাহকদের খুব বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না। চলতি মাসের ১৮ তারিখেই গ্যালাক্সি এস৭ এজ ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। ফোনটিতে কার্ভড এজ ডিজাইনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেতে রয়েছে অ্যামোলেড স্ক্রিন টেকনোলজি। এস৭ এজে অলওয়েজ অন ডিসপ্লে (এওডি) ফিচার ব্যবহার করা হয়েছে। এটি ব্যবহারকারীকে ফোন সিস্নপিং মোড কিংবা কম পাওয়ার মোডেও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। ফোনটির ক্যামেরায় যুক্ত করা হয়েছে ইমেজ সেন্সর। নতুন কাস্টম প্রসেসর, শক্তিশালী জিপিইউ এবং ৪ জিবি র¨vমের সমন্বয়ে ডিভাইসটিতে রয়েছে অবিশ্বাস্য গতি এবং স্মুথ পারফরম্যান্স। রয়েছে ৩২ জিবি ইন্টারনাল মেমরি, যা ২০০ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়িয়ে নেয়া যাবে। ৩ হাজার ৬০০ অ্যাম্পিয়ার ব্যাটারি দেবে দীর্ঘস্থায়ী চার্জের নিশ্চয়তা। ফোনটি ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত থাকতে সক্ষম। লক কিংবা আনলক করা যাবে আঙ্গুলের ছোঁয়ায়। বাংলাদেশের বাজারে ফোনটির দাম কত হবে তা এখনও জানা যায়নি। তবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মুক্ত করার সময় ডিভাইসটির দাম বলা হয়েছিল ৮০০ ইউরো, যা বাংলাদেশি ৬৯ হাজার টাকার কাছাকাছি
আসুসের সেরা পারফরমার পুরস্কার পেল রায়ান্স
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুসের বেস্ট পারফরমার অব দ্য ইয়ার ২০১৫ পুরস্কার পেয়েছে রায়ান্স কমপিউটার্স। নোটবুক, ট্যাবলেট, মনিটর, মেইনবোর্ড, গ্রাফিক্স কার্ডসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য বিপণনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ রায়ান্সকে এ পুরস্কার দিল আসুস। রায়ান্স কমপিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসানের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেয়া হয়। সনদ গ্রহণ করেন রায়ান্সের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সাজেদুল করিম।
ঢাকার আইডিবি ভবন ও বনানী, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও বগুড়া শাখার মাধ্যমে রায়ান্স কমপিউটার্স তাদের বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে
আইসিটি প্রশিক্ষণে বৃত্তি
৩০০ বেকার যুবক ও নারীকে আইসিটি প্রশিক্ষণ দেবে চাকরির ওয়েবসাইট জবসবিডি ডটকম ও ড্যাফোডিল ফাউন্ডেশন। প্রশিক্ষণের মোট খরচের ৭০ শতাংশ বহন করবে ড্যাফোডিল ফাউন্ডেশন। জবসবিডি ডটকম এবং ড্যাফোডিল ফাউন্ডেশন পঞ্চমবারের মতো এই বিশেষ বৃত্তি ঘোষণা করেছে। সিসিএনএ, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল, অনলাইন আউটসোর্সিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লিনআক্স, কমপিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টে প্রশিক্ষণ দেয়া হবে। বৃত্তির জন্য আবেদনপত্র সংগ্রহ শুরু হয়েছে। জমা দেয়ার শেষ তারিখ ৬ মার্চ। ভর্তি কার্যক্রম চলবে ১০ মার্চ পর্যন্ত
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা
ছোট ছোট আইডিয়া দিয়ে বিশ্বকে বদলে দিতে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা ২০১৬। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য শিগগিরই নিবন্ধন শুরু হচ্ছে। আগামী ২২ থেকে ২৪ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্বের বৃহত্তম হ্যাকাথন প্রতিযোগিতা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত তুলে ধরতে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে আয়োজকেরা। সংবাদ সম্মেলনে বেসিস স্টুডেন্ট ফোরামের আহবায়ক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা ২০১৬’র আহবায়ক আরিফুল হাসান অপু বলেন, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ী ছয়টি দল নাসার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে। ২০ মার্চের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নিবন্ধন করা যাবে একক ও দলগতভাবে। সংবাদ সম্মেলনে বেসিসের সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান জানান, এবারের প্রতিযোগিতায় বিমান চালনা বিদ্যা, স্পেস স্টেশন, সোলার সিস্টেম, তথ্যপ্রযুক্তি, আর্থ ও মঙ্গলগ্রহে যাওয়ার বিষয় নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করবেন প্রতিযোগীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের ন্যাশনাল ডাটা সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক তারেক এম বরকতউলস্নাহ, আইইউবির সহযোগী অধ্যাপক আশরাফুল আমিন, বাগডুম ডটকমের চিফ অপারেটিং অফিসার মনোয়ার খান, মার্কেটিং অফিসার মিরাজুল হক, পিবাজার ডটকমের প্রধান নির্বাহী মো: শাহীন প্রমুখ। বেসিস স্টুডেন্ট ফোরাম ও ক্লাউড ক্যাম্প বাংলাদেশ প্রতিযোগিতায় সহযোগিতা এবং বাগডুম ডটকম ও পিবাজার ডটকম পৃষ্ঠপোষকতা করছে
চার্টার্ড ব্যাংকে অত্যাধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে (এসসিবি) অত্যাধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা চালু হতে যাচ্ছে। এজন্য ব্যাংকটি দেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সাথে একটি বিজনেস সলিউশনস চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব রিটেইল আদিত্য মান্ডলয় এবং গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম, ডিরেক্টর শেয়ারড সার্ভিস এসএম রায়হান রশিদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট নাসের এজাজ বিজয়, হেড অব রিটেইল আইটি এএনএম কামরুল, হেড অব এমপ্লয়ী ব্যাংকিং সাবিবর আহমেদ এবং হেড অব ক্লায়েন্ট অ্যাকুইজেসন এএনএম মাহফুজ
চট্টগ্রামে স্যামসাংয়ের সার্ভিস সেন্টার
বন্দরনগরী চট্টগ্রামে চালু হলো স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের দ্বিতীয় কাস্টমার সার্ভিস সেন্টার। এখান থেকে গ্রাহকেরা স্যামসাংয়ের সব ধরনের পণ্যের বিক্রয়োত্তর সেবা পাবেন। সম্প্রতি স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন সার্ভিস সেন্টারটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্যামসাংয়ের হেড অব কাস্টমার সার্ভিস তানভির শাহেদ, হেড অব মোবাইল ডিভাইস হাসান মেহদী, স্মার্ট টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, এফডিএলের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব, এক্সেল টেলিকমের প্রধান নির্বাহী সৈয়দ সায়েদিস সাকলায়েন প্রমুখ। চট্টগ্রামের লালখান বাজারের ইয়াহইয়া টাওয়ারের দ্বিতীয় তলায় সপ্তাহে ছয় দিন এ সার্ভিস সেন্টারটি খোলা থাকবে
অনলাইন ফার্মেসি ওষুধ ডটকম
বিনামূল্যে হোম ডেলিভারি সুবিধাসহ যাত্রা শুরু করেছে অনলাইনে ওষুধ কেনার ওয়েবসাইট ওষুধ ডটকম। নিজেদের প্রয়োজনীয় ওষুধ ওয়েবসাইট থেকে বাছাই ছাড়াও প্রেসক্রিপশনের ছবি আপলোড করে ক্রেতারা এই অনলাইন মাধ্যম ওষুধ ডটকম (osudh.com) থেকে কেনাকাটা করতে পারবেন। ওয়েবসাইট ছাড়াও হটলাইন নম্বরে (০১৬৭১৯৬৮৭৭৭) ফোন করে ২৪ ঘণ্টা ওষুধের অর্ডার করা যাবে। তবে সেগুলো ডেলিভারি চার্জ ছাড়াই বাড়ি পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি
জুলাইয়ে জনতা টাওয়ারে বসবে ১০ স্টার্টআপ
জুলাইয়ের মধ্যে রাজধানীর কারওয়ান বাজারের জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে জায়গা পাবে কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ প্রতিযোগিতার চূড়ান্ত ১০ উদ্যোক্তা দল। ভবনটিকে এরই মধ্যে প্রস্ত্তত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ভবনটির অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে ইতোমধ্যে টেন্ডার আহবান করেছে কর্তৃপক্ষ। চলতি মাসে টেন্ডার সম্পন্ন করে কাজ বুঝিয়ে দেয়া হবে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। কাজ শেষ করে জুন-জুলাইয়ের মধ্যেই কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ থেকে নির্বাচিত দশ স্টার্টআপসকে এক বছরের জন্য বিনামূল্যে স্পেস হস্তান্তর করতে পারব।
জনতা টাওয়ারের ১২তলা এই ভবনের চারতলায় মোট ছয় হাজার বর্গফুট জায়গা দেয়া হবে ১০ স্টার্টআপকে। যারা এক বছর বিনামূল্যে সব ধরনের সুবিধা পাবেন। আর মোবাইল ফোন অপারেটর বাংলালিংক নির্বাচিত স্টার্টআপদের জন্য অফিস স্পেসের ডেকোরেশন করে দেবে।
কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ প্রতিযোগিতায় মোট আবেদন পড়েছে ৪৩৪টি। সেখান থেকে সেরা ১০ স্টার্টআপ ছাড়াও শীর্ষ ৫০ স্টার্টআপকে নার্সিং করবে আয়ো কেরা। এছাড়া অন্য প্রতিযোগীদের বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
তথ্যপ্রযুক্তি খাতের ব্র্যান্ডিংয়ে বিলিয়ন ডলার : পলক
আগামী এক বছরে দেশের প্রযুক্তি ও প্রযুক্তি সম্পর্কিত খাতকে বিশ্ব দরবারে পরিচিত করাতে ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ করার আশ্বাস দিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
দেশে অনেক আইটি কোম্পানি বিশ্ব দরবারে অনেক নাম করলেও সেগুলোর নিবন্ধন রয়েছে বহির্বিশ্বে। তবে দেশে শুধু সঠিক ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে বিনিয়োগ করতে না পারায় অনেক ভালো কোম্পানিও বেশিরভাগ সময় কাজ পায় না। এই অবস্থা থেকে কোম্পানিগুলোকে উত্তরণ ঘটাতে এই বিনিয়োগ করা হবে বলে জানান পলক। সম্প্রতি রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্টার্টআপস ও আইটি কোম্পানির প্রতিনিধিদের এই আশ্বাস দেন তিনি।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন কাজে দেশীয় কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। সম্প্রতি স্মার্ট এনআইডি কার্ডের কাজও পেয়েছে দেশীয় কোম্পানি টাইগার আইটি। পলক বলেন, ২০২১ সালের মধ্যে দেশে এক হাজার উদ্ভাবনী আইডিয়া ও প্রোডাক্ট নিয়ে আসার জন্য স্টার্টআপস বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই উদ্ভাবনের মধ্য দিয়েই আমরা দেশে ফেসবুক, গুগল, টুইটার, অ্যাপলের মতো উদ্যোক্তা তৈরি করতে পারব।
প্রাথমিকের মাল্টিমিডিয়া কনটেন্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সব স্তরের শিক্ষাকে ডিজিটাল করতে নিজ নিজ এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিত্তবানদের যদি নিজ নিজ এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোকে মাল্টিমিডিয়া সিস্টেমসহ প্রযুক্তিনির্ভর উপকরণ উপহার দেয়ার আহবান জানিয়ে বলেন, এখন প্রযুক্তির ব্যবহার যেমন সহজ হয়েছে, তেমনি তা সহজলভ্য করতেও সরকার কাজ করছে। তাই প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশাপাশি সব স্তরের শিক্ষাকে ডিজিটাল বা প্রযুক্তিনির্ভর করতে কাজ করা হচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচি নিয়ে বিষয়ভিত্তিক ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কনটেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিকের পর আমরা মাধ্যমিককে ডিজিটাল করে দেব। আমরা সেভাবে পদক্ষেপ নিচ্ছি। শিক্ষা শুধু বই পড়ে হয় না। চোখে দেখে অনেক শেখা যায়। আমরা সেভাবে আমাদের ছেলেমেয়েদের শেখাতে চাই। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের যেসব শিক্ষার্থী বিদেশে যায় তারা অনেক ভালো ফল করে। এ থেকে বোঝা যায়, বাংলাদেশি শিক্ষার্থীরা অনেক বেশি মেধাবী ও মননশীল। ডিজিটাল বাংলাদেশে এসব শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতেই তথ্যপ্রযুক্তি বিষয়ক উপকরণগুলো সহজলভ্য করা হচ্ছে।
সরকারের আইসিটি বিভাগ প্রাথমিক শিক্ষার বিষয়ভিত্তিক কনটেন্টগুলো ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়াতে রূপান্তর করতে ২০১৪ সালে ব্র্যাককে আর্থিক অনুদান দেয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও সেভ দ্য চিলড্রেন প্রাথমিকের ১৭টি বইয়ের মধ্যে প্রথম শ্রেণির তিনটি, দ্বিতীয় শ্রেণির তিনটি, তৃতীয় শ্রেণির তিনটি, চতুর্থ ও পঞ্চম শ্রেণির চারটি করে বই ডিজিটাল সংস্করণে রূপান্তর করেছে। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে
আগামী বাজেট নিয়ে ই-ক্যাবের ৩ সুপারিশ
২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নে কথা মাথায় রেখে ই-কমার্স খাতের জন্য সরকারের কাছে বেশ কিছু দাবি সংবলিত সুপারিশ তুলে ধরেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) মাধ্যমে সরকারের অর্থ মন্ত্রণালয়ে যাবে ই-ক্যাবের করা সুপারিশগুলো। সুপারিশের মধ্যে আছে- ই-কমার্সে লেনদেনের ওপর সব ধরনের ব্যাংকিং চার্জ এক শতাংশের নিচে রাখা, ট্রেড লাইসেন্স ফি তিন হাজার টাকার নিচে রাখা এবং শুধু অনলাইন লেনদেনের ওপর ২০২৫ সাল অবধি সব ধরনের ভ্যাট মওকুফ করা। সুপারিশগুলো ইতোমধ্যে এফবিসিসিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ বলেন, ই-কমার্সে এখনও কোনো নীতিমালা নেই। তবে করা হলে সেখানে ই-কমার্স পরিচালনার জন্য ট্রেড লাইসেন্সের প্রয়োজন হতে পারে। তাই বাজেট প্রণয়নের আগেই আমরা সেটির একটি চার্জ নির্ধারণে সুপারিশ করেছি। এছাড়া আগামী বাজেটে যেন ই-কমার্সের ভ্যাট ২০২৫ সাল পর্যন্ত মওকুফ করা হয়, সে দাবিও রাখা হয়েছে। আর সাধারণ ক্রেতাদের কথা মাথায় রেখে এই লেনদেনে ব্যাংকিং চার্জ এক শতাংশের নিচে রাখার সুপারিশ হিসেবে যুক্ত করে সুপারিশটি জমা দেন বলে জানান রাজিব আহমেদ
ডেটাসফটকে সংবর্ধনা দিল বেসিস
বাংলাদেশে প্রথম সফটওয়্যার কোম্পানি হিসেবে ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল ইন্টিগ্রেশন (সিএমএমআই) লেভেল ৫ স্বীকৃতি প্রাপ্তিতে ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডকে সংবর্ধনা জানিয়েছে বেসিস। সম্প্রতি ডেটাসফট এই স্বীকৃতি অর্জন করে। সম্প্রতি বেসিস সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা দেয়া হয়।
বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে বেসিস কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক ও বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান, পরিচালক (এইচআর অ্যান্ড ফিন্যান্স) দিল আফরোজ বেগম, পরিচালক ও সিওও এম মনজুর মাহমুদ, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড এন্টারপ্রাইজ আর্কিটেক্ট আশিকুল ইসলাম আকন্দ, হেড অব মাইক্রোফিন্যান্স, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস নাকিব এইচ খান, ম্যানেজার (প্রসেস ইমপ্রুভমেন্ট) সাদিয়া তাবাসসুমকে শুভেচ্ছা জানান।
এ সময় বেসিসের সিনিয়র সহসভাপতি রাসেল টি আহমেদ, সহসভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, পরিচালক সানি মো: আশরাফ খান, সামিরা জুবেরী হিমিকা ও আরিফুল হাসান অপু উপস্থিত ছিলেন।
মাহবুব জামান বলেন, সিএমএমআই লেভেল ৫ অর্জন করায় বেসিসের এই সংবর্ধনা আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহী করবে। আশা করি আগামীতেও এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাধ্যমে দেশ ও আইটি ইন্ডাস্ট্রিকে বিশ্বে তুলে ধরতে পারব
ডেলের নতুন ডুয়াল কোর ল্যাপটপ
স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে ডেল ইন্সপায়রন ১৪-৩৪৫২ মডেলের নতুন ল্যাপটপ। ইন্টেল এন৩৭০০ মডেলের পেন্টিয়াম ডুয়াল কোর প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ, এইচডি গ্রাফিক্স কার্ড এবং ৪ সেল ব্যাটারি। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২৯,৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০১৯৩২
গিগাবাইট জি১ গেমিং কনটেস্ট ২০১৬
গত ৩-৫ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গিগাবাইট জি১ গেমিং কনটেস্ট ২০১৬। গেমিং প্রতিযোগিতায় একক ইভেন্ট হিসেবে ছিল ফিফা ১৬, এনএফএসএমডব্লিউ ও স্ট্রিট ফাইটার ভি। অন্যদিকে দলগত ইভেন্ট হিসেবে ছিল কল অব ডিউটি ৪। সিঙ্গেল ইভেন্টে অংশ নেয়ার জন্য এন্ট্রি ফি ছিল ৫০০ টাকা এবং দলগত ইভেন্টের এন্ট্রি ফি ২৫০০ টাকা। তবে ক্লাব জি১ মেম্বারদের জন্য এই ফি ছিল যথাক্রমে ৩০০ ও ১৫০০ টাকা। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার পুরস্কার। যোগাযোগ : https://www.facebook.com/groups/clubg1gaming.
গিগাবাইট সণাইপার বি৭ মাদারবোর্ড
স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে গিগাবাইট সণাইপার বি৭ মাদারবোর্ড। ইন্টেল বি১৫০ এক্সপ্রেস চিপসেটসম্পন্ন এই মাদারবোর্ডে রয়েছে চারটি ডিডিআর৪ র্যা ম স্লট, যেখানে সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত মেমরি ব্যবহার করা যায়। গ্রাফিক্স প্রফেশনালদের জন্য এই মাদারবোর্ডে রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স সাপোর্ট, হাই ডেফিনিশন অডিও, ইন্টেল জিবি-ই ল্যান চিপ, সাটা এক্সপ্রেস কানেক্টর, মাল্টি গ্রাফিক্স টেকনোলজি এবং ইউএসবি কানেক্টর। এই মাদারবোর্ডটি ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের সব কোর প্রসেসর সমর্থন করে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৯,৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০১৯৮৩
গিগাবাইটের নতুন মাদারবোর্ড
স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের জি১ সণাইপার এম৭ মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের কোর প্রসেসর সমর্থিত এই মাদারবোর্ডটিতে রয়েছে ডুয়াল চ্যানেল ডিডিআর৪ র্যা ম স্লট, ডাবল ওয়ে গ্রাফিক্স উইথ প্রিমিয়াম পিসিআইই লেন, ৩২ জিবি পার সেকেন্ড ডাটা স্পিড, সাটা এক্সপ্রেস কানেক্টর, ১১৫ ডিবি এসএনআর এইচডি অডিও, হাই কোয়ালিটি অডিও ক্যাপাসিটরসহ ৮ চ্যানেল এইচডি অডিও, অডিও নয়েজ গার্ড, এলইডি পাথ লাইটিং, ট্রিপল ইউএসবি পোর্ট, ইজি টিউন ও ক্লাউড স্টেশন ইউটিলিটিসমৃদ্ধ অ্যাপ সেন্টার এবং ডুয়াল বায়োস টেকনোলজি। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৯,২০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০১৯৮৩
এইচপির ল্যাপটপে ২ বছরের বিক্রয়োত্তর সেবা
এখন থেকে এইচপি ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলের ল্যাপটপে দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। এইচপি ১৪ সিরিজের এসি১২৭টিইউ মডেলের এই ল্যাপটপটিতে থাকছে ইন্টেল পঞ্চম প্রজন্মের ৫০০৫ইউ মডেলের কোরআই৩ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডায়াগোনাল হাই ডেফিনিশন ডিসপ্লে, সুপার মাল্টি ডিভিডি রাইটার। দাম ৩৪,৮০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭২১
এইচপির ষষ্ঠ প্রজন্মের কোরআই৩ ব্র্যান্ড পিসি
স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে এইচপি প্রো ডেস্ক ৪০০ জি৩ এমটি মডেলের ব্র্যান্ড পিসি। ইন্টেল কোরআই৩ ৬১০০ মডেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসরসম্পন্ন এই ব্র্যান্ড পিসিতে রয়েছে ইন্টেল এইচ ১১০ চিপসেট, ৪ জিবি ডিডিআর৪ র্যা ম, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, এইচডি ৫৩০ মডেলের গ্রাফিক্স কার্ড, ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর, এইচপি ইউএসবি অপটিক্যাল মাউস, এইচপি ইউএসবি কিবোর্ড এবং ইন্টারনাল স্পিকার। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৪০,০০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩
গেমার-গ্রাফিক্স ডিজাইনারের জন্য এইচপির ওয়ার্ক স্টেশন
স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে এইচপি ব্র্যান্ডের জেড ২৩০ এসএফএফ মডেলের নতুন ওয়ার্ক স্টেশন পিসি। ইন্টেল জিয়ন ই৩-১২২৬ভি৩ সিপিইউসম্পন্ন এই ওয়ার্ক স্টেশনে রয়েছে ইন্টেল সি২২৬ চিপসেট, ৮ জিবি ডিডিআর৩ র্যা ম, ১ টেরাবাইট ৭২০০ আরপিএম সাটা হার্ডড্রাইভ, ইন্টেল পি৪৬০০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, সিস্নম সুপার মাল্টি ডিভিডি রাইটার, ইন্টিগ্রেটেড ইন্টেল পিসিআই-ই জিবি-ই/ডিসপ্লে পোর্ট, এইচপি স্ট্যান্ডার্ড কিবোর্ড ও মাউস। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৬০,০০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩
সীমাহীন স্বাধীনতায় অফিস ৩৬৫
মাইক্রোসফটের অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার অফিস ৩৬৫ ব্যবহারকারীদের দিচ্ছে সীমাহীন স্বাধীনতা। যেকোনো স্থানে বসে থেকে ব্যবহারকারীরা তাদের প্রিয় ডিভাইসের মাধ্যমে প্রায় সব কাজ সম্পন্ন করতে পারবেন। অফিস ৩৬৫ সফটওয়্যারটিতে ১ টেরাবাইট ক্লাউড স্পেস থাকায় এটি নিজেই একটি অফিস পিসি হিসেবে কাজ করে। এর ফলে পৃথিবীর যেকোনো স্থানে বসে অফিস প্যাকেজের সব ডাটা ব্যবহার করতে পারবেন। এটি উইন্ডোজ এবং ম্যাক দুই মাধ্যমেই ব্যবহারোপযোগী। এই প্যাকেজে থাকছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, আউটলুক, পাবলিশার্স ও অ্যাক্সেস। প্যাকেজটির সিঙ্গেল ইউজারের দাম ৪,৮০০ টাকা এবং ৫ ইউজারের দাম ৬,৮০০ টাকা। যোগাযোগ : ০১৭৭৭৭৩৪১৬৪
বাংলাদেশে এসার ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হলেন বিদ্যা সিনহা মিম
যুক্তরাষ্ট্রে মেগান ফক্স, ভারতে হৃত্বিক রোশনের পর এবার বাংলাদেশে এসার ব্র্যান্ডের অ্যাম্বাসাডর নির্বাচিত হলেন মডেল, অভিনেত্রী ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গত ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় ঢাকার সোনারগাঁওয়ের চিত্রা হলে এ বিষয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, বাংলাদেশে এসারের ডিস্ট্রিবিউটর মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ টোকনোলজিস লিমিটেডের জেনারেল ম্যানেজার সালমান আলী খান এবং অন্যান্য কর্মকর্তা। চুক্তি স্বাক্ষরের পর উপহার হিসেবে মিমের হাতে একটি এসার ব্র্যান্ডের ল্যাপটপ তুলে দেন সালমান আলী খান।
চুক্তি অনুযায়ী আগামী এক বছর এসার ব্র্যান্ডের অ্যাম্বাসাডর থাকবেন মিম। এই সময় তিনি প্রয়োজনীয় ফটোশুট, টিভি বিজ্ঞাপনসহ সব ধরনের প্রচারে অংশ নেবেন। আগামী এক বছর তিনি এসার ছাড়া একই ধরনের অন্য কোনো প্রতিষ্ঠান বা পণ্যের প্রতিনিধিত্ব করবেন না। সালমান আলী খান বলেন, ‘এসার তারুণ্যের ব্র্যান্ড। আর তারুণ্যের বিবেচনায় সময়ের জনপ্রিয় নাম বিদ্যা সিনহা মিম। অভিনয় এবং মডেলিং- দুই অঙ্গনেই তিনি সাফল্যের পরিচয় দিয়েছেন। তাই তাকেই আমাদের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।’ এ প্রসঙ্গে মিম বলেন, ‘এসার একটি বিখ্যাত ব্র্যান্ড। বিশ্বের জনপ্রিয় তরাকারা এই ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়েছেন। আমার খুবই ভালো লাগছে এসারের মতো একটি স্বনামধন্য ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হতে পেরে। আমি সত্যিই আনন্দিত। প্রযুক্তিনির্ভর এই সময় মানুষের প্রাত্যহিক জীবনে এসার আরও স্বাচ্ছন্দ্য এনে দেবে বলেই আমার বিশ্বাস’
প্লে গ্রুপের শিশুদের জন্য বিজয় শিশু শিক্ষা প্রকাশ
বিজয় ডিজিটাল বাংলা ভাষাভাষী শিশুদের জীবনের প্রথম পাঠ হিসেবে বিজয় শিশু শিক্ষা প্রকাশ করেছে। বিজয় শিশু শিক্ষায় রয়েছে বাংলা ও ইংরেজি বর্ণমালা, বাংলা ও ইংরেজি সংখ্যা, বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, জীবজন্তু ও ফুল। ইন্টারেকটিভ মাল্টিমিডিয়া পদ্ধতিতে তৈরি এই সফটওয়্যারটি বিজয়ের শিক্ষার ডিজিটাল রূপান্তর সিরিজের সবশেষ প্রকাশনা। ইতোমধ্যেই বিজয় ডিজিটাল থেকে বিজয় শিশু শিক্ষা-১, বাংলা, গণিত ও ইংরেজি। বিজয় শিশু শিক্ষা-২, বাংলা, ইংরেজি ও গণিত। বিজয় প্রাথমিক শিক্ষা-১, বাংলা, ইংরেজি ও গণিত। বিজয় প্রাথমিক শিক্ষা-২, বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ক সফটওয়্যার প্রকাশ করেছে। এসব সফটওয়্যার দেশের হাজার হাজার শিক্ষার্থীর পাঠ্য উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে। এসব সফটওয়্যার দিয়ে শত শত স্কুলের ক্লাসরুম ডিজিটাল করা হচ্ছে। নেত্রকোনা জেলার পূর্বধলার আরবান একাডেমির প্রথম শ্রেণির সব শিক্ষার্থীকে প্রাথমিক কমপিউটার শিক্ষা-১ সফটওয়্যারসহ মিনি ল্যাপটপ দেয়া হয়েছে। বিজয় ডিজিটাল প্রাক প্রাথমিক শিক্ষা নামে আরও একটি সফটওয়্যারের উন্নয়ন করছে। বিজয় শিশু শিক্ষা সফটওয়্যারটি একুশের বইমেলার ৬২৫ নম্বর স্টল ছাড়াও বিসিএস কমপিউটার সিটি এবং বিসিএস ল্যাপটপ বাজারে পাওয়া যায়। যোগাযোগ : +৮৮০২৭১৯৪০০২
বাংলাদেশ ব্যাংকের ই-লাইব্রেরির শুভ উদ্বোধন
গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ই-লাইব্রেরির শুভ উদ্বোধন করেছেন গভর্নর ড. আতিউর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, লাইব্রেরি জ্ঞানের উৎস। নতুন নেতৃত্বের উৎকর্ষ সাধনে জ্ঞানচর্চার বিকল্প নেই। ইতোমধ্যে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইব্রেরির সাথে বাংলাদেশ ব্যাংকের ই-লাইব্রেরির নেটওয়ার্ক স্থাপন সম্ভব হয়েছে। ভবিষ্যতে বিশ্বের বড় বড় লাইব্রেরির সাথে যুক্ত হবে। এটি কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক খাতের কর্মী, আগ্রহী পাঠক ও গবেষকদের জ্ঞানার্জনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এমন আশাবাদ ব্যক্ত করেন ড. আতিউর রহমান। শুভেচ্ছা বক্তব্যে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, আজকের ই-লাইব্রেরি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক ডিজিটাইজেশনের আরেক ধাপে উত্তীর্ণ হলো। এ সাফল্যকে একটি মাইলফলক বলে উল্লেখ করেন আরেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। ডেপুটি গভর্নর আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহা: রাজী হাসান, বাংলাদেশ বাংকের পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ ড. এম আসলাম আলম, ড. মোস্তফা কামাল মুজেরী, অধ্যাপক সনৎ কুমার সাহা, ড. সাদিক আহমেদ এবং অধ্যাপক হান্নানা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি
এডাটার নতুন মডেলের পাওয়ার ব্যাংক
গ্লোবাল ব্র্যান্ড দেশের বাজারে এনেছে পিভি ১২০ মডেলের নতুন পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটির ওজন ১২০ গ্রাম। ২.১ অ্যাম্পিয়ার আউটপুট দিয়ে এটি দ্রুততার সাথে স্মার্টফোন, ট্যাবলেট জাতীয় ডিভাইস রিচার্জ করতে সক্ষম। নিরাপত্তার জন্য রয়েছে ওভার টেম্পারেচার প্রটেকশন, ওভার চার্জিং প্রটেকশন, শর্ট সার্কিট প্রটেকশন এবং ওভার ভোল্টেজ প্রটেকশন। ৫১০০ এমএএইচ ধারণ ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার ব্যাংকটির দাম ১,৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯০৪
আসুসের ১০০ সিরিজের গেমিং মাদারবোর্ড
কমপিউটারের পারফরম্যান্স ও গেমারদের চাহিদার দিকে লক্ষ রেখে আসুসের ১০০ সিরিজের গেমিং মাদারবোর্ড নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড। এর মডেলগুলো যথাক্রমে ম্যাক্সিমাস-৮-রেঞ্জার, জেড-১৭০-প্রো-গেমিং, বি-১৫০-প্রো-গেমিং-ডিথ্রি এবং এইচ-১৭০-প্রো-গেমিং। ১০০ সিরিজের মাদারবোর্ডে ইন্টেল ১১৫১ সকেটের আসন্ন ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই ৭/৫/৩/পেন্টিয়াম/সেলেরন প্রভৃতি প্রসেসর সমর্থন করে। অত্যাধুনিক টেকনোলজির সমন্বয়ে তৈরি চিপসেটগুলো সর্বোচ্চ ব্যান্ডউইডথ ও ফ্যাক্সিবিলিটি নিশ্চিত করে। ১০০ সিরিজে ব্যবহৃত ইন্টেল ইথারনেট, ল্যানগার্ড ও গেমফাস্ট টেকনোলজি গেমিং পারফরম্যান্সে কোনো বাধা ছাড়াই দীর্ঘস্থায়ী সংযোগের নিশ্চয়তা দেয় । দাম যথাক্রমে ২১০০০, ১৮০০০, ১২০০০, ১৫০০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩
গেমারদের জন্য আসুসের গেমিং ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড গেমারদের জন্য এনেছে উন্নত প্রযুক্তির গেমিং ল্যাপটপ জিএল৭৫২ভিডব্লিউ। ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই৭ প্রসেসর, ৪ জিবি এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৬০এম ডিডিআর৫ ভিডিও গ্রাফিক্স এবং ১৭.৩ ইঞ্চি ফুল এইচডি এলিডি ডিসপ্লে, ২ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ১২৮ জিবি সলিড-স্টেট ডিস্ক, ১৬ জিবি ডিডিআর৪ র্যা ম, ইন্টেল এইচএম ১৭০ চিপসেট। রয়েছে ওয়াইফাই, এইচডি ওয়েব ক্যাম, ল্যান জ্যাক। ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং দুই বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ দাম ১,১৩,৫০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
নির্ভরযোগ্যতার শীর্ষে আসুস মাদারবোর্ড
দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ও নির্ভরযোগ্যতার খেতাব জিতে নিল আসুস । গত ৭ ডিসেম্বর আসুসকে ‘মোস্ট রিল্যায়েবল মাদারবোর্ড ব্র্যান্ড’ হিসেবে ঘোষণা করল ‘এলএলসি সাবসিডিয়ারি হার্ডওয়্যার এফআর’। হার্ডওয়্যার এফআরের গবেষণা রিপোর্ট অনুযায়ী আসুস মাদারবোর্ডের রিটার্ন রেট ১.৮৯ শতাংশ, যা নামি মাদারবোর্ড ব্র্যান্ডগুলো থেকে সবচেয়ে কম। আসুস বিশ্বের কনজ্যুমার নোটবুক ভেন্ডরদের মধ্যে তৃতীয় এবং আসুস মাদারবোর্ডের ঝুলিতে রয়েছে সর্বোচ্চ সংখ্যক খেতাব। আসুস মাদারবোর্ড ১০ বছর ধরে নেতৃত্বাধীন অবস্থানে রয়েছে, যার মূল কারণ হচ্ছে- সর্বোচ্চ বিক্রি, সহজে ব্যবহারযোগ্য, দীর্ঘস্থায়িত্বতা এবং বিশ্বাসযোগ্যতা। গুণগত মান, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পরিসরে পণ্যগুলোকে পরীক্ষা করা হয়ে থাকে। যার ফলে সর্বনিমণ রিটার্ন রেট রয়েছে আসুসের এবং নির্ভরযোগ্যতা ও সেরা হওয়ার খেতাবটাও জুড়ে নিল আসুস মাদারবোর্ড
আসুস এন সিরিজের মাল্টিমিডিয়া ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এন সিরিজের নতুন মাল্টিমিডিয়া ল্যাপটপ এন৫৫১ভিডব্লিউ। এতে রয়েছে ব্যাং ও উলফসেন প্রযুক্তি এবং ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ২.৬০ গিগাহার্টজ ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই৭ প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ১ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ৮ জিবি ডিডিআর৪ এসডি র্যাটম, ৪ জিবি এনভিডিয়া জিফোর্স ৯৬০ এম ভিডিও গ্রাফিক্স। নেটওয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াইফাই, ল্যান জ্যাক, এইচডি ওয়েব ক্যাম। ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং দুই বছর ওয়ারেন্টিসহ ল্যাপটপটির দাম ৮৭,০০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
দেশে আসুসের ফোনপ্যাড
গ্লোবাল ব্র্যান্ড এনেছে আসুসের ফোনপ্যাড সিরিজের এফই৩৭৫সিএক্সজি মডেলের নতুন ট্যাবলেট পিসি। এটি অ্যান্ড্রয়িড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম এবং ১.৩৩ গিগাহার্টজ ইন্টেল কোয়াড কোর প্রসেসরচালিত। ৭ ইঞ্চির মাল্টি-টাচ আইপিএস প্যানেলের এই ট্যাবে রয়েছে ১ জিবি র্যামম, ১৬ জিবি ডাটা স্টোরেজ, ডুয়াল ওয়েবক্যাম, ওয়াইফাই ডুয়াল ব্যান্ড ৮০২.১১এ/বি/জি/এন, ব্লুটুথ ৪.০, সনিকমাস্টার অডিও এবং ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। এতে ১১ ঘণ্টারও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। দাম ১৮,৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪২২
আসুসের ষষ্ঠ প্রজন্মের ট্রান্সফরমারবুক
আসুস দেশীয় আইটি মার্কেটে নিয়ে এলো ষষ্ঠ প্রজন্মের ট্রান্সফরমারবুক টিপি৩০০ইউএ। এর ১৩.৩ ইঞ্চি এইচডি এলইডি টাচস্ক্রিন ডিসপ্লে ৩৬০ ডিগ্রিতে আবর্তিত করা যায়। ২.৩০ গিগাহার্টজ ও ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ৮ জিবি ডিডিআর৩ র্যা ম, ১ টেরাবাইট এইচডিডি হার্ডডিস্ক। এর রোটেটিং টাচস্ক্রিন বৈশিষ্ট্যের কারণে এটি যেকোনো মোডে ব্যবহার করা যায়। রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, এইচডি ৭২০ পিক্সেল ওয়েবক্যাম। এতে উইন্ডোজ ১০ এবং পলিমার ব্যাটারি ব্যবহার হয়েছে। দাম ৬৯,০০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
ব্রাদার নতুন ওয়্যারলেস লেজার প্রিন্টার
গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্রাদার ব্র্যান্ডের ডিসিপি-১৬১০ডব্লিউ ওয়্যারলেস লেজার প্রিন্টার। এই প্রিন্টারটি লেজার টেকনোলজি প্রয়োগের মাধ্যমে একাধারে প্রিন্ট, কপি ও স্ক্যান করতে সক্ষম। ৩২ মেগাবাইট মেমরির এই প্রিন্টারটি মিনিটে ২০টি প্রিন্ট করতে পারে। এর প্রিন্ট রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই, স্ক্যানার রেজ্যুলেশন ৬০০ বাই ১২০০ ডিপিআই এবং কপি রেজ্যুলেশন ৬০০ বাই ৬০০ রেজ্যুলেশন। প্রিন্টারটির দাম ১১,৫০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩০
ব্রাদারের মনোক্রোম লেজার মাল্টিফাংশন প্রিন্টার
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ব্রাদারের নতুন মনোক্রোম লেজার মাল্টিফাংশন প্রিন্টার এমএফসি-এল২৭০০ডিডব্লিউ। ওয়্যারড ও ওয়্যারলেস নেটওয়ার্কসম্পন্ন এই প্রিন্টারটি একাধারে প্রিন্ট, কপি, স্ক্যান ও ফ্যাক্স করতে সক্ষম। প্রিন্টারটি ওয়াইফাই নেটওয়ার্কিং এবং ক্লাউড নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যেকোনো ডিভাইস থেকে প্রিন্ট করতে সক্ষম। এছাড়া প্রিন্টারটি প্রতি মিনিটে ২৬পৃষ্ঠা এবং একটি পৃষ্ঠার দুই পাশেই প্রিন্ট করতে পারে। প্রিন্টারটির রয়েছে ৩২ মেগাবাইট মেমরি, ১২০০ বাই ৬০০ ডিপিআই প্রিন্টিং রেজ্যুলেশন, ৬০০ বাই ২৪০০ ডিপিআই স্ক্যান রেজ্যুলেশন এবং ৩৩.৬ কেবিপিএস ফ্যাক্স স্পিড। তিন বছরের ওয়ারেন্টিসহ দাম ১৯,৫০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩০
ল্যাম্প ফ্রি ক্যাসিও প্রজেক্টর
বিশ্বখ্যাত জাপানিজ ‘ক্যাসিও’ ব্র্যান্ডের ল্যাম্প ফ্রি প্রজেক্টর এনেছে গ্লোবাল ব্র্যান্ড। লেজার এবং এলইডি প্রযুক্তির সমন্বয়ে গঠিত এই ক্যাসিও প্রজেক্টরের সর্বোচ্চ লাইট সোর্স লাইফ ২০,০০০ ঘণ্টা পর্যন্ত। ল্যাম্প ফ্রি প্রযুক্তিতে তৈরি হওয়ায় ক্যাসিও প্রজেক্টরগুলো সম্পূর্ণরূপে পরিবেশবান্ধব এবং বিদ্যুৎসাশ্রয়ী। এই প্রজেক্টরগুলোর বিক্রয়োত্তর সেবা তিন বছর। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৯
ডেলের পঞ্চম প্রজন্মের ল্যাপটপ বাজারে
গ্লোবাল ব্র্যান্ড দেশে এনেছে ডেলের পঞ্চম প্রজন্মের ল্যাপটপ ভোস্ট্র ৩৪৫৮। ২.২০ গিগাহার্টজসম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৪.১ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫৫০০ এবং ইন্টিগ্রেটেড ওয়াইডস্ক্রিন এইচডি ওয়েবক্যাম, ইথারনেট ল্যান জ্যাক, ওয়্যারলেস (৮০০২.১১এসি) এবং ব্লুটুথ। ৪ সেল রিমুভেবল ব্যাটারিসহ ওজন ১.৯৪ কেজি। তিন বছরের ওয়ারেন্টিসহ এর দাম ৪৯,৩০০ টাকা
লেনোভোর উন্নত প্রযুক্তির ১০০ সিরিজের আইডিয়াপ্যাড
গ্লোবাল ব্র্যান্ড দেশের বাজারে এনেছে লেনোভোর ১০০ সিরিজের আইডিয়াপ্যাড। এই আইডিয়াপ্যাডগুলো পুরনো আইডিয়াপ্যাডগুলোর চেয়ে ১০ শতাংশ বেশি সিস্নম, ৮ শতাংশ বেশি হালকা। ২.৩ কেজি ওজনের আইডিয়াপ্যাডগুলো ২২.৬ মিলিমিটার পাতলা ও ১৫.৬ ইঞ্চি ডিসপ্লেসমৃদ্ধ। এতে ব্যবহার হয়েছে লিথিয়াম সিলিন্ড্রিকাল নতুন প্রযুক্তির ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী এবং বেশি সময় ব্যাকআপ দিয়ে থাকে। পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৩ প্রসেসরসমৃদ্ধ এই আইডিয়াপ্যাডটিতে রয়েছে ৪ জিবি র্যাআম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ২ জিবি এনভিডিয়া জিফোর্স ৯২০এম গ্রাফিক্স। এক বছর ওয়ারেন্টিসহ দাম ৩৮,৭০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
লেনোভোর নতুন মাল্টিমিডিয়া ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড দেশে এনেছে মাল্টিমিডিয়া সিরিজের নতুন ‘জেড৫১৭০’ মডেলের ল্যাপটপ। ইন্টেল রিয়েল সেন্স থ্রিডি ওয়েবক্যাম প্রযুক্তি ব্যবহারকারীকে গেসচার কন্ট্রোলের মাধ্যমে অনেক ধরনের গেম ও অ্যাপ্লিকেশন চালনায় সহায়তা করে এবং থ্রিডি মোডে চেহারাকে স্ক্যান করার অসাধারণ অনুভূতি দিয়ে থাকে। অসাধারণ অডিওর জন্য রয়েছে জেবিএল স্পিকার এবং ডলবি হোম থিয়েটার। পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৭ প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে ১ টেরাবাইট হার্ডডিস্ক, ৮ জিবি এসএসএইচডি, ৮ জিবি ডিডিআর৩ র্যা ম, ৪ জিবি এএমডি রাডেওন আর ৯ গ্রাফিক্স এবং ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। রয়েছে জেনুইন উইন্ডোজ ৮.১ ভার্সন, ৮০২.১১এসি ওয়াইফাই, ব্যাকলিট কিবোর্ড, ৪ সেল ব্যাটারি। এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ দাম ৮২,৫০০ টাকা। এছাড়া কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ ল্যাপটপের দাম ৭২,৮০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
পিকো প্রজেক্টরসহ লেনোভো ইয়োগা ট্যাব ২ প্রো বাজারে
গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো নতুন ইয়োগা ট্যাব ২ প্রো। এর ইন্টারনাল পিকো প্রজেক্টর, ডলবি হোম থিয়েটার ও জেবিএল স্পিকারসমৃদ্ধ মাল্টিমিডিয়া দেয় ঘরে বসেই সিনেমা দেখার অনুভূতি। ইয়োগা ট্যাব ২ প্রোর সাবউফারসহ জেবিএল স্পিকার স্পষ্ট ও জোরালো অডিও শোনার অনুভূতি দেয় এবং ১৩.৩ ইঞ্চি (২৫৬০ বাই ১৪৪০) কিউএইচডি আইপিএস ডিসপ্লে দেয় অসাধারণ ভিডিও দেখার অভিজ্ঞতা। ১.৮৬ গিগাহার্টজ গতিসম্পন্ন এই আইডিয়াপ্যাডে রয়েছে ইন্টেল অ্যাটম জেড৩৭৪৫ ৪ কোর প্রসেসর, ২ জিবি রযাগিম, ৩২ জিবি স্টোরেজ, অ্যান্ড্রয়িড কিটকেট, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১.৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এক বছর ওয়ারেন্টিসহ দাম ৬০,৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
লেনোভো আল্ট্রা সিস্নম ইয়োগা৩ প্রো টাচ আল্ট্রাবুক
গ্লোবাল ব্র্যান্ড দেশে নিয়ে এলো আল্ট্রা সিস্নম টাচ আল্ট্রাবুক ইয়োগা৩ প্রো। এই আল্ট্রাবুকটি পুরনো মডেলের ল্যাপটপগুলো থেকে হালকা এবং উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি। ইয়োগা৩ প্রোতে ব্যবহৃত ওয়াচব্যান্ড হিঞ্জ একে ইয়োগা২ প্রো থেকে ১৪ শতাংশ বেশি পাতলা এবং হালকা। এতে আরও রয়েছে লেনোভো হারমনি সফটওয়্যার, যার মাধ্যমে ব্যবহারকারী অকার্যকর অ্যাপ্লিকেশনগুলো এড়িয়ে পছন্দানুযায়ী অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। এর ১৩.৩ ইঞ্চি মাল্টিটাচ (৩২০০ বাই ১৮০০) কিউএইচডি ডিসপ্লে দেবে অসাধারণ ভিজ্যুয়াল ইফেক্ট। এর ওজন ১.১৯ কেজি এবং পুরুত্ব ১২.৮ মিলিমিটার। রয়েছে ইন্টেল কোরএম৫ওয়াই৭১ প্রসেসর, ৮ জিবি ডিডিআর৩এল র্যারম, ২৫৬ জিবি এসএসএইচডি হার্ডডিস্ক। এক বছর ওয়ারেন্টিসহ দাম ১,৩০,০০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
লেনোভো ইয়োগা ট্যাব২
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে মাল্টিটাচসমৃদ্ধ নতুন ইয়োগা ট্যাব২ উইন্ডোজ। এর বিশেষ বৈশিষ্ট্য হলো ওয়্যারলেস কিবোর্ড, যা ব্লুটুথের মাধ্যমে ট্যাবটির সাথে সংযোযিত করা যায়। রয়েছে ১০.১ ইঞ্চি (১৯২০ বাই ১২০০) ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এর উদ্ভাবনী ডিজাইনের ফলে ব্যবহারকারী একাধিক উপায়ে এটি ব্যবহার করতে পারবেন। মোডগুলো হলো- হোল্ড, টিল্ট, স্ট্যান্ড ও হ্যাঙ্গ। ১.৮৬ গিগাহার্টজ গতিসম্পন্ন এই ট্যাবে রয়েছে ইন্টেল অ্যাটম জেড৩৭৪৫৪ কোর প্রসেসর, ২ জিবি এলপিডিডিআর৩ র্যা ম, ৩২ জিবি স্টোরেজ, অপারেটিং সিস্টেমের জন্য জেনুইন উইন্ডোজ ৮.১, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১.৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এক বছর ওয়ারেন্টিসহ দাম ৪৯,৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
পান্ডা গালা নাইট প্রোগ্রাম অনুষ্ঠিত
কক্সবাজারের একটি অভিজাত হোটেলে গত ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বিশ্বখ্যাত স্প্যানিশ ব্র্যান্ড পান্ডা অ্যান্টিভাইরাসের ‘পান্ডা গালা নাইট’ প্রোগ্রাম। পান্ডা অ্যান্টিভাইরাসের অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড আয়োজন করে এই প্রোগ্রামের। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পান্ডা সিকিউরিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং জনপ্রিয় মডেল-অভিনেত্রী নায়লা নাঈমের অসাধারণ ড্যান্স পারফরম্যান্স। প্রোগ্রাম ছাড়াও তিন দিনব্যাপী এই আয়োজনে আরও ছিল বারবি কিউ পার্টি, বিচ ফুটবল, ডিজে শো এবং নায়লা নাঈমের সাথে সেলফি তোলার সুযোগ। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই উন্মোচন করা হয় ‘পান্ডা কুল অফার’ শীর্ষক প্রমোশনের বিজয়ীদের নাম। ২০১৫ সালে ‘পান্ডা কুল অফার’ শীর্ষক একটি সেলস অফারের আয়োজন করে পান্ডা অ্যান্টিভাইরাসের অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এই অফারের আওতায় সেলস টার্গেট পূরণ করা প্রতিষ্ঠানগুলো জিতে নেয় ‘ব্র্যান্ড নিউ কার’ এবং ‘মোটরবাইক’। অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পান্ডার প্রোডাক্ট ম্যানেজার গোলাম মুর্তজা আজিম, গ্লোবাল ব্র্যান্ডের হেড অব চ্যানেল সেলস সমীর কুমার দাস এবং পান্ডার ব্র্যান্ড অ্যাম্বাসাডর মডেল-অভিনেত্রী নায়লা নাঈম।
এই সেলস প্রমোশনের ধারাবাহিকতায় নেট স্টার প্রাইভেট লিমিটেড ও জলিল কমপিউটার জিতে নেয় ব্র্যান্ড নিউ কার। এছাড়া ব্র্যান্ড নিউ মোটরবাইক জিতে নেয় ওয়ান স্টপ সার্ভিস অ্যান্ড সলিউশন, উইন্টেড ইন্টারন্যাশনাল, হাই ফাই কমপিউটার, চিপ টেকনোলজি, এবসল্যুট আইটি, সুমন কমপিউটার, কাজী ব্রাদার্স ও বি অ্যান্ড ভি আইটি বাজার।
পোর্টেবল প্রজেক্টর নিয়ে এলো ভিভিটেক
গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো তাইওয়ানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভিটেকের নতুন পোর্টেবল প্রজেক্টর এলইডি কিউমি কিউ৫। আধুনিক ডিএলপি প্রযুক্তিসম্পন্ন এই প্রজেক্টরে ব্যবহার হয়েছে ১২৮০ বাই ৮০০ রেজ্যুলেশন, যা স্বচ্ছ ও স্পষ্ট দৃশ্য আনতে সক্ষম। এছাড়া রয়েছে থ্রিডি রেডি, ৫০০ আনসি লুমেন্স, ২ ওয়াট স্পিকার, ৪ জিবি ইন্টারনাল মেমরি এবং ৩০ হাজার ঘণ্টা পর্যন্ত ল্যাম্প লাইফ। ৪৯০ গ্রামের প্রজেক্টরটি সহজে বহনযোগ্য। বিক্রয়োত্তর সেবা এক বছর। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৫৯
ডুয়াল মোড অপটিকাল মাউস নিয়ে এলো রাপু
বিশ্বখ্যাত রাপুর একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো ৬৬১০ মডেলের ডুয়াল মোড অপটিকাল মাউস। ২.৪ গিগাহার্টজ গতির ওয়্যারলেস কানেকশনসহ এতে রয়েছে ব্লুটুথ সংযোগ। এই ডুয়াল মোড সংযোগের মাধ্যমে মাউসটি ১০ মিটার দূর থেকে কাজ করতে সক্ষম। ইনভিজিবল ট্র্যাকিং ইঞ্জিন, ন্যানো রিসিভার, ১০০০ ডিপিআই রেজ্যুলেশন এবং অ্যাফিক্সড মেটাল স্ট্রিপ স্ক্রল হুইলসম্পন্ন মাউসটির রয়েছে ৯ মাস পর্যন্ত ব্যাটারি লাইফ। দুই বছর ওয়ারেন্টিসহ মাউসটির দাম ১৮৫০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৯২
৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির ওয়্যারলেস মাউস
বিশ্বখ্যাত রাপুর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো ৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির ট্রান্সমিশনসম্পন্ন ওয়্যারলেস অপটিক্যাল মাউস। মাউসগুলোতে রয়েছে ১০০০ ডিপিআই রেজ্যুলেশনসম্পন্ন হাই ট্র্যাকিং ইঞ্জিন। মাউসগুলো লো-পাওয়ার কনজাম্পশন টেকনোলজি দিয়ে তৈরি এবং ১০ মিটার দূর থেকে কাজ করতে সক্ষম। মডেল দুটি হলো যথাক্রমে ১০৯০পি এবং ৩১০০পি। ৩১০০পি মডেলের ওয়্যারলেস মাউসটির রয়েছে ১৮ মাস ব্যাটারি লাইফ। দুই বছর ওয়ারেন্টিসহ এই মাউসটির দাম ১৩৫০ টাকা। ১০৯০পি মডেলের ওয়্যারলেস মাউসটির রয়েছে ৯ মাস ব্যাটারি লাইফ। দুই বছর ওয়ারেন্টিসহ মাউসটির দাম ১১০০ টাকা
শার্পের নতুন ডিজিটাল ফটোকপিয়ার
গ্লোবাল ব্র্যান্ড শার্প ফটোকপিয়ারের অনুমোদিত অংশীদার বাজারে নিয়ে এলো নতুন শার্প এআর-৬০২০ মডেলের ডিজিটাল ফটোকপিয়ার মেশিন। মেশিনটি একসাথে কপি, প্রিন্ট এবং কালার স্ক্যান করতে সক্ষম। শার্প এআর-৬০২০ মিনিটে ২০ কপি প্রিন্ট করে থাকে। এর রয়েছে ৬৪ মেগাবাইট র্যা্ম, ৩৫০ শিট পেপার ধারণক্ষমতা, কপি ও প্রিন্ট রেজ্যুলেশন ৬০০ বাই ৬০০ ডিপিআই এবং ২৫ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত জুমিং রেঞ্জ। এটি লেজার বিম প্রিন্টিং ও ইনডিরেক্ট ইলাস্ট্রোস্ট্যাটিক ফটোগ্রাফিক মেথোড দিয়ে পরিচালিত। প্রতি পৃষ্ঠা কপি বা প্রিন্টিং খরচ মাত্র ৩৫ পয়সা। এক বছর ওয়ারেন্টিসহ দাম ৮৫,০০০ টাকা। যোগাযোগ : ০১৯৬৯৬৩৩০৮১
টোটোলিংকের ৩জি-৪জির ওয়্যারলেস রাউটার
গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো টোটোলিংকের ৩জি-৪জি সর্মথনযোগ্য নতুন দুটি ওয়্যারলেস রাউটার জি১৫০আর ও জি৩০০আর। অ্যাক্সেস কন্ট্রোলের জন্য রয়েছে মাল্টিপল এসএসআইডি, ব্যান্ডউডথ কন্ট্রোলের জন্য রয়েছে কিউওএস এবং নিরাপত্তার জন্য রয়েছে উন্নত প্রযুক্তির ডব্লিউপিএ/ডব্লিউপি২।
জি১৫০আর রাউটারটি প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবাইট পর্যন্ত নেটওয়ার্ক সমর্থন দিতে পারে। রয়েছে ১ বাই ৫ ডিবিআই একটি ফিক্সড অ্যান্টেনা। জি৩০০আর রাউটারটি প্রতি সেকেন্ডে ৩০০ মেগাবাইট পর্যন্ত নেটওয়ার্ক সমর্থন দিতে পারে। এর রয়েছে ২ বাই ৫ ডিবিআই দুটি ফিক্সড অ্যান্টেনা, যা দিয়ে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকে। দাম যথাক্রমে ২,১০০ ও ২,৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫৪৬
টোটোলিংকের নতুন ওয়্যারলেস রাউটার
গ্লোবাল ব্র্যান্ড দেশের বাজারে এনেছে টোটোলিংকের নতুন ওয়্যারলেস রাউটার এন৩০০আরএইচ। উন্নত ট্রান্সমিশন ও উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন এই রাউটারটি দীর্ঘ পরিসরে এবং একাধিক ফ্লোরে এর নেটওয়ার্ক বিস্তার করতে সক্ষম। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি দ্রুত সংস্থাপন করা যায় এবং অভিভাবকরা সিকিউরিটি সেটআপের মাধ্যমে ইন্টারনেটের অনাকাঙিক্ষত সাইটগুলোও নিয়ন্ত্রণ করতে পারবেন। আইইইই ৮০২.১১এন/জি/বি দিয়ে স্বীকৃত ও ৩০০ এমবিপিএস গতিসম্পন্ন এই রাউটারে রয়েছে ২ বাই ১১ ডিবিআই বিচ্ছিন্নপূর্ণ অ্যান্টেনা। দাম ৩,৬০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫৪৬
ভিভিটেকের ডাটা প্রজেক্টর
গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো তাইওয়ানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভিটেকের নতুন ডাটা প্রজেক্টর ডি৫৫২। আধুনিক ডিএলপি প্রযুক্তিসম্পন্ন এই প্রজেক্টরের কন্ট্রাস্ট রেশিও ১৫০০০:১, যা স্বচ্ছ ও স্পষ্ট দৃশ্য আনতে সক্ষম। এছাড়া এতে রয়েছে থ্রিডি রেডি, ৩০০০ আনসি লুমেন্স এবং ১০ হাজার ঘণ্টা পর্যন্ত ল্যাম্প লাইফ। দাম ৩৫,০০০ টাকা। বিক্রয়োত্তর সেবা দুই বছর (ল্যাম্প এক বছর বা এক হাজার ঘণ্টা)। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৫৯
বিআইজেএফের ‘চড়ুইভাতি’ অনুষ্ঠিত
দেশের তথ্যপ্রযুক্তিবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সদস্যদের নিয়ে সম্প্রতি গাজীপুরের বনবিলাস পিকনিক ও শুটিং স্পটে দিনব্যাপী ‘চড়ুইভাতি-২০১৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিআইজেএফ সদস্যদের পরিবারের সদস্য এবং তথ্যপ্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়াদের জন্য ছিল বিভিন্ন গেম ও র্যাাফেল ড্র। পাশাপাশি ছিল ম্যাজিক শো এবং সাংস্কৃতিক আয়োজন। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইজেএফ সভাপতি মুহম্মদ খান, সাধারণ সম্পাদক ওয়াশিকুর রহমান, বাক্যর সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, বেসিস পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, আমরার সহকারী জেনারেল ম্যানেজার মুনতাসির আহমেদ, আমরা স্মার্ট সলিউশনসের ব্যবসায় বিভাগের প্রধান সুলাইমান সুখন প্রমুখ। এবারের আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক ছিল মাইক্রোসফট বাংলাদেশ এবং গোল্ড স্পন্সর উই মোবাইল। আয়োজনে সহযোগী ছিল স্মার্ট টেকনোলজিস, কমপিউটার সোর্স, ওয়ালটন, গোল্ডবার্গ মোবাইল, বেসিস, সিল্ফম্ফনি, প্রাণ-আরএফএল, স্টারটেক ইঞ্জিনিয়ারিং, এশিয়ান এক্সপো, ইউসিসি, ডিজিকন টেকনোলজিস, ফিফো টেক এবং শাদিবাজার ডটকম
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে রিভ সিস্টেমসের ‘নাম্বার পোর্টেবিলিটি’ প্রদর্শন
‘নাম্বার পোর্টেবিলিটি’ তথা মোবাইল নাম্বার ঠিক রেখেই অপারেটর পরিবর্তনের সহায়ক প্রযুক্তি নিয়ে এসেছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। আন্তর্জাতিক টেলিযোগাযোগ খাতের সবচেয়ে বড় প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০১৬ আসরে প্রদর্শিত এ নাম্বার পোর্টেবিলিটি সহায়ক ইতোমধ্যে ব্যবহার শুরু হয়েছে ব্রাজিলে।
গত ২২ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হওয়া চার দিনের প্রযুক্তি মেলায় বাংলাদেশের রিভ সিস্টেমসের নিজস্ব প্যাভিলিয়ন পরিদর্শন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক মোহাম্মদ আরফে এলাহী ও আন্তর্জাতিক প্রযুক্তি খাতের ব্যক্তিবর্গ।
বিভিন্ন পণ্য ও সেবা পর্যবেক্ষণ শেষে অতিথিরা প্রযুক্তি শিল্পের বিকাশে রিভের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন রিভ সিস্টেমসের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও এম রেজাউল হাসানের সাথে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন রিভের হেড অব গ্লোবাল সেলস রায়হান হোসেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নাম্বার পোর্টেবিলিটির সহায়কের পাশাপাশি এমডব্লিউসিতে রিভ সিস্টেমস প্রদর্শিত অন্যান্য পণ্য ও সেবার মাঝে উল্লেখযোগ্য ‘আইটেল মোবাইল ডায়লার’ ও ‘আইটেল সুইচ’।
আইপি কমিউনিকেশনের অন্যতম জনপ্রিয় মাধ্যম আইটেল মোবাইল ডায়ালারে রয়েছে অডিও কলের পাশাপাশি এসএমএস, গ্রুপ চ্যাট, ফাইল শেয়ারিং ও ভিডিও কলসহ মোবাইল টপআপের সুবিধা। অন্যদিকে ক্যারিয়ার গ্রেড আইটেল সুইচে রয়েছে উন্নত রাউটিং ফ্যাসিলিটি, ইনস্ট্যান্ট হোলসেল ও পিনলেস কলিং কার্ডসহ অ্যাডভান্সড সিকিউরিটি সুবিধা।
এমডব্লিউসিতে অংশ নেয়া প্রসঙ্গে রিভ সিস্টেমসের গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন, ‘টেলিযোগাযোগ খাতের নেতৃস্থানীয়দের অংশগ্রহণে এ সম্মেলন শুধু আঞ্চলিক নয়, গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সেক্টরেও।
১৯৮৭ সালে শুরু হওয়া বিশ্বের মোবাইল অপারেটরদের সংগঠন ‘জিএসএমএ’ আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এবারের আসরে টানা অষ্টমবারের মতো অংশ নিল রিভ সিস্টেমস। ৭৮টি দেশের ২৬শ’র বেশি টেলিকম সার্ভিস প্রোভাইডারকে সেবা দেয়া বাংলাদেশি এ বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে এবং গবেষণা ও উনয়ন কেন্দ্র বাংলাদেশ ও ভারতে। এছাড়া রিভের উপস্থিতি রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, হংকং, যুক্তরাজ্য, লেবানন ও কেনিয়ায়
ক্যানন ইঙ্কজেট সিএনজি কালার প্রিন্টার
সাশ্রয়ী মূল্যে প্রিন্ট সুবিধা দিতে ক্রেতাসাধারণের জন্য বাংলাদেশে ক্যানন সিস্টেম পণ্যের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস এনেছে ক্যানন পিক্সমা জি১০০০ সিএনজি ইঙ্কজেট কালার প্রিন্টার। বাজারে থাকা অন্যান্য সিএনজি ইঙ্কজেট প্রিন্টারের সাথে এই প্রিন্টারের প্রধান পার্থক্য হলো- এই প্রিন্টারের ইঙ্ক ট্যাঙ্ক থাকে সম্পূর্ণ ভেতরে। ফলে প্রিন্টারকে দেখায় আরও স্মার্ট। এই প্রিন্টারের কালো কার্ট্রিজ ও কালার কার্ট্রিজের দাম ৮০০ টাকা, যা দিয়ে ৬ হাজার পৃষ্ঠা সাদা-কালো ও ৭ হাজার কালার পৃষ্ঠা প্রিন্ট করা যাবে। প্রিন্টারটির বৈশিষ্ট্য হলো ৪৮০০ বাই ১২০০ ডিপিআই রেজ্যুলেশন, প্রিন্ট স্প্রিড ৫.০ আইপিএম কালার ও ৮.৮ আইপিএম সাদা-কালো। চারটি ইঙ্ক ট্যাঙ্ক সংবলিত এই প্রিন্টারের দাম ১২,০০০ টাকা। প্রিন্টারটি পাওয়া যাচ্ছে জেএএন অ্যাসোসিয়েটসের সব ব্রাঞ্চ ও আউটলেটে। যোগাযোগ : ৯৬৬০৬০১
ভ্রাম্যমাণ সোলারপ্যাক এনেছে কমপিউটার সোর্স
কমপিউটার সোর্স এবার দেশের বাজারে এনেছে নবায়নযোগ্য সৌরশক্তি সুবিধার ভ্রাম্যমাণ ‘সোলার প্যাক’। ব্যবহারবান্ধব সোলার পাওয়ার সাপ্লাইটি শুধু বিদ্যুতের বাড়তি খরচই বাঁচায় না, একই সাথে পাওয়ার প্যাকটি পুনঃশক্তি সঞ্চয়ের জন্য ‘চার্জ’ করতে বিদ্যুৎ থাকা সময় সাপেক্ষে প্লাগইন করার অতিরিক্ত ঝামেলা থেকেও নিস্তার দেয়। চাইলেই প্রোলিংক পিএস৮০এম মডেলের এই সোলার প্যাকটি আলোকরশ্মির পাশাপাশি মাইক্রোইউএসবি পোর্টের মাধ্যমেও চার্জ করা যায়। প্যাওয়ারপ্যাকটিতে ব্যবহার করা হয়েছে ৪৪০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। সাথে রয়েছে সহজে বহনযোগ্য আয়তাকার আকারের (৫ বাই ৯ ইঞ্চি) সোলার প্যানেল। আর অন্ধকারকে আলোয় রাঙাতে এর সাথে রয়েছে দুটি এলইডি বাল্ব। একবার পূর্ণাঙ্গ চার্জে বাতিটি ১৬ ঘণ্টা পর্যন্ত আলো দেয়। ঝুলন্ত বাতি ছাড়াও সোলারপ্যাকটিতে বিল্টইন রয়েছে আরও একটি এলইডি বাতি। তাই চাইলে এটি টেবিল বাতি হিসেবেও ব্যবহার করা যায়। দাম ২,৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০০০০২৭৯
সিএসএম রোদ-বৃষ্টি : এক পিসিতে ৩ উপহার!
ঋতুভিত্তিক গ্রাহক প্রণোদনা অফার চালু করেছে প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কমপিউটার সোর্স। ‘রোদ-বৃষ্টি’ শীর্ষক এই অফারে একটি পিসির সাথে দেয়া হচ্ছে ত্রিমাত্রিক উপহার। এর মধ্যে গ্রাহক পর্যায়ে দেশি ব্র্যান্ডের প্রতিটি সিএসএম ডেস্কটপ পিসির সাথে উপহার থাকছে একটি আকর্ষণীয় ছাতা। আর এক পশলা উপহারের মধ্যে স্ক্র্যাচকার্ড ঘঁষে টি-শার্ট, ব্যাগ প্যাক, জ্যাকেট, মগ ও কলমসহ থাকছে দারুণ সব উপহার। নিশ্চিন্তে পিসি ব্যবহারের সুযোগ করে দিতে সিএসএমের প্রতিটি পিসির সাথেই দেয়া হচ্ছে সর্বোচ্চ তিন বছরের বিক্রয়োত্তর সেবা। অফারকৃত এসব পিসির মধ্যে রয়েছে সদ্য অবমুক্ত ষষ্ঠ প্রজন্মের দুর্দান্ত গতির সিএসএম লেকসাস, ফোর্ড এবং ফেরারি। এছাড়া চতুর্থ প্রজন্মের ভ্যালেন্সিয়া, লিভারপুল, আর্সেনাল, ম্যানইউ এবং ম্যানসিটি পিসিতে মূল্যছাড় করে আরও বাজেটবান্ধব করা হয়েছে
কমপিউটার সোর্সে মধ্যবিত্তের এইচপি ল্যাপটপ
মধ্যবিত্তদের জন্য বাজেটসাশ্রয়ী কর্মবান্ধব ল্যাপটপ দেশের বাজারে এনেছে কমপিউটার সোর্স। এইচপি ব্র্যান্ডের পঞ্চম প্রজন্মের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম ও ১ টেরাবাইট হার্ডডিস্ক। ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার সাদা রঙের এইচপি প্যাভিলিয়ন সিরিজের নোটবুকটির দাম ৪৬,০০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০০০৯৩
ডেল ল্যাপটপে দ্বিগুণ সেবা
নতুন বিক্রীত ল্যাপটপে সেবা দ্বিগুণ করেছে ডেল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় নিজস্ব বিপণিকেন্দ্রগুলো থেকে দুই বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি পণ্য-সেবাদাতা প্রতিষ্ঠান কমপিউটার সোর্স। দেশের ব্যবহারকারীদের কাজের ধরন ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় অধিকতর উচ্চমানের গ্রাফিক্স এবং বিদ্যুৎসাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী ব্যাকআপ সুবিধার মূল্যসাশ্রয়ী নতুন চারটি মডেলের ল্যাপটপে এই সুবিধা যুক্ত করেছে। এর মধ্যে সদ্য অবমুক্ত ইন্সপায়রন সিরিজের ষষ্ঠ প্রজন্মের ডেল ৫৪৫৯ ও ৫৫৫৯ মডেলের ল্যাপটপে রয়েছে কোরআই৫ ও কোরআই৭ সংস্করণ। আর পঞ্চম প্রজন্মের ডেল ৫৪৫৮ ও ৫৫৫৮ মডেলের ল্যাপটপে রয়েছে কোরআই৩ ও কোরআই৫ সংস্করণ। শুধু ইন্সপায়রন নয়, ভস্ত্র ও এক্সপিএস সিরিজেও দুই বছরের বিক্রয়োত্তর সেবা দেয়া হবে। যোগাযোগ : ০১৭৩০৩৩৪১৬৩
স্যামসাং গ্যালাক্সি জে১ নেক্সট বাজারে
স্যামসাং মোবাইল বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে জে সিরিজের সবশেষ সংস্করণ গ্যালাক্সি জে১ নেক্সট। নতুন এ ডিভাইসটিতে ডুয়াল সিম সুবিধা রয়েছে এবং আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে। এ ডিভাইসের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর আল্ট্রা ডাটা সেভিং মোড, যা ৫০ শতাংশ পর্যন্ত ডাটা সাশ্রয় করতে পারে এবং সেই সাথে ১৫০০ অ্যাম্পিয়ার ব্যাটারির কার্যকারিতাও বাড়ায়। নতুন এ হ্যান্ডসেটটি ১০৮০পি ফুল এইচডিতে মাল্টিমিডিয়া এবং গেমিং কনটেন্ট প্রদর্শন করে। এই স্মার্টফোনটিতে রয়েছে অপারেটিং সিস্টেমের সবশেষ সংস্করণ ললিপপ ৫.১.১.। ডিভাইসটিতে ১ জিবি র্যােম, ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর রয়েছে, যা দ্রুত এবং সহজতর কর্মক্ষমতা নিশ্চিত করে। এ ডিভাইসে ৮ জিবি ইন্টার্নাল মেমরি রয়েছে, যাতে ১২৮ জিবি পর্যন্ত বাড়তি মেমরি ব্যবহার করা যাবে। এই ডিভাইসটির ৫ মেগাপিক্সেল ক্যামেরার সাথে কুইক লঞ্চ ফিচার এবং এর এফ ২.২ অ্যাপারচার উজ্জ্বল ছবি তুলতে সহায়তা করে। জে১ নেক্সট ডিভাইস ও ব্যাটারির জন্য এক বছর ওয়ারেন্টি থাকছে। এই নতুন স্যামসাং ডিভাইসটির দাম ৬,৯৯০ টাকা
এএমডি কাভেরি এ৮-৭৬০০ প্রসেসর
ইউসিসি নিয়ে এসেছে এএমডি কাভেরি সিরিজের এপিইউ প্রসেসর এ৮-৭৬০০। এফএম২+ সকেটের মাদারবোর্ডে ব্যবহারোপযোগী এই প্রসেসরটি একটি কোয়ার্ডকোর প্রসেসর। ৩.১ গিগাহার্টজ এই প্রসেসরটি টার্বো মোডে ৩.৮ গিগাহার্টজ পর্যন্ত স্পিড পাওয়া যাবে। ৪ এমবি ক্যাশ মেমরির এই প্রসেসরের সাথে রাডেওন আর৭ সিরিজের গ্রাফিক্স ইন্টিগ্রেটেড রয়েছে। প্রসেসরটি চালাতে বিদ্যুৎ খরচ মাত্র ৬৫ ওয়াট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
কমান্ডার কম্বো কিবোর্ড
থার্মালটেক ব্র্যান্ডের বাংলাদেশে প্রতিনিধি ইউসিসি বাজারে সরবরাহ করছে গেমিং কিবোর্ড কমান্ডার কম্বো। গেমারদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা এই গেমিং কিবোর্ডের সাথে পাচ্ছেন একটি থামালটেক ব্র্যান্ডের মাউস। আর্কষণীয় ডিজাইনের এই গেমিং কিবোর্ডটিতে রয়েছে ৮টি মাল্টিমিডিয়া কি। ইউএসবি ইন্টারফেস সংবলিত এই কিবোর্ডে রয়েছে এন্টি বুস্টিং কির সুবিধা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের কার ভিডিও রেকর্ডার
দেশে এখন পাওয়া যাবে কার ভিডিও রেকর্ডার। যেসব গ্রাহক নিজেদের গাড়ির প্রতি সচেতন, তারা পার্সোনালিটির জন্য গাড়িতে ব্যবহার করতে পারেন বিশ্বখ্যাত ট্রান্সসেন্ড ব্র্যান্ডের কার ভিডিও রেকর্ডার। ড্রাইভ প্রো ৫২০ মডেলের এই কার ভিডিও রেকর্ডারটিতে সংযোজন করা হয়েছে ডুয়াল লেন্স ক্যামেরা, যার মাধ্যমে রোড ভিউ এবং প্যাসেঞ্জার ভিউ দুই ভিউতেই ভিডিও রেকর্ড করা যাবে। এর রয়েছে ১৩০ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল আইএফ/১.৮ অ্যাপারচার, ৬ গ্লাস লেন্স সংবলিত ক্যামেরা, যা প্রতিটি মুহূর্তের ক্রিস্টাল ক্লিয়ার ও ফুল এইচডি ১০৮০পি ভিডিও রেকর্ড করতে সাহায্য করবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
হুয়াওয়ে ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক
দেশের বাজারে হুয়াওয়ে ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক এপি০০৭ বাজারজাত করছে ইউসিসি। এই পাওয়ার ব্যাংকটির পাওয়ার ক্ষমতা থাকবে ১৩ হাজার মিলি অ্যাম্পিয়ার, যা আপনার একটি ট্যাবলেট ডিভাইসকে সম্পূর্ণরূপে চার্জ দেয়া সম্ভব অথবা আপনার স্মার্টফোনটিকে দুই বা ততোধিক ফুল চার্জ দেয়া সম্ভব। এতে রয়েছে দুটি ইউএসবি স্লট, যা দিয়ে দুটি ভিন্ন ডিভাইসকে একই সময় চার্জ দেয়া সম্ভব। এর ৫ভি ২-এ আউটপুট সিস্টেম চার্জিং প্রসেসকে করবে গতিময়। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
হুয়াওয়ে টি১ সিরিজের মিডিয়াপ্যাড
ইউসিসি বাজারে সরবরাহ করছে হুয়াওয়ে টি১ সিরিজের ৭.০ ইঞ্চি মিডিয়াপ্যাড। ট্যাবটিতে পাওয়া যাবে আইপিএস ডিসপ্লে এবং যার পিকচার রেজ্যুলেশন থাকবে ১০২৪ বাই ৬০০ পিক্সেল। কোয়াডকোর ১.২ গিগাহার্টজ প্রসেসরের এই ট্যাবে থাকেব ওয়াইফাই ডাটা কানেকশন ও উচ্চগতির থ্রিজি ইন্টারনেট সুবিধা, ফ্রন্ট ও রেয়ার ২ মেগা পিক্লেল ক্যামেরা, ১ জিবি ও ৮ জিবি রম। ৪১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ওজন ২৭৮ গ্রাম। অ্যান্ড্রয়িড ৪.৪ কিটক্যাট ভার্সন অপারেটিং সিস্টেমের সাথে পাওয়া যাবে ইমোশন ইউ১ ৩.০ ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
এমএসআই নতুন গেমিং মাদারবোর্ড বি১৫০এ
এমএসআইয়ের বাংলাদেশ প্রতিনিধি ইউসিসি বাজারজাত করছে ইন্টেল চিপসেটের নতুন গেমিং মাদারবোর্ড বি১৫০এ গেমিং প্রো। বেস্ট ইন ক্লাস ফিচার ও টেকনোলজির সমন্বয়ে তৈরি এই গেমিং মাদারবোর্ডটি ইন্টেল এলজিএ ১১৫১ সকেট এবং ষষ্ঠ প্রজন্মের প্রসেসরে ব্যবহারোপযোগী। এই মাদারবোর্ডটিতে র্যাদমের জন্য রয়েছে চারটি স্লট, যাতে সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত ডিডিআর র্যা ম ব্যবহার করা যাবে এবং সর্বোচ্চ ২১৩৩ বাস পর্যন্ত সাপোর্ট দেবে। এর অডিও বুস্ট-৩ গেমারদের দেবে আল্টিমেট অডিও সাউন্ড সলিউশন, মিলিটারি ক্লাস-৫ দেবে মাদারবোর্ডটির সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
সাফায়ারের নতুন গ্রাফিক্স কার্ড আর৯ ফুরি এক্স
ইউসিসি বাজারজাত করছে বিশ্বখ্যাত সাফায়ার ব্র্যান্ডের নতুন গ্রাফিক্স কার্ড আর৯ ফুরি এক্স। এই গ্রাফিক্স কার্ডটিকে বলা হচ্ছে বিশ্বের প্রথম টোটাল সলিউশন জিপিইউ, যা সর্বোচ্চ পারফরম্যান্সের পাশাপাশি অবিশ্বাস্য রিয়েল-কে ছবির নিশ্চয়তা দেবে। ২৮ এনএম চিপসেট সংবলিত ৪০৯৬ স্ট্রিম প্রসেসরযুক্ত এই কার্ডটিতে রয়েছে ওয়াটার কুলিং সিস্টেম, যা দীর্ঘক্ষণ চালনায় কার্ডটিকে কম গরম রাখতে সাহায্য করবে। ৪ জিবি ডিডিআর৫ মেমরি আকারের এই কার্ডটির ইঞ্জিন ক্লক ১০৫০ মেগাহার্টজ, যাতে সর্বোচ্চ চারটি ডিসপ্লে আউটপুট হিসেবে পাওয়া যাবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
সাফায়ার নিট্রো গ্রাফিক্স কার্ড
সাফায়ার ব্র্যান্ডের নিট্রো সিরিজের আর৯ ৩৯০ ও আর৯ ৩৮০ মডেলের গ্রাফিক্স কার্ড বাজারজাত করছে ইউসিসি। এই কার্ডগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো কার্ডগুলো সর্বাধুনিক জিডিডিআর৫ মেমরি স্পিডের সর্বাধিক ৮ জিবি আকারে পাওয়া যাবে। আর৯ ৩৯০ গ্রাফিক্স কার্ডটি ট্রাই এক্স অর্থাৎ তিনটি ফ্যানসমৃদ্ধ। এতে ২৮এনএম চিপসেটের তৈরি ও সর্বোচ্চ ২৮১৬ স্ট্রিম প্রসেসরযুক্ত রয়েছে। মেমরি ক্লক ৬০০০ মেগাহার্টজ এবং সর্বোচ্চ পাঁচটি ডিসপ্লে আউটপুট হিসেবে পাওয়া যাবে। আর৯ ৩৯০ কার্ডটি ৪ জিবি মেমরি স্পিড ও জিডিডিআর৫ আকারে পাওয়া যাবে। যার ইঞ্জিন ক্লকস্পিড ৯৮৫ মেগাহার্টজ। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
টিম ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক
ইউসিসি দেশের গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করে সম্প্রতি বাজারজাত করছে টিম ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। লিথিয়াম আয়নসমৃদ্ধ ব্যাটারির এই পাওয়ার ব্যাংকগুলো গুণগত মানে সেরা। এই পণ্যগুলোর গুণগত মান নিশ্চিত করতে গ্রাহকরা এক বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা পাবেন। আকর্ষণীয় ডিজাইনের টিম পাওয়ার ব্যাংকগুলো গ্রাহকদের প্রয়োজন মতো ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ৮০০০ মিলি অ্যাম্পিয়ার এবং ১০৪০০ মিলি অ্যাম্পিয়ার আকারে পাওয়া যাবে। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার আকারের পণ্যগুলো তিনটি ভিন্ন রংয়ে এবং ৮০০০ মিলি অ্যাম্পিয়ার আকারের পণ্যগুলো অ্যালুমিনিয়ামের ইউনিবডি এবং দুটি ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
থার্মালটেক ভার্সা এন ২১ কেসিং
দেশে থার্মালটেকের প্রতিনিধি ইউসিসি বাজারে নিয়ে এসেছে ভার্সা এন ২১ কেসিং। আকর্ষণীয় ডিজাইনের মিড টাওয়ার লেভেল এই গেমিং কেসিং পাওয়া যাবে গেমারদের ক্রয়ক্ষমতার মধ্যে। এর গস্নসি বস্ন্যাক ফ্রন্ট টপ প্যানেল দেবে স্টাইলিশ ইমেজ এবং হাই ফুট স্ট্যান্ড ক্যাসিংটির বাতাস চলাচল সাহায্য করবে। এর টুল ফ্রি ইন্টেরিয়র ডিজাইন এবং হিডেন আই/ও পোর্টস কেসিংটিকে করেছে আকর্ষণীয়। এতে রয়েছে ধুলা ফিল্টারিং সিস্টেম, যা কেসিংয়ের ভেতর পরিষ্কার রাখতে সাহায্য করবে। এছাড়া এতে থাকছে তিনটি ১২০এমএম বিল্টইন ফ্যান, ক্যাবল ম্যানেজমেন্ট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের অ্যাপল সলিউশন প্রোডাক্ট বাজারে
ট্রান্সসেন্ড ব্র্যান্ডের অ্যাপল সলিউশন পণ্য এখন বাজারে সরবরাহ করছে ইউসিসি। এসএসডি আপগ্রেড কিট ফর ম্যাক, যা ম্যাক বুক এয়ার, ম্যাক বুক প্রো এবং ম্যাক বুক প্রো উইথ রেটিনা ডিসপ্লের এই প্রোডাক্টগুলো বিভিন্ন ভার্সনের ওপর ভিত্তি করে আলাদাভাবে বাজারে পাওয়া যাবে। ২৪০ জিবি, ৪৮০ জিবি ও ৯৬০ জিবি আকারে পাওয়া যাবে এই এসএসডি আপগ্রেড কিট। যার সাথে গ্রাককেরা পাবেন একটি করে এনক্লোজার ও কমপ্লিট টুলস বক্স। এছাড়া রয়েছে এক্সটার্নাল ফ্ল্যাশ এক্সপানশন কার্ড, যা ম্যাক বুক এয়ার ১৩ ইঞ্চি, ম্যাক বুক প্রো ১৩ ইঞ্চি, ম্যাক বুক প্রো ১৫ ইঞ্চির লেট ২০১০ থেকে আরলি ২০১৫-এর বিভিন্ন মডেলের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মডেল, যেমন- জেট ড্রাইভ লাইট ১৩০, ৩৩০, ৩৫০ ও ৩৬০-এর ১২৮ জিবি আকারে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের ড্রাইভপ্রো বডি ১০ ক্যামেরা বাজারে
সম্প্রতি ইউসিসি বাজারে সরবরাহ করছে ট্রান্সসেন্ডের ড্রাইভপ্রো বডি ১০ ক্যামেরা । এই ক্যামেরা দিনে অথবা রাতে ১০৮০ পিক্সেলে রেকর্ডিংয়ের মাধ্যমে ফুল এইচডি ফুটেজ পাওয়ার নিশ্চয়তা দেবে। এফ/২.৮ অ্যাপারচার ফিচারযুক্ত এই বডি ক্যামেরাটি ১৬০ ডিগ্রি ওয়াইড ভিউ অ্যাঙ্গেল ফুটেজ রেকর্ডিং ধারণ করতে পাবে। এই ক্যামেরাটির ডিজাইন অত্যন্ত আকর্ষণীয় ও সহজেই শরীরে বহনযোগ্য। এর প্রাক্টিক্যাল ভিডিও ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ছবি ও ভিডিও সহজেই সম্পাদন ও সংরক্ষণে সাহায্য করবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের ইউএইচএস মেমরি কার্ড
ট্রান্সসেন্ড ব্র্যান্ডের বাংলাদেশ প্রতিনিধি ইউসিসি বাজারজাত করছে উঁচুমানের ক্ষমতাসম্পন্ন মেমরি কার্ড। বিশেষত প্রফেশনাল ক্যামেরা ও ভিডিও ধারণকারীদের জন্য এই মেমরি কার্ডগুলোর মাধ্যমে অবিশ্বাস্য ও সর্বাধুনিক কে ভিডিও এবং ছবি সহজেই ক্যাপচার ও স্টোরেজ করতে পারবেন। সুপার স্পিড সংবলিত এই মেমরি কার্ডগুলোর রিড এবং রাইড স্পিড সর্বোচ্চ ২৮৫ এমবি/সেকেন্ড এবং ১৮০ এমবি/সেকেন্ড। বেস্ট পারফরম্যান্স ও স্টোরেজ ছাড়াও এই কার্ডগুলোর রয়েছে ওয়াটার প্রুফ, টেম্পারেচার প্রুফ, স্ট্যাটিক প্রুফ, এক্সরে প্রুফ ও শক প্রুফের মত ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ভিউসনিকের ভিএক্স২২০৯ মনিটর
ভিউসনিকের নতুন মডেল ভিএক্স২২০৯ ২২ ইঞ্চি এলইডি মনিটর বাজারে এনেছে ইউসিসি। এলইডি ব্যাকলাইট সংবলিত ওয়াইড স্ক্রিন এই মনিটরে ফুল এইচডি রেজ্যুলেশনে চকচকে ছবি দেখা যায়। এই মনিটরের কন্ট্রাস্ট রেশিও ২০০০০০০০:১ এবং রেসপন্স ৫ মিলি সেকেন্ড। হরাইজন্টাল এবং ভার্টিকল যথাক্রমে ১৭০ ডিগ্রি ও ১৬০ ডিগ্রি অ্যাঙ্গেল, যা দেবে সর্বোচ্চ অ্যাঙ্গেল ভিউ থেকে স্বচ্ছ ছবির নিশ্চয়তা। এটি ইকো মোড সংবলিত মনিটর, যা বিদ্যুতের অপচয় রোধ করবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ভিউসনিকের ভিএক্স২২৬৩ মনিটর
ইউসিসি সম্প্রতি বাজারে এনেছে ভিউসনিকের ২২ ইঞ্চি নতুন মডেলের মনিটর ভিএক্স২২৬৩। এটি ২১.৫ ইঞ্চি ভিউএবল ফুল এইচডি ডিসপ্লে মনিটর, যা মূলত ডিজাইন করা হয়েছে বিনোদন, গেমিং এবং মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন ব্যবহারোপযোগী করে। এর এমএইচএল টেকনোলজির মাধ্যমে মোবাইল ডিভাইস মনিটরের সাথে কানেকশন সুবিধা পাবে, যার মাধ্যমে বড় স্ক্রিনে ফুল এইচডি রেজ্যুলেশনে ছবি দেখার সুবিধা ছাড়াও একসাথে দুটি মোবাইল ডিভাইস চার্জিং সুবিধা পাওয়া যাবে। এর ভার্টিকল ও হরাইজন্টাল ১৭৮ ডিগ্রি ভিউঅ্যাঙ্গেল ও ১ কোটি কন্ট্রাস্ট রেশিও দেবে সর্বোচ্চ অ্যাঙ্গেল থেকে স্বচ্ছ ছবি দেখার নিশ্চয়তা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
এসার ল্যাপটপের ২০ মডেলে তিন বছরের বিক্রয়োত্তর সেবা
এসারের বাংলাদেশ পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস বাজারে এসারের বিশটি ল্যাপটপ মডেলে তিন বছরের বিক্রয়োত্তর সেবার ঘোষণা দিয়েছে। এসারের অ্যাস্পায়ার ই-ফাইভ সিরিজের ১৪ ইঞ্চি ও ১৫.৬ ইঞ্চি পর্দার এই ল্যাপটপগুলোতে রয়েছে ইন্টেলের পঞ্চম প্রজন্মের কোরআই৩ প্রসেসর, ৪ জিবি র¨vম, ৫০০ জিবি অথবা ১,০০০ জিবি হার্ডডিস্ক। এসারের অ্যাস্পায়ার ই-ফাইভ সিরিজের অন্যান্য ল্যাপটপের মতো এই ল্যাপটপগুলোতেও আছে সাড়ে ৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, দ্রুতগতির ওয়্যারলেস এসি ও গিগাবিট ল্যান, ভিজিএ এবং এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩ পাওয়ার চার্জিং, এসার ট্রু-হারমোনি অডিওসহ সব বৈশিষ্ট্য। এই ল্যাপটপগুলোর দাম ৫০০ জিবি হার্ডডিস্ক দিয়ে ৩৩ হাজার ও ১০০০ জিবি হার্ডডিস্ক দিয়ে ৩৪ হাজার টাকা। এছাড়া বাজারে এক বছর বিক্রয়োত্তর সেবাসহ এসার অ্যাস্পায়ার ওয়ান ১৪ সিরিজের দুটি মডেল আনা হয়েছে। ইন্টেলের পঞ্চম প্রজন্মের কোরআই৩ প্রসেসর, ৪ জিবি র¨vম, ৫০০ জিবি অথবা ১০০০ জিবি হার্ডডিস্ক দিয়ে এদের দাম যথাক্রমে ৩১,৩০০ ও ৩২,৩০০ টাকা। যোগাযোগ : ০১৯১৯২২২২২২
ইন্টেল সিকিউরিটির বিশেষ চমক
বিসিএস আইসিটি এক্সপোতে ইন্টেল সিকিউরিটি বড় চমক নিয়ে হাজির হচ্ছে। মেলায় অবমুক্ত হচ্ছে ইন্টেল সিকিউরিটির চারটি নতুন পণ্য। পণ্যগুলো হলো- ম্যাকাফি টোটাল প্রোটেকশন ১ ব্যবহারকারী ১ বছর, ১ ব্যবহারকারী ৩ বছর, ৩ ব্যবহারকারী ১ বছর ও ম্যাকাফি ইন্টারনেট সিকিউরিটির ১০ ব্যবহারকারী ১ বছর। ম্যাকাফি টোটাল প্রোটেকশন হচ্ছে ইন্টেল সিকিউরিটির আপডেট ভার্সন, যেখানে ব্যবহারকারী সোশ্যাল নেটওয়ার্ক, ফাইল লক ইত্যাদি বিশেষ সুবিধা লাভ করবেন। অন্যদিকে এমআইএস ১০ পণ্যটিতে ১০টি ইন্টারনেট সিকিউরিটি কি পাওয়া যাবে, যা সাশ্রয়ে একই পরিবারের বহু ব্যবহারকারী কিংবা বন্ধুরা মিলে ব্যবহার করতে পারবেন। পণ্যগুলোর দাম ম্যাকাফি টোটাল প্রোটেকশন ১ ব্যবহারকারী ১ বছর ১৪০০ টাকা, ১ ব্যবহারকারী ৩ বছর ২৫০০ টাকা, ৩ ব্যবহারকারী ১ বছর ২৮০০ টাকা এবং ম্যাকাফি ইন্টারনেট সিকিউরিটির ১০ ব্যবহারকারী ১ বছর ৫৫০০ টাকা। মেলা উপলক্ষে নতুন-পুরনো সব পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ও প্রতিটি পণ্যের বিপরীতে টি-শার্ট, ব্যাকপ্যাক, পাওয়ার ব্যাংকসহ আকর্ষণীয় উপহার পাওয়া যাবে। বাংলাদেশে ইন্টেল সিকিউরিটির পরিবেশক কমপিউটার ভিলেজ। যোগাযোগ : ০১৬২৫৯৯৯৬৬৬
বাংলাদেশ ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
গত ৫ মার্চ পান্থপথের অস্থায়ী কার্যালয়ে তথ্যপ্রযুক্তিতে মুক্ত পেশাজীবীদের নিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন (বিএফএ)। আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ প্রজন্ম বিক্ষেপ্তভাবে অনন্য সাফল্য অর্জন করেছে। সেই অর্জনকে সাংগঠনিক ভিত্তি দিয়ে বৃহত্তর লক্ষ্যমাত্রা অর্জনের পথে নবগঠিত অ্যাসোসিয়েশন কাজ করে যাবে। বিশেষত আউটসোর্সিংয়ে দক্ষতা অর্জনে আন্তর্জাতিক মানসম্পন্ন সিলেবাস প্রণয়ন, কোর্স ম্যানুয়াল ডেভেলপ করা, প্রশিক্ষণ দানকারী ইনস্টিটিউটের অনুমোদন প্রদান ও দক্ষ প্রশিক্ষক তৈরি। সর্বোপরি আউটসোর্সিংয়ের মাধ্যমে ৫ বিলিয়ন ডলার অর্জনে সরকারের সহযোগী হয়ে কাজ করা।
সভায় মো: আবু কায়সারকে আহবায়ক, মো: রুবেল হামজা, মো: মনির হোসেন ও মো: আসিফুজ্জামানকে যুগ্ম আহবায়ক এবং মো: আসাফুর রহমানকে সদস্য সচিব করে প্রাথমিকভাবে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- মো: সরোয়ার হোসেন মোলস্না, মাজহারুল ইসলাম, সাবিবর আহমেদ, সফিউল আলম, নাবিলা খুরশিদ, আল মাহমুদ, মাহমুদুর রহমান মান্না, জিএম তাসনিম আলম, মারুফ হাসান বুলবুল ও মো: ইউসুফ আলী।
লিড পেনিট্রেশন টেস্টিং ট্রেনিং ও পরীক্ষায় শতভাগ সাফল্য
(আইবিসিএস ছবি আছে)
আইবিসিএস-প্রাইমেক্সে বিগত ১৯-৩১ ডিসেম্বর সার্টিফাইড এলপিটি এক্সপার্ট প্রশিক্ষকের অধীনে সার্টিফাইড লিড পেনিট্রেশন টেস্টিং প্রফেশনাল ট্রেনিং ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করে পেপার বেইজড পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকে সার্টিফিকেট অর্জন করে। চলতি মাসে সিএলপিটি দ্বিতীয় ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
সার্টিফায়েড আইএসও আইএসএমএস-২৭০০১ লিড অডিটর কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে গত বছরের ২০ জুন সার্টিফায়েড আইএসও এক্সপার্ট প্রশিক্ষকের অধীনে সার্টিফায়েড আইএসও আইএসএমএস-২৭০০১ লিড অডিটর ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। ১২ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ হয়। আগামী জুলাই মাসে দ্বিতীয় ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সামে শতভাগ সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে গত বছরের ৪ ও ৫ জুন সার্টিফায়েড আইটিআইএল এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষকের অধীনে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সাম অনুষ্ঠিত হয়। ৭ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থী ব্যাচটি সফলভাবে শেষ করে অনলাইন পরীক্ষায় অংশ নেন এবং প্রত্যেকে সার্টিফিকেট অর্জন করেন। আগামী আগস্ট মাসে আইটিআইএল ১২তম ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
প্রিন্স ২ ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সামে শতভাগ সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে গত বছরের ৬ ও ৭ জুন সার্টিফায়েড প্রিন্স ২ এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষকের অধীনে প্রিন্স ২ ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সাম অনুষ্ঠিত হয়। ৬ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থী ব্যাচটি সফলভাবে শেষ করে পেপার বেজড পরীক্ষায় অংশ নেন এবং প্রত্যেকে সার্টিফিকেট অর্জন করেন। আগামী আগস্ট মাসে প্রিন্স ২ ফাউন্ডেশন দ্বিতীয় ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও পরীক্ষায় শতভাগ সাফল্য (ছবি আছে)
আইবিসিএস-প্রাইমেক্সে গত ২২-২৩ নভেম্বর সার্টিফায়েড আইটিআইএল এক্সপার্ট প্রশিক্ষকের অধীনে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন অ্যান্ড সার্ভিস অপারেশন ট্রেনিং ও এক্সাম অনুষ্ঠিত হয়। ১১ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করে অনলাইন পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকে সার্টিফিকেট অর্জন করেন। চলতি মাসে আইটিআইএল ১৫তম ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
সার্টিফায়েড লিড অডিটর কোর্সে সাফল্য (ছবি আছে)
আইবিসিএস-প্রাইমেক্সে গত ২৭ নভেম্বর সার্টিফায়েড আইএসও এক্সপার্ট প্রশিক্ষকের অধীনে সার্টিফায়েড আইএসও আইএসএমএস-২৭০০১ লিড অডিটর ট্রেনিং অনুষ্ঠিত হয়। ৮ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ হয়। চলতি মাসে চতুর্থ ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
রেডহ্যাট লিনআক্সের বেস্ট পার্টনার আইবিসিএস-প্রাইমেক্স (ছবি আছে)
দেশের অন্যতম বৃহৎ আইটি ট্রেনিং প্রতিষ্ঠান আইবিসিএস প্রাইমেক্স সম্প্রতি রেডহ্যাটের ট্রেনিং এবং সার্টিফিকেশন পার্টনার হিসাবে পঞ্চমবার বেস্ট ওভারসিজ পুরস্কার পেয়েছে। গত ৪-৬ নভেম্বর অনুষ্ঠিত বার্ষিক পার্টনার সম্মেলনে এই পুরস্কার দেয়া হয়। রেডহ্যাটের কাছ থেকে আইবিসিএস-প্রাইমেক্সের এডুকেশন ডিরেক্টর কাজী আশিকুর রহমান পুরস্কারটি গ্রহণ করেন
সার্টিফায়েড আইএসও লিড অডিটর কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড আইএসও আইএসএমএস-২৭০০১ লিড অডিটর সার্টিফিকেশন কোর্সে ভর্তি চলছে। ৩৫ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন সার্টিফায়েডে অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্সটি সম্পন্ন হওয়ার পর কোর্স সমাপ্তি সার্টিফিকেট দেয়া হবে। চলতি মাসে দ্বিতীয় ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে অক্টোবর মাসে ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে কোর্স সমাপ্তির পর ছাত্রছাত্রীরা বিভিন্ন ব্যাংক, বীমা ও বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
পিএইচপি-মাইএসকিউএল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে প্রফেশনাল পিএইচপি কোর্সে ফেব্রুয়ারি সেশনে ভর্তি চলছে। কোর্সের সময়সীমা ৯০ ঘণ্টা, যার মধ্যে দুটি রিয়েল লাইফ প্রজেক্ট অন্তর্ভুক্ত। পিএইচপির নিজস্ব সিলেবাসের পাশাপাশি রয়েছে অ্যাজাক্স, জেকুয়েরি, জুমলা ও অ্যাডভান্স অবজেক্ট অরিয়েন্টেড টেকনিক। যোগাযোগ : ০১৭১৩৩-৯৭৫৬৭
জেন্ড পিএইচপি-৫.৫ কোর্সে ভর্তি
পিএইচপি-৫.৫ জেন্ড সার্টিফিকেশন কোর্সের প্রশিক্ষণ দিচ্ছে আইবিসিএস-প্রাইমেক্স। চলতি মাসে জেন্ড কোর্সে ভর্তি চলছে। এই কোর্স সমাপ্তির পর জেন্ড সার্টিফায়েড ইঞ্জিনিয়ার সনদের জন্য অনলাইন পরীক্ষায় অংশ নিতে হয়। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে ফেব্রুয়ারি সেশনে ভর্তি চলছে। এই কোর্স শুক্র ও শনিবার ৫৫ ঘণ্টার। প্রশিক্ষণে ওরাকল কর্তৃক অরিজিনাল স্টাডি মেটেরিয়াল, অনলাইন পরীক্ষার ডিসকাউন্ট ভাউচার ও কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি চলছে। ৮০ ঘণ্টার এই কোর্সটির সার্বিক পরিচালনায় থাকবেন অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং প্রশিক্ষণ
ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত পার্টনার আইবিসিএস-প্রাইমেক্সে ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং কোর্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রশিক্ষক থাকবেন ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত শিক্ষক। চলতি মাসে ওরাকল ১১জি ডিবিএ, আরএসি ট্রেনিং অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
রেডহ্যাট লিনআক্স-৭ কোর্সে ভর্তি
রেডহ্যাট লিনআক্সের বেস্ট ট্রেনিং ও এক্সাম পার্টনার আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্স-৭ কোর্সে ভর্তি চলছে। ১০৪ ঘণ্টার এই কোর্সে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক ও সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং সার্ভার কনফিগারেশন প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
রেডহ্যাট ভার্চুয়ালাইজেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্সের ভার্চুয়ালাইজেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
রেডহ্যাট ওপেনস্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্সের ওপেনস্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
রেডহ্যাট এন্টারপ্রাইজ ক্লাস্টারিং ট্রেনিং
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট এন্টারপ্রাইজ ক্লাস্টারিং অ্যান্ড স্টোরেজ ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ফেব্রুয়ারি মাসে চারটি ব্যাচ অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
রেডহ্যাট এন্টারপ্রাইজ পারফরম্যান্স টিউনিং কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট এন্টারপ্রাইজ পারফরম্যান্স টিউনিং কোর্সে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন রেডহ্যাট ইন্ডিয়া কর্তৃক অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
রেডহ্যাট সার্ভার ট্রেনিং কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট সার্ভার হার্ডেনিং ট্রেনিংয়ে তৃতীয় ব্যাচে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন সার্টিফায়েড অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্সটি শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে ইসি কাউন্সিল সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ) সার্টিফিকেশন কোর্সে শুক্রবারের ব্যাচে ভর্তি চলছে। ৪০ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ ও সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে ইসি কাউন্সিল কর্তৃক কোর্স সমাপ্তি সার্টিফিকেট দেয়া হবে। এছাড়া সার্টিফিকেশন পরীক্ষার জন্য শতকরা ১০০ ভাগ ফ্রি ভাউচার দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
এএসপি ডটনেট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সফটওয়্যার ডেভেলপমেন্টে এএসপি ডটনেট ইউজিং সি# কোর্সে ভর্তি চলছে। কোর্সটিতে এজেএএক্স, জেকুয়েরি, এনটিটি ফ্রেমওয়ার্ক, ক্রিস্টাল রিপোর্ট ও এসকিউএল সার্ভার প্রজেক্টসহ প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে চলতি মাসে সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (সিসা) কোর্সটি অনুষ্ঠিত হবে। সিসা রিভিউ ম্যানুয়াল ২০১৪ সালের নতুন সিলেবাস অনুযায়ী সিসা পরীক্ষার প্রস্ত্ততিসহ কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ ও সার্টিফায়েড অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
সিসিএনএ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সিসিএনএ ও সিসিএনপি নতুন সিলেবাসে প্রশিক্ষণ ও ভর্তি চলছে। চলতি মাসে রবি ও মঙ্গলবার ব্যাচে ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি চলছে। সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। চলতি মাসে শুক্র ও শনিবারের ব্যাচে এসকিউএল ও উইন্ডোজ সার্ভার কোর্সের ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও পরীক্ষায় শতভাগ সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড আইটিআইএল এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষক মহেশ পান্ডের অধীনে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সাম অনুষ্ঠিত হয়েছে। ৭ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করে অনলাইন পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন সার্টিফিকেট অর্জন করেন। চলতি মাসে আইটিআইএল ব্যাচ অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড পিএমপি এক্সপার্ট ইন্ডিয়ার প্রশিক্ষকের অধীনে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। চার দিনের কোর্সটির দায়িত্বে থাকবেন ভারতের অজয় ভট্টাচার্য। চলতি মাসে পিএমপি ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
এসইও কোর্সে ভর্তি
বর্তমানে আইটিতে ফ্রিল্যান্সিং, ইন্টারনেটে আয় ও আউটসোর্সিং কাজের চাহিদার ভিত্তিতে আইবিসিএস-প্রাইমেক্সে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিংয়ে ভর্তি
দেশে আইবিসিএস-প্রাইমেক্স ও ইন্ডিয়ার জিটি এন্টারপ্রাইজ যৌথ উদ্যোগে ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪০ ঘণ্টার এই কোর্সটির সার্বিক দায়িত্বে থাকবেন ভিএমওয়্যার কর্তৃক সার্টিফায়েডধারী অভিজ্ঞ প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
চট্টগ্রামে ওরাকল ১০জি ডিবিএ ও সিসিএনএ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সের তত্ত্বাবধানে চট্টগ্রামে দি কমপিউটার্সে ওরাকল ১০জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার ও সিসিএনএ কোর্সে ভর্তি চলছে। এছাড়া রেডহ্যাট লিনআক্স, জেন্ড সার্টিফিকেশন ও সিসিএনএ কোর্সের ট্রেনিং অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭৬০৪৮৬৭৯৫ (চট্টগ্রাম), ০১৭১৩৩৯৭৫৬৭-৮ (ঢাকা)
ইএসআই ফউন্ডেশনস অব বিজনেস অ্যানালাইসিস ট্রেনিং সফলভাবে শেষ
আইবিসিএস-প্রাইমেক্সে গত ৫ থেকে ৭ সেপ্টেম্বর সার্টিফায়েড ইএসআই এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষক প্রবীণ মালিকের অধীনে ইএসআই ফউন্ডেশনস অব বিজনেস অ্যানালাইসিস ট্রেনিং অনুষ্ঠিত হয়। ২০ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করেছে। চলতি মাসে ইএসআই ফাউন্ডেশনের দ্বিতীয় ব্যাচ অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
ওরাকল জেনারেল লেজার ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালস ট্রেনিং সফলভাবে শেষ
বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির উদ্যোগে ও আইবিসিএস-প্রাইমেক্সের পরিচালনায় গত ৮ থেকে ১৭ সেপ্টেম্বর সার্টিফায়েড জিএলএম এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষক শানমুগাম ভাস্করের অধীনে আর১২ডটএক্স ওরাকল জেনারেল লেজার ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালস ট্রেনিং অনুষ্ঠিত হয়। ১১ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করেছে। চলতি মাসে ওরাকল ই-বিজনেসের পরবর্তী ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
ওরাকল সার্টিফিকেশন কোর্সে ভর্তি
ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশে (ইএসসিবি) আরডিবিএমএস প্রোগ্রামিং উইথ ওরাকল ১০জি ও ডেভেলপার ১০জি ট্রেনিং কোর্সে ভর্তি চলছে। ৭০ ঘণ্টার কোর্সটিতে প্রতি শুক্রবার ক্লাস হয়। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৯১১৩৯১৪০৭
রেভিট আর্কিটেকচার কোর্সে ভর্তি
ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশে (ইএসসিবি) রেভিট আর্কিটেকচার ট্রেনিং কোর্সে ভর্তি চলছে। ৬৩ ঘণ্টার কোর্সটিতে প্রতি শনি, সোম ও বুধবার ক্লাস হয়। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৯১১৩৯১৪০৭
ইপসনের বেস্ট সার্ভিস সেন্টারের সম্মাননা পেল ফ্লোরা লিমিটেড
প্রিন্টিং জগতের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইপসনের বেস্ট সার্ভিস সেন্টারের সম্মাননা পেল দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ফ্লোরা লিমিটেড। ইপসন পণ্যে মানসম্পন্ন গ্রাহক সেবা নিশ্চিত করায় গত ২ মার্চ থাইল্যান্ডের করবি’তে এক অনুষ্ঠানে ২০১৫-২০১৬ সময়ের জন্য ফ্লোরা লিমিটেডকে এই সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশে টেক্সটাইল থেকে শুরু করে বাণিজ্যিক, অফিস, ব্যক্তিগত পর্যায়ে ইপসন উদ্ভাবিত ইঙ্কজেট, ইঙ্কট্যাঙ্ক প্রিন্টারের ব্যাপক চাহিদা রয়েছে।
১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত ফ্লোরা লিমিটেড জাপানভিত্তিক সিয়েকো ইপসন করপোরেশনের সঙ্গে প্রায় তিন যুগ ধরে পণ্য সেবাদানের কাজ করছে। ফ্লোরা বাংলাদেশে নাইকন, লেনোভো, মাইক্রোসফট, সিসকো, ইনটেল, ডেল, প্রেস্টিজিও, রোল্যান্ড, ভারবাটিম, লিংকসিস, ক্রিয়েটিভ, এইচপি, ক্যানন, সিসকো, ইন্টেল, সিসটিম্যাক্স, অলিম্পাস, থ্রিএমসহ অন্যান্য বিশ্বখ্যাত পণ্য সরবরাহ করে।