কমপিউটারকে নিয়ে উচুমানের চিন্তাভাবনা ছেড়ে এ মুহূর্তে আমাদের মতো দেশের জন্য ডাটা এন্ট্রির মতো সম্ভাবনাময় শিল্পের ওপর অবিলম্বে গুরুত্ব দেয়া জরুরি। সরকারের কোনো সাহায্য ছাড়াই অতি অল্প সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠান আমদের দেশে সন্তর্পলে এ শিল্পে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে। এরকম একটি প্রতিষ্ঠানের বাস্তব সুবিধা অসুবিধা, এ শিল্পের কর্মপদ্ধতি ও সম্ভাবনার অত্যন্ত সহজ সরল বর্ণনা পাবেন এ প্রবন্ধটিতে। নিজস্ব অভিজ্ঞতার আলোকে তথ্যবহুল এ প্রবন্ধটি লিখেছেন এদশেই এ শিল্পের সাথে সরাসরি ভাবে যুক্ত আজহার এইচ চৌধুরী।