• ভাষা:
  • English
  • বাংলা
হোম > পাইথন প্রোগ্রামিং পর্ব ১৮
লেখক পরিচিতি
লেখকের নাম: নিজস্ব প্রতিবেদক
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০২০ - আগস্ট
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
পাইথন
তথ্যসূত্র:
প্রোগ্রামিং
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
পাইথন প্রোগ্রামিং পর্ব ১৮
পাইথন প্রোগ্রামিং পর্ব ১৮
মোহাম্মদ মিজানুর রহমান নয়ন

মডিউল

পাইথনে মডিউল হচ্ছে প্রোগ্রাম
লাইব্রেরির মতো। মডিউলে প্রোগ্রামের বিভিনড়ব
ফাঙ্কশন এবং ভেরিয়েবলসমূহকে ধারণ
করে। মডিউল তৈরি করার মাধ্যমে পাইথন
প্রোগ্রাম কোডকে বারবার ব্যবহার করা যায়।
মডিউল ব্যবহার করে একই প্রোগ্রাম কোড
বিভিনড়ব প্রোগ্রামে ইমপোর্ট করা যায়, ফলে
প্রোগ্রামের জটিলতা কমে এবং দ্রæত প্রোগ্রাম
তৈরি করা যায়। মডিউল ব্যবহার করার
ফলে প্রোগ্রাম এরর আইডেন্টিফিকেশন
এবং রেক্টিফাই করা সহজ হয়। পাইথন
সফটওয়্যারের তে পারে। ইউজার ডিফাইন্ড
মডিউলসমূহ পাইথনের প্যারেন্ট ডিরেক্টরির
অধীনে থাকতে হবে। মডিউল তৈরি করে
যে ফাইলে স্টোর করা হবে তার নাম এর
এক্সটেনশন .ঢ়ু হতে হবে। মডিউলসমূহ
যখন কোনো প্রোগ্রামে সংযুক্ত করা হবে তখন
import কমান্ড ব্যবহার করতে হবে। যেমনÑ

import math
import new_module
from math import sqrt
from math import *

মডিউল ব্যবহারের সুবিধা
মডিউল ব্যবহার করার ফলে বিভিনড়ব
ধরনের সুবিধা পাওয়া যায়, যেমনÑ
 প্রোগ্রাম কোড বারবার ব্যবহার করা
যায়।
 প্রোগ্রামের জটিলতা কমে।
 দ্রুত এবং সহজে প্রোগ্রাম তৈরি করা
যায়।
 একই প্রোগ্রাম কোডকে বিভিনড়ব প্রোগ্রামে
ইমপোর্ট করা যায়।
 এরর আইডেন্টিফিকেশন এবং
রেক্টিফিকেশন সহজ হয়।
 মডিউলার প্রোগ্রাম তৈরি করা যায়।
 প্রোগ্রাম মেইনটেনেন্স এবং আপগ্রেড
করা সহজ হয়।
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০২০ - আগস্ট সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস