লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৬ - সেপ্টেম্বর
পিসির ঝুটঝামেলা
সমস্যা : আমার পিসিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেভেন ব্যবহার করি। পিসিতে ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকি। মেসে থাকার কারণে একই পিসি আরও কয়েকজনের সাথে শেয়ার করতে হয়। কেউ ব্যবহার করতে চাইলে তাকে না করাটা সব সময় হয়ে ওঠে না। আবার মেসের বাইরে গেলে পিসি পাসওয়ার্ড দিয়ে যাব তাও করা যায় না। কারও না কারও পিসি ব্যবহার করার দরকার পড়ে। অন্য ইউজারেরা গেম খেলে আর আমার এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ভিডিও প্রজেক্ট ফাইলগুলো নষ্ট করে ফেলে। তাই আমি চাইছি আমার অনুপস্থিতিতে যাতে তারা নেট ব্রাউজ, অফিস সফটওয়্যার ব্যবহার, মুভি দেখা বা গান শোনা ইত্যাদি সাধারণ কাজ করুক, কিন্তু আমার কাজের সফটওয়্যারগুলো যাতে ব্যবহার করতে না পারে। সাধারণ গেম খেলুক কিন্তু ভারি গেম খেলে সিস্টেমের ওপর চাপ না ফেলুক। এমন কোনো ব্যবস্থা আছে কি যাতে আমার পিসি সুরক্ষিত রাখতে পারি?
-শাহাদাত হোসেন
সমাধান : উইন্ডোজের প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে আপনার পিসিটি নিরাপদে রাখতে পারবেন। অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানে এই অপশন বেশ ব্যবহার করা হয়। প্যারেন্টাল কন্ট্রোল অপশন কাজে লাগানোর জন্য আপনাকে একটি নতুন ইউজার অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে ইউজার অ্যাকাউন্টসে যান। ম্যানেজ এনাদার অ্যাকাউন্টে ক্লিক করুন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন। অ্যাকাউন্টটির নাম দিন। স্ট্যান্ডার্ড ইউজার অপশন নির্বাচন করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। আপনার নতুন ইউজার অ্যাকাউন্ট বানানোর কাজ শেষ করার পরের কাজ তাতে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ্লাই করা। এজন্য ম্যানেজ ইউজার অ্যাকাউন্ট থেকে সেটআপ প্যারেন্টাল কন্ট্রোলসে ক্লিক করুন। নতুন অ্যাকাউন্টটিতে ক্লিক করুন। এ ক্ষেত্রে আপনার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে কোনো পাসওয়ার্ড দেয়া না থাকলে উইন্ডোজ সেখানে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড প্রবেশ করিয়ে পরের অপশনে চলে যান। সেটআপ থেকে প্যারেন্টাল কন্ট্রোল অন করে দিন। এখন তিন ধরনের কন্ট্রোল অপশন পাবেন। টাইম লিমিট, গেমস এবং প্রোগ্রামস। টাইম লিমিট অপশনের দরকার আপনার হবে না। এটি দিয়ে বাচ্চারা যাতে নির্দিষ্ট সময়ের বেশি পিসি ব্যবহার করতে না পারে সে ব্যবস্থা করা যায়। গেমস অপশন থেকে ইনস্টল করা গেমগুলো যাতে চালু করতে না পারে, সে ব্যবস্থা করতে পারবেন। প্রোগ্রামস সেটিংসে ক্লিক করলেই প্রথমে জানতে চাওয়া হবে এই ইউজার কি সব প্রোগ্রাম ব্যবহার করতে পারবে কি না। উত্তর না হলে দ্বিতীয় অপশন নির্বাচন করে ওকে করুন। উইন্ডোজ কমপিউটারে ইনস্টল করা সব প্রোগ্রাম আপনাকে দেখাবে। এখানে কোনো প্রোগ্রামে টিক দিলেই সেটি এই ইউজারের জন্য রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আর কাঙিক্ষত কোনো প্রোগ্রাম বা গেমস যদি লিস্টে না পান, তাহলে সেটিকে ব্রাউজ করেও দেখিয়ে দিতে পারবেন
ফিডব্যাক : jhutjhamela24@gmail.com