২০১৮ সালের জানুয়ারিতে ডাক,
টেলিযোগাযোগ এবং তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে
দায়িত্ব নেয়ার পরপরই বড় বড় অনেক
চ্যালেঞ্জের মাঝে একটি
ছিল বাঙালির মহাকাশ
বিজয় অর্জন করা। প্র ম
দিনেই জেনেছিলাম যে,
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
উৎক্ষেপণ করাটা শুধু
সময়ের ব্যাপার।
১৬ ডিসেম্বর তারিখে
স্যাটেলাইটটির উৎক্ষেপণ
করার কথা থাকলেও
আমেরিকায় ঝড়ের কারণে
সেটি সেদিন উৎক্ষেপণ
করা হয়নি বলে জানুয়ারি
মাসের শুরু থেকে প্রতি
সপ্তাহেই আয়োজন
চলছিল এটি উৎক্ষেপণের।
আমি সপ্তাহে সপ্তাহে
উৎক্ষেপণের তারিখ
শুনছিলাম। সর্বশেষ ১০ মে
’১৮ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
উৎক্ষেপণের তারিখ
নির্ধারণ করা হয়। সেটি
পিছিয়ে ১১ মে স্থির করা
হয়। কিন্তু সেদিন শেষ মুহূর্তে উৎক্ষেপণ
স্থগিত করতে হয়। অবশেষে ১২ মে
স্যাটেলাইটটি আমরা উৎক্ষেপণ করতে
পারি। আমাদের পরিকল্পনা ছিল ফ্লোরিডায়
উৎক্ষেপণের পাশাপাশি ঢাকাতেও ১০ মে
প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে আমরা উৎসব করব।
কিন্তু উৎক্ষেপণের সময়-ক্ষণ নিয়ে অনিশ্চয়তা
থাকায় আমরা ঢাকার অনুষ্ঠানটি তখন করিনি,
পরে করেছি।