• ভাষা:
  • English
  • বাংলা
হোম > উইন্ডোজ সার্ভার ২০০০-০৩-এ এক্টিভ ডিরেক্টরি
লেখক পরিচিতি
লেখকের নাম: মোহাম্মদ ইশতিয়াক জাহান
ইমেইল:rony446@yahoo.com:
মোট লেখা:৮৮
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - জুলাই
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
নেটওয়ার্ক
তথ্যসূত্র:
নেটওয়ার্ক
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
উইন্ডোজ সার্ভার ২০০০-০৩-এ এক্টিভ ডিরেক্টরি

নেটওয়ার্কিং নিয়ে বিগত কয়েক বছর ধরে নিয়মিত লেখা হচ্ছে৷ এতদিন ধরে একাধিক কমপিউটারের মাঝে নেটওয়ার্কিং, ফাইল শেয়ারিং, ইন্টারনেট শেয়ারিং, নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে আলোচনা করা হয়েছে৷ অফিস বা কোম্পানিতে একাধিক কমপিউটারের মাঝে নেটওয়ার্কিং করলে ওই সব কমপিউটার মেইন্টেন্স করার জন্য প্রয়োজন পড়ে সার্ভারের৷ সার্ভার দিয়ে নেটওয়ার্কিং কমপিউটারকে সহজে মেনেজ করা যায়৷ আর এই সার্ভার নিয়েই এবারের সংখ্যাটি সাজানো হয়েছে৷ দুটি ধাপে সার্ভার সম্পর্কে বলা হয়েছে৷ প্রথমে সার্ভার সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে৷ তারপর কিভাবে সার্ভারে এক্টিভ ডিরেক্টরি সেটআপ দিতে হয় সে সম্পর্কে বলা হয়েছে৷

ক্লায়েন্ট সার্ভারভিত্তিক প্রতিটি নেটওয়ার্কে একটি করে ডোমেইন কন্ট্রোলার থাকে৷ উইন্ডোজ ২০০০ সার্ভার বা ২০০৩ সার্ভারে একে বলা হয় ডোমেইন কন্ট্রোলার বা ডিসি৷ উইন্ডোজ এনটিতে বলা হয় প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার বা পিডিসি৷ ডোমেইন কন্ট্রোলার নেটওয়ার্কিং ইউজারসহ অন্যান্য অবজেক্টের ডাটাবেজ ধারণ করে থাকে৷ উইন্ডোজ ২০০০ সার্ভার বা ২০০৩ সার্ভারে ডোমেইন কন্ট্রোলারকে এমনভাবে পরিবর্তন করা হয়েছে যা এক্টিভ ডিরেক্টরির সুবিধা প্রদান করতে সক্ষম৷ উইন্ডোজ ২০০০ সার্ভার বা ২০০৩ সার্ভারে প্রাইমারি বা ব্যাকআপ ডোমেইন থাকে না, তবে এখানে একটিই ডোমেইন কন্ট্রোলার থাকে যাকে ডিসি হিসেবে ব্যবহার করা হয়৷ উইন্ডোজ অপারেটিং সিস্টেম যখন একক অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করে তখন একে স্ট্যানএলোন কমপিউটার বলে যতক্ষণ না পর্যন্ত এটি কোনো সার্ভারে যোগ না হয়৷



উইন্ডোজ সার্ভারে এক্টিভ ডিরেক্টরি সেটআপ দেয়ার আগে এক্টিভ ডিরেক্টরি কি কি সুবিধা প্রদান করে তা আলোচনা করা হয়েছে :

০১. যেকোনো সময়ে সার্ভারে ইউজারের নাম, ছবি বা অন্যান্য তথ্য যোগ করা যায়৷

০২. ইউজার, প্রিন্টারের সব রিসোর্সকে এক জায়গায় স্টোর করে রাখা যায়৷

০৩. একাধিক ডিরেক্টরি একসাথে একই ডোমেইন কন্ট্রোলারে থাকতে পারে৷

০৪. এডমিনিস্ট্রেটরের ক্ষমতা বিভিন্ন ইউজারের মাঝে সহজে ভাগ করে দেয়া যায় বা একজন ইউজারকে কিছু ক্ষমতা ভাগ করে দেয়া যায়৷

উইন্ডোজ ২০০০ সার্ভার বা ২০০৩ সার্ভারে এক্টিভ ডিরেক্টরি সেটআপ করতে গেলে নিচের রিকোয়ারমেন্টগুলো অনুসরণ করতে হবে :

০১. কমপিউটারের একটি ড্রাইভকে বেশ কিছু জায়গা নিয়ে এনটিএফএস হিসেবে পার্টিশন করতে হবে৷ ০২. এডমিনিস্ট্রেটর ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে৷ ০৩. উইন্ডোজের কারেক্ট অপারেটিং সিস্টেম লাগবে৷ ০৪. এনআইসি (NIC) কার্ড ও টিসিপি/আইপি৷ ০৫. ডিএনএস সার্ভার ইত্যাদি প্রয়োজন৷

তবে যে ড্রাইভে উইন্ডোজ সার্ভার সেটআপ দেবেন তা যদি এনটিএফএস হিসেবে পার্টিশন দেয়া না থাকে তাহলে এক্টিভ ডিরেক্টরি সেটআপ করতে পারবেন না (সবকিছু থাকলেও)৷

উইন্ডোজ ২০০০ এডভান্সড সার্ভার বা উইন্ডোজ ২০০৩ এন্টারপ্রাইজ এডিশনে এক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশনের জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন :

০১. প্রথমে এনটিএফএস ড্রাইভে উইন্ডোজ ২০০০ এডভান্সড সার্ভার বা উইন্ডোজ ২০০৩ এন্টারপ্রাইজ এডিশন ইনস্টল করুন৷

০২. ইনস্টলেশন শেষ হয়ে গেলে কমপিউটার যখন স্টার্ট হয়ে লগইন স্ক্রিনে আসবে তখন এডমিনিস্ট্রেটরের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন৷

০৩. স্টার্টে ক্লিক করে রানে যান৷ এখানে dcpromo টাইপ করে এন্টার দিন৷ তাহলে এক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন উইজার্ড ওপেন হবে৷
০৪. প্রাপ্ত উইজার্ড থেকে ডোমেইন কন্ট্রোলার টাইপ সিলেক্ট করতে হবে তাই Domain controller for a new domain সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন৷

০৫. ক্রিয়েট ট্রি অর চাইল্ড ডোমেইন স্ক্রিনে Create a new domain tree সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন৷ যেহেতু আমরা প্রথমবার এক্টিভ ডিরেক্টরি সেটআপ দিচ্ছি তাই এই অপশনটি সিলেক্ট করে নেক্সট করবো৷ আর যদি আগে সেটআপ দেয়া ডোমেইনে যুক্ত হতে হলে পরের অপশনটি সিলেক্ট করতে হবে৷

০৬. এখানে ক্রিয়েট অর জয়েন ফরেস্ট উইজার্ডে আসবে৷ এখানে Create a new forest of domain trees সিলেক্ট করে নেক্সট সিলেক্ট করুন৷ এখানে নতুন ডোমেইনের পাশাপাশি নতুন ফরেস্ট ক্রিয়েট করছেন৷

০৭. New Domain Name স্ক্রিনে rockingzone.com টাইপ করে নেক্সট বাটনে ক্লিক করুন৷

০৮. নেটবায়োস ডোমেইন নেমে ROCKINGZONE লিখুন বা স্ক্রিনে ডিফল্ড সেটিংটি রেখে নেক্সট বাটনে ক্লিক করুন৷

০৯. ডাটাবেজ এন্ড লগ লোকেশন স্ক্রিনের সেটিং ডিফল্ড অবস্থায় রেখে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন৷

১০. এবারের উইন্ডো শেয়ারড সিস্টেম ভলিউম সংরক্ষণ সংক্রান্ত৷ এখানে যা থাকবে তাই ডিফল্ড হিসেবে রেখে নেক্সট বাটনে ক্লিক করুন৷

১১. যদি সিস্টেমে ডিএনএস সার্ভার লোড করা না থাকে তাহলে এরর মেসেজ পাবেন৷ প্রথমবার যেহেতু এক্টিভ ডিরেক্টরি সেটআপ করতে যাচ্ছেন তাই আপনাকে ডিএনএস লোড করতে হবে৷ ডিএনএস কনফিগারেশনে দুটি অপশন আপনাকে দেবে৷ একটিতে বলা হবে এখনই ডিএনএস সেটআপ ও কনফিগার করা নিয়ে৷ অন্যটিতে বলা হবে যদি আপনি পরে ডিএনএস সেটআপ দেবেন কি-না সেই ব্যাপারে৷ ধরে নিচ্ছি এখনই ডিএনএস সেটআপ দেবেন৷ তাই Yes, install and configure DNS on this computer সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন৷

১২. নেক্সট বাটনে ক্লিক করলে পারমিশন উইন্ডো আসবে৷ এখানে Permissions compatible with pre-Windows 2000 server সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন৷

১৩. এখানে ডিরেক্টরি সার্ভিস রিস্টোর মোডের জন্য এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিতে হবে৷ ইচ্ছে করলে আপনি পাসওয়ার্ড না দিয়েই নেক্সট বাটনে ক্লিক করতে পারেন৷

১৪. সামারির একটি উইন্ডো ওপেন হবে, যেখানে আপনার দেয়া সেটিংগুলো দেখাবে৷ কোনো পরিবর্তন করার দরকার হলে ব্যাক বাটনে ক্লিক করে পরিবর্তন করে নিন৷ যদি নেক্সট বাটনে ক্লিক করেন তাহলে এক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন শুরু হবে যা শেষ হতে বেশ কিছু সময় লাগবে৷ ইনস্টলেশন শেষ করতে উইন্ডোজ ২০০০ এডভান্সড সার্ভারের বা উইন্ডোজ ২০০৩ এন্টারপ্রাইজ সার্ভারের i386 ফোল্ডারটির প্রয়োজন পড়বে৷ তা দিয়ে ইনস্টলেশন শেষ করে ফিনিশ বাটনে প্রেস করুন৷

১৫. এক্টিভ ডিরেক্টরিকে কার্যকর করতে উইন্ডোজকে রিস্টার্ট করুন৷

লক্ষণীয় :

উইন্ডোজ ২০০০ এডভান্সড সার্ভারের মতো উইন্ডোজ ২০০৩ এন্টারপ্রাইজ এডিশনে এক্টিভ ডিরেক্টরি সেটআপ করা যায়৷ তবে ১২ নম্বর ধাপে পারমিশন উইন্ডোতে Permissions compatible with pre-Windows 2000 server-এর সাথে Windows Server 2003 servers or operating অপশনটি থাকবে, যা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলে রিস্টোর মোডে এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড উইন্ডো আসবে৷ যেখানে আপনাকে একটি পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে যা কি-না উইন্ডোজ ২০০০ এডভান্সড সার্ভারে না দিলেও হতো৷

এক্টিভ ডিরেক্টরি ও ডিএনএস পরীক্ষা :

উইন্ডোজ ২০০০ এডভান্সড সার্ভারে এক্টিভ ডিরেক্টরি সেটআপ হয়েছে কি-না তা পরীক্ষা করতে স্টার্ট থেকে প্রোগ্রামসের মাধ্যমে এডমিনিস্ট্রেটর টুলসে যান৷ এখানে এক্টিভ ডিরেক্টরি সংক্রান্ত কয়েকটি ফাইল থাকবে এবং ডিএনএস সেটআপ হয়ে থাকলে এখানে ডিএনএস-এর নামও থাকবে৷ এক্টিভ ডিরেক্টরির সেটআপ কনফার্ম হওয়ার জন্য স্টার্টে গিয়ে রানে যান৷ এখানে dsa.msc টাইপ করে এন্টার দিন৷ তাহলে এক্টিভ ডিরেক্টরি ইউজারস এন্ড কমপিউটারসের উইন্ডো ওপেন হবে যেখানে এক্টিভ ডিরেক্টরির সব কন্টেনার এবং অরগানেশনাল ইউনিট (OU) থাকবে৷
চিত্র-১ : এক্টিভ ডিরেক্টরি ইউজার ও কমপিউটার

ডিএনএস সার্ভিস পরীক্ষা করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন :

উইন্ডোজ ২০০০ এডভান্সড সার্ভারে ডিএনএস সেটআপ ঠিকমতো হয়ে থাকলে এডমিনিস্ট্রেটর টুলসে ডিএনএস সার্ভিসটি থাকবে৷ এই সার্ভিসে ক্লিক করে ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোন চেক করে নিন৷

উইন্ডোজ ২০০৩ এন্টারপ্রাইজ এডিশনের এডমিনিস্ট্রেশন টুলস থেকে ডিএনএস কন্সোলটি চালু করুন৷ এবার এখানে ফরওয়ার্ড লুকআপ জোনের ডোমেইন নেম-এ rockingzone.com-এর মধ্যে _msdcs ফাইলটি আছে কি-না তা নিশ্চিত হোন যা এক্টিভ ডিরেক্টরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আপনার সার্ভারটি ঠিকমতো ডোমেইন কন্ট্রোলারে পরিবর্তন হয়েছে কি-না তা দেখার জন্য মাই কমপিউটারের ওপর রাইট ক্লিক করে প্রোপার্টিজে গেলেই দেখতে পারবেন৷

উইন্ডোজ ২০০০ এবং উইন্ডোজ ২০০৩ সার্ভারে এক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশনের ব্যাপারে আলোচনা করা হয়েছে৷ এক্টিভ ডিরেক্টরি ইনস্টল করার আগে রিকোয়ারমেন্টগুলো অনুসরণ করে নেবেন৷ আগামী সংখ্যায় আলোচনা করা হবে কি করে এক্টিভ ডিরেক্টরিতে ইউজার, কমপিউটার যোগ করা যায়, কোন ইউজারের ওপর নির্দিষ্ট এডমিনিস্ট্রেটরের ক্ষমতা অর্পণ করা যায় তা নিয়ে৷

ফিডব্যাক : rony446@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - জুলাই সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস