• ভাষা:
  • English
  • বাংলা
হোম > মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদেরজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১০-এর ব্যবহারিক নিয়ে আলোচনা
লেখক পরিচিতি
লেখকের নাম: প্রকাশ কুমার দাস
মোট লেখা:৫৫
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৭ - জুলাই
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
আইসিটি
তথ্যসূত্র:
শিক্ষা
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদেরজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১০-এর ব্যবহারিক নিয়ে আলোচনা
মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদেরজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১০-এর ব্যবহারিক নিয়ে আলোচনা
প্রকাশকুমার দাস
বিভাগীয়প্রধান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিভাগ
মোহাম্মদপুরপ্রিপারেটরি স্কুলঅ্যান্ডকলেজ, ঢাকা
মাইক্রোসফটঅফিসওয়ার্ড ২০১০
এক. একটিডকুমেন্টে ছবি যোগকরারনিয়ম।
কার্যক্রম :কাজটিসম্পন্নকরারজন্য নিম্নেবর্ণিতপদ্ধতিঅনুসরণকরি।
০১. ডকুমেন্টের যেখানেছবি যুক্ত করতেহবে, সেখানেমাউসপয়েন্টাররাখতেহবে।
০২. মাইক্রোসফটঅফিসওয়ার্ড ২০১০-এর রিবনের Insert ট্যাবেরIllustrations গ্রম্নপেPicture আইকনেক্লিককরতেহবে। একটিInsert Picture বক্স দেখাযাবে।






০৩. এখন যে ড্রাইভেবাড্রাইভের ফোল্ডারেছবিটিরয়েছে, সেইছবিটিরফাইলেডাবলক্লিককরলেইছবিটিডকুমেন্টে চলেআসবে।



০৪.এভাবেযত ইচ্ছে তত ছবি যুক্ত করাযাবে। যেমন-বর্তমানে যোগাযোগ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারঅনেক বেশিপরিলক্ষিত হচ্ছে। তথ্যপ্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির সংমিশ্রণসড়কপথ, রেলপথ, জলপথ এবংআকাশপথে যোগাযোগেরব্যবস্থাকেকরেছেসহজতর, দ্রম্নততর ওলাভজনক। লেখার সাথে মিল রেখেআরওকয়েকটিছবি দেয়া হলো।











দুই. তোমার বিদ্যালয়েরনামওয়ার্ড আর্টেরবিভিন্ন স্টাইলে উপস্থাপন কর।
কার্যক্রম :কাজটিসম্পন্নকরারজন্য নিম্নেবর্ণিতপদ্ধতিঅনুসরণকরি।
০১. আমার বিদ্যালয়েরনাম : মোহাম্মদপুরপ্রিপারেটরি স্কুলঅ্যান্ডকলেজের (Mohammadpur Preparatory School & College)নামলিখতেহবে।
০২. এই নামকেবিভিন্ন স্টাইলেওয়ার্ড আর্টেরমাধ্যমে উপস্থাপনকরারজন্য Microsoft Office Word 2010-এর রিবনেরInsert ট্যাবেরTextগ্রম্নপেWordArt আইকনেক্লিককরলেনিমণলিখিতWordArt-এরবিভিন্নধরনের টেক্সট দেখাযাবে।



০৩.এখন যে ধরনের টেক্সটেরডিজাইনপছন্দ হয়, সেটিতেক্লিককরলেEdit WordArt Text ডায়ালগ বক্স দেখাযাবে।

০৪.এখনআমার বিদ্যালয়েরনামহিসেবে মোহাম্মদপুরপ্রিপারেটরি স্কুলঅ্যান্ডকলেজ(Mohammadpur Preparatory School & College),Viqarunnisa Noon School & Collegeউক্ত ডিজাইনেকরাহবে, সেই লেখাটিYour TextHereবক্সে লিখতেহবে।
০৫. সবশেষেOkবাটনেক্লিককরতেহবে।



০৬. এভাবেযতবার এধরনেরডিজাইনকরারপ্রয়োজনততবার এ কাজটিকরতেহবে।
তিন. একটিডকুমেন্টপ্রস্ত্তত করেমার্জিননির্ধারণকরারনিয়ম।
কার্যক্রম :কাজটিসম্পন্নকরারজন্য নিম্নেবর্ণিতপদ্ধতিঅনুসরণকরি।
ডকুমেন্টপ্রস্ত্তত করেমার্জিননির্ধারণকরা
০১.Microsoft Office Word 2010-এর রিবনেরPage Layout ট্যাবেরঅধীনেMargin আইকনেক্লিককরলেনিমণলিখিতMargin-এরবিভিন্নঅপশন দেখাযাবে।
০২. মার্জিনের বিভিন্নঅপশন থেকে যে ধরনেরমার্জিন দেয়ারপ্রয়োজন, যেমন-Normal(Top 1, Bottom 1, Left 1, Right 1) সেটিতেক্লিককরলেইমার্জিন সেটহয়েযাবে।









চার. একটিডকুমেন্টপ্যারাগ্রাফেরলাইনব্যবধাননির্ধারণকরারনিয়ম।
কার্যক্রম :কাজটিসম্পন্নকরারজন্য নিম্নেবর্ণিতপদ্ধতিঅনুসরণকরি।
০১. একটি প্যারাগ্রাফেরটাইপকরাবিষয়বস্ত্ত শতাধিকপৃষ্ঠাপর্যমত্ম দীর্ঘ হতেপারেএবংঅনেকগুলোঅধ্যায় ও প্যারাগ্রাফে বিভক্ত হতেপারে। ডকুমেন্টেরপ্রত্যেকটিলাইনেরমধ্যে কীপরিমাণব্যবধানহবে,তানির্ধারণকরতেMicrosoft Office Word 2010-এর রিবনেরPage Layout ট্যাবেরঅধীনেParagraph গ্রম্নপেরSpacing-এরBefore, After থেকে যতটুকুফাঁক দেয়ারপ্রয়োজনতাসিলেক্ট করতেহবে।
০২. এখানেBefore, After থেকে যথাক্রমে 12 ও 24সিলেক্ট করেডকুমেন্ট দেখানোহলো।
ফিডব্যাক : prokashkumar08@yahoo.com

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটির সহায়ক ভিডিও
২০১৭ - জুলাই সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস