• ভাষা:
  • English
  • বাংলা
হোম > কমপিউটার জগতের খবর
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৬ - আগস্ট
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
নিউজ
তথ্যসূত্র:
বাংলা খবর
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
কমপিউটার জগতের খবর
জনতা টাওয়ারে আইটি ইনকিউবেটর উদ্বোধন
সম্প্রতি জনতা টাওয়ারে আইটি ইনকিউবেটরের উদ্বোধন করা হয়। ১০ উদ্যোক্তাকে সেখানে ব্যবসায় করার সুযোগ দেয়ার মাধ্যমে আলোর মুখ দেখল জনতা টাওয়ার। ইনকিউবেটরের উদ্বোধনের পর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তথ্যপ্রযুক্তি খাতে তরুণ উদ্যোক্তাদের নিয়ে সম্প্রতি আয়োজিত কানেক্টিং স্টার্টআপ প্রতিযোগিতায় বিজয়ী ১০ উদ্যোক্তার নাম সেখানে ঘোষণা করা হয়। এই ১০ উদ্যোক্তা প্রতিষ্ঠান এক বছরের জন্য রাজধানীর কারওয়ান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্কের (জনতা টাওয়ার) আইটি ইনকিউবেটরে জায়গা বরাদ্দ পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ উদ্যোক্তা প্রতিষ্ঠানের হাতে আইটি ইনকিউবেটরের চাবি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, ‘আমি ২০ বছর আগে স্টার্টআপ গঠন করেছিলাম। আমার স্বপ্ন ও প্রচেষ্টার কারণে আমি সফল হয়েছি। আশা করি, যে ১০ উদ্যোক্তা আইটি ইনকিউবেটরে জায়গা বরাদ্দ পেল, তারাও সফল হবে।’ তিনি আরও বলেন, আইটি ইনকিউবেটর ডিজিটাল উদ্যোক্তা তৈরি করার একটি প্লাটফর্ম; যা তরুণদের ক্ষমতায়ন, কাজের সুযোগদান এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি ও সমাজে কাজের সুযোগ-সুবিধা দেয়ার একটি পথ হিসেবে কাজ করবে।
স্টার্টআপ প্রতিযোগিতায় বিজয়ী সেরা ১০ উদ্যোক্তা হলো- হেড ব্লকস, ইন্টারঅ্যাকটিভ থেরাপি, বিডি রেটস ডটকম, ইমপ্লে ভিস্তা, হিউম্যাক ল্যাব, সিক্স এক্সিস, জিওন, হিরোস অব ৭১, প্রযুক্তি নেক্সট ও খুঁজুন

বাংলাদেশের প্রযুক্তি খাতে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারত
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ করে দেশজুড়ে ১২টি হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় ভারত। সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে তার দফতরে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী হর্ষবর্ধন শ্রিংলা এ আগ্রহের কথা বলেন। বৈঠকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার ক্ষেত্র প্রস্ত্ততে উভয় দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিভাগের সমন্বয়ে ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট করা এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আওতায় নিয়মিত বৈঠকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে তথ্যপ্রযুক্তির টেকসই বিস্তারে কাজ করার বিষয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত একমত পোষণ করেন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির এমডি হোসনে আরা বেগম এনডিসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা প্রমুখ

২০২১ সালের মধ্যে আইসিটি থেকে আয় হবে ৫ বিলিয়ন ডলার : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশে এই প্রথম নাটোরে শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারের ভিত্তি স্থাপন করা হয়েছে। এর আদলে সারাদেশের প্রতিটি জেলায় একটি করে এই সেন্টার স্থাপন করা হবে। এই সেক্টর থেকে আগামী ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার আয় করা যাবে। সেই সাথে ২০ লাখ মানুষের কর্মসংস্থানও করা হবে। সম্প্রতি নাটোর পুরনো জেলখানা চত্বরে শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক খলিলুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, মোট ৯ কোটি ১৩ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ১ দশমিক ১৫ একর জমির ওপর এই সেন্টার নির্মাণ করা হবে। ২০১৮ সালের জুন মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে

নতুন নেতৃত্বে বেসিস
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নবনির্বাচিতরা নেতৃত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুলনকশা মিলনায়তনে ‘অভিষেক’ অনুষ্ঠানে এ শপথ অনুষ্ঠিত হয়। ২৫ জুন সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের পর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শপথ পাঠ করান বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ। পরিষদের সবাইকে এ সময় তিনি উত্তরীয় পরিয়ে দেন।
এরপর সংগঠনটির বিদায়ী সভাপতি শামীম আহসান নবনির্বাচিত সভাপতি মোস্তফা জববারের হাতে বেসিসের পতাকা ও কার্যক্রমের প্রতিবেদন তুলে দেন। এ ছাড়া নতুন কার্যনির্বাহী পরিষদকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী সদস্যরা। শপথ গ্রহণের মাধ্যমে মোস্তফা জববারের নেতৃত্বাধীন নতুন পরিষদ ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত মেয়াদে দায়িত্বভার কাঁধে নিল। এ সময় প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বেসিসের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সাইবার আক্রমণ ঠেকাতে সরকারকে তথ্য দেবে মাইক্রোসফট
দেশের তথ্যপ্রযুক্তি খাতে সম্ভাব্য সাইবার আক্রমণ ঠেকাতে সরকারকে আগেভাগেই তথ্য দেবে মাইক্রোসফট। বাংলাদেশকে এ বিষয়ে সাহায্য করতে সম্প্রতি সরকারের সাথে মাইক্রোসফটের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে তিন বছরের জন্য বিনা খরচে মাইক্রোসফট বিটিআরসিকে তথ্য দেবে। তবে কোনো অবস্থাতেই এসব তথ্য অন্য কাউকে সরবরাহ করা যাবে না। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও মাইক্রোসফট বাংলাদেশের এমডি সোনিয়া বশির কবির।
চুক্তি অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামোর সুরক্ষা আরও নিশ্চিত হবে

পাওয়ার ব্যাংকের সনি এলইডি টিভি
জাপানের সনি কর্পোরেশন দেশের বাজারে এনেছে সনি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংকের এলইডি টেলিভিশন। বাংলাদেশে সনির সব পণ্য বাজারজাত ও প্রস্ত্ততকারী একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান র্যাং গস ইলেকট্রনিকস লিমিটেড, যা ‘সনি-র্যাং গস’ নামে পরিচিত। সনি-র্যাং গস কর্তৃক বাজারজাত করা এই ৩২ ইঞ্চি কেএলভি-৩২আর৩২৬ডি মডেলের সনি পাওয়ার ব্যাংক টিভি অত্যন্ত আকর্ষণীয় ও স্লিম। ক্রয়ক্ষমতার মধ্যে পাঁচ বছরের ওয়ারেন্টিসহ ক্রেতাসাধারণের দোরগোড়ায় পণ্য ও সেবা পৌঁছে দিতে সনি-র্যাং গসের দেশব্যাপী ৭৮টি নিজস্ব শোরুম ও ৪শ’র বেশি ডিলার নেটওয়ার্ক রয়েছে। সনি-র্যাং গস অবশ্য ইতোপূর্বে দেশের বাজারে ১২ ভোল্টসম্পন্ন গাড়ির ব্যাটারিচালিত সনি এলইডি টেলিভিশন বাজারজাত করেছে। আর এই টেলিভিশন পাওয়ার ব্যাংকের পাশাপাশি গাড়ির ব্যাটারিতেও চালানো সম্ভব। অ্যাম্পিয়্যার, মিলি অ্যাম্প্যিয়ার ও ব্র্যান্ডভেদে তারতম্য থাকলেও ২.১ বা তার বেশি অ্যাম্পিয়্যারের ১০ হাজার মিলি অ্যাম্পিয়্যারসম্পন্ন একটি সনি পাওয়ার ব্যাংক দিয়ে নিরবচ্ছিন্নভাবে টানা চার ঘণ্টা পর্যন্ত খুব সহজেই একটি পাওয়ার ব্যাংক টিভি চালানো সম্ভব

দেশে স্মার্টসিটি গড়তে আহবায়ক কমিটি
দেশে স্মার্টসিটি গড়ার লক্ষ্য নিয়ে একসাথে কাজ করবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলো। সেই লক্ষ্যে এসব অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা মিলে একটি আহবায়ক কমিটি গঠন করেছেন। সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মোস্তাফা জববারকে আহবায়ক করে ওই কমিটি ঘোষণা করেছেন কয়েকটি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এই কমিটি স্মার্টসিটি বিষয়ক পলিসি, অ্যাডভোকেসি এবং সচেতনতা তৈরিসহ বিভিন্ন বিষয়ে কাজ করবে। স্মার্টসিটি মূলত ডিজিটাল বাংলাদেশেরই আরেকটি রূপ, যেখানে নাগরিকের সব ধরনের সেবা নিশ্চিত করতে প্রযুক্তির মাধ্যমে সেবা দেয়া হবে। একই সাথে এগুলো পরিচালিত হবে একটি কেন্দ্র থেকে, যেন নাগরিকেরা তাৎক্ষণিকভাবে সেই সেবাগুলো পেয়ে থাকেন। বাংলাদেশ কমপিউটার সোসাইটির সভাকক্ষে স্মার্টসিটি নিয়ে এক আলোচনায় অংশ নেন বাংলাদেশের আইসিটি অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধিরা।
অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে ছিল বেসিস, বিসিএস, ই-ক্যাব, বাক্য, বাংলাদেশ কমপিউটার সোসাইটি, আইএসপিএবি, বিআইজেএফ, সিটিও ফোরাম এবং এফবিসিসিআই। সেখানে ‘স্মার্টসিটি অ্যান্ড আইওটি’ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমজগৎ-এর প্রধান নির্বাহী এবং ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো: আবদুল ওয়াহেদ তমাল। এ ছাড়া ভিডিও কনফারেন্সে লন্ডন থেকে যোগ দেন স্মার্টসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট ড. জোয়ি ও বাবাক এবং ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি রোহিমা মিয়া।
উদ্যোগটি সম্পর্কে বেসিস সভাপতি এবং স্মার্টসিটি কমিটির আহবায়ক মোস্তাফা জববার বলেন, স্মার্টসিটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া ও পরিকল্পনা। তথ্যপ্রযুক্তি খাতে কাজ করা সবগুলো অ্যাসোসিয়েশন একসাথে কাজ করবে। ফলে এটি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত করবে। তিনি বলেন, স্মার্টসিটি গড়ার প্রধান কাজ করবে সরকার, বেসরকারি উদ্যোগ ও জনগণ। তবে এই খাতের ট্রেড বডি হিসেবে আমরা সরকারকে সর্বোচ্চ সহায়তা করব। সেটা পলিসি প্রণয়ন, গাইডলাইন তৈরি থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত। সভায় ‘স্মার্টসিটি অ্যান্ড আইওটি’ প্রবন্ধের উপস্থাপক আবদুল ওয়াহেদ তমাল বলেন, বিভিন্ন দেশ বেশ কয়েক বছর ধরেই স্মার্টসিটি নিয়ে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশ ভিশনও কিন্তু সেই স্মার্টসিটি গড়ার লক্ষ্যেই। কিন্তু দেশে সবাই কাজ করলেও তা করছে পৃথকভাবে। তিনি বলেন, দেখা যায় একই কাজ বিভিন্ন মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন কিংবা বেসরকারি সংস্থাগুলো করছে অথচ আলাদা করে। এর ফলে তা কেন্দ্রীয়ভাবে বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাই আমরা সবাই মিলেমিশে একটি গাইডলাইন ও পলিসির মাধ্যমে সেই কাজগুলো একত্রে করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে চাই।
সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের ডিরেক্টর শাফকাত হায়দার, তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ কমপিউটার সোসাইটির সভাপতি ও বুয়েটের অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, বাক্য সভাপতি আহমেদ হক ববি, এটুআইয়ের ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, বিসিএসের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, আইএসপিএবি জেনারেল সেক্রেটারি ইমদাদুল হক, সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকার, বিআইজেএফের ভারপ্রাপ্ত সভাপতি তরিক রাহমান, এফবিসিসিআইয়ের ই-কমার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ইকবাল জামাল, কমপিউটার জগৎ-এর সহকারী সম্পাদক আবদুল হক অনু, বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য এএইচএম বজলুর রহমান, ই-ক্যাবের প্রতিষ্ঠাতা সদস্য খান মো: কায়সারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা

সফটওয়্যার রফতানিতে বেসিসকে সহায়তা করবে ইপিবি
দেশের কমপিউটার সফটওয়্যার রফতানির ক্ষেত্রে বেসিসকে সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সম্প্রতি দেশের সফটওয়্যার ব্যবসায় খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাথে এক বৈঠকে এ কথা বলেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাফরুহা সুলতানা। বৈঠকে বেসিসের সভাপতি মোস্তাফা জববার ১৯৯৭ সালে গঠিত জেআরসি (জামিলুর রেজা চৌধুরী) কমিটির মতো সফটওয়্যার ও সেবা রফতানি সংক্রান্ত একটি টাস্কফোর্স গঠন করার অনুরোধ করেন। জবাবে মাফরুহা সুলতানা জানান, তার পক্ষ থেকে মন্ত্রণালয়ে এ ধরনের প্রস্তাব পেশ করা হবে। তিনি বাংলাদেশের সফটওয়্যার, হার্ডওয়্যার তথা তথ্যপ্রযুক্তি খাতের সম্মিলিত ও পূর্ণাঙ্গ সুপারিশমালা দেয়ার জন্যও বেসিসকে অনুরোধ করেন

ধানম-- ২৭ নম্বরে আইবিসিএস-প্রাইমেক্সের দ্বিতীয় শাখা
এখন থেকে ধানম-- ২৭ নম্বরে আইবিসিএস-প্রাইমেক্সে দ্বিতীয় শাখার কার্যক্রম শুরু হতে হচ্ছে। চলতি মাস থেকে আইবিসিএস-প্রাইমেক্সের সব প্রশিক্ষণ ও কার্যক্রম প্রদান করা হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭

সেরা প্রস্ত্ততির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
প্রকাশ কুমার দাস ও প্রকৌশলী মো: মেহেদী হাসান রচিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পাঠ্যবই লেকচার পাবলিকেশন্স লিমিটেড থেকে প্রকাশিত এনসিটিবি কর্তৃক অনুমোদিত বইয়ের বর্ধিত সংস্করণ প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে বইটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। লেখকদ্বয় কমপিউটার বিষয়সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক বহু গ্রন্থের প্রণেতা। যোগাযোগ : ০১৭৪৩২৫০৩০৫, ০১৫৫২৪১৪৬৮২

দেশের প্রথম ই-কমার্সভিত্তিক জবসাইটের উদ্বোধন
বাংলাদেশে যাত্রা শুরু করেছে প্রথম ই-কমার্সভিত্তিক চাকরি খোঁজার ওয়েবসাইট কিনলে জবস ডটকম (শববহষধুলড়নং.পড়স)। কিনলে জবস ডটকম অনলাইন মার্কেটপ্লেস কিনলে ডটকমের (কববহষধু.পড়স) একটি সহযোগী প্রতিষ্ঠান। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সাইটের উদ্বোধন ঘোষণা করেন ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ। বিশ্ববিদ্যালয় থেকে পাস করে চাকরি প্রত্যাশীরা যারা নিজেদেরকে ই-কমার্স খাতে প্রতিষ্ঠিত করতে আগ্রহী তারা এই ওয়েবসাইট থেকে নিজের পছন্দের চাকরি খুঁজে নিতে পারবেন। এই সাইট থেকে চাকরি প্রত্যাশীদের পাশাপাশি চাকরিদাতারাও তাদের প্রোফাইল আপলোড করে রাখতে পারবেন এবং চাকরি প্রত্যাশীদের সিভি দেখে যোগ্যতার ভিত্তিতে কর্মী বাছাই করে নিতে পারবেন। ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ উদ্বোধনী বক্তবে বলেন, ই-কমার্সে বাংলাদেশ খুবই দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশে ই-কমার্সে বার্ষিক লেনদেন প্রায় ১০০০ কোটি টাকার মতো এবং আগামী বছরে ১ বিলিয়ন ডলার হয়ে যাবে। আমাদের মনে হয়, এই খাত আগামী পাঁচ বছরে অনেক বড় হবে। তাই এই খাতের জন্য দরকার হবে প্রচুর দক্ষ লোকবল। সেজন্য এ ই-কমার্সের ওপর বিশেষায়িত একটি চাকরির প্লাটফর্মের খুবই প্রয়োজন ছিল। এ সাইট চাকরিদাতা এবং চাকরি প্রত্যাশী উভয়ের চাহিদা পূরণের মাধ্যমে বাংলাদেশের ই-কমার্সকে এগিয়ে নিতে সাহায্য করবে। কিনলে জবসের প্রধান নির্বাহী সোহেল মৃধা বলেন, কিনলে জবসে ই-কমার্সভিত্তিক সব ধরনের চাকরির খবর থাকবে। একজন চাকরি প্রত্যাশী তার নিজের পছন্দ এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি বেছে নিতে পারবেন

নাসার প্রধান কার্যালয়ে বাংলাদেশ প্রতিনিধির বৈঠক
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রধান কার্যালয় ওয়াশিংটনে সম্প্রতি নাসা ও স্পেস অ্যাপস বাংলাদেশের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নাসার প্রধান বিজ্ঞানী এলেন ইস্তফান, সিটিও দেবরা দিয়াজ, ওপেন ইনভেনশনস প্রোগ্রাম মানেজার বেথ বেক ও নাসার সিনিয়র ইন্টারন্যাশনাল রিলেশন স্পেশালিস্ট নিল নিউমেন। এদিকে স্পেস অ্যাপস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আহবায়ক আরিফুল হাসান অপু, আন্তর্জাতিক উপদেষ্টা মাহাদি জামান ও ডিআইইউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তৌহিদ ভুইঞা।
এ ব্যাপারে আরিফুল হাসান অপু বলেন, বাংলাদেশ থেকে কীভাবে নাসার সাথে আমাদের দেশের ছাত্রছাত্রী ও প্রফেশনালেরা কাজ করতে পারেন এসব বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে

ড্যাফোডিল কমপিউটার্স ও সেনজেন হেসি কমপিউটারের মধ্যে চুক্তি
ড্যাফোডিল কমপিউটার্স লি: ও সেনজেন হেসি কমপিউটারের মধ্যে সমঝোতা চুক্তি গত ২২ জুলাই হেনস প্রধান কার্যালয়ে (চীন) স্বাক্ষর হয়। মো: ইমরান হোসেন, পরিচালক, ড্যাফোডিল কমপিউটার্স লি. এবং স্টিভেন, বিক্রয় পরিচালক, সেনজেন হেসি কো. লি. নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ড্যাফোডিল কমপিউটার্স লি: এসকেডি, সিকেডি, বেয়ারবোন এবং ড্যাফোডিল পিসি তৈরির বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করতে পারবে। হেসি কমপিউটার বাংলাদেশে ড্যাফোডিল পিসি তৈরির প্লান্টের জন্য পরামর্শ ও কারিগরি সহায়তা দেবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল কমপিউটার্স লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক জাফর এ পাটোয়ারি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-পরিচালক (আইটি) নাদির বিন আলী ও ড্যাফোডিল গ্রুপের প্রকল্প পরিচালক (চীন) এলান সেন উপস্থিত ছিলেন

শতকোটি ব্যবহারকারী ফেসবুক মেসেঞ্জারে
১০০ কোটি সক্রিয় ব্যবহারকারী অর্জনের মাইলফলক অতিক্রম করেছে ফেসবুক মেসেঞ্জার। সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০১১ সালের ৯ আগস্ট মেসেজ বিনিময়ের স্বতন্ত্র প্লাটফর্ম ফেসবুক মেসেঞ্জার চালু করে শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। অ্যাপ্লিকেশনটি শুরুতে ইতিবাচক সাড়া পায়নি। তবে নিত্যনতুন ফিচার যোগ করায় জনপ্রিয়তা অর্জন করে অ্যাপটি। চলতি বছরের এপ্রিলে ৯০ কোটি এবং ২০১৫ সাল শেষে ৮০ কোটি সক্রিয় গ্রাহকের মাইলফলক অতিক্রম করে ফেসবুক মেসেঞ্জার। এই সংখ্যা গত তিন মাসে ১০০ কোটি ছাড়িয়েছে। ২০১৫ সালে ফেসবুক মেসেঞ্জারের মোবাইল সংস্করণ চালু হলে অ্যাপটির গ্রাহক প্রবৃদ্ধির গতি বেড়ে যায়। এই ধারা এখনও অব্যাহত আছে

গাজীপুরে ‘আসুস বেইজ ক্যাম্প’ অনুষ্ঠিত
আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে গাজীপুরের রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্টে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ‘আসুস বেইজ ক্যাম্প’। গত ২৪ ও ২৫ জুলাই এই ক্যাম্পে অংশ নেন সারাদেশ থেকে আসুসের পার্টনার, ডিলার, বিক্রয় প্রতিনিধিরা। এই আয়োজনে ছিল বেসিক সেলস ট্রেনিং, গেমিং প্রতিযোগিতা, সুইমিং রিফ্রেশমেন্ট, প্রোডাক্ট সেশন, ট্রেজার হান্ট কনটেস্ট, বার-বি-কিউ নাইট। এ ছাড়া আসুসের ডিলারদের পুরস্কারসহ দেয়া হয় আসুস প্রেফার্ড সার্টিফিকেট। প্রোগ্রামটি পরিচালনা করে আসুস ও গ্লোবাল ব্র্যান্ড কর্তৃপক্ষ। গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ ও ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার ক্যাম্প পরিদর্শন এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার, আসুসের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আল ফুয়াদ ও কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমানসহ অনেকে

ডিজিটাল শিক্ষায় রবির টেন মিনিট স্কুল
অবকাঠামো ও দক্ষ মানবসম্পদের অভাবে দেশের প্রতিটি প্রান্তে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার চ্যালেঞ্জ মোকাবেলায় রবির টেন মিনিট স্কুল তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এতে তাদের সহযোগী অনলাইন শিক্ষা প্লাটফর্ম টেন মিনিট স্কুল। টেন মিনিট স্কুল মূলত জেএসসি, এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি সামগ্রিক অনলাইন শিক্ষাসেবা দেয়। এই প্লাটফরমের আকর্ষণীয় দিক হচ্ছে, এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। রবি কর্পোরেট দায়বদ্ধতা (সিআর) কার্যক্রমের আওতায় ‘টেন মিনিট স্কুল’ অপারেটরটিকে সমাজে একটি ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে

স্যামসাং গ্যালাক্সি জে২ ২০১৬
বাংলাদেশে সর্বাধিক বিক্রীত স্মার্টফোন গ্যালাক্সি জে২ ২০১৫ হ্যান্ডসেটের পরবর্তী সংস্করণ হিসেবে বাজারে এসেছে গ্যালাক্সি জে২ ২০১৬। এই হ্যান্ডসেটটিকে রি-ইঞ্জিনিয়ার্ড, রি-ডিজাইন্ড এবং রি-লোডেড করা হয়েছে ইন্ডাস্ট্রি প্রথম ফিচার যেমন- যুগান্তকারী উদ্ভাবন টার্বো স্পিড প্রযুক্তি (টিএসটি), যা ডিভাইসটিকে উচ্চতর কার্যক্ষমতা দেবে এবং স্মার্ট গ্লো একটি নেক্সট জেনারেশন কাস্টমাইজেবল কালার এলইডি নোটিফিকেশন পদ্ধতি, যা ব্যবহারকারীদের আরও সুবিধা দেবে। যুগান্তকারী উদ্ভাবন টার্বো স্পিড প্রযুক্তিটি অন্যান্য দ্বিগুণ র্যা মের ডিভাইস থেকে ৪০ শতাংশ বেশি দ্রুতগতিতে অ্যাপলোড করে। এটি স্যামসাং ফোরজিসম্পন্ন স্মার্টফোন রেঞ্জের অন্তর্ভুক্ত। দাম ১৩,৪৯০ টাকা

টিম ব্র্যান্ডের ডেল্টা সিরিজের র্যােম
ইউসিসি সম্প্রতি বাজারজাত করছে টিম ব্র্যান্ডের ডেল্টা সিরিজের র্যাঅম। এই র্যাসমগুলো ডুয়াল কিট (২ বাই ৪ জিবি) = ৮ জিবি এবং (২ বাই ৮ জিবি) = ১৬ জিবি আকারে পাওয়া যাবে। ডিডিআর৪ র্যা মটি ৩০০০-২৮০০ বাস পর্যন্ত সাপোর্ট করবে। এই র্যা মগুলো ইউনিক ও সেফটি ডিজাইনের নিউ অ্যালুমিনিয়াম দিয়ে আবৃত, যা শক রোধ করে। র্যা মটির ওয়ার্কিং ভোল্টেজ ১.৩৫ এবং ক্যাশ লিটেন্সি ১৬-১৬-১৬-৩৬। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১

ফেসবুকের ইন্টারনেট বিমান
সারা বিশ্বে ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকায় ইন্টারনেট সেবা দিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সৌরশক্তিচালিত বিমান নিয়ে পরীক্ষা চালাচ্ছেন। অ্যাকুইলা নামের এমন একটি ইন্টারনেট সুবিধাযুক্ত বিমান প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ওড়ান তিনি। এ পরীক্ষা সফল হয়েছে। ফেসবুকের কানেক্টিভিটি ল্যাব নামের একটি বিভাগ অ্যাকুইলা বিমানটি নিয়ে কাজ করছে। বিমানটি আকাশ থেকে লেজার প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে পারে। যুক্তরাষ্ট্রের আরিজোনার ইউমা অঞ্চলে বিমানটিকে ৩০ মিনিটের জন্য পরীক্ষামূলকভাবে ওড়ানোর কথা থাকলেও পরে তা ৯৬ মিনিট পর্যন্ত ওড়ানো হয়। বিমানটির পাখা বোয়িং-৭৩৭ বিমানের পাখার চেয়েও প্রশস্ত। তবে বিমানটি দীর্ঘ সময় আকাশে যাতে উড়ে থাকে, এ জন্য এর ওজন এক হাজার পাউন্ডের কম; যা বড় একটি পিয়ানোর সমান হতে পারে। বিমানটির কাঠামো তৈরিতে ব্যবহার হয়েছে কার্বনের তন্তু

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৬ - আগস্ট সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস