• ভাষা:
  • English
  • বাংলা
হোম > পাইথন প্রোগ্রামিং (পর্ব ২৬)
লেখক পরিচিতি
লেখকের নাম: নিজস্ব প্রতিবেদক
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০২১ - এপ্রিল
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
পাইথন
তথ্যসূত্র:
প্রোগ্রামিং
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
পাইথন প্রোগ্রামিং (পর্ব ২৬)
পাইথন প্রোগ্রামিং (পর্ব ২৬)

মোহাম্মদ মিজানুর রহমান নয়ন

ফাইলে ডাটা সংযুক্ত করার পদ্বতি
বিদ্যমান ফাইলে কো নো নতুন ডাটা সংযুক্ত করতে হলে ফাইলটি 
এপেন্ড (a) মুডে ওপেন করতে হবে।এপেন্ড প্লাস (a+) মুডে ফাইল 
থেকে তথ্য রিড করা যায় এবং ডাটা সংযুক্ত করা যায়। ফাইলে ডাটা 
সংযুক্ত করার জন্য ¨ write() ফাঙ্কশন ব্যবহার করতে হবে। যেমন :
try: fi le1=open(“c:/new_fi le.txt”,”a”) new_text=”This is second line” fi le1.write(new_text) fi le1.close() except FileNotFoundError: print(“File is not available”)
এবার new_fi le.txt ফাইলটি ওপেন করলে আমরা দেখতে পাব 
নতুন লাইনটি সংযুক্ত হয়েছে।
কিন্তু নতুন লাইনটি প্রথম লাইনের শেষে সংযুক্ত হয়েছে। নতুন 
লাইনটি পরবর্তী লাইনে সংযুক্ত হওয়ার জন্য নিউলাইন ক্যারেক্টার (\n)
ব্যবহার করতে হবে। এজন্য পূর্বের কোডটি মডিফাই করতে হবে,
try: fi le1=open(“c:/new_fi le.txt”,”a”) new_text=”\nThis is second line” fi le1.write(new_text) fi le1.close() except FileNotFoundError: print(“File is not available”)
এবার new_fi le.txt ফাইলটি ওপেন করলে আমরা দেখতে পাব 
নতুন লাইনটি পরবর্তী লাইনে সংযুক্ত হয়েছে।

withস্টেটমেন্ট ব্যবহার করে ফাইল অ্যাকসেস করা


পাইথনে ফাইল ওপেন করে তাতে ডাটা রিড/রাইট করার পর 
সেই ফাইলকে বন্ধ করার জন্য close() স্টেটমেন্ট ব্যবহার করতে 
হয়।ফাইল অপারেশন শেষ হওয়ার পর ফাইল ক্লোজ না করা হলে 
পাইথন ফাইল হ্যান্ডেলার ফাইলটিকে ওপেন রাখে।পাইথনে গারবেজ 
কালেক্টর অটোমেটিক্যালি নির্দিষ্ট সময় পর অব্যবহৃত ফাইলটিকে ক্লোজ 
করে দেবে। তবে গারবেজ কালেক্টরের ওপর নির্ভর না করে ফাইল 
ব্যবহারের পর তা ক্লোজ করে দেয়াই উত্তম। with স্টেটমেন্ট ব্যবহার
করে ফাইল ওপেন করা হলে স্টেটমেন্টটি এক্সিকিউট হওয়ার পর 
ফাইলটি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে।এক্ষেত্রে close() স্টেটমেন্ট 
ব্যবহার করতে হবে না। with স্টেটমেন্ট ব্যবহার করে ফাইল থেকে 
ডাটা রিড করার প্রোগ্রাম দেয়া হলো,
with open(“c:/new_fi le1.txt”,”r”) as fl : line1=fl .readline() print(line1)
ওপরের প্রোগ্রামে new_fi le1.txt ফাইল থেকে একটি 
লাইন প্রদর্শিত হচ্ছে।উক্ত ফাইল থেকে একটি লাইন পড়ার জন্য 
readline() মেথড ব্যবহার করা হয়েছে। readlines() মেথড ব্যবহার 
করে একাধিক লাইন একই সাথে রিড করা যায়। new_fi le1.txt
ফাইলে আরও একটি নতুন লাইন যুক্ত করি, অতঃপর উক্ত ফাইলের 
সব ডাটাকে একত্রে রিড করি,
new_fi le1.txt ফাইলের সব ডাটাকে রিড করার জন্য 
readlines() মেথড ব্যবহার করতে হবে। যেমন :
with open(“c:/new_fi le1.txt”,”r”) as fl : line1=fl .readlines() print(line1)
উপরোক্ত প্রোগ্রামটি এক্সিকিউট হওয়ার পর দেখা যাচ্ছে ফাইলের 
সব ডাটা সমূহ প্রদর্শন করছে।

ডাটা সংযুক্ত করা

with স্টেটমেন্ট ব্যবহার করে ফাইলে নতুন ডাটা সংযুক্ত করার 
জন্য ফাইলটি এপেন্ড মুডে ওপেন করতে হবে। ফাইলে নতুন একটি 
লাইন সংযুক্ত করার প্রোগ্রাম নিচে দেয়া হলো,
with open(“c:/new_fi le1.txt”,”a”) as fl : new_line_third=”\nThis is third line” fl .write(new_line_third)
উপরোক্ত প্রোগ্রামটি এক্সিকিউট হলে  দেখা যাবে new_fi le1.txt
ফাইলে নতুন ডাটা সংযুক্ত হয়েছে।
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০২১ - এপ্রিল সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস